Pathaan Dance Viral: 'পাঠান'-এর গানে পা মেলালেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকারা, ভাইরাল ভিডিও শেয়ার শাহরুখের
'Pathaan': ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে জেসাস ও মেরি কলেজের কমার্স ডিপার্টমেন্টের ছাত্রীরা নাচছেন 'পাঠান'-এর বিখ্যাত স্টেপে। সেখানেই হঠাৎ তাঁদের সঙ্গে যোগ দিলেন অধ্যাপিকারা, শাড়ি পরে।
নয়াদিল্লি: বক্স অফিস কাঁপাচ্ছে 'পাঠান' (Pathaan), অন্যদিকে চলছে 'জওয়ান'-এর (Jawan) শ্যুটিং। বেজায় ব্যস্ত কিং খান (King Khan)। কিন্তু তার মধ্যেও সময় বের করে সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে 'আস্ক এসআরকে' (#AskSRK) খেলা হোক বা ভাইরাল ভিডিও রিশেয়ার করা, শাহরুখ খানের (Shah Rukh Khan) জুড়ি মেলা ভার। সেই সঙ্গে বুদ্ধিদীপ্ত ক্যাপশন তো আছেই। এমনই একটি ভিডিও এদিন পোস্ট করলেন কিং খান। কী রয়েছে সেখানে?
'পাঠান' ছবির গানে মাতলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকারা
শাহরুখ খান এদিন একটি ভিডিও শেয়ার করেছেন নিজের সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে অভিনেতার 'ঝুমে জো পাঠান' (Jhoome Jo Pathaan) গানের হুকস্টেপে পা মিলিয়েছেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) অধ্যাপিকারা। সে ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে জেসাস ও মেরি কলেজের কমার্স ডিপার্টমেন্টের ছাত্রীরা নাচছেন 'পাঠান'-এর বিখ্যাত স্টেপে। সেখানেই হঠাৎ তাঁদের সঙ্গে যোগ দিলেন অধ্যাপিকারা, শাড়ি পরে।
এই ভিডিও পুনরায় নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন কিং খান। ক্যাপশনে লিখলেন, 'কত ভাগ্যবান আমরা যে শিক্ষক এবং অধ্যাপক যারা আমাদের পড়াতে পারেন এবং আমাদের সঙ্গে মজাও করতে পারেন। ওঁরা প্রত্যেকেই এডুকেশনাল রকস্টার।' প্রসঙ্গত, এই ভিডিওটি 'জেএমসি'র কমার্স ডিপার্টমেন্টের ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করা হয়। প্রায় মিলিয়নের ওপরে ভিউজ ছাড়িয়েছে। কেউ কেউ সেখানে কমেন্ট করেছেন, 'এমন অধ্যাপিকা তো আমরাও ডিজার্ভ করি'। অপর একজন লিখলেন, 'হলুদ শাড়ির অধ্যাপিকা দারুণ।'
View this post on Instagram
আরও পড়ুন: Ram Charan: নজরে 'অস্কার', খালি পায়ে মার্কিন মুলুকে পাড়ি রাম চরণের
সম্প্রতি মুক্তি প্রাপ্ত ছবি 'পাঠান'-এর শেষাংশে ছিল 'ঝুমে জো পাঠান' গানটি। অরিজিৎ সিংহ ও সুকৃতী কক্করের কণ্ঠে এই গানে ছবিতে শাহরুখ ও দীপিকাকে দেখা গেছে। বিশাল শেখরের সঙ্গীত পরিচালনায় এই গানের কোরিওগ্রাফি করেছেন বস্কো-সিজার জুটি।
অন্যদিকে, বিশ্ববাজারে 'পাঠান' ছবি ১০০০ কোটি টাকা ব্যবসার গণ্ডি পার করে ফেলল। এর মধ্যে চলতি সপ্তাহেই ছবির হিন্দি সংস্করণ (Hindi Version) আয় করেছে ৫০০ কোটি টাকা।