এক্সপ্লোর

Top Entertainment News Today: একনজরে আজকের সেরা বিনোদনের খবর

বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? চোখ বুলিয়ে নিন সেরা খবরগুলিতে (Top Entertainment News Today)।

কলকাতা: টলিউডে মাত্র ১০দিনের ব্যবধানে দুই মডেল- অভিনেত্রীর মৃত্যু। পল্লবী দের পর বিদিশা দে মজুমদার। একদিকে বিদিশা দে মজুমদারের মৃত্যুর তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে পল্লবী দে মৃত্যুকাণ্ডে তাঁর লিভ ইন পার্টনারকে জামিন দিল না আদালত। বলি পাড়ায় আবার রেশ কাটেনি গতকালের কর্ণ জোহরের জন্মদিনের পার্টির। বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? চোখ বুলিয়ে নিন সেরা খবরগুলিতে (Top Entertainment News Today)।

মুক্তি পেল শ্রীজাত-জয়-ফারজানার 'সোনালী দুপুর'-

মুক্তি পেল নতুন গান, 'সোনালী দুপুর' (Shonali Dupur)। একসঙ্গে এই গানে কাজ করলেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী শ্রীজাত (Srijato Bandyopadhyay), জয় সরকার (Joy Sarkar) ও ওপার বাংলার ফারজানা সিফাত (Farzana Sifat)। মুক্তি পেয়ে গেছে সেই নতুন গান। শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের কথায়, জয় সরকারের সঙ্গীত পরিচালনায় বাংলাদেশের (Bangladesh) জনপ্রিয় শিল্পী ফারজানা সিফাত গানটি গেয়েছেন। সৌমজিৎ আদকের পরিচালনায় গানটিতে দেখা গেছে ফারজানা সিফাত, শিশু শিল্পী রূপদীপ্তা মুখোপাধ্যায় এবং লীনা মুখোপাধ্যায়কে। 

দুর্ঘটনার কবলে টেলি-অভিনেত্রী অনন্যা গুহ-

ভবানীপুরে (Bhawanipur) দুর্ঘটনার (Accident) কবলে অভিনেত্রী অনন্যা গুহ (Ananya Guha)। চলন্ত গাড়িতে পড়ে যায় গাছ। টালিগঞ্জে শ্যুটিংয়ে যাওয়ার পথে দুর্ঘটনা। গাড়ি গ্যাস কাটার দিয়ে কেটে উদ্ধার করা হয়েছে অভিনেত্রীকে। কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী উপস্থিত হন ঘটনাস্থলে। আজ সকাল ৯টা নাগাদ ঘটনাটি ঘটে। গাড়ি চালাচ্ছিলেন অভিনেত্রীর বাবা। যাচ্ছিলেন শ্যুটিংয়ে। প্যাসেঞ্জার সিটে বসেছিলেন অভিনেত্রী। 

কর্ণ জোহরের জন্মদিনের পার্টিতে একসঙ্গে হাজির আমির-কিরণ-

হাফ সেঞ্চুরি করলেন পরিচালক ও প্রযোজক কর্ণ জোহর (Director and Producer Karan Johar)। বুধবার, ২৫ মে, ৫০ বছর পূর্ণ করলেন তিনি। আর তাঁর জন্মদিনের পার্টিতে (birthday party) বসল চাঁদের হাট। অনুষ্ঠানে সিনে দুনিয়ার একাধিক জনপ্রিয় মুখের সঙ্গে দেখা গেল প্রাক্তন দম্পতি আমির খান (Aamir Khan) ও কিরণ রাওকেও (Kiran Rao)। এদিনের পার্টিতে আমির খান ও কিরণ রাও একসঙ্গে হাজির হয়েছিলেন। পাপারাৎজিদের উদ্দেশে একইসঙ্গে পোজও দিলেন তিনি। টি-শার্ট, জ্যাকেট ও ডেনিমে ফ্যাশন স্টেটমেন্ট তৈরি করেন আমির। অন্যদিকে চকচকে রুপোলি ড্রেসে এলেন কিরণ।

বুধবারের শেষে প্রায় ৮৫ কোটির ব্যবসা 'ভুল ভুলাইয়া ২' ছবির-

বুধবারেও বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করল কার্তিক আরিয়ান (Kartik Aaryan) ও কিয়ারা আডবাণী (Kiara Advani) অভিনীত 'ভুল ভুলাইয়া ২' (Bhool Bhulaiyaa 2)। ষষ্ঠ দিনের ব্যবসাতেও ৮ কোটির ওপরেই রইল আয়ের অঙ্ক। বুধবারের শেষে প্রায় ৮৫.৫১ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। মঙ্গলবারের থেকে হাল্কা কম হলেও ধারা বেশ ভালই।

আরও পড়ুন - Bidisha De Death: বিদিশা দে মজুমদারের মৃত্যুকাণ্ডে চাঞ্চল্যকর দাবি সহকর্মীদের

ফের একসঙ্গে রণবীর সিংহ ও রোহিত শেট্টি জুটি-

ফের বাণিজ্যিক ধারার ছবি নিয়ে আসতে চলেছেন রোহিত শেট্টি। যেখানে দেখা যাবে রণবীর সিংহকে। তাঁদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তারই ঝলক। উচ্ছ্বসিত অনুরাগীরা। ভিডিওয় রোহিত শেট্টি ঘরানারই ছোঁয়া মিলল। গাড়ি ঘোড়া উড়ছে, হাতে বন্দুক নিয়ে রণবীর সিংহ, চলছে মারপিট-অ্যাকশন। শ্যুটিং সেটে পরিচালনায় ব্যস্ত রোহিত শেট্টি।  ভিডিও পোস্ট করে রণবীর ক্যাপশনে লেখেন, 'বস ও বাবা আবারও একসঙ্গে'। অন্যদিকে একই ভিডিও পোস্ট করে পরিচালক রোহিত শেট্টি লেখেন, 'নুডল কমার্শিয়াল শ্যুটিংয়ের এক ঝলক। আমি জানি যে গাড়ি এখানেও উড়ছে কিন্তু কী করব... সহজ পথে কাজ তো আমি করতেই পারি না।'

শিশুশিল্পী কর্ণ জোহরের প্রথম অভিনয় দেখেছিলেন?-

১৯৮৯ সালে দূরদর্শনে ছোটদের সায়েন্স ফিকশন টিভি শো 'ইন্দ্রধনুষ'-এ প্রথম অভিনয় করেন কর্ণ জোহর। দূরদর্শনে 'ইন্দ্রধনুষ'-এর মোট তেরোটি পর্ব দেখানো হয়েছিল। গল্পের কেন্দ্রীয় চরিত্রগুলির মধ্যে কর্ণ জোহর তো ছিলেনই, পাশাপাশি সেখানে দেখা যায় আরও বেশ কয়েকজন শিশুশিল্পীকে। যারা মিলেমিশে একটি কম্পিউটার অ্যাসেম্বল করে তৈরি করে এবং অন্য গ্যালাক্সির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। তখনই এদের মধ্যে একজন শিশু অপহৃত হয়ে যায়। 'ইন্দ্রধনুষ'-এ তখনকার দিনের টেলিভিশনের জনপ্রিয় অভিনেতারা কাজ করেছিলেন। তাঁদের মধ্যে ছিলেন, জীতেন্দ্র রাজপাল, অমিশা জাভেরি, সাগর আর্য, বিশাল সিংহ, অক্ষয় আনন্দের মতো অভিনেতারা। সেখানে অভিনয় করেছিলেন গিরিশ করনাড এবং বিক্রম গোখলে। মজার কথা আজকের জনপ্রিয় পরিচালক আশুতোষ গোয়ারেকর কিংবা পরবর্তীতে জনপ্রিয় অভিনেত্রী উর্মিলা মার্তন্ডকরও 'ইন্দ্রধনুষ'-এ পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন। এই ধারাবাহিকটির শ্যুটিং হয়েছিল ঐতিহাসিক আর.কে স্টুডিওতে।

'সম্পর্কের টানাপোড়েনের জেরেই আত্মহত্যা,' বিস্ফোরক দাবি বিদিশার বান্ধবীর-

বিদিশা দে মজুমদারের মৃত্যুর পর বিস্ফোরক অভিযোগ তুললেন তাঁর বান্ধবী। তাঁর কথায়, ‘এক যুবকের সঙ্গে ৫ মাস ধরে সম্পর্কে ছিল বিদিশা। সম্প্রতি সঙ্গীর একাধিক সম্পর্কের কথা জানতে পারেন বিদিশা। তারপর থেকেই বিদিশা একাধিক বার আত্মহত্যার কথা বলেন বন্ধুদের।' তাঁর কথায় মৃত্যুর আগের রাতেও বান্ধবীকে ফোন করে কান্নাকাটি করেন বিদিশা। এমনটাই দাবি করছেন মডেল-অভিনেত্রী বিদিশা দে মজুমদারের বান্ধবী। 

কান্নায় ভেঙে পড়েছেন বিদিশার মা, এলাকায় শোকের ছায়া-

ঘরজুড়ে বিদিশার আঁকা ছবি। থরে থরে সাজানো তাঁর পাওয়া প্রাইজ ও সার্টিফিকেট। সেইসব স্মৃতি আঁকড়েই এখন অঝোরে চোখের জল ফেলছেন মডেল-অভিনেত্রী বিদিশার মা। শোকের ছায়া উত্তর ২৪ পরগণার কাঁকিনাড়ায়, বিদিশার পাড়ায়। পল্লবী দের (Pallavi Dey) মৃত্যুর দিন ১০ পর ফের দুঃসংবাদ অভিনয় জগতে। নাগেরবাজারের (Nagerbazar) ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে মডেল ও অভিনেত্রী বিদিশা দে মজুমদারের (Bidisha Dey Majumdar) ঝুলন্ত দেহ। 

বিদিশার অস্বাভাবিক মৃত্যুতে পুলিশের হাতে নতুন তথ্য-

আরও বেশি কাজ চেয়েছিলেন মডেল-অভিনেত্রী বিদিশা দে মজুমদার। কাছের বন্ধু-বান্ধবদের ডিপ্রেশনে ভুগছেন বলে নিজেই জানিয়েছিলেন মডেল-অভিনেত্রী। এমনই দাবি ঘনিষ্ঠদের। পেশাগত অনিশ্চয়তা, ডিপ্রেশন, নাকি অন্য কোনও টানাপোড়েন, কী কারণে মৃত্যু হল বিদিশা দে মজুমদারের? উঠছে একের পর এক প্রশ্ন। রহস্যের জট খুলতে বিদিশার কললিস্ট খতিয়ে দেখছে পুলিশ। বিদিশার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তিন বন্ধুদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খাটের তলা থেকে মিলেছে দুটি মোবাইল ফোন। সেই দুটি বাজেয়াপ্ত করা হয়েছে।

মৃত্যুর আগের রাতে বান্ধবীকে কী মেসেজ করেছিলেন বিদিশা?

এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে প্রয়াত মডেল-অভিনেত্রী বিদিশা দে মজুমদারের বান্ধবী জানান যে, মৃত্যুর আগের রাতেই তাঁকে মেসেজ করেছিলেন বিদিশা। কী লেখা ছিল সেই মেসেজে? বিদিশার বান্ধবী জানাচ্ছেন, যে যুবকের সঙ্গে গত পাঁচমাস ধরে সম্পর্কে ছিলেন বিদিশা, তাঁর সম্পর্কে একাধিক কথা লিখেছিলেন তিনি। বান্ধবী বলছেন, 'আমাকে রাত ১টা নাগাদ ও (বিদিশা) হোয়াটসঅ্যাপ করে। তাতে লেখা ছিল, 'আমি ওকে খুব ভালোবাসি। ওকে ছাড়া আমি থাকতে পারব না। কারও সঙ্গে ওকে আমি ভাগ করে নিতে পারব না।' ওর মেসেজ পেয়েই আমি ওকে ফোন করতে থাকি। কিন্তু ওর ফোন ওয়েটিং ছিল। ফের ভোর চারটে নাগাদ ওর সঙ্গে আমার কথা হয়। আমি জিজ্ঞাসা করি যাব কিনা। কিন্তু ও বলে এখন আসতে হবে না। সকালে আসার কথা বলে। আমি ভাবি বিকেলে দেখা করব। সন্ধেবেলাও ওর সঙ্গে আমার ফোনে দেড় ঘণ্টা কথা হয়। কিন্তু সন্ধ্যেবেলা যে সব শেষ হয়ে যাবে, তা ভাবতেও পারিনি।'

জামিন পেলেন না পল্লবী দের লিভ-ইন পার্টনার সাগ্নিক-

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী পল্লবী দে-র (Pallavi Dey) মৃত্যুরহস্য এখনও সমাধান হয়নি। তদন্ত চালাচ্ছে পুলিশ। পল্লবী দের মৃত্যুকাণ্ডে গ্রেফতার করা হয়েছিল তাঁর লিভ ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তীকে (Sagnik Chakraborty)। তার বিরুদ্ধে অভিনেত্রীকে খুন, আর্থিক প্রতারণার অভিযোগ তুলেছেন পল্লবীর পরিবার। আজ সাগ্নিক চক্রবর্তীর আইনজীবী তাঁর মক্কেলের জামিনের আবেদন জানিয়েছিলেন আদালতে। কিন্তু সমস্ত প্রকার সওয়াল জবাব শোনার পর সাগ্নিক চক্রবর্তীর জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত।আইনজীবীদের সমস্ত সওয়াল জবাব শোনার পর এদিন আদালত সাগ্নিক চক্রবর্তীকে আগামী ৩০ মে পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।

সামনে এল বিদিশা দে মজুমদারের ময়নাতদন্তের রিপোর্ট-

এবার সামনে এসেছে মডেল অভিনেত্রী বিদিশা দে মজুমদারের ময়নাতদন্তের রিপোর্ট। সেই অনুযায়ী জানা গিয়েছে, মডেল - অভিনেত্রীর ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ রয়েছে যে, আত্মঘাতী হয়েছেন বিদিশা। কিন্তু কী কারণে নিজেকে শেষ করে দেওয়ার মতো পদক্ষেপ নিলেন বিদিশা, সে নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ।

নতুন সম্পর্কে শিলমোহর দিলেন হৃত্বিক রোশন?

গতকাল ছিল বলিউডের নামী পরিচালক - প্রযোজক কর্ণ জোহরের ৫০তম জন্মদিন (Karan Johar Birthday)। নিজের ৫০তম জন্মদিনে বিশাল পার্টির আয়োজন করেছিলেন কর্ণ। সেখানে উপস্থিত ছিলেন বলিউডের বহু তারকা। শাহরুখ খান, সলমন খান, আমির খান থেকে বি টাউনের প্রায় সমস্ত তারকাকে উপস্থিত থাকতে দেখা যায় কর্ণ জোহরের পার্টিতে। সেখানেই প্রেমিকা সাবা আজাদের হাত ধরে আসেন হৃত্বিক রোশন। পার্টিতে উপস্থিত অন্যান্যদের সঙ্গে সাবার পরিচয় করিয়ে দেন হৃত্বিক। মুহূর্তে সেই ছবি ও ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। দুই তারকার পরনেই ছিল কালো রঙের পোশাক। হৃত্বিকের হাত ধরে ক্যামেরায় পোজও দেন সাবা। ছবি প্রকাশ্যে আসা মাত্র জল্পনা শুরু হয়েছে, তাহলে কি সাবা আজাদের সঙ্গে সম্পর্কে শিলমোহর দিলেন হৃত্বিক?

বিদিশা দে মৃত্যুরহস্যে উঠে এল চাঞ্চল্যকর তথ্য-

ইতিমধ্যেই বিদিশা দে মজুমদারের এক বন্ধু জানিয়েছেন যে, বাংলা ধারাবাহিকে অভিনয় করতে চাইতেন বিদিশা। তার জন্য প্রশিক্ষণও নিতে শুরু করেছিলেন। বেশ কিছুদিন ধরে অভিনয়ের প্রশিক্ষণ নিচ্ছিলেন তিনি। তবে, এই মাসের শুরুতে দুটো ক্লাসে যাননি তিনি। ভয়েস রেকর্ড পাঠিয়ে জানিয়ে দেন যে, তাঁর কিছু সমস্যা রয়েছে, সে কারণেই ক্লাসে যেতে পারছেন না তিনি। এরপর আর ক্লাসে যাননি বিদিশা। তাঁর দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। যার মধ্যে একটি ফোন লক করা অবস্থায় রয়েছে। অন্য ফোনটি থেকে কিছু তথ্য় সংগ্রহ করেছেন তদন্তকারীরা। পাশাপাশি কিছুদিন আগেই নিজের সোশ্যাল মিডিয়ার ডিপি কালো করে দেন বিদিশা। গতকাল তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। জানা গিয়েছে, বিদিশার মৃতদেহ যখন উদ্ধার হয়, তখন তাঁর কানে ব্লুটুথ হেডফোন ছিল। তদন্তকারীরা দেখছেন, মৃত্যুর আগের মুহূর্তে তিনি কারও সঙ্গে কথা বলছিলেন কিনা।

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Midnapore Medical College: স্যালাইন দেওয়ার পর মৃত্যু প্রসূতির! রিপোর্ট তলব স্বাস্থ্য ভবনের
স্যালাইন দেওয়ার পর মৃত্যু প্রসূতির! রিপোর্ট তলব স্বাস্থ্য ভবনের
Hail Care Tips: তিন দিনেই ফাঁকা হচ্ছে মাথা ! চিন্তা বাড়াচ্ছে 'টাক ভাইরাস'
তিন দিনেই ফাঁকা হচ্ছে মাথা ! চিন্তা বাড়াচ্ছে 'টাক ভাইরাস'
Digital Arrest : কী কাণ্ড ! 'ডিজিটাল অ্যারেস্ট' বর্ধমানের 'সাধুবাবা', তারপর ঝটকা খেল প্রতারকই !
কী কাণ্ড ! 'ডিজিটাল অ্যারেস্ট' বর্ধমানের 'সাধুবাবা', তারপর ঝটকা খেল প্রতারকই !
Hotel Room Booking : প্রাপ্তবয়স্ক হলেও হোটেল রুম নিতে পারবে না ছেলে-মেয়েরা ? কোথায় ভয় ! কী বলছে দেশের আইন
প্রাপ্তবয়স্ক হলেও হোটেল রুম নিতে পারবে না ছেলে-মেয়েরা ? কোথায় ভয় ! কী বলছে দেশের আইন
Advertisement
ABP Premium

ভিডিও

BJP News: টার্গেট ১ কোটি, সদস্য সংগ্রহে ৫০ লক্ষও পেরোতে পারল না বঙ্গ বিজেপি | ABP Ananda LiveBJP News: আমাদের লক্ষ্য এক কোটি এবং এটা একটা চলমান প্রক্রিয়া ১ কোটি সদস্য পশ্চিমবঙ্গে হবে: শমীকSantanu Sen: 'আমি নিজেকে তৃণমূলের একজন অনুগত সৈনিক বলে মনে করি', জানালেন সাসপেন্ড তৃণমূল নেতাSantanu Sen: আর জি কর-কাণ্ডে মুখ খোলার মাসুল? সাসপেন্ড শান্তনু। ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Midnapore Medical College: স্যালাইন দেওয়ার পর মৃত্যু প্রসূতির! রিপোর্ট তলব স্বাস্থ্য ভবনের
স্যালাইন দেওয়ার পর মৃত্যু প্রসূতির! রিপোর্ট তলব স্বাস্থ্য ভবনের
Hail Care Tips: তিন দিনেই ফাঁকা হচ্ছে মাথা ! চিন্তা বাড়াচ্ছে 'টাক ভাইরাস'
তিন দিনেই ফাঁকা হচ্ছে মাথা ! চিন্তা বাড়াচ্ছে 'টাক ভাইরাস'
Digital Arrest : কী কাণ্ড ! 'ডিজিটাল অ্যারেস্ট' বর্ধমানের 'সাধুবাবা', তারপর ঝটকা খেল প্রতারকই !
কী কাণ্ড ! 'ডিজিটাল অ্যারেস্ট' বর্ধমানের 'সাধুবাবা', তারপর ঝটকা খেল প্রতারকই !
Hotel Room Booking : প্রাপ্তবয়স্ক হলেও হোটেল রুম নিতে পারবে না ছেলে-মেয়েরা ? কোথায় ভয় ! কী বলছে দেশের আইন
প্রাপ্তবয়স্ক হলেও হোটেল রুম নিতে পারবে না ছেলে-মেয়েরা ? কোথায় ভয় ! কী বলছে দেশের আইন
WhatsApp News: যেকোনও হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে করে দিচ্ছে যেকেউ, কী করবেন জানেন ?
যেকোনও হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে করে দিচ্ছে যেকেউ, কী করবেন জানেন ?
PM Awas Yojana : আপনার আয় এর বেশি হলেও পাবেন আবাসের বাড়ি ! এবার যোজনায় বড় পরিবর্তন  
আপনার আয় এর বেশি হলেও পাবেন আবাসের বাড়ি ! এবার যোজনায় বড় পরিবর্তন  
East Burdwan: ভাড়াটিয়ার তথ্য থানায় জমা দেওয়ার আবেদন, প্রচারে নামল পুলিশ
ভাড়াটিয়ার তথ্য থানায় জমা দেওয়ার আবেদন, প্রচারে নামল পুলিশ
RG Kar News: আর জি কর-কাণ্ডে প্রতিবাদী শিল্পীদের বয়কটের ডাক, এবার পাল্টা চ্য়ালেঞ্জ ছুড়ল সিপিএম
আর জি কর-কাণ্ডে প্রতিবাদী শিল্পীদের বয়কটের ডাক, এবার পাল্টা চ্য়ালেঞ্জ ছুড়ল সিপিএম
Embed widget