Top Entertainment News Today: মুখ্যমন্ত্রীর সঙ্গে সলমন খানের সাক্ষাৎ, আংটি বদল সারলেন পরিণীতি-রাঘব, বিনোদনের সারাদিন
Top Entertainment News Today: গোটা দিন সারা দেশে বিনোদন দুনিয়ার একাধিক ঘটনা ঘটেছে। দিনের শেষে এক ঝলকে দেখে নেওয়া যাক কোন কোন খবর নজর কাড়ল।
কলকাতা: শহরে এলেন সলমন খান (Salman Khan), দেখা করলেন মুখ্যমন্ত্রীর (Chief Minister) সঙ্গে। আংটি বদল (engagement) সারলেন পরিণীতি চোপড়া (Parineeti Chopra) ও রাঘব চাড্ডা (Raghav Chadha)। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন (Top Entertainment News)।
কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রে ২০০-টিরও বেশি স্ক্রিনে মুক্তি পেল 'দ্য কেরালা স্টোরি'
বিতর্কের মাঝেই 'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story) মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় ২০০টিরও বেশি স্ক্রিনে মুক্তি পেয়েছে। একদিকে বাংলায় নিষিদ্ধ 'দ্য কেরালা স্টোরি'(The Kerala Story Banned)। সম্প্রতি সাংবাদিক বৈঠকে 'দ্য কেরালা স্টোরি'-কে নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার 'দ্য কেরালা স্টোরি' ছবিটি নিষিদ্ধ করে দেওয়ার প্রতিবাদে, ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের একাধিক শহরে সিনেমাহলগুলিতে বিক্ষোভ চলছে। আর এমনই এক বিতর্কিত পরিস্থিতির মাঝে বিদেশে অন্য ছবি।
কেকেআর তারকাকে ফোন রজনীকান্তের
আইপিএলের (IPL 2023) মাঠে চলচ্চিত্র জগতের একাধিক পরিচত মুখকে প্রায়শই খেলা দেখতে উপস্থিত থাকতে দেখা যায়। চলতি আইপিএলেও জ্যাকলিন ফার্নান্ডেজ, অনিল কপূর, সোনম কপূরদের আইপিএলের ম্যাচ দেখতে মাঠে উপস্থিত থাকতে দেখা গিয়েছে। তিনি সশরীরে মাঠে উপস্থিত না হলেও, আইপিএলের ম্যাচগুলির দিকে নজর রাখছেন রজনীকান্তও (Rajnikanth)। শুধু নজর রাখছে বলা ভুল, মরসুমে সকলের নজর কাড়া রিঙ্কু সিংহকে (Rinku Singh) সরাসরি নাকি ফোনও করেছেন 'থালাইভা'।
বড়পর্দায় আসছে ভূতের ছবি, নাম 'তান্ত্রিনী'
এবারে বড়পর্দায় ভূতের গল্প। আসছে নতুন ছবি 'তান্ত্রিনী'। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন ডা: অরিন্দম বন্দ্যোপাধ্যায় ও সৃজিতা রানা বন্দ্যোপাধ্যায়। মুক্তি পেল এই ছবির প্রথম লুক। এই ভূতের গল্পের ছবির পুরো শ্যুটিং হবে কলকাতা শহরে ও তার আশেপাশের অঞ্চলে। ছবির মুখ্য চরিত্র তান্ত্রিনীর ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী সৃজিতা রানা বন্দ্যোপাধ্যায়। অন্যান্য মুখ্য চরিত্রে অভিনয় করছেন অয়ন দেবনাথ, সাত্বিকা ঘোষ, রিনা রানা, দীপঙ্কর চট্টোপাধ্যায়, সৈকত রায়, বিজু পাত্র প্রমুখ।
'সলমনকে নিজের খেয়াল রাখতে বলেছি'
শহরে এসে পৌঁছেছেন ভাইজান (Bhaijaan)। এক দশকের বেশি সময় পর কলকাতায় এলেন তিনি। ইস্টবেঙ্গল (East Bengal) তাঁবুতে তাঁর অনুষ্ঠান রয়েছে। তার আগে পরিকল্পনা মাফিক সলমন খান (Salman Khan) পৌঁছে গিয়েছিলেন কালীঘাটে (Kalighat), মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়িতে। সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। এই সাক্ষাৎ সম্পর্কে তিনি বলেন, 'সকল সাংবাদিক বন্ধুরা আজ আমার বাড়িতে এসেছেন, বিশেষ করে সলমন খানের জন্য। সলমন খান এসেছিলেন এবং ওঁদের ধন্যবাদ। আমি ওঁর নিরাপত্তা নিয়ে সত্যিই যথেষ্ট চিন্তিত। তাই ওঁকে নিজের খেয়াল রাখতে বলেছি।'
এবার বড়পর্দায় একসঙ্গে অজয়-মাধবন
এবার একসঙ্গে এক পর্দায় দেখা যাবে 'সিঙ্ঘম' (Singham) অজয় দেবগণ (Ajay Devgn) ও 'থ্রি ইডিয়টস' (3 Idiots) অভিনেতা আর. মাধবনকে (R Madhavan)। আগামী সুপারন্যাচরাল থ্রিলার (supernatural thriller) ঘরানার ছবিতে একসঙ্গে দেখা যাবে তাঁদের। ছবির নাম এখনও স্থির হয়নি। পরিচালনায় বিকাশ বহেল (Vikas Bahl)। ছবিটি আপাতত প্রি-প্রোডাকশন পর্যায়ে আছে। আগামী মাসে শুরু হবে ছবির শ্যুটিং।
হাসপাতালে ভর্তি পাপন, সোশ্যাল মিডিয়ায় দিলেন 'হেলথ আপডেট'
সম্প্রতি হাসপাতালে ভর্তি হলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী পাপন (Papon)। শারীরিক অসুস্থতা নিয়ে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে (Kokilaben Dhirubhai Ambani Hospital) ভর্তি হন তিনি। নিজের সোশ্যাল মিডিয়ায় সেই খবর শেয়ার করলেন শিল্পী নিজেই। ছবিতে দেখা গেল বাবার পাশে বসে রয়েছে ১৩ বছরের ছেলে। এদিন একটি পোস্ট করেন পাপন। তিনি ক্যাপশনে উল্লেখ করেন যে এমন ধরনের পোস্ট করতে এমনিতে তিনি পছন্দ করেন না। কিন্তু এবারে পোস্ট করলেন, তার একমাত্র কারণ তাঁর ১৩ বছর বয়সী ছেলে, যে বাবার জন্য 'নাইট অ্যাটেনড্যান্ট' (night attendant) হয়ে জেগেছিল হাসপাতালে।
আংটি বদল সারলেন পরিণীতি-রাঘব
জল্পনা চলছিল বহুদিন ধরেই। বলিউড অভিনেত্রী (Bollywood Actress) পরিণীতি চোপড়ার (Parineeti Chopra) বিয়ে। সাত পাকে বাঁধা পড়বেন আম আদমি পার্টি (AAP) নেতা রাঘব চাড্ডার (Raghav Chadha) সঙ্গে। শোনা যাচ্ছিল ১৩ মে আংটি বদল (Engagement) করবেন তারকা জুটি। অপেক্ষায় ছিল সকল অনুরাগী। এবার প্রকাশ্যে এল বিশেষ দিনের ছবি। রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়া দুইজনেই নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ছবি।
বক্স অফিসে দুরন্ত 'দ্য কেরালা স্টোরি'
বক্স অফিসে দুরন্ত গতিতে চলছে 'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story)। খুব পরিষ্কার যে এত বিবিধ বিতর্ক কোনও নেতিবাচক প্রভাব ফেলতে পারেনি ছবির সাফল্যে। প্রথম সপ্তাহান্তের (first weekend) শেষেই ট্রেড অ্যানালিস্টরা (trade analyst) জানিয়েছিলেন, এই ব্যবসার ধারা বজায় থাকলে ক্রমেই ঊর্ধ্বমুখী ছবির ব্যবসা। দৃশ্যত হচ্ছেও তাই। এক সপ্তাহ পরেও অটল ছবির সাফল্য। যদিও দিনের হিসেব করলে সপ্তম ও অষ্টম দিনে ব্যবসার বিশেষ হেরফের হয়নি। তবে মনে করা হচ্ছে ১০০ কোটির গণ্ডি পার (100 Crore) হতে আর একদিনের অপেক্ষা।