এক্সপ্লোর

Top Entertainment News Today: সৃজিতের ছবিতে গীতিকার গুলজার, প্রকাশ্যে 'রাধে শ্যাম' ছবির ট্রেলার, এক নজরে সেরা বিনোদনের খবর

টলিউড থেকে বলিউড, বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? এক নজরে দেখে নেওয়া যাক সেরা খবরগুলি।

কলকাতা: মহাশিবরাত্রির দিন কেমন বক্স অফিস কালেকশন হল 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' ছবির? অন্যদিকে শিবরাত্রির দিনই অনলাইনে ফাঁস হয়ে গেল আলিয়া ভট্টের এই ছবি। শাহরুখ পুত্র আরিয়ান খানের মাদককাণ্ডে জড়িত না থাকার যে খবর জানা যায়, তা ভুয়ো, এমনটাই জানালেন তদন্তকারী অফিসার। শাহরুখ খান তাঁর আগামী ছবি 'পাঠান'-এর মুক্তির দিন ঘোষণা করলেন। সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে এবার গীতিকার গুলজার। টলিউড থেকে বলিউড, বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? এক নজরে দেখে নেওয়া যাক সেরা খবরগুলি।

প্রকাশ্যে 'পাঠান' মুক্তির তারিখ-

বুধবার সকালে নিজের সোশ্যাল মিডিয়ায় শাহরুখ খান পোস্ট করলেন বহু প্রতীক্ষিত 'পাঠান' ছবির টিজার। ঘোষণা করলেন ছবি মুক্তির তারিখ। সিদ্ধার্থ আনন্দের (Siddharth Anand) পরিচালনায় ও যশ রাজ ফিল্মসের (Yash Raj Films) প্রযোজনায় 'পাঠান' মুক্তি পাচ্ছে ২০২৩ সালের ২৫ জানুয়ারি। এই ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করছেন জন আব্রাহাম (John Abraham) ও দীপিকা পাড়ুকোনও (Deepika Padukone)। টিজারের শুরুও তাঁদের সংলাপেই। এদিন ছবির টিজার পোস্ট করে ক্যাপশনে কিং খান লেখেন, 'আমি জানি দেরি হয়ে গেল... কিন্তু তারিখটা মনে রাখবেন... পাঠান সময় শুরু হচ্ছে এখন... ২৫ জানুয়ারি, ২০২৩ সালে দেখা হচ্ছে সিনেমা হলে। হিন্দি, তামিল ও তেলুগুতে মুক্তি পাচ্ছে।'

গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি বক্স অফিস কালেকশন-

প্রথম তিনদিনের বক্স অফিস কালেকশন দেখার পর ট্রেড অ্যানালিস্টরা আশা করছিলেন মহাশিবরাত্রিতে দেশ জুড়ে ভালো ব্যবসা করতে পারে 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'। তেমনটাই হল। এদিন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এই ছবির বক্স অফিস কালেকশন জানিয়েছেন। ছবিতে আলিয়া ভট্টের ট্রেডমার্ক হাত জোড় করা ছবি পোস্ট করে তরণ আদর্শ লেখেন, 'পঞ্চমদিনেও একইরকম শক্তিশালী জায়গা ধরে রাখল 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'। এর জন্য় ধন্যবাদ পাওয়া দরকার ছুটির দিন মহাশিবরাত্রিকে। আরও ভালো করে বললে প্রথমদিনের প্রায় সমান বক্স অফিস কালেকশন হয়েছে। প্রথমদিন এই ছবির বক্স অফিস কালেকশন ছিল ১০.৫০ কোটি টাকার। দ্বিতীয়দিন ছিল ছিল ১৩.৩২ কোটি টাকার। তৃতীয়দিন বা রবিবার ছিল ১৫.৩০ কোটি টাকার। চতুর্থদিন ছিল ৮. ১৯ কোটি টাকার। পঞ্চমদিন বা মহাশিবরাত্রির দিন ছিল ১০.০১ কোটি টাকার।'

অনলাইনে ফাঁস গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি-

শিবরাত্রির দিন যখন সারাদেশ উৎসবে মেতে, ঠিক তখনই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ল বলিউডের এই মুহূর্তের সবথেকে বড় আকর্ষন 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'। শিবরাত্রির দিন রাতে আলিয়া ভট্ট, অজয় দেবগন অভিনীত ছবি নেট মাধ্যমে আপলোড করা হয়। আর আপলোড করার কিছুক্ষণের মধ্যেই ভিউ বাড়তে থাকে হু-হু করে। স্বাভাবিকভাবেই যে সময়ে বক্স অফিস কালেকশনের দিকে সকলের নজর রয়েছে, সেই সময় অনলাইনে ফাঁস হয়ে যাওয়ার ফলে তাতে যে খানিকটা প্রভাব পড়বে তা বোঝাই যাচ্ছে। ইতিমধ্যেই নেট দুনিয়ায় আপলোড হওয়া 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'র সম্পূর্ণ ছবির ভিডিওর ভিউ নজর কাড়ছে।

আরও পড়ুন - Aryan Khan in Drugs Case: মাদককাণ্ডে আরিয়ান খানের জড়িত না থাকার খবর ভুয়ো, জানালেন তদন্তকারী অফিসার

পিছিয়ে গেল রণবীর-শ্রদ্ধা অভিনীত ছবির মুক্তির তারিখ-

পিছিয়ে গেল লভ রঞ্জনের (Luv Ranjan) আগামী ছবি মুক্তির তারিখ। ২০২৩ সালের প্রজাতন্ত্র দিবসে মুক্তি পাওয়ার কথা লভ রঞ্জন পরিচালিত, রণবীর কপূর (Ranbir Kapoor) ও শ্রদ্ধা কপূর (Shraddha Kapoor) অভিনীত ছবিটি। মুক্তির তারিখ পিছিয়ে হল ৮ মার্চ ২০২৩। ফিল্ম সমালোচক তরণ আদর্শ (Taran Adarsh) সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ঘোষণা করেছেন সেই কথা। ছবিটির নাম এখনও নির্ধারিত হয়নি। ছবিটি প্রযোজনার দায়িত্বে রয়েছেন লভ রঞ্জন ও অঙ্কুর গর্গ। এই ছবিতে রণবীর ও শ্রদ্ধা ছাড়াও দেখা যাবে বর্ষীয়াণ অভিনেত্রী ডিম্পল কপাডিয়া (Dimple Kapadia) ও প্রযোজক বনি কপূরকে (Boney Kapoor)। 

অমিতাভ বচ্চনের জন্য কান্না আমির খানের-

প্রযোজনা সংস্থার পক্ষ থেকে ইউটিউবে একটি ভিডিও আপলোড করা হয়েছে। যেখানে 'ঝুন্ড' দেখার পর নিজের প্রতিক্রিয়া দিচ্ছেন বলিউড সুপারস্টার আমির খান। তাঁকে বলতে শোনা যাচ্ছে, 'আমার সঙ্গে এই ঘটনা প্রথমবার হল। যেখানে একটি প্রাইভেট স্ক্রিনিংয়ে কোনও ছবি দেখে সকলে মিলে দাঁড়িয়ে উঠে ছবির প্রশংসা করছেন অভ্যর্থনা জানাচ্ছেন। আমি শব্দ হারিয়ে ফেলেছি। কিছু বলতে পারছি না। দেশের ছেলে-মেয়েদের আবেগ যেভাবে এই ছবিতে দেখানো হয়েছে, তা এক কথায় অসাধারণ। এই ছবিতে শিশুরাও যেভাবে অভিনয় করেছে, তা অনবদ্য।' তিনি আরও বলেন, 'অসাধারণ আর অসাধারণ। অত্যন্ত সুন্দর একটা ছবি 'ঝুন্ড'। প্রত্যেকে কী ভালো কাজ করেছেন। খুব ভালো ছবি।' ছবির স্পেশাল স্ক্রিনিং দেখে তাঁকে চোখ মুছতে দেখা যায়। প্রসঙ্গত, 'ঠগস অফ হিন্দুস্তান' ছবিতে অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন আমির খান। তাই বলিউডের শাহেনশাহর সঙ্গে তাঁর যে সম্পর্ক বেশ ভালো, তা জানা যায়।

সৃজিতের ছবির জন্য কলম ধরবেন গুলজার-

সোশ্যাল মিডিয়ায় কিছুক্ষণ আগে গুলজারের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন সৃজিত মুখোপাধ্যায়। লিখেছেন, 'আমরা তাঁকে বেশ ভয়ে ভয়ে ছবিটি পাঠিয়েছিলাম। এরপর তিনি যখন বললেন যে ছবিটি তাঁর পছন্দ হয়েছে এবং এটির জন্য লিখতে চান, তখন এল আমার পরবর্তী 'বাকেট লিস্ট' মুহূর্ত, আশা ভোঁসলের সঙ্গে কাজ করার পরে, দ্বিতীয়টি তৈরি হয়েছিল। গুলজারসাব শেরদিলের জন্য টাইটেল গান লিখছেন। এখন আমি শান্তিতে মরতে পারি।'

প্রকাশ্যে 'রাধে শ্যাম' ছবির নতুন ট্রেলার-

এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'রাধে শ্যাম' ছবির নতুন ট্রেলার পোস্ট করেছেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ। তিনি এদিন ট্রেলার পোস্ট করে লেখেন, 'প্রভাস অভিনীত 'রাধে শ্যাম' ছবির নতুন ট্রেলার মুক্তি পেল। 'রাধে শ্যাম' টিমকে অনেক শুভেচ্ছা। প্রভাস ও পূজা হেগড়ে অভিনীত এই ছবির ট্রেলার মুক্তি পেল হিন্দিতে। পরিচালক রাধা কৃষ্ণ কুমারের এই ছবিটি মুক্তি পাবে আগামী ১১ মার্চ। হিন্দি, তেলুগু, তামিল, কন্নড়, মালায়লম ভাষায় মুক্তি পাবে ছবিটি।'

মণি রত্নমের 'পোনিয়িন সেলভান-১' আসছে সেপ্টেম্বরে-

পরিচালক মণি রত্নম তাঁর মহাকাব্য উপন্যাসের  অবলম্বনে তৈরি ছবি 'পোনিয়িন সেলভান-১' শ্যুটিং শেষ করেছেন। আগেই শোনা গিয়েছিল সেই খবর। এই বিগ বাজেটের 'লার্জার দ্যান লাইফ' ছবিটি প্রযোজনা করছেন 'লাইকা প্রোডাকশন', সঙ্গে 'মাদ্রাজ টকিস'। সঙ্গীত পরিচালনা করছেন এ. আর. রহমান। এবার ছবি নির্মাতারা ঘোষণা করলেন ছবির মুক্তির তারিখ। ২০২২ সালেরই ৩০ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'পিএস-১'। 

কলকাতাতেই ভাসানো হবে বাপি লাহিড়ির অস্থি-

আগামীকাল প্রয়াত শিল্পীর অস্থি বিসর্জন করতে কলকাতা এসে পৌঁছবেন তাঁর স্ত্রী ও পুত্র বাপ্পা লাহিড়ি। সঙ্গে থাকবেন পরিবারের অন্যান্য সদস্যরাও। বৃহস্পতিবার সকাল ৯টায় বাপি লাহিড়ির বাড়ির সদস্যদের কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছনোর কথা। সূত্রের খবর, বিমানবন্দরে তাঁদের জন্য উপস্থিত থাকবেন মন্ত্রী সুজিত বসু। জানা গেছে, বিমানবন্দর থেকে তাঁরা সোজা আউটরাম ঘাটে যাবেন। সেখানেই প্রয়াত শিল্পীর অস্থি বিসর্জন দেওয়া হবে।

মা হচ্ছেন শিবানী ডান্ডেকর?

এদিন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও পোস্ট করেছেন শিবানী ডান্ডেকর। সেই ভিডিওর মাধ্যমেই তাঁর মা হওয়ার গুঞ্জন সত্যি না মিথ্যে তা স্পষ্ট করে দেন। ভিডিওতে দেখা যাচ্ছে, আয়নার সামনে দাঁড়িয়ে মোবাইল ব্যবহার করছেন তিনি। আর ভিডিওতে লেখা রয়েছে, 'আমি একজন নারী। আমি অন্তঃসত্বা নই'। স্পষ্ট করে সেখানেই জানিয়েদেন যে, পোশাকের কারণেই তাঁকে এমন দেখতে লাগছিল। আসলে তিনি এখনই মা হচ্ছেন না।

মাদককাণ্ডে আরিয়ান খানের জড়িত না থাকার খবর ভুয়ো-

এদিন স্পেশাল ইনভেস্টিগেশন টিমের মুখ্য আধিকারির সঞ্জয় সিংহ বলেন, 'আরিয়ান খানের মাদক মামলায় জড়িত না থাকার যে খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা সত্যি নয়। এই ধরনের খবর অসত্য এবং গুজব মাত্র। এই খবর নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর সঙ্গে কথা না বলেই প্রকাশিত করা হয়েছে। তদন্ত এখনও শেষ হয়নি। এমন পরিস্থিতিতে এখনই এই খবর জানানোর সময় আসেনি।'

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

West Bengal LIVE News Updates: 'দুয়ারে রেশন' নিয়ে টালবাহানা কাটাতে নতুন নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
'দুয়ারে রেশন' নিয়ে টালবাহানা কাটাতে নতুন নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
Burdwan Crime News: বর্ধমানে নৃশংস ঘটনা, ৩ বছরের মাথায় যাবজ্জীবন কারাদণ্ড অপরাধীর
বর্ধমানে নৃশংস ঘটনা, ৩ বছরের মাথায় যাবজ্জীবন কারাদণ্ড অপরাধীর
Weather Update:সুস্পষ্ট নিম্নচাপ বঙ্গোপসাগরে ! শৈত্যপ্রবাহের মাঝেই বর্ষণের প্রবল আশঙ্কা, কেমন আবহাওয়া কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ?
সুস্পষ্ট নিম্নচাপ বঙ্গোপসাগরে ! শৈত্যপ্রবাহের মাঝেই বর্ষণের প্রবল আশঙ্কা, কেমন আবহাওয়া কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ?
Murshidabad News:'১০-১২ বাচ্চাদের নিয়ে মাদ্রাসা চালু করেছিল মুর্শিদাবাদের ধৃত ২ জঙ্গি ' ! কী প্ল্যান ছিল এই স্লিপার সেলের ?
'১০-১২ বাচ্চাদের নিয়ে মাদ্রাসা চালু করেছিল মুর্শিদাবাদের ধৃত ২ জঙ্গি ' ! কী প্ল্যান ছিল এই স্লিপার সেলের ?
Advertisement
ABP Premium

ভিডিও

TMC News: অভিষেককে সরকারে আনার দাবিতে পোস্টার, বহিষ্কৃত ২ শিক্ষক নেতা | ABP Ananda LIVEParliament Chaos: অম্বেডকর-বিতর্কে সংসদে তুলকালাম। রাহুলের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিস।TMC Inner Clash: পদ গেল অভিষেকের হয়ে ব্যাটিং করা তৃণমূলের ২ শিক্ষক নেতার, মুখ খুললেন হুমায়ুন।TMC News: পছন্দ নয় ভণ্ড ও ফেক, তাই নেতা বেছেছি অভিষেক। ফের অভিষেকের হয়ে সওয়াল মণিশঙ্কর মণ্ডলের।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal LIVE News Updates: 'দুয়ারে রেশন' নিয়ে টালবাহানা কাটাতে নতুন নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
'দুয়ারে রেশন' নিয়ে টালবাহানা কাটাতে নতুন নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
Burdwan Crime News: বর্ধমানে নৃশংস ঘটনা, ৩ বছরের মাথায় যাবজ্জীবন কারাদণ্ড অপরাধীর
বর্ধমানে নৃশংস ঘটনা, ৩ বছরের মাথায় যাবজ্জীবন কারাদণ্ড অপরাধীর
Weather Update:সুস্পষ্ট নিম্নচাপ বঙ্গোপসাগরে ! শৈত্যপ্রবাহের মাঝেই বর্ষণের প্রবল আশঙ্কা, কেমন আবহাওয়া কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ?
সুস্পষ্ট নিম্নচাপ বঙ্গোপসাগরে ! শৈত্যপ্রবাহের মাঝেই বর্ষণের প্রবল আশঙ্কা, কেমন আবহাওয়া কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ?
Murshidabad News:'১০-১২ বাচ্চাদের নিয়ে মাদ্রাসা চালু করেছিল মুর্শিদাবাদের ধৃত ২ জঙ্গি ' ! কী প্ল্যান ছিল এই স্লিপার সেলের ?
'১০-১২ বাচ্চাদের নিয়ে মাদ্রাসা চালু করেছিল মুর্শিদাবাদের ধৃত ২ জঙ্গি ' ! কী প্ল্যান ছিল এই স্লিপার সেলের ?
Multibagger Stock: ১ লাখ ৮০ হাজার টাকা বেড়ে হয়েছে ৯৮৪ কোটি ! এই স্টকের নাম জানেন ?
১ লাখ ৮০ হাজার টাকা বেড়ে হয়েছে ৯৮৪ কোটি ! এই স্টকের নাম জানেন ?
Aadhaar Card:  আধার কার্ডে সহজে ঠিকানা বদলাতে পারেন না এঁরা, কীভাবে হবে মুশকিল আসান ?
আধার কার্ডে সহজে ঠিকানা বদলাতে পারেন না এঁরা, কীভাবে হবে মুশকিল আসান ?
Google layoffs : গুগলে ম্যানেজার হলে চিন্তা বাড়ল ! ১০ শতাংশ ছাঁটাই করল কোম্পানি
গুগলে ম্যানেজার হলে চিন্তা বাড়ল ! ১০ শতাংশ ছাঁটাই করল কোম্পানি
Ticket Booking Rules: এইভাবে টিকিট ক্যানসেল করলে পাবেন না রিফান্ড, নিয়ম কী জানেন ?
এইভাবে টিকিট ক্যানসেল করলে পাবেন না রিফান্ড, নিয়ম কী জানেন ?
Embed widget