এক্সপ্লোর

Top Entertainment News Today: টলি থেকে বলি, বিনোদন দুনিয়ার আজকের সেরা খবরগুলি এক ঝলকে

Top Entertainment News Today: গোটা দিন সারা দেশে বিনোদন দুনিয়ার একাধিক ঘটনা ঘটেছে। দিনের শেষে এক ঝলকে দেখে নেওয়া যাক কোন কোন খবর নজর কাড়ল।

কলকাতা: প্রকাশ্যে এল 'গুড বাই' ছবির ট্রেলার ('GoodBye Trailer Out')। অগ্রিম বুকিংয়ে কত টাকার টিকিট বিক্রি হল 'ব্রহ্মাস্ত্র'-এর (Brahmastra)? সম্পর্ক ভাঙল সুস্মিতা সেন ও ললিদ মোদির? এক ঝলকে দেখে নেওয়া যাক বিনোদন দুনিয়ার কোন কোন খবর নজর কাড়ল সারাদিনে (Top Entertainment News)।

'ব্রহ্মাস্ত্র'র অগ্রিম বুকিং

আগামী ৯ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে রণবীর কপূর, আলিয়া ভট্ট অভিনীত, অয়ন মুখোপাধ্যায় পরিচালিত 'ব্র্রহ্মাস্ত্র'। বিভিন্ন সূত্র অনুযায়ী খবর, দেশের বড় তিনটি সিনেমা হল সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, মুক্তির দিন অর্থাৎ ৯ সেপ্টেম্বরের জন্য তাদের সিনেমা হল থেকে ১ লক্ষ টিকিট বিক্রি হয়ে গিয়েছে ইতিমধ্যেই। প্রথম সপ্তাহ শেষে এখনও পর্যন্ত শুক্রবার, শনিবার ও রবিবার মিলিয়ে অগ্রিম বুকিং হয়ে গিয়েছে প্রায় ২ লক্ষ টিকিট।

সম্পর্ক ভাঙল সুস্মিতা সেন ও ললিত মোদির?

গুঞ্জন রটেছে যে সম্পর্ক ভেঙেছে সুস্মিতা সেন ও ললিত মোদির। কেন এমন গুঞ্জন? কারণ, নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে প্রাক্তন বিশ্বসুন্দরীর সমস্ত ছবি এবং ইনস্টাগ্রাম বায়ো থেকে অভিনেত্রীর নাম মুছে দিয়েছেন ললিত মোদি। এরপরই সম্পর্ক ভাঙার গুঞ্জন রটতে থাকে। জানা যায়, এতদিন পর্যন্ত ললিত মোদির ইনস্টাগ্রাম ডিপি ছিল সুস্মিতা সেনের সঙ্গে মলদ্বীপ ভ্রমণের একটি ছবি। কিন্তু এদিন তাঁর ইনস্টাগ্রাম বায়ো বদলে গিয়েছে। সেখান থেকে সরে গিয়েছে সুস্মিতা সেনের ছবি। 

কেমন আছেন রাজু শ্রীবাস্তব?

রাজু শ্রীবাস্তবের মুখ্য পরামর্শদাতা অজিত সাক্সেনা সম্প্রতি সংবাদমাধ্যমের কাছে শারীরিক অবস্থার খবর দিয়েছেন। তিনি জানিয়েছেন যে, জ্ঞান ফেরার পর চোখ মেলে তাকিয়েছেন রাজু শ্রীবাস্তব। পাশে থাকা স্ত্রীর হাত ধরার চেষ্টা করেছেন। স্ত্রী শিখা শ্রীবাস্তবের সঙ্গে কথা বলারও চেষ্টা করেছেন রাজু। গত সপ্তাহেই রাজুর ঘনিষ্ঠ বন্ধু এবং জনপ্রিয় কমেডিয়ান এহসান কুরেশি জানিয়েছিলেন যে, জ্ঞান ফিরলেও কথা বলতে পারছেন না রাজু। চোখের পলক ফেলে নিজের প্রতিক্রিয়া দিচ্ছেন।

অনুরাগীদের জন্য বিশেষ ঘোষণা রণবীর-আলিয়ার

এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভট্ট। তাঁর ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি, রণবীর কপূর, পরিচালক অয়ন মুখোপাধ্যায় এবং 'ব্রহ্মাস্ত্র'র কলাকুশলীরা সকলে স্পেশাল স্ক্রিনিংয়ে রয়েছেন। জানা যাচ্ছে, এই প্রথমবার তাঁরা 'থ্রিডি'তে দেখলেন 'ব্রহ্মাস্ত্র'। এরইসঙ্গে জানা যাচ্ছে যে, 'ব্রহ্মাস্ত্র' মুক্তির আগের দিন অর্থাৎ ৮ সেপ্টেম্বর অনুরাগীদের জন্য স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করেছেন তাঁরা।

'কিসি কা ভাই কিসি কি জান' ছবির মুখ্য চরিত্রে কারা?

জানা গিয়েছে, 'কিসি কা ভাই কিসি কি জান' ছবিতে সলমন খানের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে পূজা হেগড়েকে। এছাড়াও এই ছবিতে অভিনয় করছেন রাঘব জুয়াল। সলমন খানের ছবি দিয়ে বি টাউনে বড় পর্দায় পা রাখছেন শেহনাজ গিল। অনুরাগীরা তাঁকে বড় পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন। জনপ্রিয় পঞ্জাবী গায়ক জ্যাস্সি গিলকে দেখা যাবে 'কিসি কা ভাই কিসি কি জান' ছবিতে। অভিনেত্রী শ্বেতা তিওয়ারি কন্যা পলক তিওয়ারিকে অভিনয় করতে দেখা যাবে সলমন খানের বহু প্রতীক্ষিত এই ছবিতে। এছাড়াও রয়েছেন সিদ্ধার্থ নিগম, ভেঙ্কটেশ, প্রমুখরা। 

তথ্যচিত্রে ভিস্তিওয়ালা

আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চিত্র পরিচালক রাজাদিত্য বন্দ্যোপাধ্যায় ২০১৭ সালে কলকাতার বিলুপ্তপ্রায় ভিস্তিওয়ালাদের নিয়ে প্রথম তথ্যচিত্র তৈরি করেন। ছবির নাম 'ওয়াটারওয়ালা' (Water Wala)। ২০১৭ সাল থেকে দেশ ও বিদেশের একাধিক রুদ্ধদ্বার চলচ্চিত্র উৎসবে বহু মানুষ এই ছবি দেখেছেন। এবার ছবিটি দেশ ও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সাধারণ মানুষ এই অসাধারণ গবেষণামূলক কাজটি দেখতে পারবেন। ভারত ও ফিনল্যান্ডের যৌথ প্রযোজনায় তৈরি এই ছবিটির চিত্রগ্রহণ করেছেন সুমন শিট, গিরিধারী গড়াই, সুদীপ বড়াল। সম্পাদনা করেছেন পরিচালকের ছাত্রসম সুমন্ত সরকার। 'ওয়াটারওয়ালা' পরিচালকের পঞ্চম তথ্যচিত্র।

ছবিতে রাজীব গাঁধীর হত্যাকাহিনি

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গাঁধী (Rajib Gandhi) হত্যাকাণ্ডের কথা সকলের জানা। তবুও এই ঘটনার পিছনে অনেক গোপন সত্য রয়েছে যা বিশ্বকে নাড়া দিয়ে যায়। এই ঘৃণ্য ঘটনার অব্যবহিত পরেই দেশের যে অবস্থা হয়েছিল তার ওপর ফোকাস করে এই সিরিজ তৈরি হবে। অনিরুদ্ধ মিত্রের সম্প্রতি প্রকাশিত হওয়া বই, 'নাইন্টি ডেজ়: দ্য ট্রু স্টোরি অফ দ্য হান্ট ফর রাজীব গান্ধীজ় অ্যাসাসিন'-এর ওপর ভিত্তি করে তৈরি হবে ছবিটি। নাগেশ কুকনূরের এই সিরিজের নাম 'ট্রেল অফ অ্যান অ্যাসাসিন'।

'নাচ বেবি'

সানি-রেমোর তালে এবার 'নাচ বেবি'! প্রকাশ্যে আদ্যোন্ত নাচের গান। ভূমি ত্রিবেদী ও ভিপিন পাটওয়ার এই গানের হাত ধরে প্রথমবার একসঙ্গে দেখা গেল সানি লিওনি ও রেমো ডি'সুজাকে। একসঙ্গে এক ফ্রেমে রেমো ও সানিকে দেখা যাবে, খবর প্রকাশ্যে আসতেই পুরো গানের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। গান প্রকাশ্যে আসতেই পরিষ্কার, অনুরাগীদের আশা ছাপিয়ে গেছেন সানি লিওনি।

ইন্ডাস্ট্রিতে সূর্যের ২৫ বছর

ফিল্ম ইন্ডাস্ট্রিতে ২৫ বছর কাটিয়ে ফেললেন তামিল সুপারস্টার সূর্য (Tamil superstar Suriya)। মঙ্গলবার ইন্ডাস্ট্রিতে ২৫ বছর ও প্রথম ছবি 'নেরুক্কু নের' (Nerrukku Ner) মুক্তির রজত জয়ন্তী উদযাপন করলেন তারকার সূর্য। এত বছর ধরে অনুরাগীদের অফুরান ভালবাসার জন্য ধন্যবাদও জানালেন তিনি। শোনা যায়, তামিল ইন্ডাস্ট্রির আজকের তারকা সূর্য, প্রথম মাসে বেতন পেয়েছিলেন মাত্র ৭৩৬ টাকা। এখন তিনি ইন্ডাস্ট্রির অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা। সরবানন শিবকুমার, ওরফে সূর্য জামাকাপড়ের ফ্যাক্টরিতে প্রথম কাজ শুরু করেন। শোনা যায় স্বজনপোষণের দায় এড়াতে সূর্য তাঁর বসকে বলেননি যে তিনি অভিনেতা শিবকুমারের পুত্র।

তৃতীয় বর্ষে 'ছিছোরে'

নীতেশ তিওয়ারির (Nitesh Tiwari) 'ছিছোরে' ছবির তিন বছর পূর্তি (3 Years of Chhichhore)। প্রয়াত সুশান্ত সিংহ রাজপুতকে (Sushant Singh Rajput) স্মরণ করে ছবির অন্যতম অভিনেতা তাহির রাজ ভাসিন (Tahir Raj Bhasin) এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তিনি লেখেন, 'আজ ছিছোরের তিন বছর পূর্তি। ডেরেক হয়ে কলেজ ক্যাম্পাসের জীবন কাটানো এক উন্মাদনায় পূর্ণ সফর ছিল যা তার নিজস্ব উদ্দীপনা নিয়ে আসে। নীতেশ তিওয়ারির ছবির সেট থেকে রইল কিছু বিহাইন্ড দ্য সিন।'

আরও পড়ুন: Brahmastra Updates: 'ব্রহ্মাস্ত্র' ছবির জন্য কত টাকা পারিশ্রমিক নিয়েছেন মৌনী রায়, অমিতাভ বচ্চনরা?

কেআরকে-র পাশে শত্রুঘ্ন সিন্হা

দিন কয়েক আগেই বিতর্কিত ট্যুইটের (tweet) জেরে গ্রেফতার হয়েছেন অভিনেতা-সমালোচক কমল রশিদ খান (Kamaal Rashid Khan)। এবার তাঁর পাশে দাঁড়ালেন রাজনীতিক অভিনেতা শত্রুঘ্ন সিন্হা (Shatrughan Sinha)। বলিউডের দুই বর্ষীয়ান প্রয়াত অভিনেতা, ঋষি কপূর (Rishi Kapoor) ও ইরফান খান (Irrfan Khan) প্রসঙ্গে কেআরকে-র 'অসম্মানজনক' ট্যুইটের জেরে গ্রেফতার করা হয়েছে কমল আর খানকে। এবার তাঁর গ্রেফতারির বিরুদ্ধে সরব শত্রুঘ্ন। তিনি লেখেন, 'তাঁর সবচেয়ে বড় সম্পদ হল তাঁর আত্মবিশ্বাস, তিনি কোনও ভয় বা পক্ষপাত ছাড়াই কথা বলেন মনে হয়। তাঁকে পরিস্থিতির ষড়যন্ত্রের শিকার বলে মনে হচ্ছে। ঈশ্বর তাঁর মঙ্গল করুন!' 

'গুড বাই' ট্রেলার প্রকাশ্যে

দীর্ঘ প্রতীক্ষার অবসান। মুক্তি পেল রশ্মিকা মান্দান্না (Rashmika Mandanna) ও অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) অভিনীত 'গুড বাই' ছবির ট্রেলার ('GoodBye' Trailer Out)। মঙ্গলবার ছবি নির্মাতারা প্রকাশ্যে আনলেন ফ্যামিলি ড্রামার ট্রেলার। এদিন ইনস্টাগ্রামে নতুন ছবির ট্রেলার পোস্ট করে রশ্মিকা মান্দান্না লেখেন, 'আমাদের "গুড বাই" সন্তানের একাংশ এখন আপনাদেরও... এই ছবিটা অজস্র কারণের জন্য বিশেষ আমার কাছে, কিন্তু এখনের জন্য আমি আশা করি আপনি এবং আপনার পরিবার এটি খুব পছন্দ করবেন।'

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Tiger Attacked: জঙ্গলে চলছিল তল্লাশি, আচমকাই বনকর্মীর উপর ঝাঁপিয়ে পড়ল বাঘ, মর্মান্তিক ঘটনা মৈপীঠে !
জঙ্গলে চলছিল তল্লাশি, আচমকাই বনকর্মীর উপর ঝাঁপিয়ে পড়ল বাঘ, মর্মান্তিক ঘটনা মৈপীঠে !
Ketugram Incident: কেতুগ্রামে পরিত্যক্ত বাড়িতে আগে থেকেই মজুত বিপুল পরিমাণ বিস্ফোরক ! অনুমান পুলিশের
কেতুগ্রামে পরিত্যক্ত বাড়িতে আগে থেকেই মজুত বিপুল পরিমাণ বিস্ফোরক ! অনুমান পুলিশের
Madhyamik Exam 2025: পরীক্ষাকেন্দ্র খুঁজে না পেয়ে দিশেহারা মাধ্যমিক পরীক্ষার্থী, বাইকে করে পৌঁছে দিল পুলিশ !
পরীক্ষাকেন্দ্র খুঁজে না পেয়ে দিশেহারা মাধ্যমিক পরীক্ষার্থী, বাইকে করে পৌঁছে দিল পুলিশ !
Pariksha Pe Charcha 2025 :পরীক্ষার ভয়ে রাতের ঘুম উড়েছে ? অনায়াসে ভয়কে জয় করার টিপস দিলেন প্রধানমন্ত্রী
পরীক্ষার ভয়ে রাতের ঘুম উড়েছে ? চাপ সামলে ভয়কে জয় করার দারুণ টিপস দিলেন প্রধানমন্ত্রী
Advertisement
ABP Premium

ভিডিও

SSC Case: সুপ্রিম কোর্টে SSC মামলার শুনানি, কী বলছেন চাকরিপ্রার্থীরা? ABP Ananda liveSouth 24 Pargana News: 'ভীষণ আতঙ্কে আছি', মৈপীঠে বাঘের হামলার পরে আর কী বলছেন স্থানীয়রা?Maipith News: ধানক্ষেতে বনকর্মীর উপর লাফ, বাঘে-মানুষে রুদ্ধশ্বাস লড়াই মৈপীঠেManipur News: ২ বছর ধরে অশান্ত মণিপুর, অবশেষে ইস্তফা মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tiger Attacked: জঙ্গলে চলছিল তল্লাশি, আচমকাই বনকর্মীর উপর ঝাঁপিয়ে পড়ল বাঘ, মর্মান্তিক ঘটনা মৈপীঠে !
জঙ্গলে চলছিল তল্লাশি, আচমকাই বনকর্মীর উপর ঝাঁপিয়ে পড়ল বাঘ, মর্মান্তিক ঘটনা মৈপীঠে !
Ketugram Incident: কেতুগ্রামে পরিত্যক্ত বাড়িতে আগে থেকেই মজুত বিপুল পরিমাণ বিস্ফোরক ! অনুমান পুলিশের
কেতুগ্রামে পরিত্যক্ত বাড়িতে আগে থেকেই মজুত বিপুল পরিমাণ বিস্ফোরক ! অনুমান পুলিশের
Madhyamik Exam 2025: পরীক্ষাকেন্দ্র খুঁজে না পেয়ে দিশেহারা মাধ্যমিক পরীক্ষার্থী, বাইকে করে পৌঁছে দিল পুলিশ !
পরীক্ষাকেন্দ্র খুঁজে না পেয়ে দিশেহারা মাধ্যমিক পরীক্ষার্থী, বাইকে করে পৌঁছে দিল পুলিশ !
Pariksha Pe Charcha 2025 :পরীক্ষার ভয়ে রাতের ঘুম উড়েছে ? অনায়াসে ভয়কে জয় করার টিপস দিলেন প্রধানমন্ত্রী
পরীক্ষার ভয়ে রাতের ঘুম উড়েছে ? চাপ সামলে ভয়কে জয় করার দারুণ টিপস দিলেন প্রধানমন্ত্রী
Newtown Security: নিউটাউনে নিরাপত্তা সেই ঢিলেঢালাই, বড় রাস্তায় নাকা চেকিং, উল্টোদিকের 'ঘটনাস্থল' রয়েছে অন্ধকারেই
নিউটাউনে নিরাপত্তা সেই ঢিলেঢালাই, বড় রাস্তায় নাকা চেকিং, উল্টোদিকের 'ঘটনাস্থল' রয়েছে অন্ধকারেই
Gold Silver Price Today: চড়চড়িয়ে বাড়ছে সোনার দাম, এবার কি পেরোবে ৯০ হাজারের গণ্ডি?
চড়চড়িয়ে বাড়ছে সোনার দাম, এবার কি পেরোবে ৯০ হাজারের গণ্ডি?
IND vs ENG Live: টি-২০-র পর ওয়ান ডে সিরিজেও ব্রিটিশ-বধ ভারতের, লাইভ আপডেট
টি-২০-র পর ওয়ান ডে সিরিজেও ব্রিটিশ-বধ ভারতের, লাইভ আপডেট
WhatsApp Fraud : ক্লিক না করেই হ্যাক হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ? কীভাবে বাঁচবেন 
ক্লিক না করেই হ্যাক হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ? কীভাবে বাঁচবেন 
Embed widget