(Source: ECI/ABP News/ABP Majha)
Top Entertainment News Today: বলিউড থেকে টলিউড, একনজরে আজকের সেরা বিনোদনের খবর
বলিউড থেকে টলিউড। বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? একনজরে দেখে নিন সেরা খবরগুলি (Top Entertainment News Today)।
কলকাতা: বলিউড থেকে টলিউড। বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? একনজরে দেখে নিন সেরা খবরগুলি (Top Entertainment News Today)।
১৪ ও ১৫ অগাস্ট দূরদর্শনে দেখানো হবে শ্রী অরবিন্দর ওপর তৈরি তথ্যচিত্র-
শ্রী অরবিন্দের ১৫০তম জন্মতিথি (150th anniversary of Sri Aurobindo) ও ভারতের স্বাধীনতার ৭৫তম বর্ষ (75th anniversary of India’s Independence) উপলক্ষ্যে দূরদর্শনে দেখানো হবে ইংরেজির 'দ্য ট্রান্সফর্মেশন' (The Transformation) ও হিন্দির 'নয়া জন্ম' (Naya Janma) ছবি দুটি যথাক্রমে ১৪ ও ১৫ অগাস্ট। ছবিটি মোটামুটি ৫৪ মিনিট দীর্ঘ।
প্রকাশ্যে 'কলকাতা চলন্তিকা'র প্রথম গান-
'গীতবিতান এর দিব্যি' (Geetabitaner Dibbi) নিয়েই শুরু হল পাভেলের (Pavel) আগামী ছবি 'কলকাতা চলন্তিকা'র (Kolkata Chalantika) সুরযাত্রা। মুক্তি পেল ছবির প্রথম গান। নাম 'গীতবিতান এর দিব্যি'। সঙ্গীত পরিচালনায় রণজয় ভট্টাচার্য (Ranajoy Bhattacharjee)।
প্রকাশ্যে 'হামি ২'-এর পোস্টার-
এই বছরেই আসছে 'হামি ২'। বড়দিনে বড়পর্দায় দেখা মিলবে 'ভুটু ভাইজান'-এর। ২৩ ডিসেম্বর মুক্তি পাবে 'হামি ২'। তার আগে মুক্তি পেল ছবির প্রথম পোস্টার। এই ছবির পোস্টারে রইল অ্যানিমেশনে শিশুদের ছোঁয়া। চাঁদ-তারা-মেঘের মাঝে শিশুদের হাসির ভেলা। সাজপোশাক দেখে আন্দাজ, এই ছবিতে কি তবে মিলবে সাম্প্রদায়িক সম্প্রীতির আভাস?
বন্ধুত্বের গল্প বলতে আসছে সূরজ বরজাতিয়ার 'উঁচাই'-
নিজের আগামী ছবির প্রথম পোস্টার শেয়ার করলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। 'উঁচাই' ছবিতে বিগ বি-কে অনুপম খের (Anupam Kher), বোমন ইরানির (Boman Irani) সঙ্গে দেখা যাবে। সূরজ বরজাতিয়া পরিচালিত এই ছবি বলবে বন্ধুত্বের গল্প। ফলে ছবির পোস্টার রিলিজ করার এর থেকে ভাল দিন হতেই পারত না।
আরও পড়ুন - Raksha Bandhan: আগামী ছবি 'রক্ষা বন্ধন'-এর প্রচারে কলকাতা অক্ষয় কুমার, দেখুন ছবি
সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্টে আবেগঘন অপরাজিতা আঢ্য-
এদিন ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'আজ রাত পোহালেই কেটে গেলো, ২৫ বছরের বিবাহিত জীবন। ওঠা পড়া আছে কিন্তু প্রতিঘাত নেই দিন গুলো কি ভাবে যে গেলো বুঝলামি না এই বাড়িতেই বয়সে ছোট্ট একটা মেয়ে কিন্তু সম্পর্কে সবার বড় সে আজ সত্যি সত্যিই সবার বড়ই হয়ে গেলো। যখন পরিবার টি তে এসে ছিলাম তখন আমায় নিয়ে আমরা ছিলাম চার জন... আজ আমরা গোটা পরিবার মিলে ১০০ জনের কিছু বেশি গুনতে নেই রোজই সংখ্যা টা বাড়ে তো তাও তো শ্বশুর মশাই আর দিদি শাশুড়ি চলে গেলেন এত তাড়াতাড়ির কি ছিল বাপু বুঝিনা। অনেক শিখেছি তার থেকেও বেশি পেয়েছি পাচ্ছি পেয়ে পেয়ে বুঝছি এখন সংসারে হিরো একজন ই হয় যে পুরোটাই কাঁধে নিয়ে হাঁটে সে হলো আমার শাশুড়ি মা নিজের ভালো লাগার থেকেও আমার ভালো লাগা নিয়ে উনি সদাই চিন্তিত কি আমার ভালো লাগলো না, কি আমি খেলাম না, সারাক্ষন.. কোনো দিনই ক্লান্তি দেখলাম না.... আমি যখন বলি মা আমার জন্য তোমার খুব জ্বালা উনি বলেন লক্ষী যেখানে ঝক্কি সেখানে..... তাই তো মা লক্ষ্মী আমাদের কুল দেবী..... ভাবছেন এত কিছু বললাম বর মশাই এর ব্যাপারে কিছু তো বললাম না ২৫ বছরের বিবাহ বার্ষিকী তে। ওটা নাহয় আমার মনেই থাক আর আপনারা ভেবেই নিন যার মা এরকম তার ছেলে কেমন হতে পারে..... আমাদের আশীর্বাদ করুন আমরা যেনো সবাই মিলে এমনি হেসে খেলে থাকতে পারি..... গুরু কৃপাহি কে বলম।' (অপরিবর্তিত)
প্রকাশ্যে এল অনুভব সিনহার 'মিডল ক্লাস লভ' ট্রেলার-
অনুভব সিনহার (Anubhav Sinha) প্রযোজনা সংস্থা 'বেনারস মিডিয়া'র (Benaras Media) নতুন প্রজেক্ট 'মিডল ক্লাস লভ'-এর (Middle Class Love) ট্রেলার (trailer) এল প্রকাশ্যে। রত্না সিনহার পরিচালনায় এই ছবির সঙ্গে তিন নতুন মুখ আত্মপ্রকাশ করছে বলিউডে (Bollywood)। এই ছবিতে দেখা যাবে 'মাসকা' অভিনেতা প্রীত কামানি (Prit Kamani), ইশা সিংহ (Eisha Singh) ও কাব্যা থাপরকে (Kavya Thapar)। সেই সঙ্গে মনোজ পাওয়াকে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে।
বদলে গেল ক্যাটরিনা-বিজয়ের 'মেরি ক্রিসমাস' ছবির শ্যুটিং লোকেশন-
'মেরি ক্রিসমাস' ছবির শ্যুটিং চলছিল পরিচালক লভ রঞ্জনের (Luv Ranjan) সেটের পাশে। দিন কয়েক আগে লভ রঞ্জন পরিচালিত, রণবীর কপূর (Ranbir Kapoor) ও শ্রদ্ধা কপূর (Shraddha Kapoor) অভিনীত ছবির সেটে আগুন লেগে যায়। চিত্রকূট স্টুডিওর দুর্ঘটনায় প্রাণও যায় এক ব্যক্তির। আর তার ঠিক পাশের সেটেই চলছি 'মেরি ক্রিসমাস' ছবির শ্যুটিং। এই দুর্ঘটনার পর, 'মেরি ক্রিসমাস' ছবির প্রযোজক রমেশ তুরানি সিদ্ধান্ত নিয়েছেন যে চিত্রকূট স্টুডিও থেকে সরে অন্যত্র হবে ছবির শ্যুটিং। তিনি জানিয়েছেন যে দমকল ও পুলিশ আধিকারিকেরা এই স্টুডিওটা পুরোপুরি সিল করে দিয়েছে। ফলে সেখান থেকে তাঁরা সেট ভেঙে ফেলেছেন। এবার অন্য স্টুডিওয় হবে শ্যুটিং। ছবির বাকি অংশের শ্যুটিং হবে মুম্বইয়ের বৃন্দাবন স্টুডিওয়।
প্রকাশ্যে 'দিল্লি ক্রাইম সিজন ২' ট্রেলার-
বহু প্রতীক্ষার অবসান। মুক্তি পেল নেটফ্লিক্সের (Netflix) জনপ্রিয় সিরিজ 'দিল্লি ক্রাইম'-এর দ্বিতীয় সিজনের ট্রেলার (Delhi Crime Season 2 Trailer)। প্রথম সিজন সাড়া ফেলেছিল রীতিমতো। জিতেছিল আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ড (International Emmy Awards)। ফলে তার দ্বিতীয় ভাগ নিয়েও উত্তেজনা ছিল চরমে। এই সিজনেও ডিসিপি বর্তিকা চতুর্বেদীর (DCP Vartika Chaturvedi) চরিত্রে পুনরায় দেখা যাবে শেফালি শাহকে (Shefali Shah)। ভারতের রাজধানীর বুকে ঘটে যাওয়া আরও এক অপরাধের তদন্ত করবেন তিনি।
নেপোটিজম নিয়ে মুখ খুললেন শ্রুতি হাসান-
নেপোটিজম প্রসঙ্গে কথা বলতে গিয়ে শ্রুতি হাসান নিজের পদবিকে 'ডিজাইনার হ্যান্ডব্যাগ' নামে বলছেন। যা তাঁকে দেওয়া হয়েছে। অভিনেত্রী বলছেন, 'আমি খুবই কৃতজ্ঞ যে উপহারস্বরূপ আমি এটা পেয়েছি। আমার কাছে আমি এটা বিনামূল্যে পেয়েছি। আর এটা আমি নিজের মতো করে ব্যবহার করেছি। আমাকে সেই স্বাধীনতাটাও দেওয়া হয়েছে যে আমি নিজের মতো করে যা কিছু করতে পারি। আর তার জন্য়ও আমি কৃতজ্ঞ। আমি এটাও বুঝি যে পদবি অনেক রাস্তা খুলে দেয়। সেই পদবি ব্যবহার করে আমি নিজের চিহ্ন রেখে যেতে পারি। কিন্তু সেই চিহ্ন নিজেকেই তৈরি করতে হয়। আর পরিশ্রম প্রত্যেকের মতোই করতে হয়। গর্বের সঙ্গে আজ আমি এটা বলতে পারি যে, কাউকে এমন কোনও ফোন পেতে হয়নি আর শুনতে হয়নি যে, 'তুমি কি আমার মেয়েকে কাস্ট করবে?' তাই যা করতে হয়েছে নিজেকেই করতে হয়েছে।'
অনুরাগীর উপর মারাত্মক রেগে গেলেন শাহরুখ খান-
এদিন সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, বিমানবন্দরে আরিয়ান ও আব্রামের সঙ্গে হেঁটে যাচ্ছেন শাহরুখ খান। আর সেই সময়ই এক অনুরাগী দৌড়ে আসেন সেলফি তোলার জন্য। শুধু তাই নয়, প্রিয় অভিনেতার সঙ্গে ছবি তুলতে গিয়ে শাহরুখ খানের হাতও ধরেন তাঁর অনুমতি ছাড়া। অনুরাগীর এমন আচরণে বেজায় রেগে যান কিং খান। দ্রুত হাত ছাড়িয়ে নেন এবং কয়েক পা সরেও যান। এই পরিস্থিতিতে আরিয়ান দৌড়ে এগিয়ে আসেন। এবং বাবার হাত ধরে এগিয়ে যান। আরিয়ান খানের মাদককাণ্ডে গ্রেফতারির পর থেকেই সংবাদমাধ্যম থেকে প্রকাশ্য যেকোনও জায়গায় নিজেকে কিছুটা আড়ালেই রাখছেন শাহরুখ খান। সেই কঠিন পরিস্থিতিতেও তিনি কিংবা তাঁর পরিবারের কেউ মুখ খোলেননি। ছবির প্রসঙ্গ ছাড়া তাঁকে কোথাও কোনও বিষয়ে কথা বলতে দেখা যায়নি। বিমানবন্দরে তাই অনুরাগীর এমন আচরণে মেজাজ ঠিক রাখতে পারলেন না অভিনেতা। তবে, ভিডিও প্রকাশ্যে আসতেই কিং খানের ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। অনুরাগীর সঙ্গে এমন ব্যবহার করা কি ঠিক হল তাঁর? এমন প্রশ্নও করছেন নেট নাগরিকরা।
কীভাবে বিগ বি-র জন্য টুইটার জয়েন করেন? স্মৃতিচারণা আমির খানের-
'রং দে বসন্তী'র গানের সুরে 'কেবিসি'তে প্রবেশ করেন আমির। দর্শকদের সঙ্গে কথাবার্তার পর শুরু হয় কুইজ। সেখানেই বিগ বি আমির খানকে প্রশ্ন করেন যে, 'তুমি কি টুইটারে আছো?' আমির খান উত্তর দেন, 'হ্যাঁ, আমি টুইটারে আছি। এর জন্য ধন্যবাদ জানাতে চাই অমিত জি-কে। মনে পড়ে, যখন আমি 'ধুম থ্রি'-এর জন্য শ্যুটিং করছি অভিষেক বচ্চনের সঙ্গে। আমরা লন্ডনে শ্যুটিং করছিলাম। সেই সময় অমিত জি আসেন সেখানে। একদিন আমরা কথাবার্তা বলছিলাম, সেই সময়ই অমিত জি আমাকে জিজ্ঞাসা করেন যে, কেন আমি টুইটারে নেই। বলেন, 'তোমার অনুরাগীরা তো তোমায় টুইটারে জয়েন করতে বলছে।' অমিত জি জিজ্ঞাসা করেছিলেন বলেই তার ২ থেকে ৩ সপ্তাহ পর আমি টুইটারে জয়েন করি। কিন্তু জানি না সেখানে কী পোস্ট করতে হয়। তাই আমি শুধুই সেখানে বন্ধুদের ছবির প্রচার করতে থাকি।' আমির খানের উত্তর শুনে বিগ বি প্রশ্ন করেন যে, 'তুমি তোমার বন্ধুদের ছবির প্রচার করছ। আর কেবিসির প্রচার করছ না?' উত্তরে আমির বলেন, 'কেবিসির কি প্রচারের কোনও দরকার আছে?'
সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিংয়ে 'বয়কট রক্ষা বন্ধন', মুখ খুললেন অক্ষয় কুমার-
অক্ষয় কুমার বলেন, আমি শুধু এটুকুই বলতে চাই যে, আমাদের দেশ ভারত একটা স্বাধীন দেশ। এখানে যেকোনও মানুষ যা কিছু করতে পারে। কিন্তু এই ছবিগুলি (রক্ষা বন্ধন, লাল সিং চাড্ডা) দেশের অর্থনৈতিক অবস্থাকে উন্নত করতে সাহায্য করবে। আমি তাঁদের যাঁরা ট্রোল করছেন এবং সংবাদমাধ্যমকে এই বিষয়গুলো না টানতেই অনুরোধ করব।