Top Entertainment News Today: টলি থেকে বলি, বিনোদন দুনিয়ার আজকের সেরা খবরগুলি এক ঝলকে
Top Entertainment News Today: গোটা দিন সারা দেশে বিনোদন দুনিয়ার একাধিক ঘটনা ঘটেছে। দিনের শেষে এক ঝলকে দেখে নেওয়া যাক কোন কোন খবর নজর কাড়ল।
কলকাতা: মা হলেন বলিউড অভিনেত্রী সোনম কপূর। কেমন আছেন কৌতুকাভিনেতা রাজু শ্রীবাস্তব? প্রকাশ্যে 'ভাগাড়' ওয়েব সিরিজের ট্রেলার? এক ঝলকে দেখে নেওয়া যাক বিনোদন দুনিয়ার কোন কোন খবর নজর কাড়ল সারাদিনে (Top Entertainment News)।
মা হলে সোনম কপূর আহুজা
মা হলেন সোনম কপূর (Sonam Kapoor)। সোনম ও আনন্দ আহুজার (Anand Ahuja) বাড়িতে এল নতুন সদস্য। পুত্র সন্তানের (baby boy) জন্ম দিলেন সোনম। চলতি বছরের মার্চ মাসে ঘোষণা করেন অভিনেত্রী। বাড়িতে আসতে চলেছে নতুন সদস্য। স্বামী আনন্দ আহুজার সঙ্গে প্রেগন্যান্সি শ্যুটের ছবি পোস্ট করে অভিনেত্রী মাতৃত্বের কথা ঘোষণা করেন তিনি।
নয়া লুকে 'ভাইজান' সলমন খান
সলমন খানের সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে একটি ছবি পোস্ট করা হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, লাদাখের প্রাকৃতিক সৌন্দর্য দু চোখ ভরে দেখছেন ভাইজান। পাশে রয়েছে বাইক। ধূসর রঙের পোশাকের সঙ্গে নজর কাড়ছে সলমন খানের লম্বা চুল। বলিউড সুপারস্টারের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় নেয়নি। মুহূর্তে নেট নাগরিক থেকে তাঁক অনুরাগীরা কমেন্টে ভরিয়েছেন। জানা গিয়েছে, 'ভাইজান' ছবির জন্য বর্তমানে লাদাখে রয়েছে ছবির গোটা টিম। অভিনেত্রী পূজা হেগড়েও রয়েছেন সেখানে।
'ইমার্জেন্সি' ছবিতে মহিমা
কঙ্গনা রানাউত অভিনীত ও পরিচালিত 'ইমার্জেন্সি' ছবিতে ইন্দিরা গাঁধীর চরিত্রে তাঁকেই দেখা যাবে। সেই সঙ্গে বিপ্লবী নেতা জে পি নারায়ণের ভূমিকায় অনুপম খের ও রাজনীতিক অটল বিহারী বাজপেয়ীর চরিত্রে দেখা যাবে শ্রেয়স তলপড়েকে দেখা যাবে। এবার প্রকাশ্যে এল আরও এক চরিত্র। তৎকালীন লেখিকা পুপুল জয়াকরের ভূমিকায় দেখা যাবে মহিমা চৌধুরীকে। প্রকাশ্যে তাঁর ক্যারেক্টার পোস্টার।
প্রথমদিন কত টাকার ব্যবসা করল তাপসী পান্নুর 'দোবারা'?
ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'দোবারা' ছবির প্রথম দিনের বক্স অফিস কালেকশন পোস্ট করেছেন। যদিও তাঁর মত, প্রত্যাশার থেকে বেশি বক্স অফিস কালেকশন দিয়ে শুরু করেছে এই ছবি। তাঁর পোস্ট থেকেই জানা যাচ্ছে যে, 'প্রত্যাশার থেকে বেশি বক্স অফিস কালেকশন দিয়ে শুরু করল 'দোবারা'। বলতে গেলে, তাপসী পান্নুর আগের ছবি 'সাবাশ মিতু'র থেকে অনেক ভালো ব্যবসা করেছে এই ছবি। ইভিনিং এবং নাইট শোয়ে বেশি ভালো ব্যবসা হয়েছে। মুক্তি পাওয়ার দিন অর্থাৎ শুক্রবার 'দোবারা' ব্যবসা করেছে ৭২ লক্ষ টাকার।'
আরও পড়ুন: Sonam Kapoor Anand Baby: সোনম-আনন্দের ঘরে নতুন সদস্য, শুভেচ্ছায় ভাসল সোশ্যাল মিডিয়া
মুক্তি পেল 'ভাগাড়' ট্রেলার
প্রতীক্ষার অবসান। প্রকাশ্যে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম (OTT Platform) 'ক্লিক'-এর (Klikk) আগামী রিলিজ 'ভাগাড়'-এর ট্রেলার (Bhagar Trailer Out)। পরিচালনায় রাজদীপ ঘোষ (Rajdeep Ghosh)। নজর কাড়ল ট্রেলার। কালো স্ক্রিন। শুধু নেপথ্য কণ্ঠ ও অ্যাম্বুলেন্সের সাইরেনে গায়ে কাঁটা দিতে পারে। বলতে শোনা যাচ্ছে, '২০১৮। কেঁপে উঠেছিল সারা বাংলা। কারণ একটাই। ভাগাড়।' তারপরই কিছু দৃশ্যের কোলাজ। চোখের সামনে যেন এক লহমায় ভেসে ওঠে সেই পচা মাংসের ছবির স্মৃতি। যা নিয়ে ভুগেছিল গোটা বঙ্গবাসী। আর সেই ভয়াবহ ঘটনা এবার ওয়েব সিরিজে। 'ভাগাড়কাণ্ড'-এর সঙ্গে জড়িয়ে পড়া একাধিক মানুষের গল্প নিয়ে সিরিজে গেঁথেছেন পরিচালক রাজদীপ ঘোষ।
উইল স্মিথের বায়োপিকের কাজ শুরু হল
সম্প্রতি হলিউড তারকা উইল স্মিথের ঘনিষ্ঠ সূত্রে বলা হয়েছে যে, 'চড় কাণ্ডের পর উইল নেটফ্লিক্স এবং অ্যাপল প্লাসের প্রোজেক্ট থেকে বেরিয়ে গিয়েছিল। ও ক্ষম চাওয়ার পর থেকে দীর্ঘ সময়ের জন্য স্পটলাইট থেকে সরে গিয়েছিল। ফের কথাবার্তা শুরু হয়েছে। আমরা এই প্রোজেক্টে কাজ করতে আগ্রহী রয়েছি। দ্রুত কাজ শুরু করতে চাই। নেটফ্লিক্স এই বায়োপিক নিয়ে আগ্রহী। অস্কারের মঞ্চে চড় কাণ্ড। বিতর্ক। সমস্ত কিছুই উইলের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে। আর গল্পেরও অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হবে এটি।'
'কাটপুতলি' ট্রেলার প্রকাশ্যে
অক্ষয় কুমারকে তাঁর আগামী ছবি 'কাটপুতলি'তে অর্জন শেঠির চরিত্রে দেখা যাবে। কসৌলির বাসিন্দাদের রক্ষা করার শপথ নেওয়া কর্তব্যনিষ্ঠ এক সাব-ইনস্পেক্টর। কিন্তু নিয়তির অন্য পরিকল্পনা ছিল। তিনি জড়িয়ে পড়বেন এক খুনির কেসে। একের পর এক খুন করতে থাকে সে, কোনও প্রমাণ সে ছাড়ে না, কেবল ফেলে যায় লাশ। কসৌলির একের পর এক খুনের কিনারা করতে আসা এক ছোট শহরের পুলিশের গল্প এটি। প্রত্যেক খুনের মধ্যে এক যোগসূত্র খুঁজে বের করে খুনিকে ধরতে উদ্যত হয় শেঠি। কিন্তু এই তদন্ত চলাকালীন, খুনি পৌঁছে যায় তাঁর নিজের বাড়ি পর্যন্ত। তারপর? প্রকাশ্যে ট্রেলার।
কেমন আছেন রাজু শ্রীবাস্তব?
সম্প্রতি এএনআইকে দেওয়া বিবৃতিতে রাজু শ্রীবাস্তবের ছোট ভাই দীপু শ্রীবাস্তব জানালেন কেমন আছেন জনপ্রিয় কমেডিয়ান। তিনি ভিডিও বার্তায় জানিয়েছেন যে, 'রাজু শ্রীবাস্তব একজন লড়াকু মানুষ। তিনি ঠিক সমস্ত বাধা পেরিয়ে ফিরে আসবেন।' তারকা কমেডিয়ান রাজু শ্রীবাস্তব (Raju Srivastava) হৃদরোগে (Heart Attack) আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। গত ১০ অগাস্ট তাঁর হার্ট অ্যাটাক হয়। তাঁকে ভর্তি করা হয় দিল্লির এইমস হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলছে তাঁর। মাঝে সামান্য উন্নতি হলেও ফের স্বাস্থ্যের অবনতি হয় রাজু শ্রীবাস্তবের। শুরু থেকেই তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছে। সম্প্রতি রাজু শ্রীবাস্তবের ছোট ভাই জানালেন, এখন কেমন আছেন তিনি!