Genelia D'Souza Birthday: পরেরদিন পরীক্ষা, অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয়ের সুযোগ ছাড়তে চেয়েছিলেন জেনেলিয়া!
Genelia D'Souza Unknown Facts: মুম্বইয়ের সচ্ছল পরিবারেই জন্ম হয় জেনেলিয়ার। তাঁর বাবা ও মা দুজনেই চাকরি করতেন। পরবর্তীকালে জেনেলিয়ার কেরিয়ারের পিছনে সময় দেবেন বলে চাকরি ছেড়ে দেন তাঁর মা
মুম্বই: প্রথম ক্যামেরার সামনে আসা অভিনেত্রী হিসেবে নয়, মডেল হিসেবে। প্রথম ছবিতে অভিনয় করার পর ভেবেছিলেন, অভিনয় নয়, চাকরি করাই তাঁর জন্য আদর্শ। কিন্তু তাঁর ভবিষ্যৎ লেখা ছিল রুপোলি পর্দাতেই। মুম্বইতে জন্ম এই অভিনেত্রীর। তাঁর মিষ্টি হাসি, ঝলমলে অভিনয় মন কেড়েছে সবারই। বলিউডের অন্যতম প্রিয় সেই অভিনেত্রী, জেনেলিয়া ডি'সুজা (Genelia D'Souza)-র আজ জন্মদিন। তাঁর অভিনয় তো অনেক দেখেছেন, কিন্তু অভিনেত্রী সম্পর্কে এই তথ্যগুলো জানেন কি?
মুম্বইয়ের সচ্ছল পরিবারেই জন্ম হয় জেনেলিয়ার। তাঁর বাবা ও মা দুজনেই চাকরি করতেন। পরবর্তীকালে জেনেলিয়ার কেরিয়ারের পিছনে সময় দেবেন বলে চাকরি ছেড়ে দেন তাঁর মা। জেনেলিয়ার এক ছোট ভাইও রয়েছে। নিজের নামকে সবার থেকে আলাদা আর অন্যরকম বলে দাবি করতেন জেনেলিয়া। বাড়িতে বা পরিচিত বৃত্তে কখনও তাঁকে জিনু (Geenu) বলেও ডাকা হত।
২০০৩ সালে প্রথম 'তুঝে মেরি কসম' (Tujhe Meri Kasam) ছবির হাত ধরে বলিউডে পা রাখেন জেনেলিয়া। বক্সঅফিসে সাফল্যের মুখ দেখে এই ছবি। এর আগে অবশ্য মডেলিং করেছেন জেনেলিয়া। ১৫ বছর বয়স থেকেই মডেলিং শুরু করেন জেনেলিয়া। পার্কার পেন-এর বিজ্ঞাপনীতে অমিতাভ বচ্চন (Amitabh Bacchan) এর বিপরীতে অভিনয় করার জন্য বেছে নেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু যেদিন এই বিজ্ঞাপন শ্যুট হওয়ার কথা, তার ঠিক ২ দিন পরেই জেনেলিয়ার পরীক্ষা ছিল। পড়াশোনার কথা ভেবেই প্রথমে এই বিজ্ঞাপন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিলেন জেনেলিয়া। কিন্তু প্রযোজকের অনুরোধে পরে রাজি হয়ে যান তিনি। সেই বিজ্ঞাপনে নজর কেড়েছিলেন জেনেলিয়া।
'তুঝে মেরি কসম' ছবির পরে তামিল ছবি বয়েজ (Boys)-এ অভিনয় করেছিলেন জেনেলিয়া। এই ছবির জন্য ৩০০ জন মেয়ে অডিশন দিয়েছিলেন। তাঁদের মধ্যে থেকে বেছে নেওয়া হয়েছিল জেনেলিয়াকে। ছবিতে তাঁর নাম হয়েছিল হরিনি। এটি তাঁর কেরিয়ারের দ্বিতীয় ছবি ছিল। এরপর ২০০৪ সালে বলিউড ছবি 'মস্তি' (Masti)-তে অভিনয় করেছিলেন জেনেলিয়া।