Gauri Khan: গোটা মন্নতই সাজিয়েছেন নিজের হাতে, মন খারাপ হলে বাড়ির কোন জায়গায় গিয়ে সময় কাটান গৌরী খান?
Gauri Khan on Mannat: গৌরী পেশায় ইন্টিরিয়ার ডিজাইনার। গোটা মন্নতকে নিজের হাতে সাজিয়েছেন তিনি।

কলকাতা: সদ্য মন্নত ছেড়ে ভাড়া বাড়িতে উঠে যাওয়ার খবর শোনা গিয়েছে। কারণ হিসেবে শোনা গিয়েছে, দীর্ঘ এত বছর পরে মেরামতি করা হবে মন্নত-এর। আর বিভিন্ন জিনিসের পাশাপাশি, ছেড়ে যেতে হবে গৌরী খানের প্রিয় জায়গাটিও? গোটা মন্নতই স্বপ্নের মতোই সুন্দর। তবে এই মন্নতের কোন জায়গাটি সবচেয়ে পছন্দ গৌরী খানের (Gouri Khan)-এর? শাহরুখ খান (Shah Rukh Khan) তাঁর গোটা পরিবারকে নিয়ে কিছুদিনের মধ্যেই সাময়িকভাবে থাকতে চলে যাবেন ভাড়া বাড়িতে। তবে সদ্য একটি সাক্ষাৎকারে গৌরী বলেছেন, তাঁর সাধের মন্নতের কোন জায়গাটি সবচেয়ে পছন্দ তাঁর।
গৌরী পেশায় ইন্টিরিয়ার ডিজাইনার। গোটা মন্নতকে নিজের হাতে সাজিয়েছেন তিনি। প্রত্যেকটা কোনাই গৌরী নিজের হাতে সাজিয়েছেন। তবে গৌরী সাক্ষাৎকারে জানিয়েছেন, গোটা মন্নতের মধ্যে তাঁর সবচেয়ে প্রিয় হল পুলের ধার-টা। এখানে বসলেই নাকি গৌরীর যে কোনও রকম মানসিক চাপ কেটে যায়। মন ভাল হয়ে যায়। খুব ক্লান্ত লাগলে বা খুব মানসিক চাপ গেলে গৌরী এখানেই এসে বসেন। তবে আপাতত গৌরীর সেই রুটিনে ইতি। তাঁকে এখন ছেড়ে চলে যেতে হবে এই বাড়ি। মন্নত মেরামতির পরে তাঁরা আবার থাকতে আসতে পারবেন সেখানে।
আগেই জানা গিয়েছিল, দীর্ঘদিন ধরে মন্নত বাড়ির মেরামতির প্রয়োজন। কিন্তু পুরসভার অনুমতি ছাড়া মন্নত-এর একটা ইঁটও খসানো অসম্ভব। বাড়ি মেরামতির জন্য পুরসভায় চিঠি লিখেছিলেন গৌরী খান। তাঁর সেই আবেদন মঞ্জুর হয়েছে কয়েক মাস আগেই। আর এবার বাড়ির মেরামতির পালা। জানা যাচ্ছে, মে মাস থেকে শাহরুখের বাড়ি বদল হবে। মন্নত জুড়ে চলবে মেরামতির কাজ। আর গোটা বাড়ি জুড়ে যদি মেরামতির কাজ হয়, তাহলে শাহরুখের পক্ষে সেই বাড়িতে থাকা অসম্ভব। সেই কারণেই শাহরুখ খান পালি হিলসে ৪ তলা একটি বাড়ি ভাড়া করেছেন। শোনা যাচ্ছে, সেই বাড়ির ভাড়া নাকি ২৪ লাখ টাকা। প্রত্যেক মাসে এই বিপুল অঙ্কের ভাড়া দিয়েই আপাতত থাকতে হবে শাহরুখকে। বাসু ভাগনানির তৈরি এই বাড়িতেই আপাতত থাকবেন শাহরুখ খান, গৌরী খান ও তাঁদের ৩ সন্তান। আরিয়ান খান, আব্রাম ও সুহানা খান। মন্নত মেরামতির পরে আবার ফিরতে পারবেন তাঁরা।
আরও পড়ুন: Tamannaah-Vijay: বিয়ের কথাও পাকা হয়ে গিয়েছিল, হঠাৎ বিচ্ছেদের সিদ্ধান্ত বিজয়-তমন্নার?






















