Top Entertainment News Today: হাসপাতালে ভর্তি তনুজা, নয়া রেকর্ড গড়ল 'অ্যানিম্যাল', বিনোদনের সারাদিন
Top Entertainment News Today: গোটা দিন সারা দেশে বিনোদন দুনিয়ার একাধিক ঘটনা ঘটেছে। দিনের শেষে এক ঝলকে দেখে নেওয়া যাক কোন কোন খবর নজর কাড়ল।
![Top Entertainment News Today: হাসপাতালে ভর্তি তনুজা, নয়া রেকর্ড গড়ল 'অ্যানিম্যাল', বিনোদনের সারাদিন get to know top entertainment news for the day 18 December which you can t miss know in details Top Entertainment News Today: হাসপাতালে ভর্তি তনুজা, নয়া রেকর্ড গড়ল 'অ্যানিম্যাল', বিনোদনের সারাদিন](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/18/6237b0ac970aec9a6f7006693f257b2c1702841191343229_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: হাসপাতালে ভর্তি করা হল বর্ষীয়ান অভিনেত্রী তনুজাকে (Tanuja Hospitalised)। মুক্তির ১৬ দিনের মাথায় নয়া রেকর্ড গড়ল 'অ্যানিম্যাল' (Animal)। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন (Top Entertainment News)।
প্রকাশ্যে 'ফাইটার' ছবির প্রথম গান
'ফাইটার' ছবির হাত ধরে প্রথমবার জুটি বাঁধতে চলেছেন হৃত্বিক রোশন ও দীপিকা পাড়ুকোন। তাই ছবি নিয়ে দর্শকের উন্মাদনার পারদ তুঙ্গে। সম্প্রতি মুক্তি পেল এই ছবির প্রথম গান 'শের খুল গয়ে'। আর প্রথম গানেই দুই সুপারস্টারের জমজমাট নাচ মুগ্ধ করল দর্শককে। বিশাল-শেখরের সঙ্গীত পরিচালনায় এই পার্টি মেজাজের গানটি গেয়েছেন শিল্পা রাও ও বেনি দয়াল। গানের কথা কুমারের। গোটা গানে নাচের প্রতিটি স্টেপে যেমন দর্শককে মাতিয়েছে হৃত্বিক-দীপিকা, তেমনই তাঁদের চোখধাঁধানো রসায়নও মন কেড়েছে ভক্তদের। হৃত্বিক-দীপিকার পাশাপাশি এই গানে কর্ণ সিং গ্রোভারকে নাচতে দেখা যাচ্ছে জমিয়ে। সেই সঙ্গে গানে এক ঝলক দেখা মিলেছে অভিনেতা অনিল কপূরেরও। নজর কেড়েছে গানের হুক স্টেপও।
'ভাল আছেন শ্রেয়স...'
গত বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হন জনপ্রিয় অভিনেতা শ্রেয়স তলপড়ে (Shreyas Talpade)। যে খবর প্রকাশ্যে আসতেই সকল অনুরাগীরাই তাঁর আরোগ্য কামনা করেছেন। আর 'মন থেকে কিছু চাইলে..' তা যে পাওয়া যায়, তাঁরই অভিনীত ছবি সেকথা মনে করায়। তাই শেষ অবধি পাওয়া খবরে, জানা গিয়েছে, আগের থেকে ভাল আছেন শ্রেয়স। পরিবারের লোককে দেখে হেসেছেনও তিনি। ইনস্টাগ্রামে শ্রেয়সের শারীরিক অবস্থা নিয়ে আপডেট দিয়েছেন স্ত্রী দীপ্তি। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'শ্রেয়সের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। কিছুদিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। হাসপাতালের চিকিৎসক এবং মেডিক্যাল টিমের অসম্ভব যত্ন নেওয়া এবং ওকে সঠিক সময়ে চিকিৎসা দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ। শ্রেয়স ধীরেধীরে সুস্থ্য হয়ে উঠছেন।'
১৬ দিনেই ৮০০ কোটি পার 'অ্যানিম্যাল' ছবির
১ ডিসেম্বর মুক্তি পেয়েছে 'অ্যানিম্যাল' ('Animal' Movie)। রণবীর কপূর (Ranbir Kapoor) অভিনীত এই ছবি বক্স অফিসে এখনও ঝোড়ো ব্যাটিং করে চলেছে ('Animal' Box Office Collection)। মুক্তির ১৬ দিনের মাথায় গোটা বিশ্বে আয়ের নিরিখে ৮১৭.৩৬ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে সন্দীপ রেড্ডি ভাঙ্গার (Sandeep Reddy Vanga) ছবি। রবিবার এমনটাই ঘোষণা করা হয়েছে নির্মাতাদের তরফে। হিন্দি (Hindi), তেলুগু (Telugu), তামিল (Tamil), কন্নড় (Kannad) ও মলয়ালি (Malayalam) ভাষায় মুক্তি পায় এই অ্যাকশন ড্রামা (Action Drama) ঘরানার ছবি। ছবির অন্যতম প্রযোজনা সংস্থা 'টি সিরিজ' রবিবার এই ছবির এখনও পর্যন্ত আয়ের পরিমাণ পোস্ট করে জানায় তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। এই ছবিতে রণবীরের সঙ্গে অভিনয় করেছেন ববি দেওল, অনিল কপূর, রশ্মিকা মান্দানা, তৃপ্তি দিমরি, সুরেশ ওবেরয়, প্রেম চোপড়া।
অগ্রিম বুকিংয়ে শাহরুখকে পিছনে ফেলল প্রভাস?
২১ ডিসেম্বর, বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে শাহরুখ খানের 'ডাঙ্কি' (Dunki)। তার ঠিক একদিন পর, ২২ ডিসেম্বর মুক্তি পাবে প্রভাসের 'সালার: পার্ট ১ - সিজফায়ার' (Salaar: Part 1- Ceasefire)। দুই তারকার দুই বহু প্রতীক্ষিত ছবি, বলাই বাহুল্য বক্স অফিসে জোর টক্কর হতে চলেছে। দুই সিনেমার টিকিটের অগ্রিম বুকিং (advance booking) শুরু হয়েছে। প্রভাসের 'সালার: পার্ট ১ - সিজফায়ার' ইতিমধ্যেই ভূয়সী প্রশংসা পেয়েছে। এই ছবির টিকিটের অগ্রিম বুকিংও তার প্রমাণ। রবিবার পর্যন্ত এই ছবির আগাম টিকিট বুকিংয়ের সংখ্যা, ১ লক্ষের বেশি। অন্যদিকে ২১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে শাহরুখ খান অভিনীত রাজকুমার হিরানি পরিচালিত 'ডাঙ্কি'। রবিবার সকাল পর্যন্ত রাজু হিরানির ছবি দেশে মোট ৬৯ হাজার ৮৩৪ সংখ্যক টিকিট বিক্রি করতে পেরেছে, যা থেকে আয়ের পরিমাণ আনুমানিক ২.৩১ কোটি।
'Standing Ovation' পেল শাহরুখের 'ডাঙ্কি'
২০২৩ সালে একের পর এক ছক্কা। প্রথমে ২৫ জানুয়ারি, প্রায় ৪ বছরের বিরতির পর বড়পর্দায় ফেরেন শাহরুখ খান (Shah Rukh Khan)। 'পাঠান' (Pathaan) ছবির হাত ধরে সেই দুর্দান্ত 'কামব্যাক' তুলে ধরেছিল বলিউডের বক্স অফিসের হাল। এরপর ৭ সেপ্টেম্বর। মুক্তি পেল এই বছরে তাঁর দ্বিতীয় ছবি, 'জওয়ান' (Jawan)। নিজের ছবির রেকর্ড নিজেই ভাঙেন কিং খান (King Khan)। প্রমাণ করেন এখনও বলিউডের বাদশাহ্ তিনিই। এবার তৃতীয় ছবির অপেক্ষার অবসান হতে চলেছে আর কিছুদিনের মধ্যেই। আর মাত্র ৫ দিন। ২১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে ফের হাজির হবেন কিং খান। রাজু হিরানির (Rajkumar Hirani) পরিচালনায় মুক্তি পাবে 'ডাঙ্কি' (Dunki)। তবে দর্শকের সামনে আসার আগেই, সেন্সর বোর্ডের তরফে বিশেষ সম্মান পেল এই ছবি। শাহরুখ-তাপসী-ভিকির ছবি পেল 'স্ট্যান্ডিং ওভেশন' (Standing Ovation)। আগামী সপ্তাহে মুক্তি পাবে 'ডাঙ্কি'। তার আগে সেন্সর বোর্ড কমিটির সদস্যদের জন্য ছবির বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করেছিলেন 'ডাঙ্কি' নির্মাতারা। দুবাই, সংযুক্ত আরব আমিরশাহীর সেন্সর বোর্ড স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয় 'ভক্স সিনেমাস'-এ। সেখানে অগ্রিম বুকিংয়ে যেমন দুর্দান্ত সাড়া পেয়েছে এই ছবি, তেমনই এই বিশেষ স্ক্রিনিংয়ের পর সেন্সর বোর্ডের সদস্যরা উঠে দাঁড়িয়ে অভিবাদন, সম্মান জানিয়েছেন। রাজু হিরানির ছবি পেয়েছে 'স্ট্যান্ডিং ওভেশন'।
হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেত্রী তনুজা
বর্ষীয়ান অভিনেত্রী তনুজা ভর্তি হাসপাতালে (Tanuja Hospitalised)। বলিউড সুপারস্টার কাজলের (Kajol) মা, অজয় দেবগণের (Ajay Devgn) শাশুড়ি, প্রবীণ শিল্পী তনুজাকে রবিবার সন্ধ্যায় মুম্বইয়ের এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, ৮০ বছর বয়সী অভিনেত্রীকে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে ভর্তি করা হয়েছে হাসপাতালে। জুহুর ওই হাসপাতালে ICU-তে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, 'অভিনেত্রীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তিনি ভাল হয়ে উঠছেন। চিন্তার কোনও কারণ নেই।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)