এক্সপ্লোর

Top Entertainment News Today: আজকের সেরা বিনোদনের খবরগুলি একঝলকে

টলিউড থেকে বলিউড। একনজরে দেখে নেওয়া যাক বিনোদনের জগতের সেরা খবরগুলি (Top Entertainment News Today)। 

কলকাতা: কোথাও নতুন ছবির ঘোষণা হল তো কোথাও মুক্তি পাওয়া ছবির বক্স অফিস কালেকশন নিয়ে আনন্দিত নির্মাতারা। বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? টলিউড থেকে বলিউড। একনজরে দেখে নেওয়া যাক বিনোদনের জগতের সেরা খবরগুলি (Top Entertainment News Today)। 

রজার ফেডারারের অবসরে মনখারাপ বার্তা দিতে গিয়ে মস্ত ভুল হংসল মেটার-

'আমার প্রিয় বন্ধু.. ও শত্রু' স্যুইস টেনিস তারকা রজার ফেডারারের (Roger Federer) অবসরের পরে সম্ভবত সেরা বার্তাটা এসেছিল রাফায়েল নাদাল (Rafael Nadal)-এর থেকে। এর আগে, পরে শুভেচ্ছাবার্তা, মনখারাপের বার্তায় ভেসে গিয়েছে সোশ্যাল মিডিয়া। আর সেই শুভেচ্ছাবার্তা এসেছে রূপোলি পর্দা থেকেও। বলিউড থেকে শুরু করে হলিউড.. অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে। কিন্তু রজার ফেডারারকে শুভেচ্ছা জানাতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় কার্যত ট্রোলড হংসল মেটা (Hansal Mehta)! কারণটা বোঝা যায় একঝলক তাঁর পোস্ট দেখলেই। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছিলেন হংসল। তাতে লিখেছিলেন, 'তোমায় খুব মনে পড়বে চ্যাম্পিয়ন'। হ্যাশট্যাগে তিনি জুড়ে দেন রজার ফেডারার নামটি। পোস্টে তিনি জুড়ে দিয়েছেন একটি ছবি। কিন্তু সেই ছবি রজার ফেডারারের নয়, ছবিতে যিনি রয়েছেন, তিনি বলিউড অভিনেতা আরবাজ খান (Arbaaz Khan)। তাঁর এই লুক অবশ্য কিছুটা মেলে রজার ফেডারারের পুরনো লুকের সঙ্গে। তবে ছবিটি যে আরবাজের তা বোঝা যায় সহজেই।

প্রকাশ্যে ইওয়ানির গাওয়া হিন্দিতে 'মানিকে মাগে হিথে', সঙ্গে সিদ্ধার্থ-নোরার জমজমাট রোম্যান্স-

এদিন নেট দুনিয়ায় 'থ্যাঙ্ক গড' ছবির বহু প্রতীক্ষিত গান 'মানিকে মাগে হিথে' অবশেষে মুক্তি পেয়েছে। শ্রীলঙ্কান গায়িকা ইওহানি হিন্দিতে প্রথমবার গান গাইলেন। তাও নিজের গাওয়া 'মানিকে মাগে হিথে'ই তিনি এবার হিন্দিতে গাইলেন। গানের দৃশ্যে রয়েছেন বলিউড অভিনেতা সিদ্ধার্থ মলহোত্র এবং ডান্সিং ডিভা নোরা ফতেহি। দুই তারকার জমজমাট রোম্যান্সও এই গানের অন্যতম ইউএসপি। নেট দুনিয়ায় এই গান মুক্তি পেতেই মাত্র কয়েক ঘণ্টাতেই এর ভিউ ছাড়িয়েছে ৩০ লক্ষেরও বেশি। এই গান যে খুব কম সময়ই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলতে চলেছে, তা বলাই বাহুল্য।

সলমনকে খুনের পরিকল্পনা নিয়ে পানভেলের ফার্মহাউজ বারবার রেইকি করেছিল আততায়ীরা-

সূত্রের খবর, সলমন খানের পানভেলের ফার্ম হাউজেই বলি অভিনেতাকে খুনের ছক কষেছিল লরেন্স বিষ্ণোই গ্যাঙ । শুধু তাই নয়, পরিকল্পনায় যাতে কোনও ফাঁক না থাকে, সেজন্য পানভেলের ফার্ম হাউজ বহুবার রেইকি ও করেছিল আততায়ীরা । ওই তিন শার্পশ্যুটার জানায়, দীর্ঘদিন ধরে সলমন খানের গতিবিধির ওপর নজর রেখেছিল তারা । সঙ্গে ছিল অস্ত্রও । তারা জানতে পারে, গাড়ি দুর্ঘটনার ঘটনার পরে সলমন গাড়ির গতি কমিয়ে চলেন ।  

একসঙ্গে ১৫টি শহরে সরাসরি সম্প্রচার হবে 'বিক্রম বেদা'-র প্রথম গান-

ট্রেলারেই দর্শকদের মধ্যে জনপ্রিয় হয়েছিল ছবির বিষয়বস্তু, আর আগামীকাল অর্থাৎ ১৭ তারিখ মুক্তি পাবে  ঋত্বিক রোশন (Hrithik Roshan) আর সইফ আলি খান (Saif Ali Khan) অভিনীত ছবি 'বিক্রম বেদা' (Vikram Vedha)-র প্রথম গান অ্যালকোহলিয়া (Alcoholia)।  এই গানে ঋত্বিককে এমন রূপে দেখা যাবে যা আগে কখনও দেখা যায়নি বলে দাবি পরিচালকের। এই গানের তালে দেশী তালে নাচ করতে দেখা যাবে ঋত্বিককে। নতুন এই গান যাতে দর্শকদের কাছে পৌঁছয় সেই জন্য এই গান প্রচারের অভিনব পন্থা নিয়েছে প্রযোজনা সংস্থা। 

আরও পড়ুন - Shehnaaz Gill: মাটিতে পা পড়ছে না শেহনাজ গিলের?

অনুরাগীর কাছ থেকে গোলাপ পেয়ে এ কী করলেন শাহরুখ পুত্র-

এদিন নেট দুনিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে পাপারাৎজিদের পক্ষ থেকে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, মুম্বই বিমানবন্দরে হেঁটে আসছেন আরিয়ান খান। সেই সময়ই তাঁর অনুরাগী তাঁকে গোলাপ ফুল উপহার দেন। অনুরাগীর কাছ থেকে উপহার পেয়ে তাঁকে পাল্টা প্রতিক্রিয়াও দেন তিনি। তাঁকে সালাম করেন। শাহরুখ পুত্রের এমন আচরণে আপ্লুত তাঁর অনুরাগীরা। নেট দুনিয়ায় তাঁরা প্রশংসায়ও করেছেন আরিয়ানকে।

বাঙালির পাহাড় ছোঁয়ার স্বপ্নের গল্প বলবেন চান্দ্রেয়ী, পুজোয় মুক্তি পাবে 'মিশন এভারেস্ট'-

সুনীতা হাজরার মাউন্ট এভারেস্ট জয়ের অভিজ্ঞতা নিয়ে তৈরি হয়েছে দেবাদিত্য বন্দ্যোপাধ্যায় পরিচালিত ছবি 'মিশন এভারেস্ট' । মুখ্যভূমিকায় অভিনয় করছেন চান্দ্রেয়ী ঘোষ । বরফের মধ্যে শ্যুটিং, পাহাড়ে দীর্ঘ অভিনয় নেহাত সহজ ছিল না । ট্রেলারের গোটাটায় দেখা যাচ্ছে সেই গল্প । আর ট্রেলারের শুরুতেই স্বমহিমায় রয়েছেন তিনি, যাঁকে ঘিরে এই গল্প । সুনীতা হাজরা । এক বাঙালির জয়ের গল্প ।

'গুডবাই'-এর নতুন গান নিয়ে কী বললেন রশ্মিকা?

মুক্তি পেল অমিতাভ বচ্চন (Amitabh Bacchan), রশ্মিকা মন্দানা (Rashmika Mandana) অভিনীত ছবি গুডবাই (Goodbye) ছবির নতুন গান দ্য হিক সঙ (The Hic Song)। আর সেই গানের তালে পা মিলিয়ে আসর জমিয়ে দিলেন রশ্মিকা। হাসিখুশি চনমনে রশ্মিকাকে দেখা গেল নিজস্ব ছন্দে।  গানটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে রশ্মিকা লিখেছেন, 'যখন থেকে এই গানটা প্রথমবার শুনেছি, আমি নিজেকে নাচ করা থেকে যেন থামাতে পারছি না। আশা করি আমার মতো আপনারাও সবাই এই গানটা ভালোবাসবেন।' এই গানে রশ্মিকাকে নাচের ছন্দে পা মেলাতে দেখা যাচ্ছে।

আসছে 'ড্রিম গার্ল টু', সিক্যুয়েলে আয়ুষ্মানের বিপরীতে কোন নায়িকা?

সদ্যই বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'ড্রিম গার্ল টু'-এর টিজার পোস্ট করেছেন। সেখানেই দেখা পাওয়া যাচ্ছে সিক্যুয়েলের নতুন নায়িকার। তিনি আর কেউ নন, এই মুহূর্তে বলিউডে চুটিয়ে কাজ করা অনন্যা পাণ্ডে (Ananya Panday)। আয়ুষ্মান খুরানার বিপরীতে এই ছবিতে দেখা যাবে তাঁকেই। এদিন অভিনেতা টিজার পোস্ট করে লিখেছেন, 'আপনাদের 'ড্রিম গার্ল' ফের আসছেয দেখা করুণ পূজার সঙ্গে ২৯ জুন ২০২৩ ইদের দিন। ড্রিম গার্ল মুক্তি পাবে আগামী বছর ২৯ জুন।'

সুশান্ত সিংহের মৃত্যু প্রসঙ্গে বিস্ফোরক দাবি আমির খানের ভাইয়ের-

সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড তারকা আমির খানের ভাই ফয়জল খান দাবি করেন যে সুশান্ত সিংহ রাজপুতকে হত্যা করা হয়েছে। তিনি খুন হয়েছেন। এরইসঙ্গে অভিনেতার মৃত্যুর সঠিক তদন্তের দাবিও তোলেন তিনি। ফয়জল খান বলেন, 'আমি জানি ও (সুশান্ত সিংহ রাজপুত) খুন হয়েছে। যখন এই মামলার সঠিকভাবে তদন্ত হবে, তখন সত্যিটা ঠিক সামনে আসবে। সময়ই এর উত্তর দেবে। এর মধ্যে অনেক এজেন্সি জড়িয়ে রয়েছে। তদন্ত এখনও চলছে জানি। অনেক সময়ই সত্যিটা সামনে আসে না। তবে, আমি প্রার্থনা করি যে সুশান্তের মৃত্যুর সঠিক কারণটা সামনে আসুক আর মানুষ তা জানতে পারুক।'

বলিউডের ভাগ্য ফেরানোর 'ব্রহ্মাস্ত্র'! গোটা বিশ্বে আয় ছুঁল ৩০০ কোটি-

আজ সোশ্যাল মিডিয়ায় পরিচালক অয়ন মুখোপাধ্যায় (Ayan Mukerji) সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন, গোটা বিশ্বে ব্রহ্মাস্ত্র ছবিটি ব্যবসা করেছে ৩০০ কোটির বেশি । দীর্ঘদিন ধরে এই ছবির অপেক্ষায় ছিলেন দর্শকেরা ।

অ্যাকশন দৃশ্যের শ্যুটিংয়ের মধ্যেই গানের তালে নাচ ঋত্বিকের, 'বেদা' হয়ে ওঠার গল্প প্রকাশ্যে-

পর্দায় তাঁর ঠান্ডা গলা, হাড় কাঁপানো চাহনি আর ধুলো রক্তে ভেজা মুখ শিরদাঁড়া দিয়ে হিমেল স্রোত বইয়ে দেয়। কিন্তু পর্দার আড়ালে? অ্যাকশন সিকোয়েন্সে অভিনয় করতে করতে হঠাৎই প্রিয় ডান্স স্টেপে নেচে ওঠেন তিনি। কখনও আবার পরিচালকের সঙ্গে আলোচনা করে নেন, কীভাবে শটটা আরও একটু ভালো করে করা যায়। নতুন ছবি বিক্রম বেদা (Vikram Vedha)-র শ্যুটিংয়ের ঝলক প্রকাশ্যে এনেছে প্রযোজনা সংস্থা। আর সেখানেই সামনে এসেছে ঋত্বিক রোশন (Hrithik Roshan) থেকে বেদা হয়ে ওঠার সফর। এই ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া থেকে শেয়ার করে নিয়েছেন ঋত্বিক রোশনও। সেখানে দেখা যাচ্ছে কখনও মেকআপ নিচ্ছেন অভিনেতা, কখনও নির্দেশ দিচ্ছেন বিভিন্ন বিষয়ে, কখনও আবার মেতেছেন মজা-খুনসুটিতে।

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

পূর্ণ কর্মবিরতি থেকে সরে আসছেন চিকিৎসকরা ? ১০ ঘণ্টার মিটিং-শেষে বড় আপডেট
পূর্ণ কর্মবিরতি থেকে সরে আসছেন চিকিৎসকরা ? ১০ ঘণ্টার মিটিং-শেষে বড় আপডেট
'দুর্গাপুজো? সে তো অনেক খরচ' ! মেয়ে বলেছিল, 'সব পারব মা', ঘরভরা শূন্যতার মাঝে ডুকরে উঠলেন মা
ঠাকুরঘরে মা দুর্গার শাড়ি, এবারও বায়না হয়ে গিয়েছিল ঢাকির, এখন শুধুই ঘরভরা শূন্যতা-হাহাকার
Humayun Kabir : 'ছেলেকে দেখলেই মেয়েটার কথা মনে পড়ে', এবার পুজোয় ঠাকুর দেখতেও যাবেন না তৃণমূলের এই বিধায়ক
'ছেলেকে দেখলেই মেয়েটার কথা মনে পড়ে', এবার পুজোয় ঠাকুর দেখতেও যাবেন না তৃণমূলের এই বিধায়ক
Durga Puja 2024 : প্রতিমার সঙ্গে পুজো করা হয় তরবারিও,  পুরুলিয়ার জোড়বেড়িয়া রায় বাড়ির দুর্গাপুজো এবার ২৫৬ বছরে
শুধু প্রতিমা নয় এখানে প্রতিমার সঙ্গে পুজো করা হয় তরবারিও
Advertisement
ABP Premium

ভিডিও

RG Kar: যত কিছু করেছিলাম সব গঙ্গায় ভেসে গেছে আমার,দুর্গা আসার আগেই বিসর্জন হয়ে গেছে: নির্যাতিতার মাDurga Pujo 2024: পুজোমণ্ডপে সবুজায়ন আর পরিবেশ রক্ষার বার্তা দিচ্ছেন লালাবাগান নবাঙ্কুরের উদ্যোক্তারাDurga Pujo 2024: পুরুলিয়ার জোড়বেড়িয়া রায় বাড়িতে প্রতিমার পাশাপাশি পুজো করা হয় তরবারিDurga Pujo: জলপাইগুড়ির বৈকুন্ঠপুর রাজবাড়ির ৫০০ বছরের পুরনো পুজো, দেবীকে তুষ্ট করতে রয়েছে একাধিক নিয়ম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
পূর্ণ কর্মবিরতি থেকে সরে আসছেন চিকিৎসকরা ? ১০ ঘণ্টার মিটিং-শেষে বড় আপডেট
পূর্ণ কর্মবিরতি থেকে সরে আসছেন চিকিৎসকরা ? ১০ ঘণ্টার মিটিং-শেষে বড় আপডেট
'দুর্গাপুজো? সে তো অনেক খরচ' ! মেয়ে বলেছিল, 'সব পারব মা', ঘরভরা শূন্যতার মাঝে ডুকরে উঠলেন মা
ঠাকুরঘরে মা দুর্গার শাড়ি, এবারও বায়না হয়ে গিয়েছিল ঢাকির, এখন শুধুই ঘরভরা শূন্যতা-হাহাকার
Humayun Kabir : 'ছেলেকে দেখলেই মেয়েটার কথা মনে পড়ে', এবার পুজোয় ঠাকুর দেখতেও যাবেন না তৃণমূলের এই বিধায়ক
'ছেলেকে দেখলেই মেয়েটার কথা মনে পড়ে', এবার পুজোয় ঠাকুর দেখতেও যাবেন না তৃণমূলের এই বিধায়ক
Durga Puja 2024 : প্রতিমার সঙ্গে পুজো করা হয় তরবারিও,  পুরুলিয়ার জোড়বেড়িয়া রায় বাড়ির দুর্গাপুজো এবার ২৫৬ বছরে
শুধু প্রতিমা নয় এখানে প্রতিমার সঙ্গে পুজো করা হয় তরবারিও
Bihar flood: ক্রমশ ভয়াবহ হচ্ছে বিহারের বন্যা পরিস্থিতি
ক্রমশ ভয়াবহ হচ্ছে বিহারের বন্যা পরিস্থিতি
East Bengal FC: এক জয়েই ঘুরে দাঁড়াবে দল, জামশেদপুর ম্যাচের আগে আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গলের অন্তর্বর্তীকালীন কোচ
এক জয়েই ঘুরে দাঁড়াবে দল, জামশেদপুর ম্যাচের আগে আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গলের অন্তর্বর্তীকালীন কোচ
IPL 2025 Retention: কেবল ধোনি নন, আইপিএলের নিয়মে আসন্ন মরশুমে 'আনক্যাপড' টিম ইন্ডিয়ার হয়ে খেলা এই তারকারাও
কেবল ধোনি নন, আইপিএলের নিয়মে আসন্ন মরশুমে 'আনক্যাপড' টিম ইন্ডিয়ার হয়ে খেলা এই তারকারাও
RG Kar Protest: রাজ্য সরকারের পুজো অনুদান অস্বীকার আরও এক পুজো কমিটির
রাজ্য সরকারের পুজো অনুদান অস্বীকার আরও এক পুজো কমিটির
Embed widget