Top Entertainment News Today: সরকারের কাছে আর্জি সোনু সুদের, প্রকাশ্যে 'বিক্রম' সেফ আলি খানের লুক, এক নজরে বিনোদনের সেরা খবর
বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? এক নজরে চোখ বুলিয়ে নেওয়া যাক সেরা খবরগুলিতে।
কলকাতা: চার বছর আগে আজকের দিনেই প্রয়াত হন শ্রীদেবী। মায়ের মৃত্যুবার্ষিকীতে সোশ্যাল মিডিয়ায় বিশেষ পোস্ট দুই কন্যা জাহ্নবী ও খুশির। প্রকাশ্যে 'বিক্রম বেদা' ছবির সেফ আলি খানের লুক। রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে ভারতীয় দূতাবাসের উদ্দেশে বিশেষ আর্জি সোনু সুদের। বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? এক নজরে চোখ বুলিয়ে নেওয়া যাক সেরা খবরগুলিতে।
রণদীপ হুডার নতুন সিরিজ-
নেটফ্লিক্সে (Netflix) এবার নতুন সিরিজ নিয়ে আসতে চলেছেন বলিউড অভিনেতা রণদীপ হুডা (Bollywood actor Randeep Hooda)। অনুরাগীদের মধ্যে আগ্রহ বাড়িয়ে বুধবার তিনি শেয়ার করলেন তাঁর আগামী সিরিজ 'ক্যাট'-এর (CAT) প্রথম লুক। এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে আগামী 'রিভেঞ্জ' সিরিজের (Revenge Series) কিছু স্টিল ছবি পোস্ট করেন রণদীপ। সিরিজের প্রথম লুকে 'হাইওয়ে' অভিনেতাকে বেশ আক্রমণাত্মক দেখতে লাগে। লেদার জ্যাকেট, লম্বা দাড়ি, মাথায় পাগড়ি লুকে বেশ নজর কাড়েন অভিনেতা। একইসঙ্গে অভিনেতার হাতে বন্দুকও দেখা যায়। ক্যাপশনে লেখেন, 'ব্যাগ থেকে বেরলো বেড়াল (ক্যাট)। ক্যাটের দুনিয়া থেকে কিছু মুহূর্ত।'
জুটি বাঁধছেন কিয়ারা আডবাণী - বিজয় দেবেরাকোন্ডা-
এবার একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন বিজয় দেবেরাকোন্ডা (Vijay Deverakonda) ও কিয়ারা আডবাণী (Kiara Advani)। সাম্প্রতিক সূত্রে মিলেছে এমনই খবর। দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডা এখন এমনিই শিরোনামে। অন্যদিকে 'শেরশাহ' ছবিতে বেশ নজরকাড়া অভিনয় করেছেন কিয়ারা। এবার খবর পাওয়া যাচ্ছে যে একসঙ্গে কাজ করবেন বিজয় ও কিয়ারা।
শ্রীদেবীর মৃত্যুবার্ষিকীতে খুশির পোস্ট-
দেখতে দেখতে চার বছর পার। বলিউড 'চাঁদনি' হারা। ২৪ ফেব্রুয়ারি ২০১৮ সালে মৃত্যু হয় অভিনেত্রী শ্রীদেবী (Sridevi)। বৃহস্পতিবার, তাঁর মৃত্যুবার্ষিকীতে নিজের ইনস্টাগ্রামের মায়ের একটি পুরনো ছবি পোস্ট করেন খুশি কপূর (Khushi Kapoor)। খুশি কপূর এদিন ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেন যখন তিনি একেব্বারে ছোট্ট ছিলেন। খুদে খুশিকে দেখা যায় মায়ের কোলে। মুখে চওড়া হাসি। মা-মেয়ে পোজ দিচ্ছিলেন ক্যামেরায়। ছবিটি পোস্ট করে কিছুই লেখেননি খুশি। শুধু একটি সাদা হার্ট ইমোজি ক্যাপশনে দেন তিনি।
আরও পড়ুন - Sridevi Death Anniversary: শ্রীদেবীকে নিয়ে জাহ্নবীর পোস্ট দেখে চোখে জল নেট নাগরিকদের
সুকেশের নিশানায় ছিলেন সারা-জাহ্নবী-ভূমি?-
নোরা ফতেহি (Nora Fatehi) এবং জ্যাকলিন ফার্নান্ডেজের (Jacqueline Fernandez) পর এবার আর্থিক তছরুপ মামলায় সুকেশ চন্দ্রশেখরের (Sukesh Chandrasekhar) সঙ্গে নাম জড়াল সারা আলি খান, জাহ্নবী কপূর এবং ভূমি পেডনেকরের (Sara Ali Khan, Janhvi Kapoor, and Bhumi Pednekar)। শোনা যাচ্ছে ওই তিন অভিনেত্রীকেও নিশানা করেছিলেন চন্দ্রশেখর। এক প্রতিবেদন অনুযায়ী, ওই তিন অভিনেত্রীকেও দামি উপহার পাঠাতেন চন্দ্রশেখর। অনুমান করা হচ্ছে, চন্দ্রশেখর যিনি বর্তমানে তিহার জেলে ২০০ কোটি টাকার জালিয়াতি মামলায় বন্দি, তিনি বিভিন্ন অভিনেত্রী এবং মডেলদের জন্য ২০১৫ সাল থেকে ২০ কোটি টাকা ব্যয় করেছেন।
'বাদামকাকু'র প্রশংসায় পঞ্চমুখ টেরেন্স লুইস-
ভুবন বাদ্যকরের (Bhuban Badyakar) ভুবন ভোলানো 'কাঁচা বাদাম' (Kancha Badam) গানে মেতেছে গোটা বিশ্ব। বাংলার দর্শক তো বটেই 'কাঁচা বাদাম' গানের রিমিক্সে পা মিলিয়েছেন বলিউড থেকে টলিউড। বাদ পড়েননি বলিউডের জনপ্রিয় কোরিওয়গ্রাফার টেরেন্স লুইসও (Terence Lewis)। নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ভিডিও। বুধবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেন জনপ্রিয় নৃত্যশিল্পী। দুই সঙ্গীর সঙ্গে 'কাঁচা বাদাম' হুকস্টেপে মা মেলান তাঁরা। মজা করে ক্যাপশনে লেখেন, 'জনস্বার্থে প্রচারিত: বাদাম কাঁচা হোক বা পাকা, ভিজিয়ে খাবেন।'
প্রকাশ্যে 'বিক্রম' সেফ আলি খানের লুক-
আগেই প্রকাশ্যে এসেছিল হৃত্বিক রোশনের (Hrithik Roshan) লুক। এবার দেখা মিলল 'বিক্রম'-এর (Vikram)। কথা হচ্ছে আগামী ছবি 'বিক্রম বেদ' (Vikram Vedha) নিয়ে। ছবিতে বেদের চরিত্রে দেখা যাচ্ছে হৃত্বিক রোশনকে। এবার প্রকাশ্যে এলেন বিক্রম ওরফে সেফ আলি খান (Saif Ali Khan)। ছবিতে তাঁকে পুলিশের চরিত্রে দেখা যাবে। ছবিতে সেফের সহ-অভিনেতা হৃত্বিক রোশন এই চরিত্রের সঙ্গে দর্শকের পরিচয় করিয়ে দেন। ছবির সেট থেকে অভিনেতার একটি ছবি শেয়ার করেন তিনি।
'শ্রীভল্লি' গানের বাংলা ভার্সন গাইলেন ঊষা উত্থুপ-
সম্প্রতি নেট দুনিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে 'পুষ্পা' স্টাইলে গান ধরছেন ঊষা উত্থুপ। 'তুমি তোমার তুলনা শ্রীভল্লি' (Srivalli Bengali Version)। জনপ্রিয় এই গানের বাংলা ভার্সনে মুগ্ধ নেট দুনিয়া। আজই ইউটিউবে এই গানের প্রোমো আপলোড করা হয়েছে। মাত্র কয়েক ঘণ্টাতেই 'শ্রীভল্লি' গানের বাংলা ভার্সনের ভিউ ছাড়িয়েছে ৯০ হাজারেরও বেশি। ভিডিওর দৃশ্যে শ্রীভল্লি গানে আল্লু অর্জুনের জনপ্রিয় স্টেপ মেলাতেও দেখতে পাচ্ছেন নেট নাগরিকরা। সম্পূর্ণ ভিডিওটি কবে আসবে, সে সম্পর্কে যদিও এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
'বিশেষ' মানুষদের সঙ্গে নিজের ছবির চতুর্থ বর্ষপূর্তি উদযাপন কার্তিক আরিয়ানের-
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডে বেশ কিছু ভিডিও পোস্ট করেছেন 'শেহজাদা' অভিনেতা কার্তিক আরিয়ান। ভিডিওগুলিতে দেখা যাচ্ছে, বহু মানুষের সঙ্গে সেখানে উপভোগ করছেন অভিনেতা। তবে, এই মানুষেরা সাধারণ নন। এরা ক্যানসারকে জয় করেছেন। মারণ রোগ ক্যানসারকে হারিয়ে জীবন যুদ্ধে জয়ী বিশেষ মানুষদের সঙ্গে 'সোনু কি টিটু কি সুইটি' ছবির চতুর্থ বর্ষপূর্তি উদযাপন করছেন কার্তিক আরিয়ান। ভিডিও পোস্ট করে অভিনেতা লিখেছেন, ''সোনু কি টিটু কি সুইটি' ছবির চতুর্থ বর্ষপূর্তি এর থেকে ভালো আর হতে পারত না। এমন শক্তিশালী মানুষদের সঙ্গে সময় কাটাতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে।' কার্তিক আরিয়ানের এই পোস্টে ভালোবাসা, শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন সাধারণ নেট নাগরিক থেকে তারকারা। ছবি নির্মাতা একতা কপূর অভিনেতাকে কমেন্টে ভালোবাসার চিহ্ন দিয়েছেন। তাঁর এমন মানবিক উদ্যোগে দারুণ খুশি অনুরাগীরা।
বিবাহবার্ষিকীতে খুনসুটি অজয়-কাজলের-
এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে অজয় দেবগনের সঙ্গে একটি থ্রো ব্যাক ছবি পোস্ট করেছেন কাজল। ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন বেশ কিছু আবেগঘন এবং মজাদার কথা। যাতে কমেন্টে ভরিয়ে দিয়েছেন সাধারণ নেট নাগরিক থেকে তারকারা। কাজলের পোস্টে কমেন্ট করেছেন অজয় দেবগন। লিখেছেন, '২৩ বছর আগে আমি আমার পুরস্কার পেয়ে গিয়েছি।'
সরকারের কাছে বিশেষ আর্জি সোনু সুদের-
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সোনু সুদ একটি পোস্ট করেছেন। ভারতীয় দূতাবাসের উদ্দেশে পোস্ট করা বার্তায় বিশেষ আর্জি জানিয়েছেন অভিনেতা। সেখানে তিনি লেখেন, 'ইউক্রেনে এই মুহূর্তে প্রায় ১৮ হাজার ছাত্রছাত্রী ও অনেক পরিবার আটকে রয়েছে। আমি নিশ্চিত সরকার তাঁদেরকে সুরক্ষিতভাবে সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসার যথাসম্ভব চেষ্টা চালাচ্ছে। ভারতীয় দূতাবাসের কাছে আমি আর্জি জানাব, ওখানে আটকে থাকা ছাত্রছাত্রী ও বহু পরিবারকে সুরক্ষিত পথে দেশে ফিরিয়ে নিয়ে আসার অন্য কোনও রাস্তা বের করতে।'
শ্রীদেবীকে নিয়ে জাহ্নবীর পোস্ট-
এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে শ্রীদেবীর সঙ্গে ছোটবেলার ছবি পোস্ট করেছেন জাহ্নবী কপূর। মায়ের সঙ্গে ছোটবেলার ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, 'তোমাকে ছাড়া নয়, তোমার সঙ্গেই আমি বহু বছর কাটাব। কিন্তু আমি সেইসব দিনগুলোকে ঘৃণা করি, যেগুলো তোমাকে ছাড়া কাটাব। ঘৃণা হয় আমার জীবনে আরও একটা বছর যোগ হল তোমাকে ছাড়া। আশা করি মা তোমাকে আমরা গর্বিত করতে থাকব। কারণ, এখন এটাই একমাত্র করণীয়। অনেক ভালোবাসি তোমায়।' জাহ্নবী কপূরের এমন পোস্টে চোখে জল নেট নাগরিকদের।