Top Entertainment News Today: টলিউড থেকে বলিউড, একনজরে আজকের সেরা বিনোদনের খবর
বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? টলিউড থেকে বলিউড। ছোট পর্দা থেকে বড় পর্দা। বিনোদনের জগতের সেরা খবরগুলিতে চোখ বুলিয়ে নিন।
কলকাতা: বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? টলিউড থেকে বলিউড। ছোট পর্দা থেকে বড় পর্দা। বিনোদনের জগতের সেরা খবরগুলিতে চোখ বুলিয়ে নিন।
জিতু ও নবনীতাকে লুচি আলুরদমের সঙ্গে তুলনা-
সোশ্যাল মিডিয়ায় সদ্য একটি মজার ছবি শেয়ার করে নিয়েছেন জিতু । একটিকে একসঙ্গে রয়েছেন জিতু ও স্ত্রী নবনীতা । অন্যটিতে এক প্লেট লোভনীয় খাবারের ছবি । লুচি, আলুরদম আর রসগোল্লা । ক্যাপশানে জিতু লিখেছেন, 'সাদৃশ্য' । ইনবক্সও ভরল মজার মন্তব্যে । অনেকে আবার মনে করিয়ে দিয়েছেন ডায়েটের কথাও ।
জন্মদিনে স্বর্ণেন্দুকে বার্তা শ্রুতির-
সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে ছবি শেয়ার করে নিয়েছেন শ্রুতি । সোশ্যাল মিডিয়ায় শ্রুতি লিখেছেন, 'শুভ জন্মদিন লাইফ লাইন (Lifeline)। তোমায় ভালোবাসি সোনা বুড়ো । তুমি ৪০-এ পা দিলে এইবছর, এটা আমার গর্ব ।' খুনসুটি করে শ্রুতি জুড়ে দিয়েছেন বুড়ো বুড়ি হ্যাশট্যাগ ।
অনস্ক্রিন স্ত্রী স্বস্তিকাকে জন্মদিনের শুভেচ্ছা-
সোশ্যাল মিডিয়ায় স্বস্তিকার সঙ্গে ছবি শেয়ার করে দিব্যজ্যোতি লিখেছেন, 'প্রতি বছর জন্মদিন আসে, কিন্তু ভালো বন্ধু জীবনে একবারই আসে। শুভ জন্মদিন আমার ভীষণ ভীষণ ভালো সহ অভিনেত্রী, ভালো বন্ধু আর সবচেয়ে বড় কথা, একজন ভালো মানুষকে। শুভ জন্মদিন স্বস্তিকা।'
দ্বিতীয় দিনে ১৫ শতাংশ আয় বৃদ্ধি, 'দর্শকের ভালবাসাই শ্রেষ্ঠ ব্রহ্মাস্ত্র', ধন্যবাদ অয়নের-
প্রথম দিন বিশ্বজুড়ে বক্স অফিসে 'ব্রহ্মাস্ত্র' ৭৫ কোটি টাকার ব্যবসা করেছে। দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার এই ছবির ব্যবসা বাড়ল ১৫ শতাংশ। আলিয়া, রণবীর ও অমিতাভ বচ্চনের এই ছবির হিন্দি সংস্করণ দ্বিতীয় দিনে ৩৫.৫০ কোটি টাকার ব্যবসা করেছে। দুই দিনে হিন্দি থেকেই মোট ৬৬.৫০ কোটি টাকার ব্যবসা করল এই ছবি। প্রথম দিন 'ব্রহ্মাস্ত্র' হিন্দিতে ব্যবসা করে ৩১ কোটির ও অন্যান্য ভাষায় ব্যবসা করেছিল ৪.৫ কোটি টাকার। এই পরিমাণ ব্যবসা বক্স অফিস ইন্ডিয়ার মতে, অরিজিনাল হিন্দি ছবির ইতিহাসে নন-হলিডের দিনে সর্বোচ্চ।
আরও পড়ুন - Anushka Sharma: পার্কে গিয়ে এ কী করছেন অনুষ্কা শর্মা! ছবি ভাইরাল মুহূর্তে
জামিন পেয়ে ট্যুইটারে 'প্রতিশোধ নিতে' ফিরলেন কমল আর খান-
অভিনেতা (actor) ও 'স্বঘোষিত' ফিল্ম ক্রিটিক ('Self-Claimed' Film Critic) কমল রশিদ খান (Kamaal Rashid Khan) ফিরলেন ট্যুইটারে। জামিন পেয়ে ফিরলেন ট্যুইটারে (Twitter)। 'বদলা' (vengeance) নেওয়ার বার্তা দিলেন সোশ্যাল সাইটে। বিতর্কিত ট্যুইট মামলায় মুম্বই বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় কমল আর খান ওরফে কেআরকে-কে। তবে দিন কয়েক আগে শ্লীলতাহানির মামলায় জামিন পেয়ে গেছেন তিনি। রবিবার সেই ট্যুইটারেই ফেরত এলেন তিনি। কেবল ঘোষণা করলেন, 'আমি আমার প্রতিশোধের জন্য ফিরে এসেছি'।
২০১৯-এ বাড়ির পার্টিতে মাদক সেবন চলছিল? এতদিনে মুখ খুললেন কর্ণ জোহর-
সম্প্রতি ক্ষিতিজ প্রসাদ নামে এক ব্যক্তি মাদক কাণ্ডে আটক হয়েছে। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (NCB) প্রথমে তাকে আটক করে জেরা করে, তারপর তাকে গ্রেফতার করে। সূত্রে খবর, ওই ব্যক্তির মুম্বইয়ের বাড়ি থেকে বিপুল পরিমাণে মাদক বাজেয়াপ্ত করেছে এনসিবি। ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগের কথাও অস্বীকার করেন কর্ণ জোহর। নিজের বিবৃতিতে তিনি জানিয়েছেন যে, তিনি ওই ব্যক্তিকে ব্যক্তিগতভাবে চেনেন না। কর্ণ বলেন, 'মাননীয় ক্ষিতিজ রবি প্রসাদ ধর্মাটিক এন্টারটেনমেন্টের (ধর্ম প্রোডাকশনসেরই অন্তর্গত একটি সংস্থা) একটি প্রোজেক্টে একজিকিউটিভ প্রোডিউসর হিসেবে যোগ দিয়েছিলেন। ২০১৯ সালের নভেম্বরে তিনি কনট্র্যাক্টের ভিত্তিতে যোগ দিয়েছিলেন। কিন্তু সেই প্রোজেক্ট বাস্তবায়িত হয়নি।'
কোন ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেলেন কার্তিক আরিয়ান?
গত বছরের শেষের দিকে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছেন কার্তিক আরিয়ানের ছবি 'ধামাকা' (Dhamaka)। চকোলেট বয় ইমেজ ছেড়ে প্রথমবার সেই ছবিতে তাঁকে একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করতে দেখা যায়। ছবিটি নামেই শুধু 'ধামাকা' নয়, ব্যবসার দিক থেকেও ধামাকা করে। মুক্তি পাওয়ার পর ওটিটি প্ল্যাটফর্মের সবথেকে বেশি সময় দেখা ছবি হয় সেটি। আর এবার সেই ছবির জন্যই সেরা অভিনেতার পুরস্কার জিতে নিলেন কার্তিক আরিয়ান। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে অ্যাওয়ার্ড হাতে নিয়ে ছবি পোস্ট করেছেন তিনি। সঙ্গে নিজের প্রতিক্রিয়াও দিয়েছেন। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে কালো রঙের স্যুট, সাদা শার্ট ও কালো টাইতে একেবারে ফর্মাল পোশাকে সেজে ছবি দিয়েছেন কার্তিক আরিয়ান। তাঁর হাতে ধরা রয়েছে তাঁর পাওয়া সেরা অভিনেতার পুরস্কার। ছবি পোস্ট করে কার্তিক লিখেছেন, 'সম্মানিত এবং কৃতজ্ঞ।'
ফের এই বলি নায়কের সঙ্গে একান্তে দেখা গেল সারাকে-
এদিন নেট দুনিয়ায় বেশ কয়েকটি ভিডিও পোস্ট করা হয়েছে পাপারাৎজিদের পক্ষ থেকে। সেখানে দেখা যাচ্ছে, ওটিটি প্লে অ্যাওয়ার্ডসের মঞ্চে পাশাপাশি বসে সারা আলি খান এবং কার্তিক আরিয়ান। দুই তারকা গল্পে মশগুল। শুধু তাই নয়, অ্যাওয়ার্ড সেরিমনিতে তাঁরা দুজনে একসঙ্গে রেড কার্পেটে হাঁটেন। ক্যামেরাতেও একসঙ্গে পোজ দেন। শোনা গিয়েছিল, তাঁদের মধ্যে নাকি ব্রেকআপ হয়ে গিয়েছে। কিন্তু সাম্প্রতিককালে যে ভিডিও প্রকাশ্যে এসেছে, তা দেখে নেটিজেনদের মত, পুরনো সম্পর্ককেই ঝালিয়ে নিচ্ছেন সারা।
পার্কে গিয়ে এ কী করছেন অনুষ্কা শর্মা! ছবি ভাইরাল মুহূর্তে-
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন অনুষ্কা শর্মা। ছবিগুলিতে দেখা যাচ্ছে, মেয়ের সঙ্গে পার্কে গিয়ে দারুণ উপভোগ করছেন অভিনেত্রী। আর তাঁর খুদে একরত্তি সন্তান যা করছে না, তাই ছোটদের মতো করে বেড়াচ্ছেন অনুষ্কা। তাঁকে দেখা যাচ্ছে বাচ্চাদের সমস্ত খেলার জায়গাগুলিতে মজা করে বেড়াচ্ছেন তিনি। ধূষর রঙের হুডি, স্পোর্টস শ্যু এবং জিনসে তিনি যেন কন্যা ভামিকার থেকেও বয়সে ছোট হয়ে গিয়েছেন। অনুষ্কার এমন কাণ্ডকারখানা দেখে আপ্লুত নেটিজেনরা।