এক্সপ্লোর

Top Entertainment News Today: মৌনী রায়ের বিয়ের দিন স্থির, করোনা মুক্তি মিমি-রাজ-শুভশ্রী, আজকের সেরা বিনোদনের খবর

করোনা মুক্ত হলেন রাজ-শুভশ্রী। করোনা থেকে সেরে উঠেছেন মিমি চক্রবর্তীও। টলিউড থেকে বলিউড বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল দেখে নেওয়া যাক সেরা খবরগুলিতে

কলকাতা: বিয়ের দিনক্ষণ স্থির হয়ে গেল বাঙালি কন্যা মৌনী রায়ের। জানা যাচ্ছে আগামী ২৭ জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসবেন অভিনেত্রী। অন্যদিকে করোনা মুক্ত হলেন রাজ-শুভশ্রী। করোনা থেকে সেরে উঠেছেন মিমি চক্রবর্তীও। টলিউড থেকে বলিউড বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল দেখে নেওয়া যাক সেরা খবরগুলিতে-

মোনী রায়ের বিয়ে-

ঠিক হয়ে গিয়েছে দিনক্ষণ! বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বঙ্গকন্যা মৌনী রায় (Mouni Roy)! শোনা যাচ্ছে, দীর্ঘদিনের প্রেমিক প্রেমিক সূর্য নাম্বিয়ারের সঙ্গেই সাতপাকে বাঁধা পড়বেন অভিনেত্রী। জোরকদমে চলছে তাঁরই প্রস্তুতি। গোয়ার সমুদ্রসৈকতে স্বপ্নের বিয়ের আসর সাজাচ্ছেন কোচবিহারের বঙ্গতনয়া। শোনা যাচ্ছে, চলতি মাসের ২৭ তারিখ বিয়ের পিঁড়িতে বসবেন মৌনী। প্রথমে জানা গিয়েছিল বিয়ে করতে বিদেশে উড়ে যাবেন তিনি। দুবাই বা ইতালিতে বসবে তাঁর বিয়ের আসর। কিন্তু পরবর্তীকালে পরিবারসূত্রে জানা যায়, বিদেশে নয়, দেশের মাটিতেই সাতপাক ঘুরবেন মৌনী। 

করোনামুক্ত রাজ-শুভশ্রী-

কোয়ারেন্টিন শেষ। করোনামুক্ত হয়ে ইউভানের (Yuvaan) কাছে ফিরলেন বাবা রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন মন ভালো করা মিষ্টি ছবি। করোনামুক্ত মা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও। গত ৭ দিন নিজের বাড়িতেই নিভৃতবাসে ছিলেন তাঁরা। আলাদা থাকতে হয়েছিল ছোট্ট ইউভানকে। নিভৃতবাসে থাকার সময় ইউভানের সঙ্গে দেখা করার মাধ্যম কেবল ছিল ভিডিও কল। আজ সোশ্যাল মিডিয়ায় একটি মিষ্টি ছবি ভাগ করে নেন রাজ। সেখানে দেখা যায়, ভিডিও কলে নয়, রাজের কোলে রয়েছে ছোট্ট ইউভান। তাকে আদরে ভরিয়ে দিচ্ছেন রাজ। ক্যাপশানে রাজ লিখেছেন, 'চটকে খেয়ে নেব।' ছবিতে রাজ ট্যাগ করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়কেও।

আরও পড়ুন - Mouni Roy's Wedding Update: মৌনী রায়ের বিয়ের খবরে এ কী প্রতিক্রিয়া কর্ণবীর বোহরার!

বোনপোর মুখে ভাত শ্রুতি দাসের-

মামা নয়, একরত্তির মুখে ভাত তুলে দিলেন মাসি। চিরাচরিত প্রথার দিকে প্রশ্ন ছুঁড়ে দিলেন, 'সবসময় মামাভাত কেন? মাসিরাই তো ছোটদের খাওয়ায়!' এই উক্তিই ঝলমল করছে টেলি তারকা শ্রুতি দাসের সোশ্যাল মিডিয়ায় দেওয়ালে। সঙ্গে একগুচ্ছ ছবি। বোনপোর অন্নপ্রাশনে তার মুখে ভাত তুলে দিয়েছেন তিনি। কোনও মামা নয়, মাসির হাতেই সারা হয়েছে মুখেভাত। প্রথা অনুযায়ী, অন্নপ্রাশনে মামা বা দাদুর হাতেই প্রথম ভাত খায় একরত্তি শিশু। এই প্রথাকেই চ্যালেঞ্জ জানিয়েছেন শ্রুতি। তিনি চিরকালই বিতর্কের কেন্দ্রে। গায়ের রঙ থেকে শুরু করে বয়সে অনেকটা বড় পরিচালকের সঙ্গে প্রেম, শ্রুতিকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছে বার বার।

সন্তু মুখোপাধ্যায়ের জন্মদিনে স্বস্তিকার পোস্ট-

সমুদ্রের তীরে পাশাপাশি হাত ধরে হেঁটে যাচ্ছেন বাবা-মেয়ে। লালপাড় সাদা শাড়িতে মেয়ের মুখে উপচে পড়ছে হাসি। মেরুন পাঞ্জাবিতে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছেন বাবা। তার মুখেও হাসি। সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করে বাবা সন্তু মুখোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে অভিনেত্রী লিখলেন, 'শুভ জন্মদিন বাবা' স্বস্তিকার পোস্ট করা এই ছবিটি একটি গানের শ্যুটিংয়ের। 'আমার মুক্তি আলোয় আলোয়' গানে মেয়ে - বাবার যুগলবন্দি দেখা গিয়েছিল এই গানে। সেই গানেরই একটি দৃশ্য পোস্ট করে স্বস্তিকা জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাবা সন্তু মুখোপাধ্যায়কে। বাবার কথা বার বার ঘুরে ফিরে আসে স্বস্তিকার সোশ্যাল মিডিয়ায়। 

সোহিনী-রণজয়ের পাহাড় ভ্রমণ-

পাহাড়ের কোলে ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী সোহিনী সরকার। সঙ্গী? প্রেমিক রণজয়। সোশ্যাল মিডিয়ায় ছুটি কাটানোর টুকরো টুকরো ছবি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। ইনস্টাগ্রাম জুড়ে সোহিনীর দার্জিলিং ভ্রমণের টুকরো ছবি। সেখানে কখনও তিনি মুখ থেকে ধোঁয়া বের করছেন ঠাণ্ডায়। অভিনয় করছেন সিগারেট খাওয়ার। আবার কখনও বারন্দায় বেরিয়ে উপভোগ করছেন শীতকে। আর গ্লেনারিসের সামনে একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছেন সোহিনী। সঙ্গে রয়েছে প্রেমিক রণজয়। একে অপরের চোখের দিকে তাকিয়ে মজেছেন প্রেমিক প্রেমিকা। ক্যাপশানে সোহিনী লিখেছেন, 'একসঙ্গে থাকো, 'জীবনের সমস্ত নেতিবাচক জিনিস দূর করে দিন।'

ঝালাগান পালাগান-

সিনেমার পর্দায় কবিগানের লড়াইকে তুলে ধরা নতুন কিছু নয়। সেকালের 'পলাতক' বা একালের 'জাতিস্মর' পর্দায় কবিগানের লড়াই দেখে একাধিকবার মজেছেন, ভেসেছেন দর্শক। তবে এবার ওয়েব সিরিজের পর্দায় বাংলার ঐতিহ্যবাহী ‘কবি লড়াই’-কে এবার ওয়েবসিরিজের পর্দায় তুলে আনছেন প্রদীপ্ত ভট্টাচার্য (Prodipta Bhattacharyya)। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে নতুন ওয়েব 'ঝালাগান পালাগান' সিরিজের ট্রেলার। নতুন আঙ্গিকে বাঁধা এই গল্পের পরিচালনা করেছেন পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্য। এই সিরিজের স্ট্রিমিং হবে 'উরিবাবা' ওয়েব প্ল্যাটফর্মে। এই সিরিজের বেশিরভাগ অংশই শ্যুট করা তেহট্টের বিভিন্ন অঞ্চলে। সিরিজে পরপর সাজানো রয়েছে ভূমিকা, তরজা, খেউড় এবং সিদ্ধান্ত। তালিকায় থাকছে র‌্যাপ, হার্ড রক, কীর্তন, বাংলা আধুনিক গান, হিন্দি গান-সহ বিভিন্ন আঙ্গিকের গান।

কেমন আছেন লতা মঙ্গেশকর-

এএনআইকে দেওয়া এক বিবৃতিতে সম্প্রতি মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন যে, চিকিৎসায় সাড়া দিচ্ছেন লতা মঙ্গেশকর। তাঁর শারীরিক অবস্থার আগে থেকে সামান্য কিছু উন্নতি হয়েছে। কিন্তু বর্ষীয়ান গায়িকাকে এখনও আইসিইউতেই রাখা হয়েছে। চিন্তার বিষয় এই যে, করোনা আক্রান্ত হওয়ার পাশাপাশি নিউমোনিয়াতেও ভুগছেন তিনি। দুই অসুখের প্রকোপে শারীরিক অবস্থা বেশ জটিল রয়েছে লতা মঙ্গেশকরের। বিভিন্ন সূত্রে খবর, লতা মঙ্গেশকরের স্বাস্থ্যের অবস্থা নির্ণয় করে তবেই তাঁকে আইসিইউ থেকে বের করা হতে পারে। আগামী আরও বেশ কিছু দিন চিকিৎসার জন্য ICU-তেই রাখা হতে পারে বলে চিকিৎসকদের সূত্রে খবর। 

সত্যিই কি ব্রেক-আপ হল অর্জুন-মালাইকার?

এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে মালাইকা অরোরার সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করেন অর্জুন কপূর। দুই তারকাকে আয়নার সামনে দাঁড়িয়ে সেলফি নিতে দেখা যাচ্ছে ছবিতে। হট অ্যান্ড কুল লুকে দুই তারকার চোখে সানগ্লাস। ছবি শেয়ার করে অর্জুন কপূর লিখেছেন, 'গুজবের কোনও জায়গা নেই। সুস্থ থাকো। সুরক্ষিত থাকো। ভালো থাকো। প্রত্যেকের জন্য ভালোবাসা।' অর্জুন কপূরের এই পোস্টে বলিউডের অন্যান্য তারকার মতো ভালোবাসার ইমোজি দিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন মালাইকাও। ফলে দুই তারকার রসায়নে যে এতটুকুও ভাটা পড়েনি, তা বেশ বোঝাই যাচ্ছে।

করোনামুক্ত মিমি চক্রবর্তী-

নিভৃতবাস শেষ, করোনাকে হারিয়ে সুস্থ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। অবশেষে খোলা আকাশের নিচে, স্বাভাবিক জীবনে ফিরলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন নতুন ছবি। একটু আগেই সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি শেয়ার করেন মিমি। সেখানে দেখা যাচ্ছে সাদা টপ আর আকাশী ডেনিম পরে নিজের বাড়ির ছাদে বসে রয়েছেন তিনি। খোলা চুলে আলগা সৌন্দর্য্য। নিয়ম অনুযায়ী, আজই নিভৃতবাস শেষ হয়েছে তাঁর। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে যেন নায়িকা বার্তা দিলেন, স্বাভাবিক জীবনে ফিরেছেন তিনি। যদিও সোশ্যাল মিডিয়ায় নিজের স্বাস্থ্য নিয়ে কিছু বলেননি মিমি।

তৃতীয় সন্তান দত্তক নিলেন সুস্মিতা সেন?

এদিন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ভাইরাল হওয়া খুদের ছবি দিয়ে সুস্মিতা সেন লিখেছেন, 'গুজব স্পষ্ট করে দিচ্ছি। ঈশ্বরের সন্তান আমেডিউসের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাবার্তা হল। সম্প্রতি বেশ কিছু গুজব ঘুরছে সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন সংবাদমাধ্যমে। ছবিটি তুলেছে শ্রীজয়া (আমেডিউসের মা)।' ছবিতে দেখা যাচ্ছে গাড়ির পার্কিংয়ের জায়গায় গাড়ির বনেটের উপর বসে রয়েছে সেই খুদে। আর তার সঙ্গে হাসিমুখে কথা বলায় ব্যস্ত সুস্মিতা সেন।

মৌনী রায়ের বিয়ের খবরে কর্ণবীর বোহরার প্রতিক্রিয়া-

আগামী ২৭ জানুয়ারি বিয়ে উপলক্ষে ইতিমধ্যেই গোয়ার একটি পাঁচতারা হোটেলে বুকিং সেরে ফেলেছেন মৌনী রায় ও তাঁর প্রেমিক সূরজ। মৌনী রায়ের সঙ্গে 'নাগিন' ধারাবাহিকে অভিনয় করেছিলেন কর্ণবীর বোহরা। সহ-অভিনেত্রীর বিয়ের খবরে দারুণ খুশি অভিনেতা। সম্প্রতি দিলেন প্রতিক্রিয়াও। সম্প্রতি এক সাক্ষাতকারে কর্ণবীর বোহরা বলেন, 'আমি শুনেছি খবরটা। আর এই খবরে আমি খুবই খুশি। মৌনীর জন্য খুব আনন্দ হচ্ছে। আমার মনে হয় না মৌনী বিয়ে নিয়ে খুব একটা চিন্তায় আছে। আমার মনে হয় ও শুভ পরিণয়ের দিনটার জন্য অপেক্ষা করছে। সঠিক সময়ে আমাদের জীবনে সঠিক মানুষ আসেন।' কর্ণবীর বোহরা আরও বলেন, 'ও (মোনী রায়) খুব খুশি এই সময়। এটা ওর জীবনের খুবই গুরুত্বপূর্ণ সময়। আমি ওর জন্য খুবই খুশি। আবারও।' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP Live TV
ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

IPL 2026: 'শাহরুখের দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত,' মুস্তাফিজুরকে KKR দলে নেওয়ায় ক্ষুব্ধ প্রধান ইমাম ইলিয়াসি
'শাহরুখের দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত,' মুস্তাফিজুরকে KKR দলে নেওয়ায় ক্ষুব্ধ প্রধান ইমাম ইলিয়াসি
West Bengal News Live: ৮টি পুরসভায় ৬০০-র বেশি বেআইনি চাকরি! পুর নিয়োগে দুর্নীতি মামলায় চার্জশিট জমা CBI-র
৮টি পুরসভায় ৬০০-র বেশি বেআইনি চাকরি! পুর নিয়োগে দুর্নীতি মামলায় চার্জশিট জমা CBI-র
Suvendu Adhikari: 'বিহার সাফ হয়ে গিয়েছে, এবার বাংলা, সমূলে উৎপাটিত হবে', মালদার সভা থেকে হুঙ্কার শুভেন্দুর
'বিহার সাফ হয়ে গিয়েছে, এবার বাংলা, সমূলে উৎপাটিত হবে', মালদার সভা থেকে হুঙ্কার শুভেন্দুর
Year Ender 2025: অপারেশন সিঁদুর: দুষ্টের দমন, শিষ্টের পালন, দেশ আগলে রাখার পণ, বছর শেষে ফিরে দেখা সেই সন্ধিক্ষণ
অপারেশন সিঁদুর: দুষ্টের দমন, শিষ্টের পালন, দেশ আগলে রাখার পণ, বছর শেষে ফিরে দেখা সেই সন্ধিক্ষণ

ভিডিও

Swargorom Plus: ফের স্বমহিমায় দিলীপ ঘোষ। বঙ্গ বিজেপির এই চতুষ্কোণেই কি বদলাবে রাজ্য়ের সমীকরণ?
Swargorom Plus: 'রাহুল গান্ধীকে নকল করার চেষ্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের', কটাক্ষ অধীরের
Chhok Bhanga 6Ta: শাহ-বৈঠকের পরেই সক্রিয় দিলীপ। শমীকের সঙ্গে বৈঠক। কটাক্ষ তৃণমূলের।
Loknandan Utsav News | হালতু নন্দীবাগানের 'লোকনন্দন উৎসব' এবার পা দিল এগারোতম বর্ষে | ABP Ananda LIVE
Happy New Year 2026: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬: ফেস্টিভ মুডে শহর থেকে জেলা, বর্ষবরণ উদযাপনে ব্যস্ত কলকাতা

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IPL 2026: 'শাহরুখের দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত,' মুস্তাফিজুরকে KKR দলে নেওয়ায় ক্ষুব্ধ প্রধান ইমাম ইলিয়াসি
'শাহরুখের দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত,' মুস্তাফিজুরকে KKR দলে নেওয়ায় ক্ষুব্ধ প্রধান ইমাম ইলিয়াসি
West Bengal News Live: ৮টি পুরসভায় ৬০০-র বেশি বেআইনি চাকরি! পুর নিয়োগে দুর্নীতি মামলায় চার্জশিট জমা CBI-র
৮টি পুরসভায় ৬০০-র বেশি বেআইনি চাকরি! পুর নিয়োগে দুর্নীতি মামলায় চার্জশিট জমা CBI-র
Suvendu Adhikari: 'বিহার সাফ হয়ে গিয়েছে, এবার বাংলা, সমূলে উৎপাটিত হবে', মালদার সভা থেকে হুঙ্কার শুভেন্দুর
'বিহার সাফ হয়ে গিয়েছে, এবার বাংলা, সমূলে উৎপাটিত হবে', মালদার সভা থেকে হুঙ্কার শুভেন্দুর
Year Ender 2025: অপারেশন সিঁদুর: দুষ্টের দমন, শিষ্টের পালন, দেশ আগলে রাখার পণ, বছর শেষে ফিরে দেখা সেই সন্ধিক্ষণ
অপারেশন সিঁদুর: দুষ্টের দমন, শিষ্টের পালন, দেশ আগলে রাখার পণ, বছর শেষে ফিরে দেখা সেই সন্ধিক্ষণ
Look Back 2025: না থেকেও রয়ে গিয়েছেন হৃদমাঝারে, ২০২৫ হারানোর বছরও
না থেকেও রয়ে গিয়েছেন হৃদমাঝারে, ২০২৫ হারানোর বছরও
RG Kar News :'রাজনৈতিক প্রতিহিংসার চূড়ান্ত অবনমনের জায়গা পশ্চিমবঙ্গ..', RG করে পোস্টিং নিয়ে ক্ষোভ উগরে দিলেন অনিকেত, 'অভয়ার ন্যায়বিচার' নিয়ে কী বার্তা ?
'রাজনৈতিক প্রতিহিংসার চূড়ান্ত অবনমনের জায়গা পশ্চিমবঙ্গ..', RG করে পোস্টিং নিয়ে ক্ষোভ উগরে দিলেন অনিকেত, 'অভয়ার ন্যায়বিচার' নিয়ে কী বার্তা ?
Dhurandhar: বক্সঅফিসে 'জওয়ান'-এর রেকর্ডকে ছোঁওয়ার পথে, এবার এই কেন্দ্রশাসিত অঞ্চলে করমুক্ত হল 'ধুরন্ধর'
বক্সঅফিসে 'জওয়ান'-এর রেকর্ডকে ছোঁওয়ার পথে, এবার এই কেন্দ্রশাসিত অঞ্চলে করমুক্ত হল 'ধুরন্ধর'
Alipurduar Cheetah: কাঁঠাল গাছে আশ্রয় নেওয়া চিতাবাঘ কাবু ঘুমপাড়ানি গুলিতে, আতঙ্ক কাটল আলিপুরদুয়ারে
কাঁঠাল গাছে আশ্রয় নেওয়া চিতাবাঘ কাবু ঘুমপাড়ানি গুলিতে, আতঙ্ক কাটল আলিপুরদুয়ারে
Embed widget