এক্সপ্লোর

Top Entertainment News Today: রণবীর-আলিয়ার বিয়ের তারিখ প্রকাশ্যে? অস্কার থেকে ১০ বছরের জন্য নিষিদ্ধ উইল স্মিথ, বিনোদনের সারাদিন

বিনোদন দুনিয়ায় আজ নজর কাড়ল কোন কোন খরব, দেখে নিন বিনোদনের সারাদিন। 

কলকাতা: ৯৪তম অ্য়াকাডেমি অ্য়াওয়ার্ডের মঞ্চে স্ত্রীকে নিয়ে চটুল রসিকতা। আর তার জেরেই সঞ্চালক ক্রিস রককে (Chris Rock) কষিয়ে থাপ্পড় হলিউড তারকা উইল স্মিথের (Will Smith)। বিতর্ক শুরু সেই মুহূর্ত থেকে। গতকাল অ্য়াকাডেমির পক্ষ থেকে উইল স্মিথের এই আচরণের শাস্তি ঘোষণা করা হয়েছে। তাঁকে অস্কার থেকে ১০ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে অ্যাকাডেমি।  রণবীর কপূর (Ranbir Kapoor) ও আলিয়া ভট্টের (Alia Bhatt) বিয়ে নিয়ে বিস্তর জল্পনা চলছে। দুই পরিবারের সদস্য এবং দুই তারকা মুখে কুলিপ এঁটেছেন এই প্রসঙ্গে। কিন্তু তাঁদের ঘনিষ্ঠ সূত্রে থেকে জানা যাচ্ছে, জোরকদমে দুই তারকার বিয়ের প্রস্তুতি চলছে। এবার দুই তারকার বিয়ের খবরে সিলমোহর দিলেন আলিয়া ভট্টের দাদা রাহুল ভট্ট। পাশাপাশি জানা গেল বিয়ের তারিখও। বিনোদন দুনিয়ায় আজ নজর কাড়ল কোন কোন খরব, দেখে নিন বিনোদনের সারাদিন। 

 

রণবীর-আলিয়ার বিয়ের তারিখ ঘোষণা?

এক সাক্ষাৎকারে আলিয়া ভট্টের দাদা রাহুল ভট্ট (Rahul Bhatt) বলেন, 'হ্যাঁ। বিয়েটা হচ্ছে। আর আমি সেখানে আমন্ত্রিত রয়েছি। যদিও আমি সেখানে একেবারেই গান গাইতে কিংবা নাচতে যাচ্ছি না। আমি পেশাগতভাবে একজন জিম প্রশিক্ষক। আর সেখানে আমাকে বাউন্সারের ভূমিকাতেও দেখা যেতে পারে। আমি এই বিয়ের রক্ষাকারী।' আলিয়া ভট্টের কাকা রবিন ভট্ট আবার অন্যদিকে জানিয়েছেন যে, আগামী ১৪ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হবেন রণবীর-আলিয়া। উৎসব শুরু হয়ে যায় ১৩ এপ্রিল থেকে। অতএব আলিয়া ভট্টের পরিবারের দুই সদস্যের কথায় পরিষ্কার যে, গুঞ্জন মতো চলতি মাসের মাঝামাঝিতেই বিয়ে হতে চলেছে তাঁদের।

 

ওম-দেবলীনা নিয়ে আসছে 'ক্লাউন'

ঋক চট্টোপাধ্যায়ের পরিচালনায় শ্যুটিং শুরুর অপেক্ষায় 'ক্লাউন'। 'অন্তঃসত্ত্বা' ও 'জবা'র পর এটি তাঁর তৃতীয় ছবি। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন ওম সাহানি (Om Sahani), দেবলীনা কুমার (Devlina Kumar) ও ইন্দ্রনীল চৌধুরী। এই ছবি দিয়েই অভিনয়ে পা রাখছেন ইন্দ্রনীল চৌধুরী। ছবির অন্য একটি মুখ্য চরিত্রে অভিনয় করছেন বি. ডি. মুখোপাধ্যায়। ক্রাইম থ্রিলার (Crime Thriller) ঘরানার এই ছবিতে ভাই বোনের চরিত্রে দেখা যাবে ওম সাহানি ও দেবলীনা কুমারকে। ছবির পরতে পরতে রয়েছে রহস্য। পরিচালকের বিশ্বাস এই রহস্য দর্শকদের মনে কৌতূহল তৈরি করবে। ছবিটি মূলত তৈরি হবে সামাজিক প্রেক্ষাপটে নির্ভর করে। ন্যায়, প্রতিবাদ, প্রতিরোধই সুষ্ঠু সমাজ গঠনের প্রধান মাপকাঠি, এই বার্তাই মিলবে ছবি থেকে।

 

আরও পড়ুন: ১৩ মে ভয় ধরাতে আসছে সৌরভ, দর্শনা, চান্দ্রেয়ীর 'রিষ'

 

দুর্ঘটনার এক সপ্তাহ পর সোশ্যাল মিডিয়ায় খোলা চিঠি মালাইকার

আজ, শনিবার, নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে ডাক্তার, বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী। মালাইকা লেখেন, 'গত কয়েকদিন আমার জীবনে যে যে ঘটনা ঘটেছে তা সত্যিই অবিশ্বাস্য। এই সময়ের কথা চিন্তা করলে মনে হচ্ছে এটি একটি ছবির দৃশ্য, বাস্তবে ঘটেছিল বলে মনেই হচ্ছে না।' তিনি আরও লেখেন, 'সৌভাগ্যক্রমে, দুর্ঘটনার পরপরই, আমি অনুভব করি যে সকলে অভিভাবকের মতো আগলে রেখেছেন - সে আমার কর্মচারীই হোক, যারা আমাকে হাসপাতালে পৌঁছতে সাহায্য করেছে, বা আমার পরিবার, যারা এই অগ্নিপরীক্ষার সময় আমার পাশে দাঁড়িয়েছিল এবং হাসপাতালের আশ্চর্যজনক কর্মীরা, আমার ডাক্তাররা প্রতিটি পদক্ষেপে সবচেয়ে যত্নশীল উপায়ে আমার নিরাপত্তা নিশ্চিত করেছেন।' 'ওঁরা আমাকে সুরক্ষিত অনুভব করায়। আমি ওঁদের কাছে কৃতজ্ঞ।' খোলা চিঠিতে লেখেন মালাইকা। একইসঙ্গে নিজের অনুরাগী, ইনস্টা পরিবারকেও পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন।

 

রুক্মিণীর সঙ্গে বিয়ের দিন ঘোষণা দেবের!

আজ শহরের প্রথম সারির একটি মলে আয়োজন করা হয়েছিল 'অবশেষে ভালোবেসে চলে যাব'-র আসরের। সেখানেই সাদা কালো পোশাকে 'দেবী'-কে পাশে নিয়ে হাজির ছিলেন দেব। আর সাদা রুপোলি পোশাকে ঝলমল করছিলেন রুক্মিণী। গানের শুরু থেকে শেষ, দেবের চোখ যেন সরছিলোই না রুক্মিণীর দিক থেকে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরের দায়িত্ব হামেশাই তিনি দিচ্ছিলেন রুক্মীণিকে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দেবের স্বভাবচিত মজা খুনসুটিতে তখন আসর জমজমাট। রিল লাইফের প্রশ্ন থেকে ঘুরে ফিরে হামেশাই প্রশ্ন ঢুকে পড়ছিল দেব-রুক্মিণীর রিয়েল লাইফ প্রেমে। সেখানেই প্রশ্ন ওঠে দেবের বিয়ে নিয়ে। সেখানেই দেব ফাঁস করেন, বাড়ি থেকে নাকি রোজই বিয়ের কথা বলে হচ্ছে দেবকে। তারপরেই হাসির মোড়কে সেই বিস্ফোরক উত্তর, ঠিক আছে, ২৯ এপ্রিল বিয়ে করছি। লজ্জায় লাল রুক্মিণী। মুহূর্তের মধ্যে ঘরের সবাই ফেটে পড়ে হাততালিতে।

 

অস্কার থেকে ১০ বছরের জন্য নিষিদ্ধ উইল স্মিথ

 ৯৪তম অ্য়াকাডেমি অ্য়াওয়ার্ডের মঞ্চে স্ত্রীকে নিয়ে চটুল রসিকতা। আর তার জেরেই সঞ্চালক ক্রিস রককে (Chris Rock) কষিয়ে থাপ্পড় হলিউড তারকা উইল স্মিথের (Will Smith)। বিতর্ক শুরু সেই মুহূর্ত থেকে। গতকাল অ্য়াকাডেমির পক্ষ থেকে উইল স্মিথের এই আচরণের শাস্তি ঘোষণা করা হয়েছে। তাঁকে অস্কার থেকে ১০ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে অ্যাকাডেমি। যদিও অ্যাকাডেমির পদক্ষেপ নেওয়ার আগেই হলিউডের অ্যাকাডেমি অব মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্সেস থেকে পদত্যাগ করেন উইল স্মিথ। অ্যাকাডেমির পক্ষ থেকে উইল স্মিথের বিরুদ্ধে শাস্তি ঘোষণা করার পরই প্রশ্নের মুখে পড়েছে তাদের সিদ্ধান্ত। 

 

মুক্তি পেল 'বেলাশুরু'-র নতুন গান

গানের সুরে, কথায় মাখামাখি মেঠো সুর। তবে সেই জমাটি গানের সুরে পা মেলাচ্ছেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta), মনামী ঘোষ (Monami Ghosh), অপরাজিতা আঢ্য (Aparajita Adhya) ও ইন্দ্রাণী দত্ত (Indrani Dutta), খরাজ মুখোপাধ্যায় (Khoraj Mukherjee), অনিন্দ্য চট্টোপাধ্যায় (Anindya Chatterjee) থেকে শুরু করে খোদ পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee)। আজ মুক্তি পেল 'বেলাশুরু'-র নতুন গান 'ইনি বিনি টাপা টিনি'। এই গানের চরিত্রায়নেও মিশে রইল মজা। ভিডিওতে নাচের তালে ক্যামেরার সামনে যেমন ধরা দিলেন পরিচালক, তেমনই ধরা পড়ল গান রেকর্ডিংয়ের সময় সঙ্গীতশিল্পীদের স্টুডিওর মজার মুহূর্ত। গানের কথা ও সুরের দায়িত্বে রয়েছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। কন্ঠের দায়িত্ব ইমন চক্রবর্তী (Iman Chakraborty), উপালি চট্টোপাধ্যায় (Upali Chatterjee), অন্যান্যা ভট্টাচার্যের কাঁধে। সঙ্গীতায়োজনে প্রবুদ্ধ চট্টোপাধ্যায় ও উপালি চট্টোপাধ্যায়। গোটা ভিডিওর কোনটা শ্যুটিংয়ের অংশ আর কোনটা ক্যামেরার বাইরের, অভিনেতা, অভিনেত্রীদের উচ্ছ্বাস দেখে আলাদা করা কঠিন।

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live: সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতির বেঞ্চে প্রথম RG কর-শুনানি
সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতির বেঞ্চে প্রথম RG কর-শুনানি
Bima Sakhi Yojana: বিমা সখী যোজনায় মহিলারা পাবেন ২১ হাজার টাকা, কীভাবে আবেদন করবেন, কখন টাকা পাবেন ? 
বিমা সখী যোজনায় মহিলারা পাবেন ২১ হাজার টাকা, কীভাবে আবেদন করবেন, কখন টাকা পাবেন ? 
Weather Forecast: বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, কবে থেকে? বড় আপডেট আবহাওয়ার
বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, কবে থেকে? বড় আপডেট আবহাওয়ার
Bangladesh News Update: জ্বলছে বাংলাদেশ, মৌলবাদীদের টার্গেট ইসকন, ১৩ দিন ধরে বাংলাদেশের জেলে চিন্ময়কৃষ্ণ দাস
জ্বলছে বাংলাদেশ, মৌলবাদীদের টার্গেট ইসকন, ১৩ দিন ধরে বাংলাদেশের জেলে চিন্ময়কৃষ্ণ দাস
Advertisement
ABP Premium

ভিডিও

RG Kar News: বিচারের দাবিতে ৪ মাস পার, আজ ফের সুপ্রিম কোর্টে আর জি কর মামলা | ABP Ananda LIVEBangladesh News: চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবি জানিয়ে, ইউনূস সরকারকে চিঠি রামকৃষ্ণ মিশনের | ABP Ananda LIVEBangladesh News: ভারত-বিদ্বেষী জিগিরের আবহেই, একাধিক ইস্য়ুতে আলোচনা দু'দেশের বিদেশসচিবের | ABP Ananda LIVEBangladesh News: বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের মধ্যেই ফের ভারত-বিদ্বেষী জিগির তুলল বিএনপি | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live: সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতির বেঞ্চে প্রথম RG কর-শুনানি
সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতির বেঞ্চে প্রথম RG কর-শুনানি
Bima Sakhi Yojana: বিমা সখী যোজনায় মহিলারা পাবেন ২১ হাজার টাকা, কীভাবে আবেদন করবেন, কখন টাকা পাবেন ? 
বিমা সখী যোজনায় মহিলারা পাবেন ২১ হাজার টাকা, কীভাবে আবেদন করবেন, কখন টাকা পাবেন ? 
Weather Forecast: বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, কবে থেকে? বড় আপডেট আবহাওয়ার
বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, কবে থেকে? বড় আপডেট আবহাওয়ার
Bangladesh News Update: জ্বলছে বাংলাদেশ, মৌলবাদীদের টার্গেট ইসকন, ১৩ দিন ধরে বাংলাদেশের জেলে চিন্ময়কৃষ্ণ দাস
জ্বলছে বাংলাদেশ, মৌলবাদীদের টার্গেট ইসকন, ১৩ দিন ধরে বাংলাদেশের জেলে চিন্ময়কৃষ্ণ দাস
RBI New Governor: রিজার্ভ ব্যাঙ্কের নতুন গভর্নরের নাম ঘোষণা, শক্তিকান্ত দাসের জায়গায় আসছেন ইনি, কী যোগ্যতা জানেন ?
রিজার্ভ ব্যাঙ্কের নতুন গভর্নরের নাম ঘোষণা, শক্তিকান্ত দাসের জায়গায় আসছেন ইনি, কী যোগ্যতা জানেন ?
West Bengal News Live:  বিদেশি নাগরিকদের বিরুদ্ধে সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি বাংলাদেশ সরকারের
বিদেশি নাগরিকদের বিরুদ্ধে সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি বাংলাদেশ সরকারের
Stock Crash : সাবধান ! দু'দিনে ৩৭ শতাংশ ধস নামল এই স্টকে, গুজরাতের এই পেনি স্টকের বিরুদ্ধে পদক্ষেপ SEBI-র
সাবধান ! দু'দিনে ৩৭ শতাংশ ধস নামল এই স্টকে, গুজরাতের এই পেনি স্টকের বিরুদ্ধে পদক্ষেপ SEBI-র
LIC Bima Sakhi Yojana:  ২১ হাজার টাকা পাবেন মহিলারা, মোদি করবেন বিমা সখী যোজনার উদ্বোধন, কারা পাবেন সুবিধা ? 
 ২১ হাজার টাকা পাবেন মহিলারা, মোদি করবেন বিমা সখী যোজনার উদ্বোধন, কারা পাবেন সুবিধা ? 
Embed widget