এক্সপ্লোর

Top Entertainment News Today: প্রয়াত রাজু শ্রীবাস্তব, ভিকি-ক্য়াটরিনার রোম্যান্টিক ছবি, আজকের সেরা বিনোদনের খবরগুলি

টলিউড থেকে বলিউড। বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? একনজরে দেখে নিন সেরা খবরগুলি (Top Entertainment News Today)।

কলকাতা: প্রয়াত হয়েছেন জনপ্রিয় কমেডিয়ান রাজু শ্রীবাস্তব। বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে। টলিউড থেকে বলিউড। বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? একনজরে দেখে নিন সেরা খবরগুলি (Top Entertainment News Today)।

হরর ছবিতে চার্চের ফাদার পরমব্রত, ট্রেলারে নজর কাড়লেন বনিও-

গোটা ছবি জুড়ে অন্ধকার আর গা ছমছমে আবহ । পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)-র লুকে চমক, অন্য অভিনয়ে নজর কাড়লেন বনি সেনগুপ্ত (Bonny Sengupta)। মুক্তি পেল সপ্তার্শ বসু (Saptaswa Basu) পরিচালিত ছবি 'জতুগৃহ' (Jotugriha)-র ট্রেলার । 'জতুগৃহ' অভিনয় করেছেন পায়েল সরকার (Paayel Sarkar), বনি সেনগুপ্ত (Bonny Sengupta), পিয়ালি চট্টোপাধ্যায় (Piyali Chatterjee), অংশু বাচ । ছবির পরিচালক সপ্তার্শ বসু (Saptaswa Basu) ও প্রযোজক রক্তিম চট্টোপাধ্যায় (Raktim Chatterjee) । এই ছবিতে বনির সঙ্গে জুটি বেঁধেছেন পিয়ালি। প্রসঙ্গত, এই ছবিতে আগে কাজ করার কথা ছিল অনামিকার । কিন্তু পরবর্তীকালে সেই চরিত্রে পায়েল সরকার অভিনয় করবেন বলে জানা যায় । এরপর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় কেন্দ্রীয় নারীচরিত্রে অভিনয় করছেন পায়েল সরকারই (Paayel Sarkar)।  

পুজোর আগে কলকাতায় মাধবন, ঢাক বাজালেন, চাখলেন বাঙালি খাবার-

পুজো আসতে আর মাত্র কয়েকটা দিন বাকি। কিন্তু তার চেয়েও কম দিন বাকি আর মাধবন (R Madhavan) অভিনীত নতুন ছবি 'ধোঁকা-রাউন্ড ডি কর্নার' (Dhokha Round D Corner) মুক্তির। আগামী ২৩ সেপ্টেম্বর (23 September) মুক্তি পাচ্ছে এই ছবি। আর তার আগে তিলোত্তমায় খুশলি কুমার (Khushalii Kumar), অপরশক্তি খুরানা (Aparshakti Khurana),দর্শন কুমার (Darshan Kumaar) এবং পরিচালক কুকি গুলাটিকে (Kookie Gulati) নিয়ে শহরে 'ম্যাডি'। এদিন কলকাতায় এসে বাঙালিয়ানার ছোঁয়া নিলেন মাধবন। মঞ্চেই ঢাক বাজালেন জমিয়ে.. কালো পোশাকে মাধবন যেন তখন কিশোর। এদিন আরও দুটি গানের তালে মেতে ওঠেন, 'তু বনকে হওয়া' (Tu Banke Hawa) ও 'মেরা দিল গায়ে জা' (Mera Dil Gaye Jaa) 'ধোঁকা-রাউন্ড ডি কর্নার'-এর কলাকুশলীরা। 

প্রয়াত রাজু শ্রীবাস্তব-

গত ১০ অগাস্ট, বুধবার জিম (Gym) করতে করতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রাজু। হাসপাতালে ভর্তি করার পর তাঁকে স্থানান্তরিত করতে হয়েছিল ভেন্টিলেশন সাপোর্টে। সূত্রের খবর, শরীরচর্চা করতে করতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন তাঁর জিমের প্রশিক্ষকই। চিকিৎসকেরা জানিয়েছিলেন, হার্ট অ্যাটাক হয়েছে তাঁর। এরপর থেকে অভিনেতাকে সুস্থ করে তোলার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছিলেন চিকিৎসকেরা। করা হয়েছিল অ্যাঞ্জিওপ্লাস্টিও। প্রথমে চিকিৎসায় কিছুটা সাড়া দিলেও পরে অবস্থার অবনতি হতে থাকে রাজুর। ভোগাচ্ছিল জ্বর ও সংক্রমণের সমস্যাও। আজ, সব চেষ্টাকে ব্যর্থ করে না ফেরার দেশে পাড়ি দিলেন অভিনেতা। 

'ঈশ্বর হাসতে চেয়েছিলেন, তাই রাজু ভাইকে ডেকে নিলেন', মনখারাপি লেখা মীরের-

দুজনের খেলার ময়দান যেন এক ছিল। লক্ষ্যও এক। মানুষের মুখে হাসি ফোটানো। হয়তো সেটাই পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ ছিল। আজ, রাজু শ্রীবাস্তবের (Raju Srivastav)-এর প্রয়াণে যখন মনখারাপ গোটা সোশ্যাল মিডিয়ার, তখন সেখানেও নিজের ভাবনা দিয়েই সান্তনার প্রলেপ দিলেন মীর আফসর আলি (Mir Afsar Ali)। কোনও ছবি নয়, সোশ্যাল মিডিয়ায় কয়েকটি সাদা কালো লাইন পোস্ট করেন মীর। ইংরাজিতে। তার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, 'ঈশ্বরের মনখারাপ ছিল। উনি হাসতে চেয়েছিলেন। আর তাই তিনি একটা ব্যক্তিগত কমেডি শো করার জন্য রাজু ভাই (Raju Shrivastav)-কে ডেকে নিলেন।'

আরও পড়ুন - Doctor G Trailer: স্ত্রীরোগ বিশেষজ্ঞর ভূমিকায় আয়ুষ্মান খুরানা, প্রকাশ্যে 'ডক্টর জি' ট্রেলার

ওয়েব দুনিয়ায় হাতেখড়ি রাজ-অরিন্দমের, ২৫টি নতুন সিরিজ নিয়ে আসছে 'হইচই'-

হইচই সিজন সিক্সে থাকছে ২৫টি ওয়েব সিরিজ। তবে এবার থাকছে চমক। সিরিজে পদার্পণ দুই পরিচালকের। অরিন্দম শীল (Arindam Shil) ও রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। দেবারতি মুখোপাধ্যায় রাঢ় কাহিনি অবলম্বনে তৈরী হবে অরিন্দম শীলের সিরিজ ত্রৈলোক্য। এক মহিলা সিরিয়াল কিলারকে নিয়ে এগিয়ে যাবে ত্রৈলোক্য-র গল্প। পাশাপাশি একজন বিশেষ ক্ষমতা সম্পন্ন নারী যখন রাজনীতির ময়দানে সফলতা পায়, তখন তাঁর লড়াই কতটা কঠিন হয় সেই নিয়েই আবর্তিত হবে রাজ চক্রবর্তীর সিরিজ ডি এম মল্লিকা। এই দুই সিরিজের ক্ষেত্রেই এখনও পর্যন্ত চরিত্রায়ণ চূড়ান্ত হয়নি। 

রাজুর প্রয়াণে শোকস্তব্ধ স্ত্রী শিখা শ্রীবাস্তব-

সদ্য প্রয়াত রাজু শ্রীবাস্তবের স্ত্রী শিখা বলেন, 'আমি কথা বলার মতো অবস্থায় নেই। এখন কোনও কথা বলে কী আর হবে? ও খুব কঠিন লড়াই করেছে। আমি সত্যিই আশা করছিলাম আর প্রার্থনা করছিলাম যেন ও ফিরে আসে। কিন্তু তা তো হয়নি। আমি শুধু এটাই বলতে পারি ও সত্যিকারের যোদ্ধা।'

সামনেই মিমিক্রি, রাজু শ্রীবাস্তবের কমেডিতে হেসে খুন লালু প্রসাদ যাদব, পুরনো ভিডিও ভাইরাল-

এদিন নেট দুনিয়ায় রাজু শ্রীবাস্তবের পুরনো একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, একটি অনুষ্ঠানে কমেডি করছেন রাজু শ্রীবাস্তব। আর সেখানেই অতিথিদের মধ্যে উপস্থিত রয়েছেন লালু প্রসাদ যাদব। তাঁর সামনেই তাঁকে মিমিক্রি করছেন রাজু। আর হাসিতে ফেটে পড়ছেন রাজনীতিবিদ। রাজু শ্রীবাস্তবের কমেডিতে নেটিজেনরা যেন কমেডির মধ্যেও আক শোকাহত। কমেন্ট বক্সে তেমনই সমস্ত মন্তব্য করেছেন নেট নাগরিকরা। তারকা কমেডিয়ানের কৌতুক অভিনয়ে মুগ্ধ নেটিজেনরা আজ যেন হাসতেও পারছেন না।

প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী ভারতী জাফরি-

একই দিনে বিনোদন দুনিয়ায় দুই নক্ষত্র পতন। প্রয়াত সিনেমা আইকন অশোক কুমারের (Cinema Icon Ashoke Kumar) কন্যা অভিনেত্রী ভারতী জাফরি (Bharti Jaffrey Passes Away)। অভিনেত্রীর জামাই ও অভিনেতা কানওয়ালজিত সিংহ (Kanwaljit Singh) এই খবর নিশ্চিত করেন। ভারতী জাফরির মেয়ে ও অভিনেত্রী অনুরাধা পটেলের সঙ্গে বিয়ে হয় তাঁর। সোশ্যাল মিডিয়ায় মঙ্গলবার আবেগঘন পোস্ট করেন তিনি। কানওয়ালজিত সিংহের ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, 'আমাদের প্রিয় ভারতী জাফরি, মেয়ে, বোন, স্ত্রী, মা, দিদিমা, মাসি, প্রতিবেশী, বন্ধু ও অনুপ্রেরণা আমাদের ছেড়ে গেলেন ২০ সেপ্টেম্বর।' সঙ্গে একটি ছবিও পোস্ট করেন তিনি। 

বিমানে কার্তিকের কীর্তিতে চোখ কপালে অনুরাগীদের-

সম্প্রতি নেট দুনিয়ায় কার্তিক আরিয়ানের ফ্যানক্লাবের পক্ষ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, বিমানে সফর করছেন অভিনেতা। জানা গিয়েছে, যোধপুরে একটি অনুষ্ঠান সেরে মুম্বই ফিরছিলেন তিনি। সাধারণ মানুষদের সঙ্গে ইকোনমি ক্লাসে সফর করছেন কার্তিক। সেখানেই অনুরাগীদের অনুরোধে তিনি সেলফি তোলেন, অটোগ্রাফ দেন। এমনকি অনুরাগীর সঙ্গে ন্যুডলসও খান। অভিনেতার এমন আচরণে মুগ্ধ নেটিজেনরা। তাঁরা কার্যত অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ। অনুরাগীদের সঙ্গে কার্তিক যা ব্যবহার করেছেন, তাতে তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।

দেশজুড়ে ১২ আঞ্চলিক ভাষায় তৈরি হচ্ছে 'দ্য ফেথ প্রজেক্ট', শুরুতে বাংলার শ্যামাসঙ্গীত-

 'দ্য ফেথ' - বিশ্বাস (faith)। ভক্তি। আর ভক্তির কথা উঠলেই যাঁর যাঁর ইষ্ট দেবতার প্রতি জোরাল বিশ্বাসই মাথা চাড়া দিয়ে ওঠে। এক ধর্মীয় ভাবাবেগের অভিঘাত আমাদের মনে আছড়ে পড়ে। পৃথিবীর সমস্ত ভক্তিমূলক গান মূলত কোনও ধর্মীয় গান হয়েই আমাদের কাছে থেকে গেছে। কিন্তু অন্তরের বিশ্বাস কি আদৌ কোনও ধর্মের রঙে রঙিন হতে পারে? ধর্মীয় ভাবাবেগই কি ভক্তির ভিত্তি হতে পারে? ভক্তি-বিশ্বাস নিয়ে আমাদের চিরন্তন ছকেবাঁধা ভাবধারায় নতুন আলো ফেললেন কন্নড় শাস্ত্রীয় সঙ্গীত জগতের অন্যতম উজ্জ্বল নাম টি ভি রামপ্রসাদ (T.V. Ramprasadh)। কোনও ধর্মীয় ভাবাবেগ নয়, নব চেতনার আঙ্গিকে এক আধ্যাত্মিক আলোয় বিশ্বাসকে তুলে ধরতে চলেছেন তিনি 'দ্য ফেথ প্রজেক্ট'- মিউজিক অ্যালবামের মাধ্যমে। গোটা ভারত জুড়ে ১২টি আঞ্চলিক ভাষায় ভক্তিমূলক গান নিয়ে তৈরি হচ্ছে 'দ্য ফেথ প্রজেক্ট' (The Faith Project), শুরু বাংলার শ্যামা সঙ্গীত দিয়ে।

সমুদ্রতীরের বাড়িতে হাতে-হাত রেখে রোম্যান্টিক মেজাজে ভিকি-ক্যাটরিনা-

এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে সমুদ্র উপকূলবর্তী বাড়িতে হাতে হাত রেখেছেন ভিকি - ক্যাটরিনা। হৃদয়ের ইমোজি দিয়ে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। আর তাতেই আপ্লুত নেটিজেনরা। 'সূর্যবংশী' অভিনেত্রীর ছবিতে স্পষ্ট বৃষ্টির আবহাওয়ায় দুই তারকা রোম্যান্টিক মেজাজে সময় কাটাচ্ছেন। 

কী কারণে প্রয়াত হলেন রাজু শ্রীবাস্তব? জানাচ্ছেন তাঁর ভাইপো-

৪০ দিন হাসপাতালে ভর্তি থাকার পর তাঁর আর সুস্থ হয়ে বাড়ি ফেরা হল না। পরলোকগমন করলেন রাজু শ্রীবাস্তব। কৌতুক অভিনেতার ভাইপো কুশল জানালেন শেষে কী হয়েছিল। সংবাদ সংস্থাকে দেওয়া বিবৃতিতে রাজু শ্রীবাস্তবের ভাইপো কুশল বলছেন, 'তিনি (রাজু শ্রীবাস্তব) মারা গিয়েছেন দ্বিতীয়বার হৃদরোগে আক্রান্ত হয়ে। গত ৪০ দিন ধরে অনেক লড়াই লড়ছিলেন তিনি। গতকাল পর্যন্ত আমরা আশা করেছিলাম যে উনি সুস্থ হয়ে উঠবেন। কিন্তু...' প্রথমবার হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন রাজু। আর দ্বিতীয়বার হৃদরোগে আক্রান্ত হওয়ায় তিনি আর ধকল সামলাতে পারলেন না।

গ্রেফতারির পর প্রথমবার সোশ্যাল মিডিয়ায় রাজ কুন্দ্রা, ইঙ্গিতপূর্ণ পোস্ট শিল্পার স্বামীর-

এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা ইঙ্গিতপূর্ণ একটি পোস্ট করেছেন। কালো হুডি, মুখে মাস্ক, চোখে সানগ্লাস দেওয়া একটি ছবি পোস্ট করেছেন তিনি। সঙ্গে লিখেছেন, 'আর্থার রোড জেল থেকে মুক্তির এক বছর হল। বিচার একদিন হবেই। সত্যিটা সকলের সামনে আসবেই। যাঁরা আমার জন্য শুভকামনা করেছেন, তাঁদেরকে অনেক ধন্যবাদ। আর ট্রোলারদেরও অনেক ধন্যবাদ আমাকে আরও শক্তিশালী করে তোলার জন্য।' এর সঙ্গে ছবিতেই তিনি লিখেছেন, 'যদি তুমি গোটা গল্পটা না জানো, তাহলে চুপ থাকো।'

হৃদয়পুরে মুখোমুখি সৌরভ দাস ও অর্ণ মুখোপাধ্যায়, প্রকাশ্যে মোশন পোস্টার-

এবার হৃদয়পুরে দেখা হবে অভিনেতা সৌরভ দাস (Saurav Das) ও অর্ণ মুখোপাধ্যায়ের (Arna Mukherjee)। মোশন পোস্টারে (Motion Poster) মিলল গ্রামীন ছোঁয়া। এদিন প্রকাশ্যে এল ছবির প্রথম ঘোষণা পোস্টার।  আসছে 'হৃদয়পুর'। হৃদয়পুরের গল্পে এবার মুখোমুখি সৌরভ দাস ও অর্ণ মুখোপাধ্যায়। মুক্তি পেল ছবির মোশান পোস্টার। যার প্রতিটি ফ্রেমে ফুটে উঠেছে এক গ্রামের বিচিত্র রূপ। প্রেম আর থ্রিলারের মিশ্রণে এই ছবির পরিচালনা করছেন পরিচালক সৌম্যজিত আদক (Soumyajit Adak)। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP Live TV
ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Weather Today: আরও হাড়কাঁপুনি ঠান্ডা, শৈত্যপ্রবাহের সতর্কতা জারি জেলায় জেলায়, বাড়বে কনকনে হাওয়ার দাপট!
আরও হাড়কাঁপুনি ঠান্ডা, শৈত্যপ্রবাহের সতর্কতা জারি জেলায় জেলায়, বাড়বে কনকনে হাওয়ার দাপট!
Weekly Horoscope : এই রাশির মহিলাদের জন্য এটাই বাম্পার সপ্তাহ, এই রাশির পুরুষরাও বসবেন টাকার গদিতে, আসছে সুখবর
এই রাশির মহিলাদের জন্য এটাই বাম্পার সপ্তাহ, এই রাশির পুরুষরাও বসবেন টাকার গদিতে, আসছে সুখবর
Fake Medicine: 'অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশনে ভাসছে ব্যাকটেরিয়া..' ! ফের পরীক্ষায় ফেল করল দেড়শো-র বেশি সংস্থার ২০৭টি ওষুধ
'অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশনে ভাসছে ব্যাকটেরিয়া..' ! ফের পরীক্ষায় ফেল করল দেড়শো-র বেশি সংস্থার ২০৭টি ওষুধ
Mangaladitya Yog 2026 : বছরের প্রথম 'মঙ্গলাদিত্য রাজযোগ' তৈরি হচ্ছে, এই ৩ রাশিতে লাগবে জ্যাকপট! চাকরিতে এবার টাকার পর টাকা
বছরের প্রথম 'মঙ্গলাদিত্য রাজযোগ' তৈরি হচ্ছে, এই ৩ রাশিতে লাগবে জ্যাকপট! চাকরিতে এবার টাকার পর টাকা

ভিডিও

Mustafizur Rahman। KKR থেকে মুস্তাফিজুরকে ছাঁটাইয়ের ‘বদলা’? বাংলাদেশে নিষিদ্ধ IPL, কোন পথে হাঁটবে ভারত?
Sukanta Majumdar | 'এই চাকরি চোর সরকারকে তাড়াতেই হবে', হুঙ্কার সুকান্ত মজুমদারের
Sandeshkhali |সন্দেশখালিতে পুলিশের উপর হামলাকাণ্ডে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১২,এখনও অধরা মূল অভিযুক্ত
Mamata Banerjee| 'SIR হোক ২ বছর সময় নিয়ে, গায়ের জোরে কেন?', আক্রমণ মমতা বন্দ্যোপাধ্য়ায়ের
Jalpaiguri News | টাটা মোটরসের শোরুমের জায়গা দখলের চেষ্টা | বাধা দিলে হামলা, ভাঙচুর !

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: আরও হাড়কাঁপুনি ঠান্ডা, শৈত্যপ্রবাহের সতর্কতা জারি জেলায় জেলায়, বাড়বে কনকনে হাওয়ার দাপট!
আরও হাড়কাঁপুনি ঠান্ডা, শৈত্যপ্রবাহের সতর্কতা জারি জেলায় জেলায়, বাড়বে কনকনে হাওয়ার দাপট!
Weekly Horoscope : এই রাশির মহিলাদের জন্য এটাই বাম্পার সপ্তাহ, এই রাশির পুরুষরাও বসবেন টাকার গদিতে, আসছে সুখবর
এই রাশির মহিলাদের জন্য এটাই বাম্পার সপ্তাহ, এই রাশির পুরুষরাও বসবেন টাকার গদিতে, আসছে সুখবর
Fake Medicine: 'অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশনে ভাসছে ব্যাকটেরিয়া..' ! ফের পরীক্ষায় ফেল করল দেড়শো-র বেশি সংস্থার ২০৭টি ওষুধ
'অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশনে ভাসছে ব্যাকটেরিয়া..' ! ফের পরীক্ষায় ফেল করল দেড়শো-র বেশি সংস্থার ২০৭টি ওষুধ
Mangaladitya Yog 2026 : বছরের প্রথম 'মঙ্গলাদিত্য রাজযোগ' তৈরি হচ্ছে, এই ৩ রাশিতে লাগবে জ্যাকপট! চাকরিতে এবার টাকার পর টাকা
বছরের প্রথম 'মঙ্গলাদিত্য রাজযোগ' তৈরি হচ্ছে, এই ৩ রাশিতে লাগবে জ্যাকপট! চাকরিতে এবার টাকার পর টাকা
Venezuela Natural Resources: নিজেকে উজাড় করে দিয়েছে প্রকৃতি, তেল-সোনা-গ্যাস-খনিজ, বাদ নেই কিছুই, তাও ভেনিজুয়েলার ভাগ্য আরবের মতো হল না কেন?
নিজেকে উজাড় করে দিয়েছে প্রকৃতি, তেল-সোনা-গ্যাস-খনিজ, বাদ নেই কিছুই, তাও ভেনিজুয়েলার ভাগ্য আরবের মতো হল না কেন?
Mohammed Shami: SIR-শুনানিতে ডাক ক্রিকেটার মহম্মদ সামিকে, হাজিরা দিতে পারবেন না, কী কারণ?
SIR-শুনানিতে ডাক ক্রিকেটার মহম্মদ সামিকে, হাজিরা দিতে পারবেন না, কী কারণ?
Eastern Railway: ২০টি লোকাল ট্রেন বাতিল! দুর্ভোগে যাত্রীরা, কবে স্বাভাবিক হবে পরিষেবা? কী জানাল পূর্ব রেল?
২০টি লোকাল ট্রেন বাতিল! দুর্ভোগে যাত্রীরা, কবে স্বাভাবিক হবে পরিষেবা? কী জানাল পূর্ব রেল?
Weekly Astrology (4-10 Jan, 2026) : নির্ভয়ে থাকুন এই ২ রাশি, সৌভাগ্য ঘিরে রাখবে আপনাদের; অর্থ-কেরিয়ারে একের পর এক সুখবর
নির্ভয়ে থাকুন এই ২ রাশি, সৌভাগ্য ঘিরে রাখবে আপনাদের; অর্থ-কেরিয়ারে একের পর এক সুখবর
Embed widget