Top Enertainment News Today: বড়পর্দায় একেন বাবু, মুক্তি পেল 'অনুসন্ধান' ছবির ট্রেলার, দেখে নিন বিনোদনের সেরা খবরগুলি
Top Enertainment News Today: শুধুমাত্র ওটিটিতে নয়, এবার বড়পর্দায় রহস্য উন্মোচন করবেন একেন বাবু। বলিউডে একের পর এক খুশির খবর। এক ঝলকে দেখে নেওয়া যাক আজকে বিনোদনের সেরা খবর।
কলকাতা: ওটিটির গণ্ডি ছাড়িয়ে এবার বড়পর্দায় আসতে চলেছে বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দা চরিত্র একেন বাবু। ঘোষণা করা হল প্রযোজনা সংস্থার তরফে। অনলাইনে মুক্তি পেয়েছে বলিউড তারকা কার্তিক আরিয়ানের ছবি 'ধামাকা'। কেমন লাগল দর্শকদের সেই ছবি? এক নজরে দেখে নেওয়া যাক বিনোদনের আজকের সেরা খবরগুলি।
১. প্রকাশ্যে এল অভিষেক বচ্চন, চিত্রাঙ্গদা সিং অভিনীত 'বব বিশ্বাস' ছবির ট্রেলার। এই ছবিতে সিরিয়াল কিলার বব বিশ্বাসের চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। ছবিটি পরিচালনা করেছেন সুজয় ঘোষের মেয়ে দিয়া অন্নপূর্ণা ঘোষ। ৩ ডিসেম্বর জি ফাইভে মুক্তি পাবে ছবিটি। বিদ্যা বালানের 'কাহানি' ছবির হাড়হিম করা চরিত্র বব বিশ্বাস। শাশ্বত চট্টোপাধ্যায় যে চরিত্রে অভিনয় করে অনেক প্রশংসা পেয়েছিলেন। এবার সেই চরিত্রটিকে নিয়েই তৈরি হচ্ছে গোটা ছবি।
আরও পড়ুন: 'ধামাকা' মুক্তির আগে গণেশের বাহনের কানে কানে কী বললেন কার্তিক আরিয়ান?
২. শুধুমাত্র ওটিটিতে নয়, এবার বড়পর্দায় রহস্য উন্মোচন করবেন একেন বাবু। ২০২২ সালে মুক্তির অপেক্ষায় জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত, অনির্বান চক্রবর্তী অভিনীত ‘দ্য একেন’। প্রকাশ্যে এল ছবির পোস্টার। বাঙালি দর্শকদের মন ফের জয় করতে তৈরি অনির্বাণ। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন জয় সরকার।
৩. প্রকাশ পেল কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত সাইকোলজিক্যাল থ্রিলার ‘অনুসন্ধান’ ছবির ট্রেলার। তাঁর এই ছবিতে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, চূর্ণী গঙ্গোপাধ্যায়, ঋদ্ধি সেন, প্রিয়ঙ্কা সরকার এবং পায়েল সরকার।
৪. শ্যুটিং শুরু হল নতুন বাংলা ছবি 'পাকা দেখা'-র। প্রেমেন্দু বিকাশ চাকির পরিচালনায় মুক্তি পাবে নতুন ছবিটি। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সোহম চক্রবর্তী, সুস্মিতা চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, লাবণী সরকার, সুমন্ত মুখোপাধ্যায়, দোলন রায় ও দীপঙ্কর দে। দুই পরিবারের 'পাকা দেখা' নিয়ে গড়ে উঠবে গল্প। দুই পরিবারের মুখ্য দুই সদস্য জয় ও তিয়াশা।
৫. 'ধামাকা' মুক্তি পেতে না পেতেই 'ধামাকাদার' প্রতিক্রিয়া পেতে শুরু করেছেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। পরিচালক রাম মাধবনী এর আগে 'নীরজা' এবং 'আরিয়া'র মতো ছবি পরিচালনা করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন। কার্তিক আরিয়ান অভিনীত অর্জুন পাঠক চরিত্রটি ইতিমধ্যেই দর্শকদের প্রশংসা অর্জন করেছে। এটি ২০১৩-য় মুক্তি পাওয়া কোরিয়ান ছবি 'দ্য টেরর লাইভ' ছবি থেকে অনুপ্রাণিত। চকোলেট বয় ইমেজ ছেড়ে প্রথমবার অন্যভাবে এই ছবিতে কার্তিককে পেয়েছেন দর্শকরা। জানা গিয়েছে, এই ছবির শ্যুটিংও শেষ হয়েছে মাত্র ১০ দিনে।
আরও পড়ুন: অ্যাকশন রূপে হাজির সলমন খান, 'অন্তিম' ছবির নতুন গানের টিজার দেখেছেন?
৬. বলিউডে একের পর এক খুশির খবর। সদ্যই বিয়ে করেছেন বলিউড অভিনেতা রাজকুমার রাও দীর্ঘদিনের প্রেমিকা পত্রলেখাকে। অন্যদিকে গতকালই মা হয়েছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টা। সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের মা হয়েছেন প্রীতি। এবার বলিউডের আরও এক অভিনেত্রীর মা হওয়ার খবর মিলল। তিনি 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি' অভিনেত্রী ইভলিন শর্মা। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সদ্যোজাত সন্তানের সঙ্গে একটি ছবি পোস্ট করে সুখবরটা দিয়েছেন 'ইয়ারিয়া' অভিনেত্রী ইভলিন শর্মা। যদিও তিনি মা হয়েছেন গত ১২ নভেম্বর। ফুটফুটে এক কন্যা সন্তানের মা হয়েছেন তিনি। কিন্তু অনুরাগীদের সঙ্গে সুখবরটা ভাগ করে নিলেন আজ।
৭. সলমন খানকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল, 'রাধে - ইওর মোস্ট ওয়ান্টেড ভাই' ছবিতে। ছবিটি সিনেমাহলে নয়, বরং মুক্তি পেয়েছিল ওটিটি প্ল্যাটফর্মে। কিন্তু প্রত্যাশা অনুযায়ী ছবির ব্যবসা তেমন হয়নি বলে জানা যায়। করোনা পরিস্থিতির কারণেই বহু ছবি তৈরি হয়ে থাকার পরও মুক্তি আটকে গিয়েছে। বেশ কিছুদিন পর ফের পর্দায় ফিরতে চলেছেন বলিউডের ভাইজান সলমন খান। আর পর্দায় তিনি ফিরছেন একেবারেই নিজস্ব ঢংয়ে। তাঁর আগামী ছবি 'অন্তিম - দ্য ফাইনাল ট্রুথ'। আগামীকাল মুক্তি পেতে চলেছে সেই ছবিতে সলমন খানের অ্যাকশন প্যাকড নতুন গান 'কোই তো আয়েগা'। মুক্তি পেল টিজার।