Top Enertainment News Today: বন্ধ হবে না কলকাতা চলচ্চিত্র উৎসব, স্থগিত 'পৃথ্বীরাজ'-এর মুক্তি, দেখুন আজকের সেরা বিনোদনের খবর
বিনোদন জগতে আজ নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন এক ঝলকে।
কলকাতা: টলিউড থেকে বলিউড, করোনার ধাক্কায় কাহিল বিনোদন দুনিয়া। রোজই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। তৃতীয়বারের জন্য করোনা আক্রান্ত হয়েছেন বাবুল সুপ্রিয়। করোনা আক্রান্ত হয়েছেন ছোটপর্দার অভিনেত্রী সুমনা চক্রবর্তীও। কিন্তু এই পরিস্থিতিতেও সিনেপ্রেমীদের মনে আশা জাগিয়ে বন্ধ হল না কলকাতা চলচ্চিত্র উৎসব। সব মিলিয়ে বিনোদন জগতে আজ নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন এক ঝলকে।
বন্ধ হল না কলকাতা চলচ্চিত্র উৎসব
করোনা (Corona) আবহেও বন্ধ হল না কলকাতা চলচ্চিত্র উৎসব (Kolkata Dilm Festival)। সিনেপ্রেমীদের জন্য সুখবর শুনিয়ে আয়োজকদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, শুক্রবার থেকে টানা ১ সপ্তাহ চলবে ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। পাশাপাশি এবারের কলকাতা চলচ্চিত্র উৎসবে ১৬০টি সিনেমার ২০০টি শো আয়োজন করা হবে বলেও জানানো হয়েছে। তবে রাজ্যজুড়ে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ, এই কোভিড আবহে কীভাবে উৎসব? প্রশ্নে ৫০% আসনের যুক্তি আয়োজকদের। পরমব্রত চট্টোপাধ্যায়ের দাবি, অনেক আগের সিদ্ধান্ত চলচ্চিত্র উৎসব আয়োজন, এবারের পরিস্থিতির কথা মাথায় রেখেই কাটছাঁট করে উৎসব। এদিকে অরিন্দম শীলের দাবি, এটা তো সরকারের সিদ্ধান্ত। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আসুন সবাই মিলে সাবধানে উৎসব পালন করি।
স্থগিত 'পৃথ্বীরাজ' ছবির মুক্তি
বলিউডে একের পর এক করোনার (Coronavirus) প্রকোপ। একাধিক বলি তারকা কোভিডে আক্রান্ত হচ্ছেন। সেই সঙ্গে একের পর এক ছবি মুক্তির তারিখ স্থগিত করে দেওয়া হচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হল অক্ষয় কুমারের (Akshay Kumar) আগামী ছবি 'পৃথ্বীরাজ' (Prithviraj)। এই ছবিটি ২১ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল। করোনা ও ওমিক্রন (Omicron) আক্রান্তের সংখ্যা বৃদ্ধির ফলে ভারত জুড়ে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দিল্লির মতো কিছু জায়গা থিয়েটার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। চন্দ্রপ্রকাশ দ্বিবেদী (Chandraprakash Dwivedi) পরিচালিত 'পৃথ্বীরাজ' ছবিতে প্রাক্তন মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লারের (former Miss World Manushi Chhillar) অভিনয়ে অভিষেক হবে। যদিও ছবির নির্মাতারা এখনও পর্যন্ত পরবর্তী মুক্তির তারিখ ঘোষণা করেননি।
করোনা আক্রান্ত বাবুল সুপ্রিয়
ফের করোনা আক্রান্ত তৃণমূল নেতা ও গায়ক বাবুল সুপ্রিয়। নিজেই ট্যুইট করে জানালেন সে কথা। এই নিয়ে তৃতীয়বার করোনা আক্রান্ত হলেন তিনি। এদিন সকালে ট্যুইট করে গায়ক লেখেন, 'আমি, আমার স্ত্রী, আমার বাবা, একাধিক কর্মী করোনা পজিটিভ। কিন্তু আমার মূল চিন্তা হচ্ছে ৬১ হাজার টাকা দামের ককটেল ওষুধ যা প্রবলভাবে আক্রান্ত রোগীদের দেওয়া হচ্ছে। বাবা, বয়স ৮৪, তাঁকে এখনই এই ইঞ্জেকশন দিতে হবে এবং এখনই এটি কিনতেও হবে আমাকে। কীভাবে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ এটি কিনবে? যেহেতু সম্পূর্ণ টিকাপ্রাপ্তরাও সংক্রমিত হচ্ছেন, তাই টিকা অভিযানের সঙ্গে সঙ্গে সরকারি হাসপাতালেও এই ইঞ্জেকশনটি পাওয়ার ব্যবস্থা সরকারকে করতে হবে। টিকাকরণ জরুরি কিন্তু, ককটেল এই মুহূর্তে প্রয়োজনীয়।' নিজের ট্যুইটে বাবুল ট্যাগ করেছেন মনসুখ মাণ্ডব্য ও অমিত শাহকে।
করোনা আক্রান্ত সুমনা চক্রবর্তী
মারণ ভাইরাস করোনায় (Coronavirus) আক্রান্ত হলেন অভিনেত্রী সুমনা চক্রবর্তী (Sumona Chakravarti)। বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী সবথেকে বেশি পরিচিত 'দ্য কপিল শর্মা শো'-এর (The Kapil Sharma Show) কমিক পারফরম্যান্সের জন্য। সম্প্রতি তাঁর করোনা (Covid19) পরীক্ষার রিপোর্ট পজেটিভ (Sumona Chakravarti Covid Positive) এসেছে। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে করোনায় আক্রান্ত হওয়ার খবর শেয়ার করেন অভিনেত্রী। এদিন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেত্রী সুমনা চক্রবর্তী লেখেন, 'আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে। বেশ কিছু উপসর্গও দেখা দিয়েছে। বাড়িতেই কোয়ারেন্টিনে রয়েছি আমি। সবাইকে অনুরোধ জানাবো, গত সাতদিনের মধ্যে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁরা দয়া করে প্রত্যেকে করোনা পরীক্ষা করিয়ে নিন।'
হাসপাতালে ভর্তি জ্যাকলিন ফার্নান্ডেজের মা
অসুস্থ বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের (Jacqueline Fernandez) মা কিম ফার্নান্ডেজ। তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হওয়ার কারণে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের মাকে বাহারিনের একটি হাসপাতালে ভর্তি করতে হয়েছে (Jacqueline Fernandez Mother Hospitalished)। যদিও অভিনেত্রীর পক্ষ থেকে অফিসিয়ালি এখনও পর্যন্ত এই খবর জানানো হয়নি। এএনআইয়ের রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের মা কিমের স্ট্রোক হয়েছে। তিনি এই মুহূর্তে বাহারিনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। মঙ্গলবার জ্যাকলিন ফার্নান্ডেজের মায়ের অসুস্থতা এবং হাসপাতালে ভর্তির খবর প্রকাশের পরই পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন অভিনেত্রী। তাঁকে মুম্বইয়ে একটি সালোঁ থেকে হন্তদন্ত করে বেরতে দেখা যায়।
'ডান্স বাংলা ডান্স' -এর প্রতিযোগী 'পিলু' হয়ে আসছে অভিনয়ে
'ডান্স বাংলা ডান্স' (Dance Bangla Dance) -এর মঞ্চ থেকে ধারাবাহিকের ফ্লোরে। ক্যামেরার সামনে তিনি অভ্যস্থ বটে, তবে এবার একেবারে ভিন্ন ভূমিকা। নাচ নয়, ধারাবাহিকে তিনি গায়িকার ভূমিকায় অভিনয় করবেন। প্রথমদিনের শ্যুটিং-এ প্রথম শট দেওয়ার আগে ক্যামেরা ছুঁয়ে প্রথমে প্রণাম করলেন মেঘা দাঁ (Megha Dna)। তারপরেই শুরু শ্যুটিং। 'পিলু' (Pilu) ধারাবাহিকে পোড় খাওয়া অভিনেতা গৌরব রায় চৌধুরীর (Gourav Roy Chowdhury) সঙ্গে জুটি বাঁধছেন তিনি। প্রথমদিনের শ্যুটিং ফ্লোরে উঁকি মারতেই দেখা গেল ফ্লোরে হাজির একঝাঁক জনপ্রিয় নয়। কেবল গৌরব বা মেঘা নয়। এই ধারাবাহিকে অভিনয় করছেন ছোটপর্দার একঝাঁক জনপ্রিয় মুখ। 'পিলু'-তে অভিনয় করছেন বিশ্বনাথ বসু, (Biswanath Basu) রুদ্রজিৎ মুখোপাধ্যায় (Rudrajeet Mukherjee), ইধিকা পাল (Ishika Pal), অঞ্জনা বসু (Anjana Basu), কৌশিক চক্রবর্তীর (Kaushik Chakraborty) মতো অভিজ্ঞ শিল্পীরা।