Top Entertainment News Today: বিনোদনের জগতের সেরা খবরগুলি একঝলকে
টলিউড থেকে বলিউড। বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? একঝলকে দেখে নিন সেরা খবরগুলি (Top Entertainment News Today)।
কলকাতা: টলিউড থেকে বলিউড। বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? একঝলকে দেখে নিন সেরা খবরগুলি (Top Entertainment News Today)।
নতুন বাড়ি কিনলেন জাহ্নবী কপূর, হল গৃহপ্রবেশও-
বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গিয়েছে, গত দু বছরে এই নিয়ে দ্বিতীয় সম্পত্তি কিনলেন জাহ্নবী কপূর। পালি হিলের কুবেলিস্ক বহুতলে কিনেছেন তিনি নতুন বাড়ি। জানা যাচ্ছে, প্রথম এবং দ্বিতীয় তলে রয়েছে অভিনেত্রীর বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। যার মূল্য নাকি প্রায় ৬৫ কোটি টাকা।
শ্যুটিং শেষ করেই চোখ ধাঁধানো ছবি পোস্ট সলমন খানের-
এদিন বলিউডের ভাইজান সলমন খান তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে অভিনেতাকে দেখা যাচ্ছে চোখ ধাঁধানো লুকে। লম্বা চুল, চোখে সানগ্লাস, গালে দাড়ি আর ডিজাইনার পোশাক। সব মিলিয়ে বলিউড সুপারস্টারের দিক থেকে চোখ ফেরাতে পারছেন না নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে সলমন খান লিখেছেন, 'শ্যুটিং শেষ হল 'কিসি কা ভাই কিসি কি জান' ছবির। আসছে ২০২৩-এর ইদে।'
নিউ ইয়র্কে সেরা পরিচালকের সম্মান পেলেন রাজামৌলি-
বিখ্যাত ট্রেড বিশেষজ্ঞ রমেশ বালা ট্যুইট করে সুখবর দেন। তিনি লেখেন, 'পরিচালক এস এস রাজামৌলি সেরা পরিচালকের সম্মান জিতলেন আর আর আর ছবির জন্য নিউ ইয়র্ক ক্রিটিক্স সার্কেল অ্যাওয়ার্ডসে। বড় সম্মান। শুভেচ্ছা।'
আরও পড়ুন - Jimmy Shergill Birthday: মুখ্য থেকে পার্শ্বচরিত্রে একইরকম সাবলীল, অন্যভাবে চিনে নিন জিমি শেরগিলকে
বিয়ের ১৮ বছর পর সন্তান এল এই তারকা দম্পতির সংসারে-
অপূর্ব অগ্নিহোত্রী (Apurva Agnihotri) এবং শিল্পা শাকলানি (Shilpa Saklani)। হিন্দি ধারাবাহিকের অত্যন্ত পরিচিত মুখ। দুই তারকাকে দেখা গিয়েছে টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো 'বিগ বস'-এও। প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেন তাঁরা। দুই তারকার বিয়ের ১৮ বছর পেরিয়ে গিয়েছে। আর যখন তাঁদের বিয়ে সাবালক হল, তখনই তাঁদের জীবনে এল সন্তান। অপূর্ব অগ্নিহোত্রী নিজেই তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে কন্যা সন্তানের জন্মের সুখবরটা শেয়ার করেছেন। মেয়ের নাম রেখেছেন ঈশানী কানু অগ্নিহোত্রী। ইনস্টাগ্রাম হ্যান্ডলে সদ্যোজাত সন্তান এবং স্ত্রী শিল্পার সঙ্গে একটি ভিডিও পোস্ট করে অপূর্ব লিখেছেন, 'আর এভাবেই আমার জন্মদিন আরও বেশি স্পেশাল হয়ে উঠল। ঈশ্বরের আশীর্বাদে আমাদের জীবনে অসাধারণ এক উপহার এসেছে। শিল্পা এবং আমি অত্যন্ত আনন্দের সঙ্গে আমাদের কন্যা ঈশানী কানু অগ্নিহোত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। সকলে ওকে ভালোবাসায় ভরিয়ে দিন এবং আশীর্বাদ করুন। ওম নমঃ শিবায়।' এরপরই তাঁদের শুভেচ্ছা ও অভিনন্দনে ভরিয়ে দিয়েছেন সকলে।
কী কাণ্ড! জিতুকে জোর করে ঠেলে ঠেলে 'শৌচালয়ে' পাঠাচ্ছেন নবনীতা!
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন জিতু কমল। যেখানে দেখা যাচ্ছে, তাঁকে জোর করে শৌচালয়ে পাঠাচ্ছেন স্ত্রী নবনীতা। আসলে তাঁরা শাহরুখ খানের 'চেন্নাই এক্সপ্রেস' ছবির ট্রেনের মজাদার দৃশ্যের রিল তৈরি করেছেন। নেটিজেনরা হাসি চেপে রাখতে পারেননি দুই তারকার মজাদার ভিডিও দেখে। প্রসঙ্গত, ছোটপর্দা থেকেই শুরু হয়েছিল তাঁদের প্রেম । এখন বিবাহবন্ধনে আবদ্ধ তাঁরা । সোশ্যাল মিডিয়ায় হামেশাই একসঙ্গে ছবি শেয়ার করে নেন তাঁরা ।
কোনওদিন পরিচালনায় আসবেন না! কাজলের এই কথায় এ কী বললেন কপিল শর্মা!
নেট দুনিয়ায় সম্প্রতি একটি ভিডিও পোস্ট করা হয়েছে সম্প্রচারিত চ্যানেলের পক্ষ থেকে। যেখানে দেখা যাচ্ছে, 'দ্য কপিল শর্মা শো'তে আগামী ছবি 'সালাম ভেঙ্কি'র প্রচারে হাজির হয়েছেন কাজল। ভিডিওতে দেখা যাচ্ছে, কপিল শর্মা কাজলকে জিজ্ঞাসা করছেন যে, তিনি কবে ছবি পরিচালনায় আসবেন। উত্তরে কাজল বলেন, 'না না। একেবারেই না।' কাজলের এই উত্তরের পরই কপিল শর্মা বলে ওঠেন, 'হ্য়াঁ। সেই। দরকারও নেই। যে নারী নিজের বাড়িতেই প্রতিদিন অজয় দেবগনকে পরিচালনা করেন...'। কপিল শর্মার এই কথায় অট্টহাসিতে ফেটে পড়েন কাজল।
আরবাজের প্রসঙ্গ উঠতেই কেঁদে ফেললেন মালাইকা!
সম্প্রতি 'মুভিং ইন উইথ মালাইকা'র একটি টিজার পোস্ট করা হয়েছে নেট দুনিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, মালাইকা অরোরার সঙ্গে কথা বলছেন বলিউডের অন্য়ান্য তারকারা। ভিডিওতে করিনা কপূর খানকে বলতে শোনা যাচ্ছে, 'আমার মনে হয় ও (মালাইকা অরোরা) যথেষ্ট হট, সুন্দরী এবং শক্তিশালী।' অন্য একটি দৃশ্যে দেখা যাচ্ছে উপস্থিত বহু মানুষকে মালাইকা বলছেন, 'আমি জীবনে এগিয়ে গিয়েছি। আমার প্রাক্তন জীবনে এগিয়ে গিয়েছে। তাহলে তোমরা কেন এগোতে পারছ না!' ফারাহ খানের সঙ্গে কথপোকথনে দেখা যায় মালাইকা অরোরাকে। চোখে জল নিয়ে অভিনেত্রী বলতে থাকেন, 'আমি আমার জীবনে যা সিদ্ধান্ত নিয়েছি, সবকিছুই কাজে দিয়েছে। আমি এতে খুব খুশি।' কথা বলতে বলতেই কেঁদে ফেলেন অভিনেত্রী। তাঁকে জড়িয়ে ধরে স্বান্ত্বনা দেন ফারহা।