Top Enertainment News Today: মুক্তি পেল মাধুরী আর ইয়ামির ছবি ও ওয়েব সিরিজের ট্রেলার, দেখুন বিনোদনের সারাদিন
বিনোদন দুনিয়ায় আজ নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন এক ঝলকে
কলকাতা: করোনা আক্রান্ত হলেন বর্ষীয়ান অভিনেতা এবং পরিচালক অমল পালেকর (Amol Palekar)। জানা গিয়েছে, করোনা রিপোর্ট পজেটিভ আসার পরই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুক্তি পেল মাধুরী দীক্ষিত অভিনীত 'দ্য ফেম গেম' (The Fame Game)-এর ট্রেলার। এই ওয়েব সিরিজের হাত ধরে ডিজিটাল ডেবিউ করছেন মাধুরী দিক্ষীত। বিনোদন দুনিয়ায় আজ নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন এক ঝলকে
করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অমল পালেকর
করোনা আক্রান্ত হলেন বর্ষীয়ান অভিনেতা এবং পরিচালক অমল পালেকর (Amol Palekar)। জানা গিয়েছে, করোনা রিপোর্ট পজেটিভ আসার পরই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দীননাথ মঙ্গেশকর হাসপাতালে ভর্তি রয়েছেন সাতাত্তর বছর বয়সী অভিনেতা পরিচালক। সূত্রের খবর, তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। সাতের দশকে হিন্দি ছবির জগতের একটা পরিবর্তন নিয়ে এসেছিলেন অমল পালেকর। পর্দার নায়ক মানেই অত্যন্ত সুদর্শন হতে হবে, এই তকমা একেবারে ঝেড়ে ফেলে দিয়েছিলেন তিনি। বরং, একেবারে আমার আপনার পাশের বাড়ির ছেলেটিও হতে পারে রুপোলি পর্দার নায়ক, সেটাই যেন বুঝিয়ে দিয়েছিলেন অমল পালেকর। 'রজনীগন্ধা', 'চিতচোর', 'গোলমাল' একের পর এক জনপ্রিয় হিন্দি ছবিতে অভিনয় করেছিলেন। সবকটি ছবিই সুপারহিট। পাশাপাশি সাদামাটা অমল পালেকরের অনাবিল হাসি মন কেড়ে নিয়েছিল দর্শকদের। এদেশের মধ্যবিত্ত মানুষের নয়নের মণি হয়ে উঠেছিলেন তিনি।
প্রকাশ্যে 'এ থার্সডে'-র ট্রেলার
টিজারেই নজর কেড়েছিলেন ইয়ামি গৌতম (Yami Goutam)। তবে টিজারে বিন্দুমাত্র আভাস পাওয়া যায়নি ছবির বিষয়বস্তুর। আজ মুক্তি পেল ইয়ামি গৌতমের নতুন ছবি 'এ থার্সডে' (A Thursday)-র ট্রেলার। এই ছবিতে প্রথমবার অচেনা ইয়ামিকে দেখবেন দর্শক। প্রথমবার ধূসর চরিত্রে অভিনয় করছেন তিনি। ট্রেলারে গল্পের যে আঁচ পাওয়া যায়, তা বেশ ভয় ধরানো। ইয়ামির চরিত্রের নাম নয়না জয়সোয়াল। পেশায় তিনি একজন প্লে স্কুলের শিক্ষিকা। ১৬টি বাচ্চাকে বন্দি করে একের পর এক দাবি জানাতে থাকেন তিনি। প্রথমে জাভেদ খানের সঙ্গে কথা বলার শর্ত, তারপর ১ ঘণ্টায় ৫ কোটি টাকা আর তারপর প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার দাবি। এই সমস্ত দাবির বিপরীতে তিনি রাখেন একরত্তিদের। তাদের প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে একের পর এক দাবি মেটাতে থাকেন। কিন্তু কেন একজন প্লে স্কুল শিক্ষিকার এহেন আচরণ? তাঁর অতীতে কী লুকিয়ে আছে অন্য কোনও গল্প? উত্তর দেবে ১৭ ফেব্রুয়ারি। সেইদিন ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে এই ছবিটি।
'দ্য ফেম গেম'-এর ট্রেলারে মিলেমিশে অনামিকা আর মাধুরী
খ্যাতি, সৌন্দর্য্য, পরিবার আর অভিনয় ঠিক যেন তাঁরই জীবনের গল্প। কেবল নামটুকু আলাদা। ট্রেলারের শুরুতে যেন মিলেমিশে আছে অনামিকা আনন্দ আর মাধুরী দীক্ষিত। তবে কয়েক মুহূর্ত পর থেকেই গল্প মোড় নেয় অন্যদিকে। ঘণ্টার পর ঘণ্টা বেড়ে চলে, নিখোঁজ খ্যাতনামা অভিনেত্রী অনামিকা আনন্দ। তাঁর খোঁজ করতে গিয়ে তার জীবন, জীবন যাপনের কাটাছেঁড়া করতে থাকে পুলিশ। বেরিয়ে আসে কোন সত্যি? মুক্তি পেল মাধুরী দীক্ষিত অভিনীত 'দ্য ফেম গেম' (The Fame Game)-এর ট্রেলার। এই ওয়েব সিরিজের হাত ধরে ডিজিটাল ডেবিউ করছেন মাধুরী দিক্ষীত।
প্রকাশ্যে 'লক আপ'-এর সঞ্চালিকা কঙ্গনা রানাউতের প্রথম লুক
আগেই শোনা গিয়েছিল যে এবার ওটিটিতে রিয়েলিটি শো (Reality Show) নিয়ে আসতে চলেছেন প্রযোজক একতা কপূর (Ekta Kapoor)। সম্প্রতি তিনি ঘোষণাও করেছেন তাঁর নতুন অনুষ্ঠানের নাম। 'লক আপ' (Lock Upp)। সঞ্চালনার দায়িত্বে অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। আজ মুক্তি পেল সঞ্চালিকা কঙ্গনার প্রথম লুক। আজ সোশ্যাল মিডিয়ায় কঙ্গনার এই লুকের ছবি শেয়ার করে নেওয়া হয়েছে। সোনালী ব্লেজার ও প্যান্টে ঝলমল করছেন কঙ্গনা। তাঁর মাথার ওপর টেনে বাঁধা পনিটেল স্পষ্ট করেছে তাঁর মুখের অভিব্যক্তিকে। কঙ্গনার হাতে দেখা যাচ্ছে হাত কড়া। পিছনে দেখা অনুষ্ঠানের নাম। লাস্যময়ী কঙ্গনাকে অবশ্য বেশ কঠিন আর আত্মবিশ্বাসী দেখাচ্ছে ছবিতে।
মুক্তি পেল 'বাঁধনে বাঁধিব'
কথা রাখলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। গানের অনুষ্ঠানে গিয়ে কথা গিয়েছিলেন, কোনও একজন প্রতিযোগী সুযোগ পাবেন তাঁর ছবিতে প্লেব্যাক করার। সেই কথা মতো, 'বাবা, বেবি ও' -তে শোনা গেল 'সুপার সিঙ্গার' -এর বিজেতা সঞ্চারী সেনগুপ্তের (Sanchari Sengupta) গলা। শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে তিনি গাইলেন, 'বাঁধনে বাঁধিব'। গানের সুরকার অমিত ঈশান, কলমে, অমিত চট্টোপাধ্যায়।