এক্সপ্লোর

Top Entertainment News Today: বলিউড থেকে টলিউড, একনজরে আজকের সেরা বিনোদনের খবর

বলিউড থেকে টলিউড, বিনোদনের জগতের সেরা খবরগুলি দেখে নিন একঝলকে (Top Entertainment News Today)।

কলকাতা: বিনোদনের জগতে আজ ফাদার্স ডে-র পোস্টে ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া। টলিউড থেকে বলিউডের তারকারা এই বিশেষ দিনটায় নানা ছবি, বার্তা শেয়ার করে নিয়েছেন। অন্যদিকে, কফি উইথ করণের আসন্ন সিজনের সম্প্রচারের দিন ঘোষণা করলেন কর্ণ জোহর। বলিউড থেকে টলিউড, বিনোদনের জগতের সেরা খবরগুলি দেখে নিন একঝলকে (Top Entertainment News Today)।

ফাদার্স ডে-তে ছোটবেলার ছবি পোস্ট-

আজ সোশ্যাল মিডিয়ায় নিজের ছোটবেলার ছবি শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। সেই ছবিতে রয়েছেন অভিনেত্রীর বাবা, মা ও ঠাকুমা। ক্যাপশানে অভিনেত্রী লিখেছেন, 'একটি সাদা-কালো মুহূর্ত আমার কাছে থাকা খুব দামি একটা অ্যালবাম থেকে। আমার মা, আমার প্রিয় ঠাকুমা আর ছোট্ট আমি। তোমার কথা খুব মনে পড়ে বাবা। তোমায় ভালোবাসি।' পোস্টের সঙ্গে অভিনেত্রী জুড়ে দিয়েছেন 'হ্যাপি ফাদার্স ডে' হ্যাশট্যাগ (Happy Fathers Day)।

ফেসবুক প্রোফাইলে মনখারাপি রূপঙ্করের রবীন্দ্রসঙ্গীত-

সোশ্যাল মিডিয়ায় সদ্য একটি নতুন গান পোস্ট করেছেন তিনি। 'দিনের শেষে ঘুমের দেশে'। সেই গানে দেখা যাচ্ছে বয়স্ক মানুষদের, কখনও তাঁরা নিজেদের নিয়ে মেতে আছেন, আবার কখনও বয়সকে তুচ্ছ করে খোলা আকাশের নিচে মেতেছেন নাচের ছন্দে। রূপঙ্করের সেই ভিডিওতে হাজির হয়েছেন গায়ক স্বয়ংও। সোশ্যাল মিডিয়ায় রূপঙ্করের কমেন্টবক্স ভরছে প্রশংসায়। অভিনেতা সুজয়প্রসাদও প্রশংসা করেছেন তাঁর গানের।

ফাদার্স ডে-তে বাবাকে লিখছেন শাশ্বত-

সোশ্যাল মিডিয়ায় আজ বাবার একা ও নিজের সঙ্গে বেশ কিছু ছবি পোস্ট করেছেন শাশ্বত। বিভিন্ন বয়সের। ক্যাপশানে অভিনেতা লিখেছেন, 'হ্য়াপি ফাদার্স ডে বাপি। তুমি সবসময় আমার কাছে একজন আদর্শ ছিলে আর থাকবেও।' সাদা কালো ছবিতে ঝলমল করছেন নায়ক শুভেন্দু। নজর কাড়ছে তাঁর মুখের সেই হাসি।

বাবার কোলে ছোট্ট নুসরত-

এদিন নুসরত জাহান তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বাবার সঙ্গে ছোবেলার ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে বাবার কাঁধে চেপে পাণীয়তে চুমুক দিচ্ছেন ছোট্ট নুসরত। ছবিটি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, 'আমার জীবনের প্রথম হিরো। আমার বাবা। হ্যাপি ফাদার্স ডে।' অভিনেত্রীর ছবিতে ভালোবাসা প্রকাশ করেছেন সাধারণ নেট নাগরিক থেকে অন্যান্যরা। ছবিটির প্রশংসা করেছেন বেশিরভাগ নেট নাগরিক।

আরও পড়ুন - Kajal Aggarwal Birthday: ঐশ্বর্য রাইয়ের কোন ছবি দিয়ে অভিনয় শুরু করেন কাজল আগরওয়াল? জানুন অজানা তথ্য

ফাদার্স ডে-তে বাবার উদ্দেশে সোহম-

আজ 'ফাদার্স ডে'-তে সোশ্যাল মিডিয়ায় বাবার সঙ্গে একটি ছবি ভাগ করে নিয়েছেন সোহম। ক্যাপশানে সোহম লিখেছেন, 'বাপি, তুমি আমাদের সবার জীবনের মূল স্তম্ভটা। সবসময় সুস্থ থাকো, ভালো থাকো।'

খোলা চিঠি অপরাজিতার-

অপরাজিতা লিখছেন, 'ফাদার্স ডে-তে সবার পোস্ট দেখলে আমার খুব কষ্ট হয়, জানো বাবা! খুব রাগ-ও হয় এত তাড়াতাড়ি তুমি কেন চলে গেলে, কী জন্যে....! আমার কাছে তো তোমার আমার এই ছবিটা ছাড়া কোনও ছবিও নেই। তুমি তো জানো, আমাদের মতো পরিবারে, আজ থেকে তিরিশ বছর আগে ছবি তোলাটা একটা বিলাসিতা ছিল। যার সঙ্গে সামর্থে বা নিয়মে আমরা অভ্যস্ত ছিলাম না। তাই তোমার সঙ্গে আমার এই ৫ বছরের জন্মদিনের ছবি ছাড়া আর কোনও ছবি নেই। ভেবেছিলাম বড় হব, বিখ্যাত হব, তোমার সঙ্গে সব জায়গায় যাব। মঞ্চে তোমায় নিয়ে উঠে পুরস্কার নেব। সবাইকে বলব, 'my father is my inspiration'। তোমায় কত কিছু কিনে দেব। প্রথম গাড়ি কিনে তোমায় নিয়ে ঘুরতে যাব। প্রথম এয়ার কন্ডিশান তোমায় কিনে দেব। সব কিছুই হল। সব পেলাম। শুধু তোমায় ছাড়া... তোমায় তো কিছুই দিতে পারলাম না, দেখাতে পারলাম না। আমায় তুমি একা করে চলে যাওয়ার পর আমি সব কিছুর মধ্যে থেকেও একাই আছি। এটাই অভ্যেস। জানি অন্য কোথাও আছো, জানি আবার জন্ম নিয়েছ। খুব ভালো আছো হয়তো... কিন্তু আমার বাবা নেই। মায়ের অনেক দাবি ছিলো। মা দাবি দেখাতে জানেন অধিকার সম্বন্ধে সচেতন। তোমার সেইসব কিছুই ছিল না। তাই দাবিহীন একজন মানুষের এই দাবির পৃথিবীতে বেশিদিন জায়গা হল না। কিন্তু আমার সঙ্গে তো ঠিক হল না বলো বাবা। ঈশ্বর তো অন্যায় করেছে একটা ১৫ বছরের মেয়ের সঙ্গে। হয়ত পরে অনেক খেলনা দিয়ে ভোলানোর চেষ্টা করেছে। কিন্তু ক্ষতটা ভরে দিতে পারেনি। এখানে ভগবান ডাহা ফেল করেছে। কারণ আমার কাছে আমার বাবা, মায়ের থেকেও বড় এমনকি ঈশ্বরের থেকেও...

ফাদার্স ডে-তে মনখারাপি পোস্ট শ্রীলেখার-

আজ সোশ্যাল মিডিয়ায় বাবার সঙ্গে একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন শ্রীলেখা। কোনও ছবি তাঁর বিয়ের। বধূবেশে বাবাকে আগলে রয়েছেন শ্রীলেখা। কোনও ছবি আবার নিছক বাড়ির খুনসুটির। একরাশ স্মৃতির ছবি শেয়ার করে শ্রীলেখা লিখছেন, 'তোমায় প্রত্যেক দিন, প্রত্যেক মিনিট, প্রত্যেক ন্য়ানো সেকেন্ডে আমি মিস করি বাবা। তোমার কথা মনে পড়ে। তুমি চলে যাওয়ার পরে যেন আরও বেশি করে প্রতিটা দিন মনে পড়ে তোমায়। এখনও বিশ্বাস করি আমাদের আবার দেখা হবে। অপেক্ষায় আছি। আমার বাবা সবচেয়ে শক্ত, সবচেয়ে কঠিন, সবচেয়ে ভালো।'

ফাদার্স ডে-তে মহেশ ভট্টকে কে মনে রাখলেন?

এদিন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা ভট্ট তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বাবার ছবি এবং নেলসন ম্যান্ডেলার বইয়ের পাতা শেয়ার করে দীর্ঘ বার্তা দিয়েছেন বাবা মহেশ ভট্টর উদ্দেশে। তিনি লিখেছেন, 'নেলসন ম্যান্ডেলার থেকে উদ্ধৃতি ঋণ নিয়ে বলছি- আমার বাবা একজন দুর্দান্ত মানুষ। তার কারণ এটা নয় তিনি কতটা গুণী। তিনি কতটা প্রতিভাবান। কিংবা এই পৃথিবী যাকে সফল মানুষ হিসেবে দেখে, তেমন একজন বলে। আমি, শাহিন, আলিয়া এবং সানি প্রত্যেকে এইজন্য বাবাকে এত ভালোবাসি, তার কারণ, তিনিই আমাদের প্রেরণা, তিনিই আমাদের শক্তি। শুধুই তো বাবা নয়, জীবনের প্রত্যেকটা ধাপে সঠিকভাবে সুপরামর্শ দিয়ে আমাদের এগিয়ে নিয়ে গিয়েছেন তিনি। আমাদের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা স্মৃতি হৃদয়ের বড় কাছের। আমরা অতি সৌভাগ্যবান যে তুমিই আমাদের বাবা। হ্যাপি ফাদার্স ডে।'

কবে থেকে সম্প্রচারিত হবে 'কফি উইথ করণ'?

এদিন বলিউড পরিচালক ও প্রযোজক কর্ণ জোহর তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওটি তাঁর জনপ্রিয় চ্যাট শো 'কফি উইথ করণ'-এর সপ্তম সিজন সংক্রান্ত। ভিডিওটি আসলে একটি টিজার। কবে থেকে সম্প্রচারিত হবে 'কফি উইথ করণ সিজন ৭' তা জানিয়ে দিলেন এই টিজারের মাধ্যমে। টিজারে দেখা যাচ্ছে বলিউডের একাধিক তারকাকে। শাহরুখ খান, করিনা কপূর খান, প্রিয়ঙ্কা চোপড়া থেকে ঐশ্বর্য রাই বচ্চন কিংবা রণবীর কপূর। আবার সারা আলি খান, আলিয়া ভট্ট কিংবা নতুন প্রজন্মের তারকাদেরও দেখা যাচ্ছে টিজারে। মূলত তাঁর চ্যাট শো-তে আগে যাঁরা যাঁরা এসেছেন, তাঁদের সকলকে নিয়ে তৈরি হয়েছে এই টিজার। ভিডিও পোস্ট করে কর্ণ জোহর জানিয়ে দিলেন যে, আগামী ৭ জুলাই থেকে ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে সম্প্রচারিত হবে 'কফি উইথ করণ সিজন ৭'।

এবার হাতের মুঠোয় 'ভুলভুলাইয়া টু'-

সম্প্রতি বলিউড তারকা কার্তিক আরিয়ান তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'ভুলভুলাইয়া টু' ছবির ওটিটি প্ল্যাটফর্মে (OTT) সম্প্রচারিত হওয়ার কথা জানিয়েছেন। ইনস্টাগ্রাম হ্যান্ডলে তিনি লেখেন, ''ভুলভুলাইয়া টু'-এর জার্নি অসাধারণ ছিল। আরও উত্তেজনা অনুভব করছি যে, এই ছবি তার ঘর খুঁজে পেয়েছে 'নেটফ্লিক্স'-এ (Netflix)। নেটফ্লিক্সের মাধ্যমে সারা বিশ্বের সমস্ত দর্শক এবং আমার সমস্ত অনুরাগীদের আরও বিনোদন দেওয়া চালিয়ে যাব আমরা।' ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের পোস্ট অনুযায়ী জানা যায়, শনিবার পর্যন্ত 'ভুলভুলাইয়া টু' ব্যবসা করেছে ১৭৯.৩১ কোটি টাকার। মুক্তি পাওয়ার পর প্রথমদিন থেকে এই ছবি উল্লেখযোগ্য ব্যবসা করে। এরপরেও বেশ কয়েকটি বলিউড ছবি মুক্তি পেয়েছে। কিন্তু 'ভুলভুলাইয়া টু'-এর দাপটে সেগুলি বক্স অফিসে কার্যত মুখ থুবড়ে পড়েছে।

এই প্রথমবার বাবাকে ছাড়া ফাদার্স ডে কাটাচ্ছেন যে বলি নায়িকা-

চলতি বছরে বলিউডে একের পর এক তারকা প্রয়াত হয়েছেন। লতা মঙ্গেশকর থেকে শুরু করে সদ্য প্রয়াত কে কে। বলিউড অভিনেত্রী রবিনা ট্যান্ডন (Raveena Tandon) তাঁর বাবাকে হারিয়েছেন এই বছরই। তাই এই বছরের ফাদার্স ডে তাঁর কাছে অত্যন্ত দুঃখের। গত ১১ ফেব্রুয়ারি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বাবার সঙ্গে একাধিক ছবি পোস্ট করে জানান যে, তাঁর বাবা রবি ট্যান্ডন (Ravi Tandon) প্রয়াত হয়েছেন। ফাদার্স ডে-তে তিনি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে বাবার সঙ্গে প্রোফাইল ছবি দিয়েছেন। শুধু তাই নয়। ইনস্টাগ্রাম স্টোরিতে বাবার সঙ্গে কাটানো নানা ক্যামেরাবন্দি মুহূর্ত পোস্ট করেছেন ভিডিও আকারে। সঙ্গে হৃদয় ভাঙার ইমোজিও দিয়েছেন। বোঝাই যাচ্ছে, আজকের দিনটা তাঁর মনটা কতটা ভেঙে পড়েছে। ৮৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি।

মিমি চক্রবর্তীর ফাদার্স ডে পোস্ট-

এদিন মিমি চক্রবর্তী তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছোটবেলার একটি ছবি পোস্ট করেছেন। বাবার কোলে ছোট্ট মিমিকে দেখে চেনাই দায়। সোয়েটার আর টুপিতে সেজে বাবার সঙ্গে ক্যামেরায় পোজ দিয়েছেন অভিনেত্রী। সেই ছবি পোস্ট করে মিমি চক্রবর্তী লিখেছেন, 'পাপা মেরে পাপা'। অভিনেত্রী নানা সময়ই নিজের ছোটবেলার ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে চোখ রাখলে দেখা যাবে সেখানে নানা সময়ে পোস্ট করা হয়েছে বাবা-মায়ের সঙ্গে ছবি।

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Team India Flight: ঘরে ফেরার সময়েও নজির! বিশেষ রেকর্ড গড়ল রোহিত-বিরাটদের বিমানও
ঘরে ফেরার সময়েও নজির! বিশেষ রেকর্ড গড়ল রোহিত-বিরাটদের বিমানও
Hemant Soren: ফের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত, শপথ নিয়েই ভোটবার্তা, চম্পাই-অস্ত্রে শান বিজেপি-র
ফের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত, শপথ নিয়েই ভোটবার্তা, চম্পাই-অস্ত্রে শান বিজেপি-র
Narendra Modi in Space: মহাকাশ অভিযানে যাবেন মোদি! আশাবাদী ISRO প্রধান, কংগ্রেস বলল...
মহাকাশ অভিযানে যাবেন মোদি! আশাবাদী ISRO প্রধান, কংগ্রেস বলল...
Mamata Banerjee: এককালীন অবসরভাতা বেড়ে ৫ লক্ষ, প্যারা টিচার, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীদের সুখবর মমতার
এককালীন অবসরভাতা বেড়ে ৫ লক্ষ, প্যারা টিচার, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীদের সুখবর মমতার
Advertisement
ABP Premium

ভিডিও

Kolkata Municipality: মুখ্য়মন্ত্রীর বাড়ির কাছে সরকারি সম্পত্তি দখলমুক্ত করল কলকাতা পুরসভা। ABP Ananda LiveDengue In Bengal: বর্ষা আসতেই রাজ্য়ে ফিরেছে ডেঙ্গির ভয়! ABP Ananda LivePetrol Density: গাড়িতে তেল ভরার সময় কোন কোন বিষয়ে নজর রাখা দরকার? না রাখলে কী ক্ষতি হতে পারে?Bhupatinagar Incident: ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে প্রথম চার্জশিটেই বিস্ফোরক দাবি NIA-র! ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Team India Flight: ঘরে ফেরার সময়েও নজির! বিশেষ রেকর্ড গড়ল রোহিত-বিরাটদের বিমানও
ঘরে ফেরার সময়েও নজির! বিশেষ রেকর্ড গড়ল রোহিত-বিরাটদের বিমানও
Hemant Soren: ফের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত, শপথ নিয়েই ভোটবার্তা, চম্পাই-অস্ত্রে শান বিজেপি-র
ফের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত, শপথ নিয়েই ভোটবার্তা, চম্পাই-অস্ত্রে শান বিজেপি-র
Narendra Modi in Space: মহাকাশ অভিযানে যাবেন মোদি! আশাবাদী ISRO প্রধান, কংগ্রেস বলল...
মহাকাশ অভিযানে যাবেন মোদি! আশাবাদী ISRO প্রধান, কংগ্রেস বলল...
Mamata Banerjee: এককালীন অবসরভাতা বেড়ে ৫ লক্ষ, প্যারা টিচার, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীদের সুখবর মমতার
এককালীন অবসরভাতা বেড়ে ৫ লক্ষ, প্যারা টিচার, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীদের সুখবর মমতার
West Bengal Assembly: আমাদের দুর্বল ভাবা ভুল', রাজ্যপালকে নিশানা বিমানের, শপথ জটিলতার মধ্যে কাল বিশেষ অধিবেশন
আমাদের দুর্বল ভাবা ভুল', রাজ্যপালকে নিশানা বিমানের, শপথ জটিলতার মধ্যে কাল বিশেষ অধিবেশন
Bihar Bridge Collapse: ধসে নেমে গেল মাঝের অংশ, নদীতে বসে গেল থাম, বিহারে ফের ভাঙল সেতু, ১৭ দিনে ১২টি
ধসে নেমে গেল মাঝের অংশ, নদীতে বসে গেল থাম, বিহারে ফের ভাঙল সেতু, ১৭ দিনে ১২টি
Brain Eating Amoeba: মস্তিষ্ক খেকো অ্যামিবার সংক্রমণ, পুকুরে স্নান করে চরম পরিণতি কিশোরের
মস্তিষ্ক খেকো অ্যামিবার সংক্রমণ, পুকুরে স্নান করে চরম পরিণতি কিশোরের
Team India Victory Parade Live: বৃষ্টি ও ট্রাফিকের জন্যই পিছিয়ে যাচ্ছে প্যারেডের সময়, এখনও বিমানবন্দরেই রোহিতরা
বৃষ্টি ও ট্রাফিকের জন্যই পিছিয়ে যাচ্ছে প্যারেডের সময়, এখনও বিমানবন্দরেই রোহিতরা
Embed widget