এক্সপ্লোর

Top Entertainment News Today: টলিউড থেকে বলিউড, একনজরে আজকের সেরা বিনোদনের খবর

বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? চোখ বুলিয়ে নেওয়া যাক সেরা খবরগুলিতে (Top Entertainment News Today)।

কলকাতা: বলিউড থেকে টলিউড। কোথাও নতুন ছবির ঘোষণা হল তো কোথাও ছবির সাফল্য কিংবা ব্যর্থতা নিয়ে মুখ খুললেন তারকারা। বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? চোখ বুলিয়ে নেওয়া যাক সেরা খবরগুলিতে (Top Entertainment News Today)।

থিয়েটারের মঞ্চে একটা খুন, আবিরের সন্দেহের তালিকায় পাওলি, অর্ণ আর কে?

থিয়েটার। বিনোদনের মঞ্চ। শখ করে থিয়েটারই দেখতে গিয়েছিলেন ব্যোমকেশ বক্সী। নেহাৎ বিনোদনের জন্যই। কিন্তু সেই মঞ্চে, দর্শক ভরা প্রেক্ষাগৃহেই যে একটা খুন ঘটে যাবে কে জানত? মুক্তি পেল অরিন্দম শীল (Arindam Sil)-এর নতুন ছবি 'ব্যোমকেশ হত্যামঞ্চ' (Byomkesh Hatyamancha)-র ট্রেলার। আগামী ১১ অগাস্ট বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি। ছবির মুখ্যভূমিকায় দেখা যাবে আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee), সোহিনী সরকার (Sohini Sarkar), পাওলি দাম (Paoli Dam), সুহোত্র মুখোপাধ্যায় (Suhorta Mukhopadhay), অর্ণ মুখোপাধ্যায় (Arno Mukherjee) ও অন্যান্যরা। ছবির গল্প লিখেছেন থুড়ি শেষ করেছেন অরিন্দম শীল (Arindam Sil) খোদ ও পদ্মনাভ দাশগুপ্ত (Padmanabha Dasgupta)। আজ্ঞে হ্যাঁ, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় (Saradindu Bandhopadhay) ব্যোমকেশের লেখক হলেও তাঁর লেখনিতে অসমাপ্ত ছিল এই গল্প। তাকেই শে। করেছেন অরিন্দম ও পদ্মনাভ। 

এবার বড়পর্দায় আসছে 'কালকক্ষ'-

দীর্ঘ অপেক্ষার অবসান। অবশেষে মুক্তি পেল 'কালকক্ষ (হাউস অফ টাইম)'-এর ট্রেলার (Kalkokkho Trailer)। অঞ্জন বসু নিবেদিত, শর্মিষ্ঠা মাইতি রাজদীপ পাল পরিচালিত, অরোরা ফিল্ম কর্পোরেশনের আসন্ন ছবি 'কালকক্ষ' (হাউস অফ টাইম) ঘিরে বাংলা সিনে প্রেমীদের উদ্দীপনা বহুদিনের! সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে গত ২৭ জুলাই প্রকাশ্যে এল 'কালকক্ষ' ছবির ট্রেলার। ঘোষণা হল ছবির মুক্তির তারিখ (Release Date Announced)। 

'শত্রু'-র স্মৃতি উস্কে শুভঙ্কর সান্যাল হয়ে ফের পর্দায় ফিরছেন রঞ্জিত মল্লিক-

ফের একবার পর্দায় রঞ্জিত মল্লিক ম্যাজিক (Ranjit Mallick)। ফের সেই চেনা নামের নস্ট্যালজিয়া। শুভঙ্কর সান্যাল। এই নামেই সুপারহিট 'শত্রু' (Sotru)-ছবিতে পরিচিত হয়েছিলেন রঞ্জিত মল্লিক। ৪০ বছর পরে সেই নামেই পর্দায় ফিরছেন। ছবির নাম 'অপরাজেয়'। শ্যাম দাগার কাহিনি ও প্রযোজনায় মোজোটেল এন্টারটেনমেন্ট ও দিব্যা ফিল্মসের ছবিটি মুক্তি পাবে পুজোর আগেই। নেহাল দত্তর পরিচালনায় পর্দায় ফিরছেন রঞ্জিত মল্লিক। সেই পুরনো মেজাজেই নাকি দেখা যাবে তাঁকে। রঞ্জিত মল্লিক ছাড়াও এই ছবিতে দেখা যাবে সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee), লাবণী সরকার (Laboni Sarkar),  সুমিত গঙ্গোপাধ্য়ায় (Sumit Ganguly), মৃণাল মুখোপাধ্যায় (Mrinal Mukherjee), ফাল্গুনী চট্টোপাধ্যায় (Falguni Chatterjee) , সায়ন বন্দ্যোপাধ্যায় (Sayan Banerjee),  ওরিন (Orin) , গোপাল তালুকদার (Gopal Talukdar) প্রমুখ।

মেলবোর্নের চলচ্চিত্র উৎসবে জাতীয় পতাকা উত্তোলন অভিষেক বচ্চন, কপিল দেবের-

মেলবোর্নে (Melbourne) ভারতীয় চলচ্চিত্র উৎসবে (Indian Film Festival) এবার জাতীয় পতাকা উত্তোলন হবে বলিউড তারকা অভিষেক বচ্চন (Actor Abhishek Bachchan) ও ক্রিকেট তারকা, ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক কপিল দেবের (former Indian captain Kapil Dev) হাতে। ভারতের স্বাধীনতার ৭৫তম বর্ষ (75th Independence day) উদযাপনেই এই বিশেষ আয়োজন।

আরও পড়ুন - Ayesha Jhulka Birthday: 'খিলাড়ি' নায়িকা আয়েশা জুলকার এখনকার ছবি দেখেছেন? চিনতে পারবেন তো?

লড়াই জিততে পারবে 'লক্ষ্মী ছেলে'?

বিজ্ঞান না বিশ্বাস? মানুষ না দেবতা? ৪৫ সেকেন্ডের টিজার জুড়ে শুধুই স্তোস্ত্রপাঠ, ধ্বজা, শঙ্খধ্বনি, আর চিকিৎসা বিজ্ঞান-হাসপাতালের ঘরের এক অদ্ভুত মেলবন্ধন। এই গল্প কী.. তার আঁচ পাওয়া না গেলেও টিজার জুড়ে একমুঠো প্রশ্ন আর আকর্ষণ ছড়িয়ে গেল 'লক্ষ্মী ছেলে'। বিজ্ঞান না বিশ্বাস? মানুষ না দেবতা? ৪৫ সেকেন্ডের টিজার জুড়ে শুধুই স্তোস্ত্রপাঠ, ধ্বজা, শঙ্খধ্বনি, আর চিকিৎসা বিজ্ঞান-হাসপাতালের ঘরের এক অদ্ভুত মেলবন্ধন। এই গল্প কী.. তার আঁচ পাওয়া না গেলেও টিজার জুড়ে একমুঠো প্রশ্ন আর আকর্ষণ ছড়িয়ে গেল 'লক্ষ্মী ছেলে'। 

যে উরফিকে নিয়ে উত্তাল নেট দুনিয়া, তাঁর পরিবারের সদস্যদের দেখেছেন?

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে মা, ভাই, বোনদের সঙ্গে ছবি পোস্ট করেছেন উরফি জাভেদ। না, তাঁরা কেউই কোনও অদ্ভূত পোশাক পরে ক্যামেরায় পোজ দেননি। বরং, একেবারে আর পাঁচটা পরিবারের মতোই ভাই, বোন, মায়ের সঙ্গে দেখা যাচ্ছে উরফিকে। নেট দুনিয়ার সেনসেশন উরফিরা চার বোন ও এক ভাই। তাঁর বোনেদের নাম, উরুশা জাভেদ, আসফি জাভেদ এবং ডলি জাভেদ। তাঁর মা জাকিয়া সুলতানা। এবং তাঁর ভাই সমীর আসলাম। মা, ভাই, বোনেদের সঙ্গে হলুদ একটি পোশাকে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন উরফি। ছবিতে কমেন্টে ভরিয়েছেন নেট নাগরিকরা।

'শামশেরা'র অসাফল্য নিয়ে মুখ খুললেন পরিচালক কর্ণ মলহোত্র-

'শামশেরা'র পরিচালক কর্ণ মলহোত্র (Karan Malhotra) ট্যুইটারে একটি দীর্ঘ পোস্ট করেছেন। সেখানে নিজের চলচ্চিত্রের ব্যর্থতার কথা তুলে ধরেছেন। নিজের ছবির পক্ষ নিয়ে তিনি বলেছেন, 'আমার প্রিয় "শামশেরা", তুমি যেভাবে আছ সেভাবেই মহিমান্বিত। এই প্ল্যাটফর্মে নিজেকে প্রকাশ করা আমার জন্য গুরুত্বপূর্ণ কারণ এখানেই তোমার জন্য সমস্ত ভালবাসা, ঘৃণা, উদযাপন এবং অপমান বিদ্যমান।'

আসছে 'ধোকা রাউন্ড ডি কর্নার'-

মুক্তির অপেক্ষায় 'ধোকা রাউন্ড ডি কর্নার' (Dhoka Round D Corner)। ছবির নির্মাতারা একটি অ্যানিমেটেড (Animated Video) ভিডিও-সহ ছবির মুক্তির তারিখ (Release Date) ঘোষণা করলেন। প্রতিশ্রুতি দিলেন দর্শকদের এক সন্দেহজনক যাত্রায় নিয়ে যাওয়ার। প্রকাশ্যে এল ছবির প্রথম কিছু ঝলক। 'ধোকা রাউন্ড ডি কর্নার' ছবিতে অভিনয় করেছেন আর. মাধবন, অপারশক্তি খুরানা, দর্শন কুমার ও খুশালি কুমারকে। কুকি গুলাটি পরিচালিত ছবিটি মুক্তি পাবে ২৩ সেপ্টেম্বর।

টাইগার-দিশার ব্রেকআপ নিয়ে মুখ খুললেন জ্যাকি শ্রফ-

সাক্ষাৎকারে জ্যাকি শ্রফ বলেন, 'ওরা (টাইগার ও দিশা) সবসময়ই একে অপরের বন্ধু ছিল। আজও ওদের মধ্যে বন্ধুত্ব একইরকম রয়েছে। আমি ওদের একসঙ্গে নানা জায়গায় যেতে দেখেছি। তবে, আমি আমার ছেলের প্রেমজীবনে চোখ রাখিনি একেবারেই (হাসতে হাসতে বলেন)। এটাই এই প্রসঙ্গে আমার বলার। ওদের ব্যক্তিগত জীবন ওরাই জানে। তবে, আমি এটা মনে করি যে, ওরা যেমন বন্ধু ছিল, তেমনই আছে। কাজের পাশাপাশি ওরা নিজেদের মধ্যে সময়ও কাটায়।'

বনি-কৌশানির নতুন ছবির শ্যুটিং শুরু, সঙ্গে কৌশিক-চূর্ণীও-

আজ থেকে শুরু হল 'শুভ বিজয়া' (Subha Bijoya) ছবির শ্যুটিং। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ক্ল্যাপস্টিক হাতে ছবি শেয়ার করে নিয়েছেন কৌশানী অন্যান্য অভিনেতারা। জানিয়েছেন, আজ থেকেই ছবির শ্যুটিং শুরু হয়েছে। একটি বিবাহিত জুটির ভূমিকায় অভিনয় করবেন বনি ও কৌশানী। আর এই প্রথমবার পর্দায় একসঙ্গে দেখা যাবে কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) ও চূর্ণী গঙ্গোপাধ্যায় (Churni Ganguly)। পরিচালক রোহন সেন (Rohan Sen)-এর পরিচালনায় আসছে নতুন ছবি 'শুভ বিজয়া' (Subha Bijoya)। এই ছবির সৌজন্যেই স্বামী-স্ত্রী হিসেবে দর্শক পর্দায় দেখবেন কৌশিক ও চূর্ণিকে।

করিশ্মা কপূরের সঙ্গে নতুন ছবির শ্যুটিং সারতে মুম্বই পাড়ি আরিয়ানের-

'ব্রাউন'-এর শ্যুটিং করতে ফের মুম্বই পাড়ি আরিয়ান ভৌমিকের (Aryann Bhowmick)। সোশ্যাল মিডিয়ায় বিমানবন্দর থেকে ছবি শেয়ার করে তিনি নিজেই জানালেন, করিশ্মা কপূর (Karishma Kapoor)-এর সঙ্গে শ্যুটিং করতে মুম্বই যাচ্ছেন তিনি। 

একসঙ্গে বারাণসী পাড়ি দেবেন দেব-মিঠুন-

গোটা কলকাতার বিভিন্ন জায়গা ঘুরে ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে নতুন ছবি 'প্রজাপতি' (Projoapoti)-র শ্যুটিং। আর এবার বারাণসী (Benarash)-এ পাড়ি দেবে দেব (Dev), মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty), শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharyya) সহ গোটা টিম। 

'বিগ বস ১৬'র অন্দরমহলের ছবি ফাঁস-

সম্প্রতি নেট দুনিয়ায় জনৈক নেট নাগরিকের সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে 'বিগ বস'-এর অন্দরমহলের বেশ কিছু ছবি। প্রতিটি ছবিতেই দাবি করা হয়েছে যে, সেগুলি 'বিগ বস ১৬'-এর অন্দরমহলের ছবি। ছবিতে দেখা যাচ্ছে, অ্যাকোয়া স্টাইলে সেজে উঠছে বিগ বসের ঘর। সোনালী ও নীলের নানা কারুকাজে বিগ বসের ঘর যেন সমুদ্রের নিচের শোভা দিচ্ছে। যদিও 'বিগ বস' নির্মাতাদের পক্ষ থেকে কিংবা 'বিগ বস'-এর অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে এমন কোনও ছবি পোস্ট করা হয়নি। কিংবা, এই ছবির সত্যতা স্বীকার করা হয়নি।

'ডাঙ্কি' ছবির সেট থেকে শাহরুখ-তাপসীর ফার্স্ট লুক ফাঁস-

সম্প্রতি নেট দুনিয়ায় বেশ কয়েকজন নেট নাগরিক বেশ কিছু ছবি পোস্ট করেছেন। ছবিগুলিতে দেখা যাচ্ছে শাহরুখ খান ও তাপসী পান্নুকে। ছবিগুলি পোস্ট করে বলা হচ্ছে, সেগুলি 'ডাঙ্কি' ছবির সেট থেকে। যদিও নির্মাতাদের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ছবি সম্পর্কে কিছু জানা হয়নি। অথবা অফিশিয়ালি কোনও ছবি পোস্ট করা হয়নি। ছবিতে শাহরুখ খানকে দেখা যাচ্ছে চেক শার্ট, লাল রঙের একটি জ্যাকেট ও জিনসে। অন্যদিকে, তাপসী পান্নু পরেছেন গোলাপি রঙের একটি পুলওভার। তাপসীর পিঠে রয়েছে ব্যাগ। কিং খানের সঙ্গেও রয়েছে ব্যাগ। ছবি প্রকাশ্যে আসতেই কিং খানের অনুরাগীরা অত্যন্ত উচ্ছ্বসিত। দীর্ঘদিন পরে তাঁরা প্রিয় অভিনেতাকে পর্দায় দেখতে চলেছেন। তাই তাঁদের উচ্ছ্বাস স্বাভাবিকভাবেই অনেকটা বেশি। কিং খানের ছবিতে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন তাঁরা।

কী কারণে ব্যর্থ 'শামশেরা'? মুখ খুললেন সঞ্জয় দত্ত-

সম্প্রতি সঞ্জয় দত্ত 'শামশেরা'র ব্যর্থতা নিয়ে লেখেন, 'একটা ছবি তৈরি হয় অভিনয়ের প্যাশন থেকে। গল্প বলার প্যাশন। যে চরিত্রগুলোকে আপনারা কখনও দেখেননি, তাঁদের বাস্তব জীবনের কাছে তুলে ধরার। 'শামশেরা' এমনই একটি পরিশ্রম যা আমরা করেছি। এটা এমনই একটা ছবি যা তৈরি হয়েছে রক্ত, ঘাম, চোখের জল দিয়ে। এটা একটা স্বপ্ন যা আমরা পর্দায় দেখিয়েছি। ছবি তৈরি হয় দর্শকদের জন্য। আর প্রতিটা ছবিই নিজের দর্শক খুঁজে পায়। কখনও তা তাড়াতাড়ি, কখনও তা দেরিতে।'

এবার কি হলিউডে রণবীর সিংহ?

বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গিয়েছে, হলিউডের প্রথম সারির এক পরিচালকের সঙ্গে কাজ করতে চলেছেন রণবীর সিংহ। তাঁকে শীঘ্রই হলিউডের এক ওয়েব সিরিজে দেখা যেতে চলেছে। ঘনিষ্ঠ সূত্রে খবর, 'রণবীরের জন্য এটা একটা বড় সুযোগ। বিগ বাজেট অ্যাকশনধর্মী সিরিজের জন্য প্রস্তাব গিয়েছে তাঁর কাছে। হলিউডের অ্যাকশন সুপারস্টার হিসেবে রণবীরকে দেখা যাওয়ার একটা বড় প্রোজেক্ট সামনে আসতে চলেছে। দীর্ঘদিন ধরে তিনি যে পারফর্ম করে আসছেন, তার উপর নির্ভর করেই সেই প্রস্তাব গিয়েছে তাঁর কাছে। ভারতে পপ কালচারের বিভিন্ন দিক তিনি তুলে ধরেছেন। ভারতীয়রা ছাড়াও আমরা সকলেই জানি যেভাবে তিনি নিজের জীবন যাপন করেন।'

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live: জিনতের জঙ্গল সফর শেষ হতে না হতেই ফের বাঘের ভয়! রয়্যাল বেঙ্গল-আতঙ্কে কাঁটা গ্রামবাসীরা
জিনতের জঙ্গল সফর শেষ হতে না হতেই ফের বাঘের ভয়! রয়্যাল বেঙ্গল-আতঙ্কে কাঁটা গ্রামবাসীরা
Digital Arrest: ৪০ ঘণ্টা টানা ডিজিটাল অ্যারেস্ট, স্ক্যামারদের কাছে কাঁদছিলেন এই জনপ্রিয় ইউটিউবার, প্রকাশ্য়ে এল ভিডিয়ো
৪০ ঘণ্টা টানা ডিজিটাল অ্যারেস্ট, স্ক্যামারদের কাছে কাঁদছিলেন এই জনপ্রিয় ইউটিউবার, প্রকাশ্য়ে এল ভিডিয়ো
Mamata Banerjee Birthday: মমতাকে জন্মদিনের শুভেচ্ছা মোদির, লিখলেন, 'দীর্ঘায়ু হোন, সুস্থ থাকুন'
মমতাকে জন্মদিনের শুভেচ্ছা মোদির, লিখলেন, 'দীর্ঘায়ু হোন, সুস্থ থাকুন'
OYO Hotel Booking: অবিবাহিত যুগলদের হোটেলে 'নো এন্ট্রি', চেক ইনে লাগবে এই নথি  
অবিবাহিত যুগলদের হোটেলে 'নো এন্ট্রি', চেক ইনে লাগবে এই নথি  
Advertisement
ABP Premium

ভিডিও

Bangladesh: তারিকুলকে হেফাজতে পেল বেঙ্গল STF, ৭ দিনের হেফাজতRecruitment Scam: নিয়োগ দুর্নীতি মামলায় চার্জগঠন, মানিক ভট্টাচার্যের সঙ্গে বিচারকের কথা কাটাকাটিCPIM News: দেগঙ্গায় কৃষি সমবায় ব্যাঙ্কের নির্বাচনে জয়ী বামেরা, প্রার্থীই দিতে পারেনি তৃণমূলHMPV News: কতটা ভয়াবহ হতে পারে HMPV? কী বলছেন চিকিৎসকরা? ABP Ananda live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live: জিনতের জঙ্গল সফর শেষ হতে না হতেই ফের বাঘের ভয়! রয়্যাল বেঙ্গল-আতঙ্কে কাঁটা গ্রামবাসীরা
জিনতের জঙ্গল সফর শেষ হতে না হতেই ফের বাঘের ভয়! রয়্যাল বেঙ্গল-আতঙ্কে কাঁটা গ্রামবাসীরা
Digital Arrest: ৪০ ঘণ্টা টানা ডিজিটাল অ্যারেস্ট, স্ক্যামারদের কাছে কাঁদছিলেন এই জনপ্রিয় ইউটিউবার, প্রকাশ্য়ে এল ভিডিয়ো
৪০ ঘণ্টা টানা ডিজিটাল অ্যারেস্ট, স্ক্যামারদের কাছে কাঁদছিলেন এই জনপ্রিয় ইউটিউবার, প্রকাশ্য়ে এল ভিডিয়ো
Mamata Banerjee Birthday: মমতাকে জন্মদিনের শুভেচ্ছা মোদির, লিখলেন, 'দীর্ঘায়ু হোন, সুস্থ থাকুন'
মমতাকে জন্মদিনের শুভেচ্ছা মোদির, লিখলেন, 'দীর্ঘায়ু হোন, সুস্থ থাকুন'
OYO Hotel Booking: অবিবাহিত যুগলদের হোটেলে 'নো এন্ট্রি', চেক ইনে লাগবে এই নথি  
অবিবাহিত যুগলদের হোটেলে 'নো এন্ট্রি', চেক ইনে লাগবে এই নথি  
Gold Price : HMPV ভাইরাসের প্রভাব সোনার দামে, সপ্তাহের শুরুতেই কমল রেট, আজ নিলে কততে পাবেন ?
HMPV ভাইরাসের প্রভাব সোনার দামে, সপ্তাহের শুরুতেই কমল রেট, আজ নিলে কততে পাবেন ?
Stock Market Crash : ভারতে HMPV ভাইরাসের থাবা ! ১২০০ পয়েন্ট ধস সেনসেক্সে, এখনই বেরোবেন ? 
ভারতে HMPV ভাইরাসের থাবা ! ১২০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এখনই বেরোবেন ? 
EasyMyTrip Share Price: কয়েক ঘণ্টায় ১৫ শতাংশ ছুঁল এই শেয়ার, বড় খবর বাজারে
কয়েক ঘণ্টায় ১৫ শতাংশ ছুঁল এই শেয়ার, বড় খবর বাজারে
Fixed Deposit: নতুন বছরে বড় উপহার দিল SBI এবং HDFC, ফিক্সড ডিপোজিটে এই গ্রাহকরা পাবেন বেশি সুদ
নতুন বছরে বড় উপহার দিল SBI এবং HDFC, ফিক্সড ডিপোজিটে এই গ্রাহকরা পাবেন বেশি সুদ
Embed widget