এক্সপ্লোর
‘বাজিগর’ সিনেমার ‘ইয়ে কালি কালি আঁখে’ গানে শাহরুখের লুকের ডিজাইন করেছিলেন, জানালেন গৌরি খান
বলিউডের অন্যতম আকর্ষণীয় দম্পতি শাহরুখ খান ও গৌরি খান। তাঁরা দুজনেই মাঝেমধ্যেই পারিবারিক ছবি শেয়ার করেন। গৌরির ইনস্টাগ্রাম পেজেই এর প্রমাণ পাওয়া যায়। একটা সময় গৌরি সিনেমায় তাঁর স্বামীর লুকেরও ডিজাইন করতেন।

মুম্বই: বলিউডের অন্যতম আকর্ষণীয় দম্পতি শাহরুখ খান ও গৌরি খান। তাঁরা দুজনেই মাঝেমধ্যেই পারিবারিক ছবি শেয়ার করেন। গৌরির ইনস্টাগ্রাম পেজেই এর প্রমাণ পাওয়া যায়। একটা সময় গৌরি সিনেমায় তাঁর স্বামীর লুকেরও ডিজাইন করতেন। সেই সময়টা শাহরুখের বলিউডে উত্থানের সময়। ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’, ‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘বাজিগর’-এর মতো সিনেমার হাত ধরে খ্যাতির তুঙ্গে উঠছেন তিনি। গৌরি তাঁর ইনস্টাগ্রাম পেজে দুটি পুরানো ছবি শেয়ার করেছেন। একটি ছবিতে শাহরুখের সঙ্গে দেখা যাচ্ছে কাজলকে। ‘বাজিগর’ সিনেমার ‘ইয়ে কালি কালি আঁখে’ গানের দৃশ্য থেকে ছবিটি নেওয়া হয়েছে। ছবিতে শাহরুখ একটা সাদা টি-শার্টের ওপর পরেছেন লাল শার্ট এবং পায়ের অংশ নকশা। বুলেট বেল্ট এবং হ্যান্ড প্রিন্টেড জিন্স।
ছবির ক্যাপশনে গৌরি লিখেছেন, ৯০-এর দশকে এই ডিজাইন করেছিলাম, এখন বিশ্বাস হয় না।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















