এক্সপ্লোর

Top Entertainment News Today: এক নজরে বিনোদনের জগতের সেরা খবরগুলি

বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? সেরা খবরগুলিতে (Top Entertainment News Today) চোখ বুলিয়ে নিন।

কলকাতা: বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? সেরা খবরগুলিতে (Top Entertainment News Today) চোখ বুলিয়ে নিন।

বড়পর্দায় এবার 'রকস্টার' যশ ও নুসরত ফারিয়া জুটি-

পয়লা বৈশাখ মুক্তি পেল 'রকস্টার' ছবির প্রথম লুক। ছবিতে জামাল নামের একজন ব্যক্তির গল্প বলা হবে যে নিজেকে রূপান্তরিত করে তৈরি হয়েছে জ্যামি। পেশায় সে একজন জনপ্রিয় এবং কাল্ট রকস্টার। কিন্তু তার পরিবার এই পেশা মেনে নিতে পারে না। তার জীবনযাপনের ধরনও পরিবারের পছন্দ নয়। এবং এই সহযোগিতা না পেতে পেতে সে ধীরে ধীরে নেশার অন্ধকার জগতে চলে যেতে থাকে। একটি আকস্মিক ঘটনা তার জীবনকে চিরতরে বদলে দেয় এবং সে একটি বিপজ্জনক যাত্রা শুরু করে।

রণবীর ও মহেশ ভট্টের আবেগঘন ছবি ভাইরাল-

দুটি ছবি আপলোড করেন পূজা। সেখানে দেখা যায়, আলিয়ার বাবা পরিচালক মহেশ ভট্ট (Mahesh Bhatt), জড়িয়ে ধরেছেন জামাই রণবীর কপূরকে। আলিয়াকেও সেই পোস্টে ট্যাগ করেছেন পূজা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি। পূজা ছবি দুটি আপলোড করে ক্যাপশনে লেখেন, 'মন দিয়ে শোনার ও কথা বলার ক্ষমতা থাকলে কার শব্দের প্রয়োজন হয়?' ছবি দুটি সম্ভবত বিয়ের পরপরই তোলা হয়েছে। প্রথম ছবিতে মহেশ ভট্টকে দেখা যাচ্ছে রণবীরের বুকে মাথা দিয়ে রেখেছে। পরের ছবিতে দেখা যাচ্ছে রণবীর ও মহেশ একে অপরকে জড়িয়ে রয়েছেন। নতুন জামাইয়ের মুখে লেগে রয়েছে হাসি। 

'ভয় পেও না' পোস্টার-

ক্যামেরার দিকে সরাসরি তাকিয়ে ওম সাহানি (Om Sahani) ও শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Shabanti Chatterjee)। নায়কের চোখে মুখে বিস্ময়, ভয়। আর দুহাতে তাঁর গলা জড়িয়ে দাঁড়িয়ে শ্রাবন্তী। তাঁর চোখে মুখে রক্তের ছিটে। মুক্তি পেল 'ভয় পেও না' ছবির পোস্টার।রহস্যে ঘেরা এই ছবির জন্যে অপেক্ষা করছিলেন দর্শক। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবি মুক্তির দিন।  অয়ন দে পরিচালিত ওম সাহানি (Om Sahani) ও শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) অভিনীত ছবি 'ভয় পেও না'  (Voy Peo Na)  মুক্তি পাবে মে মাসের ২৭ তারিখে। ইতিমধ্যে মুক্তি পেয়েছে ছবির টিজারও।

'কেজিএফ: চ্যাপ্টার ২'-এর সাফল্যের পিছনে রয়েছেন এক ১৯ বছরের এডিটর!-

একের পর এক দক্ষিণী ঝড়, ফের চর্চায় উঠে এসেছে সদ্য মুক্তি পাওয়া 'কেজিএফ: চ্যাপ্টার ২'। দক্ষিণী তারকা যশ (Yash) অভিনীত 'কেজিএফ: চ্যাপ্টার ২' (‘K.G.F: Chapter 2’) দেখে যখন মুগ্ধ সবাই, তখনই চর্চায় উঠে এসেছে আরও একজনের নাম। তিনি অবশ্য পর্দার সামনের নয়, নেপথ্যের মানুষ। উজ্জ্বল কুলকার্নি। ১৯ বছরের এই এডিটারের হাতেই তৈরি হয়েছে 'কেজিএফ: চ্যাপ্টার ২'। জানলে অবাক হবেন, চর্চায় উঠে আসছে যে উজ্জ্বল কুলকার্নির নাম, এটা তাঁর প্রথম এডিট করা ছবি। এর আগে ইউটিউবে ও বিভিন্ন অনুরাগীদের ভিডিও এডিট করতেন তিনি। তাঁর কাজ দেখেই 'কেজিএফ: চ্যাপ্টার ২'-এর পরিচালক প্রশান্ত নীল তাঁকে দায়িত্ব দিয়েছিলেন। তারপরেই ম্যাজিক। ১৯ বছরের এডিটরের হাতের জাদুতে হিট 'কেজিএফ: চ্যাপ্টার ২'।

রণবীর-আলিয়ার মেহেন্দির ছবি-

প্রথম ছবি সাদায় কালোয়। সেখানে রণবীর কপূরের (Ranbir Kapoor) ঘনিষ্ঠ হয়ে প্রেমের রঙ মাখছেন আলিয়া। কোনও ছবিতে আবার রণবীরের হাতে ধরে ঋষি কপূরের ছবি। মেহেন্দির রঙে রাঙা গোটা উৎসব। আলিয়া লিখছেন, 'মেহেন্দির অনুষ্ঠান ছিল স্বপ্ন সত্যি হওয়ার মত। একটা দিন যেটা পরিবার, প্রিয়জন আর প্রিয় বন্ধু আবৃত। আর হ্যাঁ, অনেক ফ্রেঞ্চ ফ্রাইজ। বরপক্ষের তরফ থেকে একটা চমকে দেওয়ার মতো পারফরমেন্স। যেখানে অয়ন ডিজে বাজাচ্ছে। আর মিস্টার কপূর একটা দারুণ চমক পরিকল্পনা করিয়েছিলেন আমার জন্য। যেখানে আমার ছবির গানে আমার প্রিয় শিল্পীরা পারফর্ম করল। সেটা দেখে আমাদের চোখ ভিজল, তৈরি হল আনন্দঘন, ভালোবাসার মুহূর্ত।

আরও পড়ুন - Happy Birthday Lara Dutta: কতদূর পড়াশোনা করেছেন লারা দত্ত? জানুন আরও অজানা তথ্য

ফের জুটিতে সৌরভ-দর্শনা-

ফের জুটিতে সৌরভ-দর্শনা, ঠিকানা 'হৃদয়পুর'। টলিপাড়ায় আবার একসঙ্গে দেখা যাবে এই জুটিকে, ছবির নাম 'হৃদয়পুর' (Hridoypur)। ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন সৌম্যজিত আদক (Soumyajit Adak)। একটি খুনকে কেন্দ্র করে শুরু হয় ছবির গল্প। চাকরির সূত্রে শহরের ছেলে সৌরভকে আসতে হয় একটা গ্রামে। সেখানেই দেখা হয় গ্রামের প্রধান,বিত্তশালী পরিবারের মেয়ে শ্রেয়ার সাথে। গল্পের মূল স্রোত ভেসে চলে সৌরভ শ্রেয়ার প্রেমের কাহিনী জুড়েই। কিন্তু প্রেম নাকি প্রতিশোধ? প্রেমের আড়ালে লুকিয়ে রয়েছে অজানা কোন গল্প? এই সব কিছু নিয়ে ছবি নতুন ছবি 'হৃদয়পুর'। 

'কিশমিশ'-এ ঋতুপর্ণা-

আজ প্রকাশ পাওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, জগিংয়ের পোশাকে রয়েছেন ঋতুপর্ণা। তিনি বলছেন, 'কিশমিশ' চলুন দেখে নেওয়া যাক রোহিনী আর টিনটিন এখন কী করছে। এরপরেই দেখা যাচ্ছে ছবির নায়ক আর নায়িকাকে। তাঁরা কখনও রোম্যান্স করছেন, কখনও আবার ফোনে ঝগড়া, খুনসুটি করছেন একে অপরের সঙ্গে। তবে ঝলক প্রকাশ্যে এলেও স্পষ্ট নয় নায়িকার চরিত্র। ক্যাপশানে দেব লিখেছেন, 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ থেকে প্রাক্তন যার অভিনয়ে মুগ্ধ আমরা সবাই, তার কাছ থেকে পাওয়া ভালোবাসায় "কিশমিশ" হয়ে উঠুক আরও মিষ্টি'

'আরআরআর', 'জয় ভীম'কে পিছনে ফেলল 'কেজিএফ চ্যাপ্টার টু'-

জানা গিয়েছে, বক্স অফিস কালেকশনে ব্যাপক প্রভাব ফেলার পাশাপাশি IMDb-র বিচারে এখনও পর্যন্ত প্রথম স্থানে রয়েছে 'কেজিএফ চ্যাপ্টার টু'। IMDb-র তালিকায় এতদিন পর্যন্ত শীর্ষের দিকে ভারতীয় ছবি হিসেবে ছিল 'অ্যানবে শিবম', 'আরআরআর', 'জয় ভীম'-এর মতো ছবি। এবার সবাইকে টপকে এক নম্বরে চলে গেল 'কেজিএফ চ্যাপ্টার টু'। স্বাভাবিকভাবেই মুক্তি পাওয়ার পরই এই ছবির এই বিপুল পরিমাণ সাফল্যে প্রশংসার ঝড় বয়ে যাচ্ছে। আন্দাজ করা যাচ্ছে, যেভাবে সাফল্য পেতে শুরু করেছে এই ছবি, তা অনেক রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়া সময়ের অপেক্ষা মাত্র।

রণবীরকে বিয়েতে বহুমূল্যের উপহার আলিয়ার মায়ের-

বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গিয়েছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়েতে পাওয়া উপহার প্রসঙ্গে মুখ খুলেছেন নবদম্পতি রণবীর কপূর ও আলিয়া ভট্টের ঘনিষ্ঠ ব্যক্তি। তিনিই জানিয়েছেন যে, আলিয়া ভট্টের মা সোনি রাজদান বিয়েতে জামাইকে বহুমূল্যের একটি ঘড়ি উপহার দিয়েছেন। যার দাম আড়াই কোটি টাকা। যে দামী ঘড়ি রণবীরকে উপহার দিয়েছেন সোনি রাজদান, তা সহজে মেলে না। তবে, জামাইয়ের জন্য বিশেষভাবে সেই উপহার আনিয়েছেন তিনি বলেই জানা গিয়েছে। পাশাপাশি বিয়েতে আসা অতিথিদের জন্য রিটার্ন গিফটের ব্যবস্থাও ছিল। অতিথিদের জন্য রিটার্ন গিফট হিসেবে বিশেষ কাশ্মীরি শাল দিয়েছেন নবদম্পতি। আর তা নিজে হাতে বেছেছেন স্বয়ং কনে আলিয়া। 

কত টাকার ব্যবসা করল 'কেজিএফ টু' হিন্দি ভার্সন?

এদিন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'কেজিএফ চ্য়াপ্টার টু' ছবির বক্স অফিস কালেকশন পোস্ট করেছেন। তাঁর পোস্ট থেকেই জানা যাচ্ছে, মাত্র দুদিনেই ১০০ কোটি টাকার বেশি ব্যবসা করে ফেলেছে এই ছবি। তরণ আদর্শ লেখেন, 'এটা যেন সুনামি চলছে। দ্বিতীয় দিনেও বল বাউন্ডারির বাইরে। যেকোনও ছবির থেকে বেশি ট্রেন্ডিং হচ্ছে। এমনকি পিছনে ফেলে দিয়েছে 'বাহুবলী টু' এবং 'দঙ্গল'কেও। অসাধারণ পারফরম্যান্স। প্রথমদিন 'কেজিএফ টু' হিন্দি ভার্সনের বক্স অফিস কালেকশন ছিল ৫৩.৯৫ কোটি টাকার। দ্বিতীয় দিন ৪৬.৭৯ কোটি টাকার। দুদিনে মোট ব্যবসা করল ১০০.৭৪ কোটি টাকার। সপ্তাহ শেষে আশা করা যাচ্ছে ১৮৫ কোটি পেরিয়ে যাবে।'

আলিয়া ভট্টের শাড়ির দাম-

প্রথা ভেঙে লাল লেহেঙ্গায় নিজেকে না সাজিয়ে তুলে, বরং আলিয়া ভট্ট বিয়ের জন্য বেছে নিয়েছেন আইভরি অর্গাঞ্জা শাড়ি। শাড়ির সঙ্গে হাতে বোনা এমব্রয়ডারি টিস্যু ভেল। আর তার সঙ্গে মানানসই জমকালো গয়না। সমস্ত কিছুই ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের কালেকশনের। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, ডিজাইনার যে শাড়ি পরে বিয়ে করেছেন আলিয়া ভট্ট, তার দাম আনুমানিক ৫০ লক্ষ টাকা। যদিও সব্যসাচী মুখোপাধ্যায় কিংবা আলিয়া ভট্টের পক্ষ থেকে এই তথ্য প্রকাশ করা হয়নি। কিন্তু বিভিন্ন সূত্রে দাবি এমনটাই। 

প্রকাশ্যে 'কলকাতার হ্যারি'র প্রথম গান-

আগেই জানা গিয়েছিল আজ সন্ধেবেলায় মুক্তি পাবে 'কলকাতার হ্যারি' ছবির প্রথম গান। কথামতোই নেট মাধ্যমে মুক্তি পেল 'এই আমাদের ক্যাপ্টেন ম্যাজিক জানে'। গানটি গেয়েছেন অভিনেতা সোহম চক্রবর্তী নিজেই। তাঁর গানের প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা। গানে সুর দিয়েছেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়। মুক্তি পেতেই নেট দুনিয়ায় প্রভাব ফেলেছে 'এই আমাদের ক্যাপ্টেন ম্যাজিক জানে' (Ei Amader Captain Magic Jane) গানটি।

সন্তানের নাম প্রকাশ ভারতী সিংহের-

কাজের ফাঁকেই রণবীর কপূর ও আলিয়া ভট্টের বিয়ের খবরও জানতে চান ভারতী সিংহ। তিনি জানান, তাঁদের নিমন্ত্রণ ছিল। কিন্তু ছেলে এখন বড্ড ছোট। তাই তাঁরা যেতে পারেননি। নিজস্ব ভঙ্গীতে দুই তারকাকে নতুন জীবনের শুভেচ্ছাও জানান ভারতী। এরইমাঝে ছেলের ডাকনাম জানালেন তিনি। জানালেন, ছেলেকে তাঁরা 'গোলা' নামে ডাকছেন। ভারতী বলেন, 'ও একদম গোলুমোলু। আমরা ওকে এখন গোলা নামেই ডাকছি।'

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Howrah Train: ফের ভোগান্তি হাওড়া লাইনের ট্রেনে, রবিবারে বাতিল আরও ট্রেন, সময়ও বদল
ফের ভোগান্তি হাওড়া লাইনের ট্রেনে, রবিবারে বাতিল আরও ট্রেন, সময়ও বদল
West Bengal News Live: গুড়াপের ঘটনায় দ্রুত তদন্ত শেষের জন্য হুগলি পুলিশকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর
গুড়াপের ঘটনায় দ্রুত তদন্ত শেষের জন্য হুগলি পুলিশকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর
8th Pay Commission: অষ্টম বেতন কমিশন কবে আসছে, কার্যকর হতে কত সময়, বেতন বাড়বে কত ?
অষ্টম বেতন কমিশন কবে আসছে, কার্যকর হতে কত সময়, বেতন বাড়বে কত ?
Cyber Fraud: অনলাইন ফ্রড থেকে ফোন চুরি ! সমস্যার সমাধানে সরকার আনল সঞ্চার সাথী, আপনার কী সুবিধা ?
অনলাইন ফ্রড থেকে ফোন চুরি ! সমস্যার সমাধানে সরকার আনল সঞ্চার সাথী, আপনার কী সুবিধা ?
Advertisement
ABP Premium

ভিডিও

RG Kar News: ১২ মিনিটের শুনানি, দোষী সাব্যস্ত সিভিক ভলান্টিয়ার, সোমবার সাজা ঘোষণা | ABP Ananda LIVERG Kar News: 'মুখ চেপে যৌন হেনস্থা করেন, আপনার অপরাধ প্রমাণিত', সঞ্জয়কে বললেন বিচারক | ABP Ananda LIVERG Kar News: 'এখনই বিচারপ্রক্রিয়া শেষ হয়ে যাবে না,কারও হতাশ হওয়ার কিছু নেই',বললেন নিহত চিকিৎসকের মা | ABP Ananda LIVERG Kar News:'আমরা এবং পরিবারের লোকও আশাবাদী, সঠিকভাবে তদন্ত হবে', কী বললেন অভয়ার পরিবারের আইনজীবী ? | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Train: ফের ভোগান্তি হাওড়া লাইনের ট্রেনে, রবিবারে বাতিল আরও ট্রেন, সময়ও বদল
ফের ভোগান্তি হাওড়া লাইনের ট্রেনে, রবিবারে বাতিল আরও ট্রেন, সময়ও বদল
West Bengal News Live: গুড়াপের ঘটনায় দ্রুত তদন্ত শেষের জন্য হুগলি পুলিশকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর
গুড়াপের ঘটনায় দ্রুত তদন্ত শেষের জন্য হুগলি পুলিশকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর
8th Pay Commission: অষ্টম বেতন কমিশন কবে আসছে, কার্যকর হতে কত সময়, বেতন বাড়বে কত ?
অষ্টম বেতন কমিশন কবে আসছে, কার্যকর হতে কত সময়, বেতন বাড়বে কত ?
Cyber Fraud: অনলাইন ফ্রড থেকে ফোন চুরি ! সমস্যার সমাধানে সরকার আনল সঞ্চার সাথী, আপনার কী সুবিধা ?
অনলাইন ফ্রড থেকে ফোন চুরি ! সমস্যার সমাধানে সরকার আনল সঞ্চার সাথী, আপনার কী সুবিধা ?
Pan Card :  প্যান কার্ড দিয়েও পাওয়া যাবে লোন, সর্বোচ্চ কত পাবেন, কীভাবে করবেন আবেদন ?
প্যান কার্ড দিয়েও পাওয়া যাবে লোন, সর্বোচ্চ কত পাবেন, কীভাবে করবেন আবেদন ?
Baghajatin Building Collapse: বাঘাযতীনে বহুতল বিপর্যয়, বকখালি থেকে গ্রেফতার প্রোমোটার
বাঘাযতীনে বহুতল বিপর্যয়, বকখালি থেকে গ্রেফতার প্রোমোটার
Saif Ali Khan : রক্তাক্ত অবস্থায়ও সেফ যেন 'বাঘ' ! অস্ত্রের টুকরো পিঠের ভেতর,  দেখুন এক্সক্লুসিভ ছবি
রক্তাক্ত অবস্থায়ও সেফ যেন 'বাঘ' ! অস্ত্রের টুকরো পিঠের ভেতর, দেখুন এক্সক্লুসিভ ছবি
BCCI Guidelines: ভারতীয় ক্রিকেটে শৃঙ্খলা ফেরাতে দশ দফা নিয়মাবলী! কী কী সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই?
ভারতীয় ক্রিকেটে শৃঙ্খলা ফেরাতে দশ দফা নিয়মাবলী! কী কী সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই?
Embed widget