(Source: Poll of Polls)
Top Entertainment News Today: এবার শাহরুখ-রাজকুমার জুটি, মা হলেন কাজল আগরওয়াল, বিনোদনের সারাদিন
Top Entertainment News Today: বড়পর্দায় মুখোমুখি কৌশিক গঙ্গোপাধ্যায় আর অপরাজিতা আঢ্য। নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ২০২২-এ ১৭টি ফিচার ফিল্মের সঙ্গে প্রতিযোগিতায় বাংলার ছবি 'মহিষাসুর মর্দিনী'।
কলকাতা: ফের বড়পর্দায় আসতে চলেছে ফেলুদা। পরিচালনায় সন্দীপ রায়। তৃতীয় সপ্তাহেও হাউজফুল 'আবার কাঞ্চনজঙ্ঘা'। রাজকুমার হিরানির পরিচালনায় আসছে শাহরুখ খানের ছবি। হয়ে গেল নাম ঘোষণা। একাধিক খবর রইল আজকের বিনোদনের শিরোনামে। দেখে নেওয়া যাক এক ঝলকে।
'ডাঙ্কি' শাহরুখ এবার রাজকুমার হিরানির হাত ধরে
জল্পনা চলছিল অনেকদিন ধরেই। এবার সেই খবরে সিলমোহর। রাজকুমার হিরানির (Rajkumar Hirani) পরিচালনায় শাহরুখ খানের (Shah Rukh Khan) নতুন ছবি আসছে 'ডাঙ্কি'। প্রেক্ষাগৃহে ২২ ডিসেম্বর ২০২৩ আসছে ছবিটি। ছবিতে তাপসী পান্নুকেও (Taapsee Pannu) অভিনয় করতে দেখা যাবে।
বড়পর্দায় মুখোমুখি অপরাজিতা-কৌশিক
বড়পর্দায় মুখোমুখি কৌশিক গঙ্গোপাধ্যায় আর অপরাজিতা আঢ্য। নতুন ছবি নিয়ে ১৭ বছর পরে প্রযোজনায় ফিরছে জালাল প্রযোজনা সংস্থা। ছবির নাম 'কথামৃত' (Kathamirito)। ছবিতে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে অপরাজিতা ও কৌশিককে। আগামী ২৩ এপ্রিল থেকে শ্যুটিং শুরু হচ্ছে এই নতুন ছবির।
প্রেক্ষাগৃহে মুখোমুখি 'মিনি' আর 'কলকাতার হ্যারি'
একই দিনে দুই নায়ক নায়িকা। নাহ, এক ছবিতে নয়, বরং মুখোমুখি। ৬ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে 'মিনি' (Mini) আর 'কলকাতার হ্যারি' (Kolkatar Harry)। 'বোঝে না সে বোঝে না'-য় (Bojhe na Se Bojhe na) নিজের নায়িকা সঙ্গে এবার ব্যবসায়ীক লড়াই? স্বভাবসিদ্ধ হাসিমুখে সোহমের উত্তর, বিন্দুমাত্র লড়াই নেই, অবশ্যই বন্ধুত্ব আর স্বাস্থ্যকর প্রতিযোগিতা।
'মহিষাসুর মর্দিনী'র মুকুটে নতুন পালক
এবার নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ২০২২-এ আরও ১৭টি ফিচার ফিল্মের সঙ্গে প্রতিযোগিতায় বাংলার ছবি 'মহিষাসুর মর্দিনী'। ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta), শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee) ও পরমব্রত বন্দ্যোপাধ্যায় (Parambrata Chatterjee) অভিনীত পরিচালক রঞ্জন ঘোষের (Ranjan Ghosh) ছবি 'মহিষাসুর মর্দিনী'। ১৩ তম বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পরে নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ২০২২-এ দেখানো হবে এই ছবি।
তৃতীয় সপ্তাহেও হাউজফুল 'আবার কাঞ্চনজঙ্ঘা'
এই গল্প এক পরিবারের। দার্জিলিং, ডুয়ার্সের কোলে একটা পরিবারের গল্প, প্রেমের গল্প। ১৭ জন তারকাখচিত 'আবার কাঞ্চনজঙ্ঘা' মুক্তি পেয়েছে ইতিমধ্যেই। ৩ সপ্তাহ পেরিয়েই এখনও কলকাতা শহরের বেশ কিছু প্রেক্ষাগৃহে হাউজফুল 'আবার কাঞ্চনজঙ্ঘা'।
নতুন বছরে একগুচ্ছ সিরিজের ঘোষণা
বাংলা নতুন বছরে একগুচ্ছ নতুন ছবি আর ওয়েব সিরিজের ঘোষণা করল হইচই। 'নতুন গল্প হয়ে যাক' এই ট্যাগলাইনেই একগুচ্ছ নতুন ছবির ঘোষণা করল এই প্রযোজনা সংস্থা। আটটি নতুন ওয়েবসিরিজের কথা জানিয়েছে হইচই। এক ঝলকে দেখে নেওয়া যাক ছবিগুলি কী কী? ফেলুদার গোয়েন্দাগিরি, শ্রীকান্ত, সম্পূর্ণা, মন্টু পাইলট ২, মহাভারত মার্ডার্স, দৌড়, কাইসের, রিফিউজি।
পঞ্চম দিনেও রেকর্ড ব্যবসা 'কেজিএফ: চ্যাপ্টার ২' ছবির
১৪ এপ্রিল মুক্তির পর থেকেই কোটির কোঠা পেরিয়েছে এই ছবির ব্যবসা। দ্বিতীয় দিনে সর্বোচ্চ ব্যবসা করা ছবি এটি। এবার নতুন পালক ছবির মুকুটে। হিন্দি বলয়ে (Hindi Belt) পঞ্চম দিনে সর্বোচ্চ ২৫৯ কোটি টাকার ব্যবসা করল 'কে জি এফ: চ্যাপ্টার ২'। প্রশান্ত নীল (Prashanth Neel) পরিচালিত ও যশ (Yash) অভিনীত 'কে জি এফ' ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ছবি মোট পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে, কন্নড় (Kannad), তামিল (Tamil), তেলুগু (Telugu), মালয়লম (Malayalam) ও হিন্দি (Hindi)।
ফেলুদা এবার 'হত্যাপুরী'র রহস্য উন্মোচনে
সত্যজিৎ রায়ের অনবদ্য সৃষ্টি ফেলুদা, তোপসে, লালমোহন বাবু ফের একবার দর্শকদের মনোরঞ্জনের দায়িত্ব নিচ্ছে। পরিচালনায় আবারও সন্দীপ রায়। মঙ্গলবার পরিচালক জানান যে মে মাসের শেষ দিকে শুরু হতে চলেছে ছবির শ্যুটিং। আর মুক্তি? তার জন্য বছরের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে দর্শকদের। চলতি বছরের বড়দিনে প্রেক্ষাগৃহে রহস্য উদঘাটনে হাজির হতে চলেছে ফেলুদা-তোপসে-জটায়ু।
২০২৩-এর মার্চে আসছে 'ভোলা'
মঙ্গলবার নিজের আগামী ছবির কথা ঘোষণা করলেন অভিনেতা অজয় দেবগণ (Ajay Devgn)। অ্যাকশন ড্রামা 'ভোলা' (Bholaa) মুক্তি পাচ্ছে ২০২৩ সালের ৩০ মার্চ। ধর্মেন্দ্র শর্মা (Dharmendra Sharma) পরিচালিত ছবি 'ভোলা'। এই ছবিতে পুলিশের চরিত্রে দেখা যাবে তব্বুকে (Tabu)।
১২ লাখি প্রতিশ্রুতি
একটি ছবিতে দেখা যাচ্ছে রণবীরকে ঘিরে রেখেছে আলিয়ার বান্ধবীরা। অভিনেতার হাতে ধরা একটি নোট। সেখানে লেখা, 'আমি, রণবীর, আলিয়ার স্বামী, সকল ব্রাইডসমেডসদের ১২ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।' রণালিয়ার বিয়ের এই ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আলিয়ার বান্ধবীদের ১২ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন 'রকস্টার'।
আরও পড়ুন: ABP Exclusive: শ্যুটিং শুরু 'আর্চির গ্যালারি' ছবির, অভিজ্ঞতা শোনালেন বনি-আয়ুষী
মা হলেন কাজল আগরওয়াল
এবার আরও এক অভিনেত্রীর বাড়িতে এল নতুন সদস্য। অভিনেত্রী কাজল আগরওয়াল (Kajal Aggarwal) ও তাঁর স্বামী গৌতম কিচলুর (Gautam Kitchlu) কোলে এল ছেলে (baby boy)। মঙ্গলবার সকালে সদ্যোজাতের খবর দিলেন দম্পতি। মা ও সন্তান দুই জনেই ভাল রয়েছেন। জানা গেছে ঘনিষ্ঠ মহল সূত্রে।
কবে আসছে 'ইটস অল কামিং ব্যাক টু মি'?
প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra) অভিনীত আগামী ছবি 'ইটস অল কামিং ব্যাক টু মি' (It's All Coming Back to Me) এখন মুক্তির অপেক্ষায়। পিগি চপস অভিনীত 'ইটস অল কামিং ব্যাক টু মি' প্রেক্ষাগৃহে আসতে চলেছে ১০ ফেব্রুয়ারি ২০২৩-এ। প্রাথমিকভাবে এই ছবির নাম স্থির হয়েছিল 'টেক্সট ফর ইউ' (Text For You)। ছবিটি ২০১৬ সালে মুক্তি পাওয়া ক্যারোলিন হেরফার্থ পরিচালিত জার্মান ছবি 'এসএমএস ফার ডিচ' (SMS fur Dich) থেকে অনুপ্রাণিত। সূত্র মারফত এমনই খবর পাওয়া যায়।