Top Entertainment News Today: ছোটপর্দায় প্রসেনজিতের গুরুদায়িত্ব, প্রকাশ রাজকে তলব ED-র, বিনোদনের সারাদিন
Top Entertainment News Today: গোটা দিন সারা দেশে বিনোদন দুনিয়ার একাধিক ঘটনা ঘটেছে। দিনের শেষে এক ঝলকে দেখে নেওয়া যাক কোন কোন খবর নজর কাড়ল।
কলকাতা: ১২ বছর পর ছোটপর্দায় (Small Screen) গুরুদায়িত্ব নিয়ে ফিরছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। ইডি (ED) তলব করল অভিনেতা প্রকাশ রাজকে (Prakash Raj)। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন (Top Entertainment News)।
১২ বছর পরে গুরুদায়িত্ব নিয়ে ছোটপর্দায় ফিরছেন প্রসেনজিৎ
দীর্ঘদিন বাদে ছোটপর্দার প্রযোজনায় ফিরলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। শেষবার ধারাবাহিক 'কনকাঞ্জলি' প্রযোজনা করেছিলেন তিনি, ১২ বছর পরে ফের সেই ভূমিকাতেই ফিরলেন অভিনেতা। জি বাংলায় ধারাবাহিক 'আলোর কোলে' (Alor Kole)-র প্রযোজনা দায়িত্বে রয়েছেন বুম্বাদার প্রযোজনা সংস্থা এনআইডিয়াস ক্রিয়েশন। এদিক সাংবাদিক সম্মেলনে এসে কার্যত সবাইকে চমকেই দিয়েছিলেন প্রসেনজিৎ। তিনি অবশ্য প্রযোজক কথায় বিশ্বাসী নন। তাঁর মতে, ভাল কাজের সঙ্গে যুক্ত থাকার জন্য যেমন একজন ক্রিয়েটিভ ডিরেক্টর জরুরি, তেমনই জরুরি একজন প্রযোজক। সেই ভাবনা থেকেই ধারাবাহিক 'আলোর কোলে' নিয়ে আসছেন প্রসেনজিতের প্রযোজনা সংস্থা। এই ধারাবাহিকের মুখ্যভূমিকায় অভিনয় করছেন কৌশিক রায় (Kaushik Roy), সুকৃতি মজুমদার (Swikriti Majumder), ,সোমু সরকার (Somu Sarkar), অনন্যা দাস (Ananya Das) ও আরও এক খুদে, রিষিতা নন্দী (Rishita Nandi)। এই ধারাবাহিক ধরে রাখবে গল্প, টিরআরপি নয়, এমনটাই বিশ্বাস প্রসেনজিৎ-এর।
ব্যক্তিগত সময় কীভাবে কাটাচ্ছেন কাঞ্চন-শ্রীময়ী?
ফিল্মি পার্টি থেকে শুরু করে পুজো বাড়ি... সবসময়েই পাশাপাশি দেখা যায় অভিনেত্রী ও বিধায়ককে। কাঞ্চন মল্লিক (Kanchan Mallick) ও অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chottoraj)। সদ্য জগদ্ধাত্রী পুজোতেও একসঙ্গে দেখা গেল তাঁদের। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ারও করে নিয়েছেন তাঁরা। কালীপুজোর সময় নিজের বাড়িতেই পুজোর আয়োজন করেছিলেন কাঞ্চন। সেখানে তাঁর অন্যান্য বন্ধুদের সঙ্গে হাজির ছিলেন শ্রীময়ীও। কাঞ্চনের বাড়ির সেই পুজোর গুরুদায়িত্ব পালন করেছেন তিনি। জোগাড় থেকে শুরু করে ভোগ রান্না.. সবই সামলেছেন শ্রীময়ী। আর এদিন পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তীর বাড়ির জগদ্ধাত্রী পূজোয় হাজির ছিলেন কাঞ্চন ও শ্রীময়ী। এর পরে, ইন্দ্রাণী দত্তর বাড়ির পুজোতেও গিয়েছিলেন তাঁরা। সেখান থেকে শেয়ার করে নিয়েছিলেন ছবি।
দীর্ঘদিন পরে বাংলা ওয়েব সিরিজে ত্রিধা
এই প্রথম সুরিন্দর ফিল্মসের সঙ্গে কাজ করছেন অভিনেত্রী ত্রিধা রায়চৌধুরী (Tridha Choudhury)। জন্মদিনে প্রকাশ্যে এল তাঁর নতুন ওয়েব সিরিজ 'সিন' (Sin)-এর লুক। দীর্ঘ বিরতির পরে ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে ত্রিধাকে, এই সিরিজে তাঁর চরিত্রের নাম রুমি চট্টোপাধ্যায় (Rumi Chatterjee)। অরুণাভ খাসনবিশের নতুন এই ওয়ের সিরিজ একটি থ্রিলার। সমর সাকসেনা নামে এক প্রাক্তন অফিসারের জীবন নিয়ে এই ওয়েব সিরিজের গল্প তৈরি হয়েছে। এই ভূমিকায় দেখা যাবে সইদুর রহমানকে। তাঁর জীবনে ঘটে যাওয়া একটি ঘটনায় তোলপাড় হয়ে যায় তাঁর জীবন। এই ঘটনায় থ্রিলার ছাড়াও রয়েছে রাজনৈতিক তোলপাড় ও সমাজের বিভিন্ন দিকগুলি।
গোয়া আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে মুক্তি পাবে 'ডিপ ফ্রিজ'
গোয়া আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে মুক্তি পাবে 'ডিপ ফ্রিজ' (Deep Fridge)। আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) ও তনুশ্রী চক্রবর্তী (Tnusree Chakraborty) অভিনীত এই ছবি এখনও সাধারণ দর্শকদের জন্য মুক্তি পায়নি। তবে ইতিমধ্যেই গোয়া আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে জায়গা করে নিয়েছে এই ছবি। আর এবার মুক্তি পেল অর্জুন দত্ত (Arjun Dutt) পরিচালিত এই ছবির লুক ও টিজার। কবিতার লাইনে ছিল.. 'সংসার না বৈরাগ্য... কী জীবন হয় ছেঁড়া পাতার?' বিচ্ছেদের পরে কী জীবন হয় ছেঁড়া সম্পর্কের? এক প্রাক্তন স্বামী স্ত্রীর বিচ্ছেদের পরের অভিজ্ঞতার গল্প নিয়ে তৈরি হচ্ছে নতুন ছবি 'ডিপ ফ্রিজ' (Deep Fridge)। ছবির মুখ্যভূমিকায় রয়েছেন আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) ও তনুশ্রী চক্রবর্তী (Tnusree Chakraborty)। এছাড়াও এই ছবিতে দেখা যাবে দেবযানী চট্টোপাধ্যায় (Debjani Chatterjee), অনুরাধা মুখোপাধ্যায় (Anuradha Mukherjee), শোয়েব কবীর (Shoaib Kabeer) ও লক্ষ্য ভট্টাচার্য্য (Lakshya Bhattacharya)। ছবিতে আবিরের চরিত্রের নাম স্বর্নাভ। তনুশ্রীর চরিত্রের নাম মিলি। তাতাইয়ের চরিত্রে দেখা যাবে লক্ষ্যকে।
অভিনেতা প্রকাশ রাজকে তলব করল ED
১০০ কোটি টাকার পঞ্জি স্কিমের তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হল প্রকাশ রাজকে। 'প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট' (PMLA)-এর অধীনে ২০ নভেম্বর ত্রিচির একটি অংশীদারি সংস্থার সঙ্গে সম্পর্কিত সম্পত্তিগুলিতে তদন্ত সংস্থার অনুসন্ধানের পরে এই সমন পাঠানো হয়েছে। ইডি-র সূত্র মারফত পাওয়া খবর ইঙ্গিত দেয় যে প্রকাশ রাজের তলব 'প্রণব জুয়েলার্স'-এর তৈরি অভিযুক্ত জাল সোনার বিনিয়োগ প্রকল্পের ক্ষেত্রে আরও বড় তদন্তেরই একটি অংশ। ৫৮ বছর বয়সী অভিনেতা ওই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন। তাঁকে আগামী সপ্তাহে চেন্নাইয়ের ফেডারেল এজেন্সির সামনে জবানবন্দি দিতে বলা হয়েছে।
আরও পড়ুন: Free OTT Platforms: বিনামূল্যেই হোক 'বিঞ্জ ওয়াচ'! ভারতে ফ্রি ওটিটি প্ল্যাটফর্ম কোনগুলি?
রণবীরের 'অ্যানিমল' ট্রেলার প্রকাশ্যে
রণবীর কপূর (Ranbir Kapoor), রশ্মিকা মান্দানা (Rashmika Mandanna) ও ববি দেওল (Bobby Deol) অভিনীত 'অ্যানিমল' ছবির ট্রেলার ('Animal' Trailer Out) প্রকাশ্যে। মুক্তির পর থেকেই গুঞ্জন সৃষ্টি করেছে। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ট্রেন্ডিং 'অ্যানিমল'। বিশেষত ট্রেলারের একেবারে শেষে দেখানো রণবীর ও ববি দেওলের মধ্যে মারপিটের দৃশ্য ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। তাছাড়া নজর কেড়েছে রণবীর কপূর ও অনিল কপূরের বাবা-ছেলে জুটি। ট্রেলারের শুরুতেই মিলছে বাবা ও ছেলের সম্পর্কের আভাস। ছোট থেকেই বাবার প্রিয় হয়ে উঠতে চায় রণবীরের চরিত্র। বড় হয়েও তাই। অনেকের মতে বাবার প্রতি তাঁর ভালবাসা খানিকটা রোগের মতো। রণবীরের স্ত্রীয়ের চরিত্রে রশ্মিকা। স্বামীকে বোঝাতে চেয়েও অপারগ। এদিকে বাবার জন্য সে পৃথিবী তোলপাড় করতে পারে। বাবার বুকে গুলি লাগলে সে হামলার বদলা নিতে মরিয়া হয়ে ওঠে, এবং তাঁকে বলতে শোনা যায়, 'যে বাবাকে গুলি করেছে, কথা দিচ্ছি আমি নিজে তার গলা কাটব'। খুন-জখম-রক্ত-বদলা-অ্যাকশনে ভরপুর এই ছবির ট্রেলার ট্রেন্ডিং 'এক্স'-এ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।