এক্সপ্লোর

Top Entertainment News Today: একনজরে আজকের সেরা বিনোদনের খবরগুলি

বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল। দেখে নেওয়া যাক এক ঝলকে (Top Entertainment News Today)।

কলকাতা: বলিউড থেকে টলিউড। বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল। দেখে নেওয়া যাক এক ঝলকে (Top Entertainment News Today)।

আদরের ভাইয়ের জন্মদিন, সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট সুশান্তের দিদির-

সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় অভিনেতার দিদি শ্বেতা সিংহ কীর্তি। প্রায়ই তিনি ভাইকে নিয়ে একাধিক পোস্ট করেন, কখনও আবেগঘন নোট শেয়ার করেন। যা দেখে চোখ ভেজে সাধারণ মানুষের। এদিন ভাগ্নে-ভাগ্নিদের সঙ্গে 'মামা' সুশান্তের ছবির কোলাজ পোস্ট করেছেন শ্বেতা। ক্যাপশনে লেখেন, 'শুভ জন্মদিন আমার মিষ্টি ভাই... যেখানেই থাকো সবসময় যেন খুশি থাকো (আমার মনে হয় যে তুমি বোধ হয় কৈলাসে শিব জির সঙ্গে আড্ডা দিচ্ছ)। খুব ভালবাসি। মাঝে মাঝে নিচের দিকে তাকিয়ে দেখা উচিত তোমার যে কীরকম জাদু করে গেছ তুমি। তুমি তোমার মতো সোনার হৃদয় দিয়ে অনেক সুশান্তের জন্ম দিয়েছ। আমি তোমাকে নিয়ে গর্বিত এবং সবসময় গর্বিত থাকব।'

'সুশান্ত সিংহ রাজপুত মাত্র ২ ঘণ্টা ঘুমোতেন,' জানিয়েছিলেন তাঁর সহ-অভিনেত্রী-

সুশান্ত সিংহ রাজপুতের অন্যতম জনপ্রিয় ছবি 'এম. এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি' (MS Dhoni: The Untold Story)। সেই ছবির সহ-অভিনেত্রী কিয়ারা আডবাণীই (Kiara Advani) একবার ফাঁস করেছিলেন সুশান্তের ঘুমের রুটিন। এক সাক্ষাৎকারে কিয়ারা জানান যে সুশান্ত খানিক 'ইনসমনিয়াক', অর্থাৎ ঘুম কমের অভ্যাস আছে তাঁর। কিন্তু তা সত্ত্বেও সেটে কখনও তাঁকে ক্লান্ত লাগত না।

'কান্তারা'র দুর্দান্ত সাফল্যের পর এবার আসছে দ্বিতীয় পর্ব?

'কান্তারা' তৈরিতে খরচ হয়েছিল মাত্র ১৫ কোটি টাকা। তবে এই ছবি প্রত্যেক ভাষা মিলিয়ে ৪০০ কোটি টাকা আয় করে। ব্লকবাস্টার হিট করে এই ছবি। ঋষভ শেট্টি অভিনীত ও পরিচালিত এই ছবি সকলের থেকে প্রশংসা পেয়েছে। কিংবদন্তি অভিনেতা কমল হসান এই ছবির সঙ্গে মালয়লম ক্লাসিক 'নির্মালয়ম'-এর তুলনা টানেন। পরিচালক হিসেবে ভূয়সী প্রশংসা পান ঋষভ। এবং বলাই বাহুল্য ছবির দ্বিতীয় ভাগ নিয়ে আসার পরিকল্পনা রয়েছে পরিচালকের। 

জ্যাকলিনের বিরুদ্ধে মানহানির মামলা ঠুকলেন নোরা ফতেহি-

সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, একটি বিবৃতিতে নোরা ফতেহি অভিযোগ জানাচ্ছেন যে, সুকেশ চন্দ্রশেখরের মামলায় তাঁর নাম টেনেছেন জ্যাকলিন ফার্নান্ডেজ। তাতে তাঁর সম্মানহানি হয়েছে। সংবাদ মাধ্যম এবং আরও নানাক্ষেত্রে তাঁকে অসম্মানের মুখে পড়তে হয়েছে। সামাজিক স্তরে, আর্থিকভাবে, ব্যক্তিগতভাবে নানা পতনের মুখে পড়তে হয়েছে এজন্য তাঁকে। সেই কারণেই মূলত জ্যাকলিনের বিরুদ্ধে মানহানির মামলা করলেন তিনি। নোরা ফতেহির আইনজীবী বিক্রম সিংহ চৌহান, উমর আহমেদ এবং তনিশা জানিয়েছেন যে, জ্যাকলিনের মিথ্যে বিবৃতি একেবারেই গ্রাহ্য নয়। অভিনেত্রীর অহেতুক এই মামলায় নোরার নাম টেনেছেন। একই ইন্ডাস্ট্রির মানুষ হওয়ার পরও শুধুমাত্র বদনাম করার জন্য নোরার নামে মিথ্যে কথা বলেছেন জ্যাকলিন। এতে অভিনেত্রীর ব্যবসায়ীক এবং ব্যক্তিগত ও সামাজিক ক্ষেত্রে নানাভাবে সম্মানহানি ঘটেছে। আগামী ২৫ মার্চ , ২০২৩ এই মামলায় শুনানি রয়েছে।

সুশান্তের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তা রিয়া চক্রবর্তীর-

এদিন সুশান্তের জন্মদিনে তাঁর সঙ্গে দুটি ছবি পোস্ট করেন রিয়া। ক্যাপশনে 'ইনফিনিটি' সাইনের সঙ্গে লেখেন যোগ ১। প্রথম ছবিতে তাঁদের দুটো কাপের পিছনে পোজ দিতে দেখা যায়। পরের ছবিতে তাঁদের একটা হাসিখুশি সেলফি। রিয়া চক্রবর্তীর বন্ধু, শিবানী দান্ডেকর ও কৃষ্ণা শ্রফ, কমেন্ট করেছেন তাঁর পোস্টে। তবে আজও নেটিজেনরা রইলের দুই ভাগে বিভক্ত হয়ে। বেশিরভাগই রিয়ার পোস্টের মাধ্যমে সুশান্তকে স্মরণ করেন, তবে অনেকেই আবার অভিনেতার মৃত্যুর জন্য রিয়াকেই দোষ দেন।

আরও পড়ুন - Priyanka Chopra: কেন সন্তান জন্মের জন্য সারোগেসিকে বেছে নিতে হয়েছিল? এতদিনে জানালেন প্রিয়ঙ্কা চোপড়া

ফিরে দেখা, নেপোটিজম নিয়ে কী বলেছিলেন সুশান্ত?

ছবির ব্যর্থতা, সাফল্য প্রসঙ্গে সুশান্ত বলেছিলেন, 'শুক্রবার যাই হোক না কেন, সোমবার আমি ঠিক হয়ে যাই। আমার মনডে মোটিভেশন ঠিকই থাকে। কোনও কিছুতে আমি বিশেষ ভয় পাই না।' তিনি আরও বলেন, 'হ্যাঁ। অবশ্যই নেপোটিজম রয়েছে। আর এটা শুধু বলিউড নয়, সমস্ত জায়গাতেই রয়েছে। এটা ছাড়া কোথাও কোনও কিছু হয় না। নেপোটিজন ছিল, আছে আর থাকবেও। তার সঙ্গেই মানিয়ে চলতে হবে। কিন্তু একইসঙ্গে যদি সঠিক দক্ষতার মূল্য না দেওয়া হয়, তাহলে সেটা সমস্যার।'

'আমার নতুন ছবি বাপি লাহিড়ির প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে'-

বর্তমানে মুম্বইয়ে ছবির কাজে ব্যস্ত রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। জানা গিয়েছে, ছবির নাম এখনও ঠিক হয়নি। তবে, ছবিটি ডার্ক কমেডি কেন্দ্রিক। পরিচালনা করছেন রজন লালন পুরি। এই ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন গোবিন্দ নামদেব, রাজপাল যাদব, প্রেম চোপড়া, অনুপ জলোটা। এই ছবি দিয়ে আত্মপ্রকাশ হবে অঞ্জুমানের। নতুন ছবির প্রসঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, 'এই ছবিটা দারুণ একটা বিষয়ের উপর নির্ভর করে। ডার্ক কমেডি ঘরানায় এমন ছবি আগে দেখা যায়নি। প্রয়াত বাপি লাহিড়ির পক্ষ থেকে আমাকে এই ছবির জন্য আগেই প্রস্তাব দেওয়া হয়েছিল। এটাই ওঁর শেষ ছবি যাতে তিনি সুর দিয়েছিলেন। তাই এই ছবিটা আমি করব না, এমন কথা কখনও ভাবিনি। এই ছবিটা আমার কাছে ওঁকে শ্রদ্ধা জানানোরও আর ওঁকে নিয়ে উদযাপন করারও। এই মুহূর্তে ছবির শ্য়ুটিং প্রায় শেষ হয়ে গিয়েছে। আর আমি আমার চরিত্র প্রসঙ্গে অত্যন্ত উত্তেজিত।'

'নোরা সবসময় জ্যাকলিনের নামে খারাপ কথা বলে আমার মন বিষিয়ে দেওয়ার চেষ্টা করত'-

সুকেশ চন্দ্রশেখর তাঁর চিঠিতে লিখছেন, 'আমি নিশ্চিত যে, সংবাদ মাধ্যমে আমার এই বিবৃতি পড়ার পর তাঁদের কী ধারণা হবে। তারপরও আমি আমার কিছু কথা বলতে চাই। কারণ, এখানে একজন লোক দেখানো সাক্ষী অভিনেত্রী রয়েছে, যে আইনের তদন্তে মিথ্যে কথা বলছে এবং সম্মানহানি করার চেষ্টা করছে।' সেই চিঠিতেই সুকেশ চন্দ্রশেখর পরিস্কার করে জানাচ্ছেন যে, জ্যাকলিন ফার্নান্ডেজের বিরুদ্ধে নোরা ফতেহি যে কথাগুলি বলেছেন, তা সাজানো। শক্তির অপব্যবহার করে এবং মিথ্যে দিয়ে জ্যাকলিনের মানহানি করার চেষ্টা করছেন নোরা। ইডির সামনেও একাধিক মিথ্যে কথা বলছেন তিনি। প্রসঙ্গত, সুকেশের ২০০ কোটি টাকা আর্থিক তছরুপের মামলার অন্যতম সাক্ষী হিসেবে ধরা হচ্ছে নোরা ফতেহিকে। সেখানেই তিনি উল্লেখ করেছেন যে, নোরা চাইতেন, জ্যাকলিনের সঙ্গে যেন তাঁর বিচ্ছেদ হয়ে যায়। বারবার তাঁকে ফোন করতেন, অথচ তিনি ফোন তুলতেন না। সুকেশ বলছেন, 'যদি আমি ফোন না তুলতাম, তাহলে নোরা বারবার আমাকে ফোন করতেই থাকত আর জ্যাকলিনের নামে খারাপ কথা বলত।'

কোথায় বিয়ে? কারা আমন্ত্রিত? একঝলকে রাহুল-আথিয়ার বিয়ের সমস্ত তথ্য-

সম্প্রতি বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গিয়েছে যে, বলিউড অভিনেত্রী আথিয়া শেট্টি তাঁর বিয়েতে সেলিব্রিটি আর্টিস্ট আমি পটেলের ডিজাইন করা পোশাক পরবেন। অন্যদিকে কে এল রাহুল তাঁর বিয়েতে পরবেন ডিজাইনার রাহুল বিজয়ের পোশাক। সূত্রের খবর, এখনও পর্যন্ত অফিশিয়ালি কোনও খবর পাওয়া না গেলেও বিয়ের পর বিলাসবহুল একটি রিসেপশন পার্টিও আয়োজন করা হয়েছে। ২১ জানুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে রাহুল - আথিয়ার বিয়ের অনুষ্ঠান। ২৩ জানুয়ারির মধ্যে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন তাঁরা। দুই তারকার পরিবারের সদস্যরা এবং ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত থাকবেন সেখানে। বিয়ের জন্য এবং অতিথিদের জন্য বিলাসবহুল একটি স্থান বুক করা হয়েছে। তারকাদের মধ্যে বিয়েতে উপস্থিত থাকতে পারেন সলমন খান, জ্যাকি শ্রফ, অক্ষয় কুমার, এম এস ধোনি, বিরাট কোহলি। ১০০র কাছাকাছি অতিথি হাজির থাকতে পারেন বলে শোনা যাচ্ছে। এছাড়াও আমন্ত্রিত অতিথিদের জন্য রয়েছে বেশ কিছু নিয়মও। তিন দিনের বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের অবশ্যই তাঁদের ফোন বন্ধ রাখতে হবে।

সুশান্তের জন্মদিনে কেক কাটলেন সারা-

এদিন বলিউড অভিনেত্রী সারা আলি খান তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে দেখা যাচ্ছে, তিনি একটি এনজিওর বাচ্চাদের নিয়ে কেক কাটছেন প্রয়াত অভিনেতার জন্মদিন উপলক্ষে। ভিডিওতে শোনা যাচ্ছে, সারা এবং সেখানে উপস্থিত খুদেরা সুশান্তের জন্য জন্মদিনের গানও গাইছেন। ভিডিও শেয়ার করে সারা আলি খান লিখেছেন, 'সবথেকে শুভ জন্মদিন সুশান্ত। আমি জানি অন্য কারও হাসি তোমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। আর যখন তুমি আমাদের এভাবে দেখবে, তখন নতুন চাঁদ উঠবে। আশা করি আজ আমরা তোমাকে হাসাতে পেরেছি। জয় ভোলেনাথ।' এর সঙ্গে তিনি এই সমস্ত আয়োজনের উদ্যোক্তাদের উদ্দেশে ধন্যবাদ জানান। এবং আরও লেখেন, 'তোমার মতো মানুষেরা এই বিশ্বটাকে আরও সুন্দর, নিরাপদ এবং খুশি করে তোলে। এভাবেই আনন্দ ছড়াতে থাকুক।' সুশান্তের জন্মদিনে সারা আলি খানের এই উদযাপনকে প্রশংসা করেছেন নেটিজেনরা।

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Weather Today : তৈরি হচ্ছে নিম্নচাপ, পুজোর আগে তুমুল বৃষ্টির পূর্বাভাস, কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা
তৈরি হচ্ছে নিম্নচাপ, পুজোর আগে তুমুল বৃষ্টির পূর্বাভাস, কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা
Durga Puja 2024 : নবরাত্রির প্রথম দিনে পূজিতা মা শৈলপুত্রী, স্নেহময়ী রূপের আড়ালে অপার শক্তি তাঁর, কেমন মূর্তি তাঁর, মাহাত্ম্যই বা কী?
নবরাত্রির প্রথম দিনে পূজিতা মা শৈলপুত্রী, স্নেহময়ী রূপের আড়ালে অপার শক্তি তাঁর, কেমন মূর্তি তাঁর, মাহাত্ম্যই বা কী?
Jawhar Sircar: 'চাপাতির মতো সরকার বদলায় অন্য রাজ্য, আমাদের রাজনৈতিক ভুল হয়েছে', ইঙ্গিতপূর্ণ মন্তব্য জহরের
'চাপাতির মতো সরকার বদলায় অন্য রাজ্য, আমাদের রাজনৈতিক ভুল হয়েছে', ইঙ্গিতপূর্ণ মন্তব্য জহরের
Durga Puja 2024:সরকারি অনুদান ফেরত, নেই বিজ্ঞাপনও, অনাড়ম্বরভাবে পুজোর আয়োজন বেলগাছিয়ায়
সরকারি অনুদান ফেরত, নেই বিজ্ঞাপনও, অনাড়ম্বরভাবে পুজোর আয়োজন বেলগাছিয়ায়
Advertisement
ABP Premium

ভিডিও

Mamata Banerjee: 'আমরা সব কাজ মিলিয়ে মিশিয়ে করি', পুজো উদ্বোধনে গিয়ে বললেন মুখ্যমন্ত্রীDurga Puja: লেক কালীবাড়িতে আয়োজন করা হল সমবেত তর্পণের, বিতরণ করা হয় মুখ্যমন্ত্রীর পাঠানো জামা-কাপড়Durga Puja: দেবীপক্ষের সূচনায় দুঃস্থ ও বিশেষভাবে সক্ষম শিশুদের পাশে দাঁড়াল লায়ন্স ক্লাবKolkata News: বাঁশদ্রোণীকাণ্ডে ৫টি এফআইআর, ৪ জন গ্রেফতার, খোঁজ চলছে ঘাতক পে লোডারের চালকের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today : তৈরি হচ্ছে নিম্নচাপ, পুজোর আগে তুমুল বৃষ্টির পূর্বাভাস, কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা
তৈরি হচ্ছে নিম্নচাপ, পুজোর আগে তুমুল বৃষ্টির পূর্বাভাস, কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা
Durga Puja 2024 : নবরাত্রির প্রথম দিনে পূজিতা মা শৈলপুত্রী, স্নেহময়ী রূপের আড়ালে অপার শক্তি তাঁর, কেমন মূর্তি তাঁর, মাহাত্ম্যই বা কী?
নবরাত্রির প্রথম দিনে পূজিতা মা শৈলপুত্রী, স্নেহময়ী রূপের আড়ালে অপার শক্তি তাঁর, কেমন মূর্তি তাঁর, মাহাত্ম্যই বা কী?
Jawhar Sircar: 'চাপাতির মতো সরকার বদলায় অন্য রাজ্য, আমাদের রাজনৈতিক ভুল হয়েছে', ইঙ্গিতপূর্ণ মন্তব্য জহরের
'চাপাতির মতো সরকার বদলায় অন্য রাজ্য, আমাদের রাজনৈতিক ভুল হয়েছে', ইঙ্গিতপূর্ণ মন্তব্য জহরের
Durga Puja 2024:সরকারি অনুদান ফেরত, নেই বিজ্ঞাপনও, অনাড়ম্বরভাবে পুজোর আয়োজন বেলগাছিয়ায়
সরকারি অনুদান ফেরত, নেই বিজ্ঞাপনও, অনাড়ম্বরভাবে পুজোর আয়োজন বেলগাছিয়ায়
Kolkata Accident News: মহালয়ার সকালে মর্মান্তিক দুর্ঘটনা, স্কুল ছাত্রকে পিষে দিল জেসিবি, ঘটনাস্থলেই মৃত্যু
মহালয়ার সকালে মর্মান্তিক দুর্ঘটনা, স্কুল ছাত্রকে পিষে দিল জেসিবি, ঘটনাস্থলেই মৃত্যু
RG Kar News: 'তিলোত্তমা যেদিন বিচার পাবে, সেদিন উৎসব হবে', মাঝরাতে রাস্তায় নেমে বলছেন আন্দোলনকারীরা
'তিলোত্তমা যেদিন বিচার পাবে, সেদিন উৎসব হবে', মাঝরাতে রাস্তায় নেমে বলছেন আন্দোলনকারীরা
RG Kar News: শহর থেকে শহরতলি, মহালয়ার ভোরে ঢাকের বোলে, শঙ্খে-স্লোগানে বিচার চেয়ে প্রতিবাদ সারা বাংলায়
শহর থেকে শহরতলি, মহালয়ার ভোরে ঢাকের বোলে, শঙ্খে-স্লোগানে বিচার চেয়ে প্রতিবাদ সারা বাংলায়
RG Kar News: 'বুঝতেই পারিনি RG কর হাসপাতাল রাক্ষসের একটা জায়গা', ফের ডুকরে উঠলেন নির্যাতিতার বাবা
'বুঝতেই পারিনি RG কর হাসপাতাল রাক্ষসের একটা জায়গা', ফের ডুকরে উঠলেন নির্যাতিতার বাবা
Embed widget