এক্সপ্লোর

Top Entertainment News Today: বলিউড থেকে টলিউড, একনজরে আজকের সেরা বিনোদনের খবর

বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? বলিউড থেকে টলিউড। ছোট পর্দা থেকে বড় পর্দা। একনজরে আজকের সেরা বিনোদনের খবর (Top Entertainment News Today)।

কলকাতা:  রূপঙ্কর বাগচীর বিতর্কিত মন্তব্য এবং তাঁর পরবর্তী বক্তব্যের পর কবিতা লিখলেন তাঁর স্ত্রী। দ্বিতীয়বার করোনা আক্রান্ত হলেন কার্তিক আরিয়ান। বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? বলিউড থেকে টলিউড। ছোট পর্দা থেকে বড় পর্দা। একনজরে আজকের সেরা বিনোদনের খবর (Top Entertainment News Today)।

প্রকাশ্যে 'গোপনে মদ ছাড়ান' ছবির চরিত্রদের লুক-

মাসখানেক আগেই নতুন ছবির কথা ঘোষণা করেন অভিনেতা ও পরিচালক তথাগত মুখোপাধ্যায় (Tathagata Mukherjee)। নতুন ছবির নাম 'গোপনে মদ ছাড়ান' (Gopone Mod Chharan)। এবার প্রকাশ্যে এল ছবির চরিত্রদের লুক (Character Look)। আগামী ছবি 'গোপনে মদ ছাড়ান' নিয়ে তৈরি তথাগত মুখোপাধ্য়ায়। অভিনব ঘোষ প্রযোজিত ছবিটি বাংলার প্রথম সিঙ্গল-শট সিনেমা। ছবিতে দেখা যাবে সোগম মজুমদার, সৌম্য মুখোপাধ্যায়, ঋষভ বসু ও সম্রাট মুখোপাধ্যায়কে। এবার তাঁদের প্রথম লুক প্রকাশ করা হল। 

'কে কে আমার অনুপ্রেরণা', কলকাতা এসে বললেন গায়ক মিলিন্দ গাবা-

সম্প্রতি শহরে এসেছিলেন গায়ক মিলিন্দ গাবা (Milind Gaba)। বলিউডের জনপ্রিয় গায়ক মিলিন্দ একইসঙ্গে গীতিকার, সঙ্গীত প্রযোজক এবং পঞ্জাবের অভিনেতা। 'নজর লগ জায়েগি' (Nazar Lag Jayegi), 'শি ডোন্ট নো' (She Don't Know), 'ইয়ার মোদ দো' (Yaar Mod Do) তাঁর জনপ্রিয় গানগুলির অন্যতম। সম্প্রতি ভারত সফরে বেরিয়েছেন মিলিন্দ গাবা। ২ মাসে দেশের ৮ শহরে মিউজিক ট্যুর করবেন তিনি। লাইভ গানের সফরে স্বাগত তাঁর ভক্তরা। আধুনিক প্রজন্মের গায়ক মিলিন্দ গাবার এই সুরেলা সফর চলবে মুম্বই, কলকাতা, গোয়া, বেঙ্গালুরু ও হায়দরাবাদে। 

'শেরদিল' ছবির ট্রেলার প্রকাশ্যে-

মুক্তি পেল সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) পরিচালিত 'শেরদিল: দ্য পিলিভিট সাগা'র (Sherdil: The Pilibhit Saga) ট্রেলার। বাঙালি পরিচালকের পরিচালনায় পর্দা কাঁপাবেন পঙ্কজ ত্রিপাঠি (Pankaj Tripathi), নীরজ কাবি (Neeraj Kabi), সায়নী গুপ্ত (Sayani Gupta)। সত্য ঘটনা অবলম্বনে তৈরি ছবির ট্রেলার (trailer) প্রকাশ্যে আসতেই বেশ নজর কেড়েছে।

ভালবাসা, সম্পর্কের টানাপোড়েনের গল্প নিয়ে আসছে পরিচালক জুটি রাজদীপ-শর্মিষ্ঠার 'মনপতঙ্গ'-

৩ জুন অরোরা ফিল্মের পরবর্তী ছবির ঘোষণা হয়ে গেল। নতুন ছবির নাম 'মনপতঙ্গ' (Mind Flies)। অনুষ্ঠানে ছিলেন ছবির প্রযোজক অঞ্জন বসু, লেখক ও পরিচালক জুটি রাজদীপ পাল, শর্মিষ্ঠা মাইতি। তাছাড়াও উপস্থিত ছিলেন ছবির সমস্ত কলাকুশলীরা। হাজির ছিলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী সীমা বিশ্বাস, শুভঙ্কর মহান্ত, বৈশাখী রায়, অমিত সাহা, অনিন্দিতা ঘোষ, জনার্দন ঘোষ, ত্রিবিক্রম ঘোষ, অনিন্দ রায় ছাড়াও আরও অনেকে। এছাড়া এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে প্রখ্যাত অভিনেতা জয় সেনগুপ্ত, তন্নিষ্ঠা বিশ্বাস প্রমুখদের। 

পুজোয় আসছে প্রসেনজিৎ ও দেবের 'কাছের মানুষ'-

এই বছরের পুজোয় মুক্তি পাচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দেব অভিনীত 'কাছের মানুষ'। আগামী ৩০ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি। আজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই খবর দেওয়া হয়েছে প্রযোজনা সংস্থার তরফে।

আরও পড়ুন - Aparajito: জামাইষষ্ঠী উপলক্ষে অপু ও দেবাশিসের মজার কথপোকথন পোস্ট করলেন জিতু কমল

বিতর্কের মাঝে পোস্ট রূপঙ্কর-পত্নীর-

আজ সকালে নিজের ফেসবুক প্রোফাইলে লম্বা একটি কবিতা লিখে পোস্ট করেন চৈতালী। যার ছত্রে ছত্রে রয়েছে হতাশা, দুঃখ, রাগ, ব্যঙ্গ। একটা গোটা কবিতায় রূপঙ্করের পোস্ট, কে কে-র মৃত্যু ও তার পরবর্তী ঘটনাবলীর কথা তুলে ধরেছেন চৈতালী। কবিতার নাম দিয়েছেন, 'রাত জাগা ভোর'। লিখেছেন, 'স্যোশাল মিডিয়া তোমার দেওয়া আ্যড্রনালিন রাশ, / ছোট্ট পরিবারের জীবনে নামিয়ে এনেছে ত্রাস। / দরকার একটা স্মার্টফোন আর মনে একরাশ ঘৃণা, / জীবনের যত না পাওয়ার যন্ত্রণা আর কিছু বাহানা। / তারপর একটা লম্বা ট্রীপ এমন নেশা কোনো / মাদকেই হয়না, উত্তেজনা উত্তেজনা---উফফ দাদা জীবনে কী পাবোনা ভুলেছি সে ভাবনা।' (অপরিবর্তিত)

কে কে-র মৃত্যু প্রসঙ্গে মন্তব্য রাজ্যপালের-

সঙ্গীতশিল্পী কে কে-র মৃত্যু (KK Death) নিয়ে মুখ খুললেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Governor Jagdeep Dhankhar)। দিল্লি যাওয়ার পথে বাগডোগরা বিমানবন্দরে রাজ্যপাল জগদীপ ধনকড়ের মন্তব্য, ‘কোনও রিস্ক ম্যানেজমেন্টের ব্যবস্থা ছিল না।' 'কোনও রিস্ক ম্যানেজমেন্টের ব্যবস্থা ছিল না। কত দর্শক আসবেন, তার ওপর নিয়ন্ত্রণ থাকা উচিত ছিল। সংকটের সময় সঠিক পদক্ষেপ নেওয়া হয়নি।’ কে কে-র মৃত্যু প্রসঙ্গে মন্তব্য রাজ্যপালের। 

'জওয়ান ভাই'য়ের প্রশংসা সলমনের-

২০২৩ সালে মুক্তি পাচ্ছে শাহরুখ খানের (Shah Rukh Khan) 'জওয়ান' (Jawan)। গতকালই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সেই কথা ঘোষণা করেছেন কিং খান (King Khan)। অ্যাটলির (Atlee) পরিচালনায় এই ছবির টিজার ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। 'পাঠান' ও 'ডাঙ্কি'র সঙ্গে এই তাঁর তৃতীয় ছবির ঘোষণা। এবার তাঁর নতুন ছবির প্রশংসা ভাইজানের (Salman Khan)।

একাকীত্ব, প্রেম, বিশ্বাসঘাতকতা, আবেগের গল্প নিয়ে আসছে 'ভ্রমর'-

আকাশ সরকারের (Akash Sarkar) পরিচালনায় আসছে নতুন ছবি 'ভ্রমর' (Bhromor)। আকাশ ইন্ডি ফিল্মস ও প্যান্থার স্টুডিওজের প্রযোজনায় (production), অর্ণব পালের সহ-প্রযোজনায় আসছে এই ছবি। ছবির গল্প লিখেছেন অনির্বাণ চক্রবর্তী, সহ পরিচালক সৌরভ সিন্হা।

ফের করোনা আক্রান্ত কার্তিক আরিয়ান-

ফের করোনায় আক্রান্ত হলেন কার্তিক আরিয়ান। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করে অসুস্থতার কথা জানালেন। এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে 'ভুলভুলাইয়া টু' ছবির 'তেরি আঁখে ভুলভুলাইয়া' গানের একটি ছবি পোস্ট করেছেন তিনি। আর ছবি পোস্ট করে তিনি লিখেছেন, 'সবকিছু এতটাই 'পজেটিভ' চলছে যে কোভিডও আর থাকতে পারল না।' প্রিয় তারকার করোনা আক্রান্ত হওয়ার খবরে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অনুরাগীরা। তাঁরা অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করছেন।

নীল পোশাকে সমুদ্রে জলকেলি মিমির-

এদিন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। বেড়াতে যেতে যে তিনি বেশ পছন্দ করেন, তা তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে চোখ রাখলেই টের পাওয়া যায়। তেমনই গরমের তীব্র দাবদাহ থেকে বাঁচতে ছুটি কাটাতে চলে গিয়েছেন সমুদ্রের ধারে। সেখানেই কখনও জলকেলি করতে দেখা যাচ্ছে তাঁকে। আবার কোনও ছবিতে দেখা যাচ্ছএ, সমুদ্রের ধারে বালিতে শুয়ে রয়েছেন অভিনেত্রী। ইনস্টাগ্রাম স্টোরিতে বেশ কয়েকটি ভিডিও পোস্ট করেছেন মিমি চক্রবর্তী। ভিডিওতে সমুদ্রের মনোরম পরিবেশ ফুটে উঠেছে। কোনও ছবিতে আবার পা ছড়িয়ে বসে সমুদ্র উপভোগ করছেন তিনি। শহর পেরিয়ে অনেকটা দূরে সমুদ্রের মনোরম পরিবেশ যে তিনি দারুণ উপভোগ করছেন, তা বলাই বাহুল্য।

প্রথম বিবাহবার্ষিকীতে মেহেন্দি থেকে বিয়ের অদেখা ভিডিও পোস্ট ইয়ামি গৌতমের-

এদিন প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। যাতে মেহেন্দি থেকে বিয়ের নানা ক্যামেবন্দি মুহূর্ত ভিডিও আকারে ফুটে উঠেছে। কোথাও দেখা যাচ্ছে, ইয়ামি মেহেন্দি পরছেন। আর তাঁর কপালে পড়া চুল সরিয়ে দিচ্ছেন আদিত্য। আবার কোথাও বিয়ের মন্ত্র পাঠ করছেন দুজনে। ভিডিও পোস্ট করে ইয়ামি তাঁর স্বামী আদিত্যকে প্রথম বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন। একবার 'দ্য কপিল শর্মা শো'-তে এসে ইয়ামি গৌতম জানিয়েছিলেন যে, তাঁর এবং আদিত্য ধরের সম্পর্কে কেউ কাউকে প্রোপোজ করেনি। 

কেকে-র স্মৃতিচারণায় বিশেষ ভিডিও জিতের-

এদিন সুরকার জিৎ গঙ্গোপাধ্যায় তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন। যার ব্যাকগ্রাউন্ডে বাজছে জিতের সুরে কেকে এবং শ্রেয়া ঘোষালের গাওয়া 'ইশক মে তেরে বিনা' গানটি। আর সামনে দেখা যাচ্ছে, কেকে এবং জিতের নানা ক্যামেরাবন্দি মুহূর্ত। ভিডিও পোস্ট করে জিৎ লিখেছেন, 'কেকে এবং শ্রেয়া ঘোষালের অসাধারণ সুন্দর একটি গান। কেকে-র ম্যাজিকাল ভয়েস অনুভব করুন।' প্রসঙ্গত, 'ইশক মে তেরে বিনা' (Ishq Mein Tere Bina) গানটি মূলত বছর দশেক আগে মুক্তি পাওয়া বোমান ইরানি এবং ফারহা খান অভিনীত 'শিরিহ ফারহাদ কি তো নিকাল পড়ি' ছবির।

প্রথমদিন কত টাকার ব্যবসা করল 'সম্রাট পৃথ্বীরাজ'?

এদিন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'সম্রাট পৃথ্বীরাজ' ছবির প্রথম দিনের বক্স অফিস কালেকশন পোস্ট করেছেন। তাঁর পোস্টের মাধ্যমেই জানা যাচ্ছে, প্রথমদিন বেশ ভালোই ব্যবসা করেছে এই ছবি। ১০.৭০ কোটি টাকার ব্যবসা করল 'সম্রাট পৃথ্বীরাজ'। তরণ আদর্শ জানাচ্ছেন, উৎসবের মরসুম ছাড়া মুক্তি পাওয়া ছবিগুলির মধ্যে চলতি বছর প্রথম দিনের ব্যবসার হিসেবে শীর্ষে রয়েছে কার্তিক আরিয়ানের 'ভুলভুলাইয়া টু'। এই ছবি ব্যবসা করে ১৪.১১ কোটি টাকার। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে 'বচ্চন পাণ্ডে'। এই ছবি ব্যবসা করে ১৩.২৫ কোটি টাকার। ১০.৭০ কোটি টাকার ব্যবসা করে তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে 'সম্রাট পৃথ্বীরাজ'। চতুর্থ স্থানে রয়েছে আলিয়া ভট্টের 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'। এই ছবি প্রথম দিন ব্যবসা করে ১০.৫০ কোটি টাকার।<

'দাদাগিরি গ্র্যান্ড ফিনালে'তে ছবির প্রচারে আসবেন এই দুই নামী তারকা-

এদিন সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে জানান হয়েছে যে, 'দাদাগিরিতে ভালোবাসার মরসুম। গ্র্যান্ড ফিনালেতে উপস্থিত থাকবেন সৃজিৎ মুখোপাধ্যায় (Srijit Mukherjee) এবং অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty)।' প্রসঙ্গত, গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পরিচালক সৃজিৎ মুখোপাধ্যায়ের ভালোবাসার ছবি 'এক্স = প্রেম'। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অর্জুন চক্রবর্তী। সিনেমা হলে বেশ ভালোই ব্যবসা শুরু করেছে এই ছবি। 

জিতের শো-এ জামাইষষ্ঠী স্পেশাল-

যে ভিডিও সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে, সঞ্চালক জিৎকে কিছু অনুরোধ করছেন অনীক। জিৎ বলতে বলায় অনীক এবং অনীকের মা জানান যে, তাঁর এই শোয়ের 'জামাইষষ্ঠী স্পেশাল' অনুষ্ঠানে বৌমাকে বৌমাষষ্ঠী খাওয়াতে চান। এরপরই বৌমাকে পঞ্চব্যাঞ্জন সাজিয়ে নিজের হাতে খাওয়ান অনীক ধরের মা। তার আগে অবশ্যই আশীর্বাদ করেন। তাঁদের এমন ছক ভাঙা কাজে দারুণ খুশি অন্যান্য তারকা প্রতিযোগী থেকে সাধারণ মানুষ। 'ইসমার্ট জোড়ি'র জামাইষষ্ঠী স্পেশাল এপিসোড দেখা যাবে আগামীকাল রাত সাড়ে ৯টায় স্টার জলসায়।

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Bangladesh News: বাড়িতে নিয়ে গিয়ে গণধর্ষণ, মুখ বন্ধ করতে বিষ খাইয়ে খুন হিন্দু মহিলাকে ; চাঞ্চল্যকর অভিযোগ বাংলাদেশে !
বাড়িতে নিয়ে গিয়ে গণধর্ষণ, মুখ বন্ধ করতে বিষ খাইয়ে খুন হিন্দু মহিলাকে ; চাঞ্চল্যকর অভিযোগ বাংলাদেশে !
West Bengal News Live Updates: এবার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর দ্বারস্থ SLST চাকরিপ্রাপকরা
এবার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর দ্বারস্থ SLST চাকরিপ্রাপকরা
Champahati News: চম্পাহাটিতে বাজি কারখানায় ফের বিস্ফোরণ, ঝলসে গেলেন মহিলা-সহ ৩ জন
চম্পাহাটিতে বাজি কারখানায় ফের বিস্ফোরণ, ঝলসে গেলেন মহিলা-সহ ৩ জন
Nitish Kumar Reddy: দল থেকে বাদ পড়ে যাচ্ছিলেন! শুভমনের বদলে সুযোগ পেয়ে সেই নীতীশই গেমচেঞ্জার
দল থেকে বাদ পড়ে যাচ্ছিলেন! শুভমনের বদলে সুযোগ পেয়ে সেই নীতীশই গেমচেঞ্জার
Advertisement
ABP Premium

ভিডিও

Militant News: শাহিনুর ইসলামেরও বাংলা-যোগ? উদ্ধার ৪ বছর আগে পশ্চিমবঙ্গ থেকে ধৃত JMB জঙ্গির লেখা বইLook Back 2024 Live: বছর শেষে কোন দলের কী স্ট্য়ান্ড? নতুন বছরে কার কী রেজলিউশন?Swargorom: ইউনূসের বাংলাদেশে ফের নারকীয় অত্যাচার! নড়াইলে হিন্দু মহিলার উপর নির্যাতনBangladesh:বাংলাদেশে আক্রান্ত হিন্দু শিক্ষক!ভোটব্যাঙ্কের স্বার্থের কথা ভেবে চুপ থাকবেন মমতা:শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bangladesh News: বাড়িতে নিয়ে গিয়ে গণধর্ষণ, মুখ বন্ধ করতে বিষ খাইয়ে খুন হিন্দু মহিলাকে ; চাঞ্চল্যকর অভিযোগ বাংলাদেশে !
বাড়িতে নিয়ে গিয়ে গণধর্ষণ, মুখ বন্ধ করতে বিষ খাইয়ে খুন হিন্দু মহিলাকে ; চাঞ্চল্যকর অভিযোগ বাংলাদেশে !
West Bengal News Live Updates: এবার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর দ্বারস্থ SLST চাকরিপ্রাপকরা
এবার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর দ্বারস্থ SLST চাকরিপ্রাপকরা
Champahati News: চম্পাহাটিতে বাজি কারখানায় ফের বিস্ফোরণ, ঝলসে গেলেন মহিলা-সহ ৩ জন
চম্পাহাটিতে বাজি কারখানায় ফের বিস্ফোরণ, ঝলসে গেলেন মহিলা-সহ ৩ জন
Nitish Kumar Reddy: দল থেকে বাদ পড়ে যাচ্ছিলেন! শুভমনের বদলে সুযোগ পেয়ে সেই নীতীশই গেমচেঞ্জার
দল থেকে বাদ পড়ে যাচ্ছিলেন! শুভমনের বদলে সুযোগ পেয়ে সেই নীতীশই গেমচেঞ্জার
Arjun Singh: একদিনে CID ও পুলিশের জোড়া তলব অর্জুন সিংহকে, 'কোথাও যাচ্ছেন না', জানালেন প্রাক্তন সাংসদ
একদিনে CID ও পুলিশের জোড়া তলব অর্জুন সিংহকে, 'কোথাও যাচ্ছেন না', জানালেন প্রাক্তন সাংসদ
Tigress Searching Operation: ঝাড়গ্রাম, পুরুলিয়ার পর এবার বাঁকুড়া, পালানো বাঘিনীর জঙ্গলমহল সফর চলছেই
ঝাড়গ্রাম, পুরুলিয়ার পর এবার বাঁকুড়া, পালানো বাঘিনীর জঙ্গলমহল সফর চলছেই
Govt Hospital: সরকারের নির্দেশকেই বুড়ো আঙুল! সরকারি হাসপাতালেই রেফারেল বেনিয়মের বড় অভিযোগ?
সরকারের নির্দেশকেই বুড়ো আঙুল! সরকারি হাসপাতালেই রেফারেল বেনিয়মের বড় অভিযোগ?
Nitish Reddy: সচিন, পন্থের পর ইতিহাস নীতীশ রেড্ডির, মেলবোর্নে রাজকীয় শতরান, গ্যালারিতে চোখে জল বাবার
সচিন, পন্থের পর ইতিহাস নীতীশ রেড্ডির, মেলবোর্নে রাজকীয় শতরান, গ্যালারিতে চোখে জল বাবার
Embed widget