Top Entertainment News Today: সারাদিনের বিনোদনের সেরা এক ডজন খবর
বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? টলিউড থেকে বলিউড। বিনোদনের জগতের সেরা খবরগুলিতে চোখ বুলিয়ে নিন (Top Entertainment News Today)।
কলকাতা: কেবিসির সেটে দুর্ঘটনার কবলে অমিতাভ বচ্চন। তাঁকে নিয়ে যেতে হল হাসপাতালে। জ্যাকলিন ফার্নান্ডেজের বিরুদ্ধে আরও অভিযোগ আনল ইডি। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে ব্রহ্মাস্ত্র। টিম মহিষাসুরমর্দিনীর আলোর উতসব উদযাপন। সব মিলিয়ে বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? টলিউড থেকে বলিউড। বিনোদনের জগতের সেরা খবরগুলিতে চোখ বুলিয়ে নিন (Top Entertainment News Today)।
গোয়া চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে 'মহানন্দা'-
এই বছর মোট ২৫টি ফিচার ফিল্ম ও ২০টি নন ফিচারকে বেছে নিয়েছেন গোয়া চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ। ফিচার বিভাগের মধ্যে ১২জন জুরির বেছে নেওয়া ২০টি ছবির মধ্যে বাংলা থেকে রয়েছে 'মহানন্দা'। আগামী ২০ নভেম্বর থেকে আট দিন ধরে গোয়ায় অনুষ্ঠিত হবে এই ফিল্ম ফেস্টিভ্যাল।
লন্ডনের বুকে গানের সুরে বাঙালি প্রেমের গল্প শোনাবেন পরমব্রত-ইশা-
লন্ডন আই থেকে শুরু করে বিদেশের রাস্তাঘাট, ছোট্ট টিজারে ধরা খুঁটিনাটি। এই প্রথমবার পর্দায় জুটি বাঁধছেন পরমব্রত ও ইশা। এই ছবির চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন অরিত্র ও সৌমশ্রী। পরমব্রত ও ইশা ছাড়াও এই ছবিতে রয়েছেন গৌরব চট্টোপাধ্যায় (Gourav Chatterjee)।
টিম 'মহিষাসুরমর্দ্দিনী'-কে নিয়ে আলোর উৎসব উদযাপনে ঋতুপর্ণা সেনগুপ্ত-
দীপাবলির আগেই আলোর উৎসবে মেতে উঠলেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। শুধু তিনিই নয়, এদিন আলোর উৎসব উদযাপনে হাজির ছিল টিম 'মহিষাসুরমর্দ্দিনী' (Mahisasur Mordini)। নায়িকার বাড়িতেই এদিন আয়োজন করা হয়েছিল উৎসব উদযাপনের। লাল সালোয়ার কামিজে এদিন সেজেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। হাজির ছিলেন 'মহিষাসুরমর্দিনী' -র প্রযোজক। হাজির ছিলেন সাহেব ভট্টাচার্য্যও। দীপাবলি উদযাপনে মেতে ওঠেন সবাই।
আরও পড়ুন - Raju Srivastava: প্রয়াত রাজু শ্রীবাস্তবকে নিয়ে আবেগপ্রবণ স্ত্রী শিখা, ভিডিও দেখে চোখে জল নেটিজেনদের
জন্মদিনে নায়ক প্রভাসকে বিশেষ উপহার টিম 'আদিপুরুষ'-এর-
প্রভাসের জন্মদিনে নতুন চমক। মুক্তি পেল রামের বেশে প্রভাসের প্রথম পূর্ণাঙ্গ পোস্টার। সামনেই মুক্তি পাবে প্রভাসের নতুন ছবি আদিপুরুষ (Adipurush)। আর আজ, ছবির নায়কের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হল প্রভাসের লুক। নতুন লুকে প্রভাসের মাথায় লম্বা চুল, গায়ে গেরুয়া বসনের ওপর পরা যুদ্ধের সাজ। গলায় রুদ্রাক্ষের মালা। হাতে তির ধনুক। চোখে শান্ত কিন্তু দৃঢ় চাহনি। কপালে লাল তিলক। প্রিয় অভিনেতার জন্মদিনে এই লুক দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় নিজেই এই নতুন পোস্টার শেয়ার করে নিয়েছেন প্রভাস।
এবার হাতের মুঠোয় 'ব্রহ্মাস্ত্র', কবে কোন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি? জেনে নিন-
ডিজনি প্লাস হটস্টারে (Disney Plus Hotstar)-এ মুক্তি পাবে 'ব্রহ্মাস্ত্র'। আগামী মাস অর্থাৎ নভেম্বরের ৪ তারিখ ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে 'ব্রহ্মাস্ত্র'। ৯ সেপ্টেম্বরে মুক্তির পর থেকে বক্স অফিসে রাজত্ব করছে অয়ন মুখোপাধ্যায়ের 'ব্রহ্মাস্ত্র'।
জ্যাকলিন ফার্নান্ডেজের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনল ইডি-
২০০ কোটি টাকা আর্থিক তছরূপের মামলায় ২২ অক্টোবর ছিল শুনানির দিন। গত সেপ্টেম্বরে আদালত অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে। আর ২২ অক্টোবর সেই জামিনের মেয়াদ ১০ নভেম্বর পর্যন্ত বাড়ায় পাতিয়ালা হাউস কোর্ট। আর্থিক প্রতারণায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে যোগ থাকার দাবি তুলে ইডি একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে জ্যাকলিনকে। আর এবার ইডির পক্ষ থেকে অভিযোগ তোলা হচ্ছে যে, অভিনেত্রী তাঁর মোবাইল ফোন থেকে সমস্ত তথ্য মুছে দিয়েছেন। বিভিন্ন সূত্রে খবর, ইডির পক্ষ থেকে জানানো হয়েছে যে, জ্যাকলিন ফার্নান্ডেজ স্বীকার করেছেন যে তিনি তাঁর ফোন থেকে এই মামলা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য মুছে দিয়েছেন। এছাড়াও অন্যান্য ব্যক্তিদেরও এই সংক্রান্ত সমস্ত তথ্য ফোন থেকে মুছে ফেলতে বলেছেন। তিনি বিদেশেও পালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। যদিও জ্যাকলিন ফার্নান্ডেজের পক্ষ থেকে কিংবা তাঁর মুখপাত্রের পক্ষ থেকে এই সংক্রান্ত কোনও বক্তব্য অফিশিয়ালি জানানো হয়নি।
শিরা কেটে ঝরছে রক্ত! অমিতাভ বচ্চনকে নিয়ে দৌড়তে হল হাসপাতালে-
না। এটা কোনও হিট ছবির দৃশ্য নয়। একেবারেই বাস্তবের ঘটনা। সম্প্রতি নিজের অফিশিয়াল ব্লগে এমন বাস্তবিক ঘটনার কথাই শেয়ার করেছেন বিগ বি। অমিতাভ বচ্চন লিখেছেন, 'একটা ধাতব কোনও টুকরো আমার বাঁ পায়ে আচমকা লেগে যায় আর তার জন্যই আমার পায়ের শিরা কেটে যায়। শিরার অনেকটা কেটে যাওয়ায় রক্ত পড়তে থাকে নাগাড়ে। কোনওভাবেই রক্ত পড়া থামানো যাচ্ছিল না। দ্রুত সকলে মিলে আমাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে গিয়ে সেলাই করার পরই রক্ত পড়া থামে। ডাক্তার এবং তাঁর সহকর্মীদের চেষ্টায় আমার পায় থেকে রক্ত পড়া বন্ধ হয়।'
প্রথম শটের পরই বের করে দেওয়া হয়েছিল! কোন ছবি থেকে বাদ পড়েন ক্যাটরিনা?
সামনেই মুক্তি পাবে ক্যাটরিনা কাইফের ছবি 'ফোন ভূত' (Phone Bhoot)। এই ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন সিদ্ধান্ত চতুর্বেদী এবং ইশান খট্টর। সেই ছবিরই প্রচারে এসে ক্যাটরিনা নিজের কেরিয়ারের শুরুর দিনগুলোর স্মৃতিচারণা করেন। তিনি বলেন, 'আমাকে বাদ দেওয়া হয়নি শুধু, আমাকে বের করে দেওয়া হয়েছিল। একটা ছবির শ্যুটিং করছিলাম তখন। ছবির নাম 'শায়া' (Saaya)। পরিচালক অনুরাগ বসুর সেই ছবিতে জন আব্রাহাম ও তারা শর্মার শ্যুটিংয়ের কথা। প্রথম শট শেষ হতেই আমাকে বের করে দেওয়া হয়। প্রথম দিনের শ্যুটিং নয়। প্রথম শট শেষ হতেই। মাত্র একটা শটের পরই। সেই সময় আমি ভেবেছিলাম, ওখানেই বুঝি আমার কেরিয়ার আমার জীবন শেষ।'
মালাইকার জন্মদিনে বিশেষ ছবি অর্জুনের-
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে মালাইকা অরোরার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন অর্জুন কপূর। ছবিতে দেখা যাচ্ছে, দুই তারকা দাঁড়িয়ে রয়েছেন একটি আয়নার সামনে। দুজনের পরনে জমকালো পোশাক। আয়না থেকেই একে অপরের দিক থেকে চোখ ফেরাতে পারছেন না মালাইকা - অর্জুন কেউই। ছবি পোস্ট করে অভিনেতা লিখেছেন, 'শুভ জন্মদিন। তুমি যেমন তেমনই থাকো। খুশিতে থাকো আর আমার হও।'
শাহরুখ-সলমন-আমির নতুন প্রজন্মের অভিনেতাদের থেকে কতটা আর কেন আলাদা?
সম্প্রতি এক সাক্ষাৎকারে সুভাষ ঘাই জানাচ্ছেন, নয়ের দশকের অভিনেতাদের সঙ্গে নতুন প্রজন্মের অভিনেতাদের তফাতটা কোথায়। তিনি বলছেন, 'নয়ের দশকের অভিনেতারা কাজের গুরুত্বটা বুঝত। গল্পের গুরুত্ব বুঝত। যেমন শাহরুখ, আমির , সলমন। ওরা ওদের নিজেদের কাজ কী তা জানত। সময়ে কাজ শেষ করত। জানত, কাজ ঠিক হলে তবেই ঠিকই টাকা আসবে। কিন্তু আজকের প্রজন্মের অভিনেতারা আগে টাকা বোঝে। তারা চায় আগে টাকা আসুক। তারা শুধুই নিজেদের ব্যক্তিগত ব্র্যান্ডিং আর পারিশ্রমিক সম্পর্কে চিন্তা করে। ওরা মনে করে ওরা নিজেরা বড় ব্র্যান্ড হয়ে গিয়েছে। আগে পিছনে কিছুই দেখে না বোঝে না। তেল - সাবানের মতো লোক ওরা। যারা ছবির শ্যুটিং ফেলে বিজ্ঞাপনের কাজ করতে যায়।'
'যখন আম্মার সঙ্গে থাকি...' শর্মিলা ঠাকুরকে নিয়ে যা বললেন করিনা-
ভিডিওতে বলিউড ডিভা করিনা কপূরকে বলতে দেখা যায়, 'আম্মার সম্পর্কে যতই বলব কমই বলা হবে। যখনই আম্মার সঙ্গে থাকি, দুটো শব্দ আমার মাথায় সবসময় থাকে। ভালোবাসা আর পারস্পরিক নির্ভরতা। তিনি এমনই একজন, যিনি সবসময় মারাত্মকরকমভাবে সঠিক থাকেন। যেকোনও পরিস্থিতিতে মানিয়ে নিতে পারেন। বন্ধুদের সঙ্গে থাকো, পরিবারের সঙ্গে থাকো, বাচ্চাদের সঙ্গে থাকো আর যার সঙ্গেই থাকো না কেন। তৈমুর, জেহ, সারা, ইব্রাহিম সকলের সঙ্গে মিশে যেতে পারেন। আমার মনে হয়, তিনি এই পরিবারের একটা বড় ছাতা। আর আমরা অত্যন্ত ভাগ্যবান যে, এমন একটা ছাতার নিচে আশ্রয় পেয়েছি। তোমাকে খুব ভালোবাসি। তোমাকে অত্যন্ত শ্রদ্ধা করি। আশা করি শোয়ে তোমার সময়টা অসাধারণ কাটুক।'
'বাহুবলী'-র জন্য ওজন বাড়িয়ে ১০৫ কেজি করেছিলেন প্রভাস!
তাঁর উত্থান দক্ষিণী ছবির হাত ধরেই। এরপর ধীরে ধীরে বলিউড ছবিতে পা রাখেন তিনি। তবে তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল যে ছবিটি, সেটি দক্ষিণী ছবিই। তাঁর নামের সঙ্গে বাহুবলী (Baahubali) আখ্যা জুড়ে দিয়েছিল ছবির সাফল্যই। এরপর আর তাঁকে ঘুরে তাকাতে হয়নি। দেশের অন্যতম ধনী ও বিখ্যাত তারকার মধ্যে একজন তিনি। আজ.. প্রভাসের (Prabhash) জন্মদিন।