Gauahar Khan: দ্বিতীয়বার মা হলেন গওহর খান, পুত্র না কন্যা, কে এল অভিনেত্রীর কোল আলো করে?
Gauahar Khan News: অভিনেত্রী সমাজমাধ্যমের পাতায় সিংহ সিংহী ও তাঁদের শাবকদের ছবি দিয়ে দ্বিতীয় সন্তান আগমনের কথা ঘোষণা করেছেন অভিনেত্রী

কলকাতা: কোলে এল পুত্রসন্তান, দ্বিতীয়বার মা হলেন অভিনেত্রী গওহর খান (Gauahar Khan)। সোশ্যাল মিডিয়ায় সেই খবর শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী নিজেই। ২০২৩ সালে প্রথমবার মা হন অভিনেত্রী, আর ২০২৫-এ দ্বিতীয়বার মা হলেন তিনি। মে মাসেই অভিনেত্রী সুখবর জানিয়েছিলেন যে কোলে আসতে চলেছে সন্তান। আর সেপ্টেম্বর মাসের ১ তারিখে গওহর ও তাঁর সঙ্গীতশিল্পী জ়ায়েদ দরবারের কোলে এসেছে পুত্রসন্তান।
অভিনেত্রী সমাজমাধ্যমের পাতায় সিংহ সিংহী ও তাঁদের শাবকদের ছবি দিয়ে দ্বিতীয় সন্তান আগমনের কথা ঘোষণা করেছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় গওহর লিখেছেন, 'অত্যন্ত আন্দের সঙ্গে জানচ্ছি, আমাদের জ়েহানের রাজত্বের নতুন সদস্য হল ওর ভাই'। তবে এখনও একরত্তির নাম প্রকাশ্যে আনেননি তিনি। এর আগে, সি সেকশনের মাধ্যমে সন্তানের জন্ম দিয়েছিলেন অভিনেত্রী। সেইবার সেই প্রক্রিয়াকে বেদনাদায়ক বলেছিলেন গওহর। তবে এবার কিভাবে তাঁর কোলে এসেছে দ্বিতীয় সন্তান, সেই কথা এখনও জানাননি অভিনেত্রী।
একটা সময়ে গওহর খানের সঙ্গে সম্পর্ক ছিল সাজিদ খানের। সাজিদ খান ও গওহর খানের (Gauhar Khan) সম্পর্কের কথা কারও অজানা ছিল না। শোনা গিয়েছিল বাগদানও সেরে ফেলেছিলেন এই দুই তারকা। কিন্তু বেশিদিন স্থায়ী হয়নি এই সম্পর্ক। শোনা গিয়েছিল ৩ বছর সম্পর্কে ছিলেন গওহর ও সাজিদ। যদিও সাজিদ জানান, মাত্র ১ বছর তাঁর সম্পর্ক ছিল গওহরের সঙ্গে। কিছুদিন আগে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সাজিদের একটি পুরনো সাক্ষাৎকার। কিরণ জুনেজা (Kiran Juneja) সঞ্চালিত একটি টক শো-তে এসে গওহরকে নিয়ে মুখ খোলেন সাজিদ। প্রাক্তনের প্রতি কোনও তিক্ততা না রেখেই গওহরকে মিষ্টি মেয়ে বলে উল্লেখ করেন সাজিদ। সেইসঙ্গে তিনি জানান, গওহর নয়, সম্পর্ক ভেঙেছে তারই কারণে।
সাজিদের জবানিতে, 'সেইসময় আমি গওহরকে মিথ্যে বলে প্রচুর অন্য মেয়েদের সঙ্গে সময় কাটাতাম। বহু মেয়েকে সরাসরি বলতাম, আমি তোমায় ভালোবাসি, আমায় বিয়ে করবে? সেই মতো চললে এতদিনে আমার সাড়ে তিনশোরও বেশি বিয়ে হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু হয়নি। আমার চরিত্র সে সময় ঠিক ছিল না।' বকলমে গওহরের সঙ্গে সম্পর্ক ভাঙার দোষ নিজের কাঁধেই নেন সাজিদ।
View this post on Instagram






















