এক্সপ্লোর

Top Entertainment News Today: ১০০ কোটির গণ্ডি পার 'পাঠান'-এর, ক্ষুব্ধ আলিয়া ভট্ট, বিনোদনের সারাদিন

Top Entertainment News Today: গোটা দিন সারা দেশে বিনোদন দুনিয়ার একাধিক ঘটনা ঘটেছে। দিনের শেষে এক ঝলকে দেখে নেওয়া যাক কোন কোন খবর নজর কাড়ল।

কলকাতা: বিশ্ববাজারে ১০০০ কোটির গণ্ডি পেরিয়ে গেল 'পাঠান'। মিডিয়ার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন আলিয়া ভট্ট। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন (Top Entertainment News)।

'ইন্দুবালা ভাতের হোটেল'-এর ট্রেলার প্রকাশ্যে

চর্চা ছিল শুরু থেকেই। এবার প্রকাশ পেল 'ইন্দুবালা ভাতের হোটেল'-এর ট্রেলার। সেখানে উঠে আসছে গ্রাম বাংলার নিবিড় প্রাকৃতিক দৃশ্যের কোলাজ। রয়েছে বাংলার অগ্নিগর্ভ ইতিহাসের জানা-অজানা কাহিনিও। গ্ল্যামারাস অবতার থেকে বেরিয়ে এই সিরিজে এক ৭৫ বছরের বৃদ্ধার চরিত্রে শুভশ্রী গঙ্গোপাধ্য়ায় (Subhashree Ganguly) লুক নিয়ে দর্শকের কৌতূহল ছিল প্রথম থেকেই। সম্প্রতি সোশ্য়াল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে অভিনেত্রী প্রকাশ্যে আনেন শুভশ্রী থেকে ইন্দুবালা হয়ে ওঠার সফর।

'সব ঠিক আছে'

গতকাল রাতে সোনু নিগমের (Sonu Nigam) কনসার্টে  হুড়োহুড়ির জেরে আহত হয়েছেন ২ জন। অনুষ্ঠানের শেষে গায়ককে ঘিরে নিজস্বী (Selfie) তোলার হিড়িক পড়ে যায়। গায়কের সঙ্গে থাকা দুই ব্যক্তি স্টেজ থেকে পড়ে যান। স্থানীয় বিধায়কের ছেলে হামলা চালান বলে অভিযোগ করেছেন তাঁরা। যদিও শিবসেনা দাবি করেছে, বিধায়কের (MLA) ছেলে সেলফি তোলার জন্য সোনু নিগমের কাছে পৌঁছতে গেলে তাঁকে বাধা দেন গায়কের নিরাপত্তারক্ষী। তারপরই ধস্তাধস্তি, হাতাহাতি জেরে নিরাপত্তারক্ষীরা স্টেজ থেকে পড়ে যান। এই ঘটনার পর আজ মুম্বই বিমানবন্দরে (Mumbai Airport) দেখা মিলল সঙ্গীতশিল্পীর। তিনি জানালেন,'সব ঠিক আছে'। 

সেরা ছবি 'দ্য কাশ্মীর ফাইলস'

তুমুল বিতর্কের মুখেও সম্মানিত 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files)। এবার দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ( Dadasaheb Phalke Awards 2023) সেরা ছবির শিরোপা (Best Film) উঠল বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই ছবির মুকুটে। নব্বইয়ের দশকে কাশ্মীরি পণ্ডিতদের উপত্যকা ছেড়ে চলে আসার পটভূমিকায় তৈরি এই ছবি এর মধ্য়েই দেশ ও আন্তর্জাতিক মহলে তুমুল আলোড়ন তৈরি করেছে। ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ায় ছবিটির সমালোচনা করে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছিলেন আইএফএফআই-র চেয়ারম্যান তথা ইজরায়েলের বিশিষ্ট পরিচালক নাদাভ লাপিদ। তার পর বহু কূটনৈতিক নাটকীয়তা দেখেছে ভারত। তার পরও 'দ্য কাশ্মীর ফাইলস'-এর এই শিরোপায় নতুন চাঞ্চল্য নানা শিবিরে।

আসছে 'দফন'

এবার পরিচালকের আসনে  সুজয় পাল ও অংশুমান বন্দ্য়োপাধ্য়ায়। ছবির নাম 'দাফান'। ছিটমহল অঞ্চলের সামাজিক-রাজনৈতিক দিক নিয়ে তৈরি হতে চলেছে এই ছবি। সূত্রের খবর অনুযায়ী আগামী ২৬শে ফেব্রুয়ারী শুরু হতে চলেছে এই ছবির শুটিং। ছবিতে কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনুভব কাঞ্জিলাল (Anubhab Kanjilal), অঙ্কিতা চক্রবর্তী (Ankita Chakraborty), অনুষ্কা চক্রবর্তী, দেবেশ রায় চৌধুরী ও রেমোকে। রয়েছে টলি পাড়ার একাধিক চেনা মুখেরাও। 

বাংলাদেশে 'পাঠান' মুক্তি

বিশ্বব্যাপী 'পাঠান' জ্বরে কাবু সিনেপ্রেমীরা। এখনও দেশ ও বিদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে রমরমিয়ে চলছে এই ছবি। আর এবার প্রকাশ্য় এল নতুন খবর। শোনাযাচ্ছে,আগামী ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে মুক্তি পাচ্ছে এই ছবি। সবথেকে আশ্চর্য বিষয়. দীর্ঘ ৮ বছর পর,বাংলাদেশে মুক্তি পাচ্ছে কোনও বলিউড ছবি। প্রসঙ্গত, বাংলাদেশে ভারতীয় চলচ্চিত্রের ওপর ৫ দশকেরও বেশি সময় ধরে নিষেধাজ্ঞা ছিল।

'দাদাসাহেব ফালকে চলচ্চিত্র উৎসব'-এ পুরস্কৃত কারা?

'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files) ছবির জন্য 'বহুমুখী অভিনেতা' (Most Versatile Actor of the Year) হিসেবে 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অনুপম খের। এই সিনেমা পেয়েছে সেরা ছবির তকমা। অন্যদিকে 'গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' (Gangubai Kathiawadi) ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন আলিয়া ভট্ট, 'ব্রহ্মাস্ত্র' (Brahmastra) ছবির জন্য সেরা অভিনেতা হলেন রণবীর কপূর (Ranbir Kapoor)। স্বামীর হয়ে পুরস্কার নিলেন স্ত্রী।

অনুষ্ঠানের পর 'আক্রান্ত' সোনু নিগম, নিন্দায় ISRA

গতকাল রাতে সোনু নিগমের কনসার্টে  হুড়োহুড়ির জেরে আহত হয়েছেন ২ জন। অনুষ্ঠানের শেষে গায়ককে ঘিরে নিজস্বী (Selfie) তোলার হিড়িক পড়ে যায়। গায়কের সঙ্গে থাকা দুই ব্যক্তি স্টেজ থেকে পড়ে যান। এই ঘটনার প্রেক্ষিতে 'ইন্ডিয়ান সিঙ্গার্স রাইটস অ্যাসোসিয়েশন'র তরফে একটি বিবৃতি পেশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, 'গতকাল রাতে চেম্বুরে একটি সঙ্গীত অনুষ্ঠানে আমাদের কিংবদন্তি গায়ক সোনু নিগম এবং তাঁর দলের উপর গুরুতর হামলার বিষয়ে জানতে পেরে আমরা গভীরভাবে শোকাহত। ঘটনাটি অত্যন্ত লজ্জাজনক যে এমন একজন শিল্পীর ওপর আক্রমণ করা হল। দেশের প্রত্যেক শিল্পী হতবাক এবং এই ঘটনায় আতঙ্কিত।' তাঁরা আরও বলেন, 'আমরা মহারাষ্ট্র সরকার ও আইনি সংস্থাগুলির কাছে আবেদন জানাচ্ছি এই ঘটনায় কড়া পদক্ষেপ নেওয়ার জন্য যাতে কোনও গায়ক বা শিল্পীর সঙ্গে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়।'

প্রকাশ্যে 'একলা ঘর' ট্রেলার

প্রেমের মাসে মুক্তি পেল ভালবাসার ছবি 'একলা ঘর'-এর অফিসিয়াল ট্রেলার। ছবিতে জুটি বাঁধতে চলেছেন অভিনেতা ঋষভ বসু ও অভিনেত্রী ঐশ্বর্য সেন। ছবিটি মুক্তি পাবে ২৪ ফেব্রুয়ারি, শুধুমাত্র 'নজরুল তীর্থ'-এ। এরপর ছবিটি ২৮ ফেব্রুয়ারি থেকে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম 'মোজোপ্লেক্স'-এ (Mojoplex OTT) দেখা যাবে। বড়পর্দায় জুটি বাঁধছেন অভিনেতা ঋষভ বসু ও অভিনেত্রী ঐশ্বর্য সেন। প্রকাশ্যে এল ওয়েব ছবির অফিসিয়াল ট্রেলার। ছবির নাম 'একলা ঘর'। ছবির পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন পরিচালক সৌম্যজিত আদক (Soumojeet Adak) ও তাঁর টিম।

'পাঠান' ছবির ১০০০ কোটির গণ্ডি পার

বিশ্ববাজারে 'পাঠান' ছবি ১০০০ কোটি টাকা ব্যবসার গণ্ডি পার করে ফেলল। এর মধ্যে চলতি সপ্তাহেই ছবির হিন্দি সংস্করণ (Hindi Version) আয় করেছে ৫০০ কোটি টাকা। ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ (Taran Adarsh) এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে 'পাঠান'-এর আয় জানান। তাঁর লেখা অনুযায়ী, আজ, অর্থাৎ ২৮ তম দিন এবং চতুর্থ মঙ্গলবার 'পাঠান' ৫০০ কোটির গণ্ডি পেরিয়ে যাবে। হিন্দি ভাষায় এটিই প্রথম ছবি এই রেকর্ড ব্যবসা করল। এছাড়া দ্রুততম ৫০০ কোটির ব্যবসা করার নিরিখেও শীর্ষে 'পাঠান'। চতুর্থ সপ্তাহের শুক্রবার ২.২০ কোটি টাকা, শনিবার ৩.২৫ কোটি টাকা, রবিবার ৪.১৫ কোটি টাকা, সোমবার ১.২০ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। যার মোট করলে দাঁড়ায় ৪৯৮.৯৫ কোটি টাকা। 

খালি পায়ে বিমানবন্দরে ক্যামেরাবন্দি রামচরণ

একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখা যাচ্ছে পুরো কালো পাজামা পাঞ্জাবী ও কালো মাস্কে নিজেকে ঢেকেছেন রাম চরণ। রামচরণকে বিমানবন্দরে দেখা গেল এমন পোশাকে, অন্যদিকে, তাঁর পা খালি। নেই কোনও জুতো। আসলে প্রত্যেক বছরের মতো এবারও অভিনেতা পালন করছেন 'আয়াপ্পা দীক্ষা' (Ayyappa Deeksha)। ৪১ দিনব্যাপী একটি ধর্মীয় রীতি এটি, যা পরিহার এবং কঠোরতার তাৎপর্য তুলে ধরে। মার্চে অস্কার অনুষ্ঠিত হবে, তার আগে হায়দরাবাদ বিমানবন্দরে (Hyderabad Airport) আজ দেখা গেল রাম চরণকে। সূত্রের খবর তিনি মার্কিন (USA) মুলুকের উদ্দেশেই পাড়ি দিয়েছেন, তাও আবার খালি পায়ে। ভাইরাল সেই ছবি।

আরও পড়ুন: Pathaan Dance Viral: 'পাঠান'-এর গানে পা মেলালেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকারা, ভাইরাল ভিডিও শেয়ার শাহরুখের

শ্যুটিং শুরু 'হেরা ফেরি ৩'-র?

অক্ষয় কুমার, সুনীল শেট্টি ও পরেশ রাওয়াল। এই তিন জনকে পর্দায় একসঙ্গে দেখা দর্শকদের কাছে নস্ট্যালজিয়ার থেকে কম কিছু নয়। 'হেরা ফেরি' ও 'ফির হেরা ফেরি' মানুষের অত্যন্ত পছন্দের দুটি ছবি। তবে শোনা গিয়েছিল 'হেরা ফেরি ৩'-এ দেখা যাবে কার্তিক আরিয়ানকে (Kartik Aaryan)। এবার ফের শোনা যাচ্ছে আগামী ছবিতেও দেখা যাবে তিন তারকার ট্রাওই। স্বভাবতই উচ্ছ্বসিত নেটিজেনরা। মঙ্গলবার নাকি শ্যুটিং শুরু হয়েছে? এমনকী অনুরাগীদের দাবি এই ছবি ফের বক্স অফিস রেকর্ড (Box Office Records) ভাঙবে।

মিডিয়ার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন আলিয়া

বাড়ির বারান্দায় থাকাকালীন চিত্রগ্রাহকদের ক্যামেরাবন্দি আলিয়া ভট্ট। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই রেগে গেলেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে মুম্বই পুলিশকে ট্যাগ করে জানালেন অভিযোগ। ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ছবি শেয়ার করে লম্বা নোট লেখেন অভিনেত্রী। লেখেন, 'আপনারা কি মজা করছেন? আমি নিজের বাড়িতে একদম সাধারণ একটা দুপুর কাটাচ্ছিলাম নিজের লিভিং রুমে বসে, যখন হঠাৎ মনে হল কেউ যেন আমার ওপর নজর রাখছে... আমি তাকিয়ে দেখলাম আমার প্রতিবেশী বিল্ডিংয়ের ছাদে দুজন ব্যক্তি ঠিক আমার দিকে ক্যামেরা তাক করে রয়েছেন! কোন পৃথিবীতে এমন করা স্বাভাবিক ও গ্রহণযোগ্য?' মুম্বই পুলিশকে ট্যাগ করে অভিনেত্রী লেখেন, 'এটা কোনও মানুষের ব্যক্তিগত পরিসরে নোংরাভাবে ঢুকে পড়া এবং বলা ভাল সমস্ত সীমা ছাড়িয়ে যাওয়া হয়েছে।' ছবিতে দেখে মনে হচ্ছে নিজের ব্যালকনিতে বসে অভিনেত্রী সময় কাটাচ্ছিলেন যখন তাঁর অনুমতি ছাড়াই ছবি তুলে নেওয়া হয়েছে।

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Weather Today : তৈরি হচ্ছে নিম্নচাপ, পুজোর আগে তুমুল বৃষ্টির পূর্বাভাস, কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা
তৈরি হচ্ছে নিম্নচাপ, পুজোর আগে তুমুল বৃষ্টির পূর্বাভাস, কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা
Durga Puja 2024 : নবরাত্রির প্রথম দিনে পূজিতা মা শৈলপুত্রী, স্নেহময়ী রূপের আড়ালে অপার শক্তি তাঁর, কেমন মূর্তি তাঁর, মাহাত্ম্যই বা কী?
নবরাত্রির প্রথম দিনে পূজিতা মা শৈলপুত্রী, স্নেহময়ী রূপের আড়ালে অপার শক্তি তাঁর, কেমন মূর্তি তাঁর, মাহাত্ম্যই বা কী?
Jawhar Sircar: 'চাপাতির মতো সরকার বদলায় অন্য রাজ্য, আমাদের রাজনৈতিক ভুল হয়েছে', ইঙ্গিতপূর্ণ মন্তব্য জহরের
'চাপাতির মতো সরকার বদলায় অন্য রাজ্য, আমাদের রাজনৈতিক ভুল হয়েছে', ইঙ্গিতপূর্ণ মন্তব্য জহরের
Durga Puja 2024:সরকারি অনুদান ফেরত, নেই বিজ্ঞাপনও, অনাড়ম্বরভাবে পুজোর আয়োজন বেলগাছিয়ায়
সরকারি অনুদান ফেরত, নেই বিজ্ঞাপনও, অনাড়ম্বরভাবে পুজোর আয়োজন বেলগাছিয়ায়
Advertisement
ABP Premium

ভিডিও

Mamata Banerjee: 'আমরা সব কাজ মিলিয়ে মিশিয়ে করি', পুজো উদ্বোধনে গিয়ে বললেন মুখ্যমন্ত্রীDurga Puja: লেক কালীবাড়িতে আয়োজন করা হল সমবেত তর্পণের, বিতরণ করা হয় মুখ্যমন্ত্রীর পাঠানো জামা-কাপড়Durga Puja: দেবীপক্ষের সূচনায় দুঃস্থ ও বিশেষভাবে সক্ষম শিশুদের পাশে দাঁড়াল লায়ন্স ক্লাবKolkata News: বাঁশদ্রোণীকাণ্ডে ৫টি এফআইআর, ৪ জন গ্রেফতার, খোঁজ চলছে ঘাতক পে লোডারের চালকের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today : তৈরি হচ্ছে নিম্নচাপ, পুজোর আগে তুমুল বৃষ্টির পূর্বাভাস, কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা
তৈরি হচ্ছে নিম্নচাপ, পুজোর আগে তুমুল বৃষ্টির পূর্বাভাস, কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা
Durga Puja 2024 : নবরাত্রির প্রথম দিনে পূজিতা মা শৈলপুত্রী, স্নেহময়ী রূপের আড়ালে অপার শক্তি তাঁর, কেমন মূর্তি তাঁর, মাহাত্ম্যই বা কী?
নবরাত্রির প্রথম দিনে পূজিতা মা শৈলপুত্রী, স্নেহময়ী রূপের আড়ালে অপার শক্তি তাঁর, কেমন মূর্তি তাঁর, মাহাত্ম্যই বা কী?
Jawhar Sircar: 'চাপাতির মতো সরকার বদলায় অন্য রাজ্য, আমাদের রাজনৈতিক ভুল হয়েছে', ইঙ্গিতপূর্ণ মন্তব্য জহরের
'চাপাতির মতো সরকার বদলায় অন্য রাজ্য, আমাদের রাজনৈতিক ভুল হয়েছে', ইঙ্গিতপূর্ণ মন্তব্য জহরের
Durga Puja 2024:সরকারি অনুদান ফেরত, নেই বিজ্ঞাপনও, অনাড়ম্বরভাবে পুজোর আয়োজন বেলগাছিয়ায়
সরকারি অনুদান ফেরত, নেই বিজ্ঞাপনও, অনাড়ম্বরভাবে পুজোর আয়োজন বেলগাছিয়ায়
Kolkata Accident News: মহালয়ার সকালে মর্মান্তিক দুর্ঘটনা, স্কুল ছাত্রকে পিষে দিল জেসিবি, ঘটনাস্থলেই মৃত্যু
মহালয়ার সকালে মর্মান্তিক দুর্ঘটনা, স্কুল ছাত্রকে পিষে দিল জেসিবি, ঘটনাস্থলেই মৃত্যু
RG Kar News: 'তিলোত্তমা যেদিন বিচার পাবে, সেদিন উৎসব হবে', মাঝরাতে রাস্তায় নেমে বলছেন আন্দোলনকারীরা
'তিলোত্তমা যেদিন বিচার পাবে, সেদিন উৎসব হবে', মাঝরাতে রাস্তায় নেমে বলছেন আন্দোলনকারীরা
RG Kar News: শহর থেকে শহরতলি, মহালয়ার ভোরে ঢাকের বোলে, শঙ্খে-স্লোগানে বিচার চেয়ে প্রতিবাদ সারা বাংলায়
শহর থেকে শহরতলি, মহালয়ার ভোরে ঢাকের বোলে, শঙ্খে-স্লোগানে বিচার চেয়ে প্রতিবাদ সারা বাংলায়
RG Kar News: 'বুঝতেই পারিনি RG কর হাসপাতাল রাক্ষসের একটা জায়গা', ফের ডুকরে উঠলেন নির্যাতিতার বাবা
'বুঝতেই পারিনি RG কর হাসপাতাল রাক্ষসের একটা জায়গা', ফের ডুকরে উঠলেন নির্যাতিতার বাবা
Embed widget