Top Entertainment News Today: বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? চোখ বুলিয়ে নিন সেরা খবরগুলিতে
বলিউড থেকে টলিউড। বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? চোখ বুলিয়ে নিন সেরা খবরগুলিতে (Top Entertainment News Today)।
কলকাতা: বলিউড থেকে টলিউড। বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? চোখ বুলিয়ে নিন সেরা খবরগুলিতে (Top Entertainment News Today)।
জন্মদিনে পথশিশুদের সঙ্গে কেক কাটলেন দিতিপ্রিয়া-
কাজের ফাঁকেই ছোট্ট ছুটি নিয়ে দিতিপ্রিয়া পাড়ি দিয়েছেন বিশাখাপত্তনম। এবিপি লাইভকে দিতিপ্রিয়া জানালেন, জন্মদিনটা বিশেষ কিছুই করেননি তিনি। রাত ১২টার পর কেকে, বেলুনে দিতিপ্রিয়াকে অবাক করেছিলেন পরিবারের সবাই। কুড়ি লেখা সেই বেলুন, আলো, কেক.. আর সাদা পোশাক নীল ডেনিমে 'বার্থ ডে গার্ল'-এর উচ্ছাসের সেই ভিডিও জ্বলজ্বল করছে দিতিপ্রিয়ার সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্টে।
দেব-মনামী-রুক্মিণীর সঙ্গে সুনীল শেট্টি-
এবার বাংলা টেলিভিশনে সুনীল শেট্টি (Sunil Shetty)। নাহ, কোনও ধারাবাহিকে নয়, তিনি এলেন নাচের প্রতিযোগিতার মঞ্চে। অতিথি হয়ে। প্রথম সারির একটি চ্যানেলের নাচের রিয়্যালিটি শো (Dance Reality Show) 'ডান্স ডান্স জুনিয়র'-এর মঞ্চে বিচারক হিসেবে হাজির ছিলেন সুনীল শেট্টি। সঙ্গে অবশ্যই হাজির ছিলেন মঞ্চের তিন তারকা বিচারক দেব (Dev), মনামী ঘোষ (Monami Ghosh) ও রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)।
মুক্তি পেলেও বন্ধ রইল তথাগত-বিবৃতির 'ভটভটি'-র প্রিমিয়ার-
আজই মুক্তি পেয়েছে তথাগত মুখোপাধ্যায় পরিচালিত 'ভটভটি' (Bhotbhoti)। গতকাল সন্ধেয় তথাগত মুখোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান, এই ছবির কোনও প্রিমিয়ার আয়োজন করা সম্ভব হয়নি। কারণ হিসেবে তথাগত তুলে ধরে শো -এর সময়কে। 'ভটভটি' কোনও সন্ধের শো পায়নি। আর তাই, সমস্ত অভিনেতা অভিনেত্রী উপস্থিত থাকবেন এমনটা হওয়াও সম্ভব নয়। সেইজন্যই কোনও প্রিমিয়ার হচ্ছে না 'ভটভটি'-র।
স্বাস্থ্যের অবনতি হাস্যকৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তবের, দেওয়া হল ভেন্টিলেশনে-
অবস্থার অবনতি হাস্যকৌতুক শিল্পী রাজু শ্রীবাস্তব (Raju Srivastava) -এর। গতকাল অর্থাৎ ১০ অগাস্ট, বুধবার জিম (Gym) করতে করতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রাজু। আজ তাঁকে স্থানান্তরিত করতে হয়েছে ভেন্টিলেশন সাপোর্টে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, অবস্থার অবনতি হয়েছে তাঁর।
আমিরের প্রশংসায় পঞ্চমুখ ইরফান-আকাশরা-
লাল সিংহ চাড্ডা (Lal Singh Chaddha) দেখে উচ্ছ্বসিত ইরফান পাঠান (Irfan Pathan) থেকে শুরু করে আকাশ চোপড়া (Akash Chopra)। আমির খানের প্রশংসায় পঞ্চমুখ দুই প্রাক্তন ক্রিকেটার। সিনেমাকে দিলেন দরাজ সার্টিফিকেট। ইরফান ট্যুইটারে লিখেছেন, 'লাল সিংহ চাড্ডা দেখে দারুণ মজা হল। লালের ভাল সত্তাকে ভালবেসে ফেলবেন। আমির খান বরাবরের মতোই নিখুঁত। এত ভাল একটা সিনেমা তৈরির জন্য আমির খানের নির্মাতা সংস্থাকেও অভিনন্দন'। সিনেমা দেখে আকাশের ট্যুইট, 'আমিরের অনবদ্য পারফরম্যান্স। আমির খানের অন্যতম সেরা কাজ। লগান, গজনি, দঙ্গলের মতোই ভাল হয়েছে। সিনেমাটা দেখলে লাল সিংহের প্রেমে পড়বেনই'।
আরও পড়ুন - Vijay Varma: 'ডার্লিংস'-এ অভিনয়ের পর চিন্তায় পড়ে গিয়েছেন আলিয়ার সহ-অভিনেতার মা
রাজু শ্রীবাস্তবের শারীরিক অবস্থার অবনতি, খোঁজ নিলেন রাজনাথ-
শারীরিক অবস্থার অবনতি হাস্যকৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তব (Raju Srivastava)। অভিনেতার স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ (Defence Min Rajnath Singh)। আপাতত দিল্লি AIIMS-এ ভর্তি রয়েছেন অভিনেতা। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ অভিনেতার স্ত্রীর কাজ থেকে তাঁর স্বাস্থ্য সম্পর্কে খোঁজ নিয়েছেন। এএনআই সংবাদসংস্থা সুত্রে খবর, আজই অভিনেতার স্ত্রী শিখা শ্রীবাস্তবের সঙ্গে কথা বলেন মন্ত্রী।
ভারতীয় নৌবাহিনীর সঙ্গে 'ভাইজান'-
প্রতি মুহূর্তে প্রাণের ঝুঁকি, দুর্গম পরিবেশে দিন কাটানো.. দেশ.. তিনি সব শুনলেন, অবাক হলেন, বাহবা দিলেন। সলমন খান (Salman Khan)। তিনি রুপোলি পর্দার তারকা। বলিউডের প্রথম সারির অভিনেতা। হঠাৎই বিশাখাপত্তনমে (Visakhapatnam) -এ ভারতীয় নৌ-প্রতিরক্ষা বাহিনীর ক্যাম্পে (Indian Navy)-হাজির সলমন। সময় কাটালেন বীর যোদ্ধাদের সঙ্গে।
'সেদিন কুয়াশা ছিল'-র প্রথম গল্পে স্বাধীনতা সংগ্রামীর চরিত্রে সবুজ বর্ধন, প্রকাশ্যে ফার্স্ট লুক-
আজ প্রকাশ পেয়েছে অভিনেতা সবুজ বর্ধনের লুক। সৌরসেনীর স্বামীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। এখনও প্রকাশ পায়নি প্রথম গল্পের নাম। তিনজন স্বাধীনতা সংগ্রামীর গল্প তুলে ধরা হবে 'সেদিন কুয়াশা ছিল' ছবিতে। এক দম্পতি ও তিন অতিথি বিপ্লবীর গল্পের বুনোটেই এগিয়ে যাবে ছবির গল্প। সবুজের চরিত্র একজন স্বাধীনতা সংগ্রামীর। এর আগে জি ফাইভের একাধিক সিরিজে অভিনয় করেছেন সবুজ। অ্যান্থোলজির প্রথম গল্পে দেখা যাবে তাঁকে।
চোখে খুশির ছোঁয়া ঐন্দ্রিলার, শেয়ার করলেন নতুন ওয়েব সিরিজের ডাবিংয়ের ছবি-
ফের ক্য়ামেরার সামনে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। তবে এবার একবারে অন্য গল্পে, অন্যরকম চরিত্রে। নতুন ওয়েব সিরিজের ডাবিং শেষ করলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে নিয়েছেন তিনি। ঐন্দ্রিলার চোখে মুখে ঝিলিক। আনন্দের। ফেরার।
রাখিতে পুরনো ছবি দিয়ে দাদাকে ভালোবাসা, টলিউডের এই অভিনেত্রীকে চিনতে পারছেন?
সোশ্যাল মিডিয়ায় আজ দুটি ছবি শেয়ার করে নিয়েছেন রুক্মিণী। একটি ছবিতে তিনি ও তাঁর দাদা, অন্য ছবিতে বাবা-মা রুক্মিণী ও দাদা। ছবি শেয়ার করে রুক্মিণী লিখেছেন, রুক্মিণী লিখেছেন, 'হ্যাপি রাখি (Happy Rakhi) ভাইদা। ছোটবেলা থেকে তুমি বলতে বাবা-মা আমার থেকে বেশি তোমায় ভালোবাসে। তাতে ভীষণ রাগ হত আমার। ভাগ্যিস মা আমায় বলত যে তুমি মিথ্যে কথা বলছো। তারপরেও আমি তোমায় ভীষণ ভালোবাসি।'
প্রকাশ্যে এই বলি নায়িকাদের 'আন্ডাররেটেড' বললেন সোনম কপূর-
'কফি উইথ করণ'-এর শেষ যে এপিসোড সম্প্রচারিত হয়েছে, তাতে দেখা যাচ্ছে, অর্জুন কপূর, সোনম কপূর এবং কর্ণ জোহর বি টাউনের অন্যান্য তারকাদের নিয়ে কথা বলছেন। মাতিয়ে রেখেছেন শো। তবে, শো মাতানোর জন্য সবথেকে বেশি যাকে কৃতীত্ব দেওয়া যায়, তিনি অবশ্যই অর্জুন কপূর। 'এক ভিলেন রিটার্নস' তারকা বোন সোনম কপূরকে সাহায্য করার পরিবর্তে তাঁকেই ট্রোল করছেন। সেখানেই সোনম কপূরের দিকে কর্ণ জোহর প্রশ্ন ছুড়ে দেন যে, তিনি বলিউডের কোন তারকাকে 'ওভাররেটেড' মনে করেন। কিন্তু সোনম কপূর তাঁর প্রশ্ন বদলে নেন। 'ওভাররেটেড'-এর পরিবর্তে তিনি 'আন্ডাররেটেড' অভিনেতাদের নাম বলতে চান। আর নাম উল্লেখ করেন ভূমি পেড়নেকর, কিয়ারা আডবাণী এবং কৃতী শ্যাননের। সোনমের উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গেই অর্জুন কপূর বলে ওঠেন যে, 'কিয়ারা মোটেই আন্ডাররেটেড নন। বরং, বেশ 'ওয়েল রেটেড'। দুই তারকার এই কথপোকথনে হাসির রোল ওঠে।
'লাল সিং চাড্ডা' প্রিমিয়রে প্রাক্তন স্ত্রীর সঙ্গে এলেন আমির খান-
সম্প্রতি বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে, 'লাল সিং চাড্ডা'র প্রিমিয়রে হাজির হয়েছেন আমির খান, করিনা কপূর খান, সেফ আলি খান এবং আমির খানের প্রাক্তন স্ত্রী কিরণ রাও। উল্লেখ্য, কিরণ রাও এই ছবির প্রযোজকও বটে। সাদা টি শার্ট, তার উপর গোলাপি শার্ট ও ডেনিম জিনসে সেজেছিলেন আমির। অন্যদিকে, কিরণ রাওকে দেখা যায় সাদা ও সবুজ রঙের পোশাকে। আমিরের তিন সন্তান জুনেইদ খান, ইরা খানের সঙ্গে দেখা যায় আজাদ রাও খানকে। প্রিমিয়রে প্রাক্তন প্রেমিক রোহমান শলের সঙ্গে দেখা যায় সুস্মিতা সেনকে। সুস্মিতার দুই কন্যা রেনে এবং আলিশাও ছিলেন সেখানে।
'ডার্লিংস'-এ অভিনয়ের পর চিন্তায় পড়ে গিয়েছেন আলিয়ার সহ-অভিনেতার মা-
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিজয় ভার্মা বলছেন, 'ডার্লিংস' মুক্তির পর আমি বিভিন্ন জায়গা থেকে নানা রকমের প্রতিক্রিয়া পেয়েছি। কেউ বলছেন, তাঁরা হামজাকে (ছবিতে বিজয় ভার্মার অভিনীত চরিত্রর নাম) ঘৃণা করেন। আবার কেউ বলছেন, তাঁদের আমার অভিনয় ভালো লেগেছে। বহু মানুষ ছবিতে আমার অভিনয়ের প্রশংসা করেছেন। তবে, এদের মধ্যে সবথেকে মজাদার প্রতিক্রিয়া ছিল আমার মায়ের। ছবিটা দেখার পর আতঙ্কিত হয়ে মা আমাকে ফোন করে। মা আসলে চিন্তায় পড়ে গিয়েছে যে, এই ছবিটা দেখার পর আর কেউ তার ছেলেকে বিয়ে করবে না। আমি মায়ের প্রতিক্রিয়া দেখে খুব হেসেছি।'