Top Entertainment News Today: টলিউড থেকে বলিউড, একনজরে আজকের সেরা বিনোদনের খবরগুলি
টলিউড থেকে বলিউড। বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? একনজরে দেখে নিন আজকের সেরা খবরগুলি (Top Entertainment News Today)।
কলকাতা: মা হলেন আলিয়া ভট্ট। রণবীর - আলিয়ার সংসারে এসেছে কন্যা সন্তান। নানা বিষয় নিয়ে মুখ খুললেন শাহরুখ খান। বড় পর্দায় আসছে তারানাথ তান্ত্রিক। টলিউড থেকে বলিউড। বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? একনজরে দেখে নিন আজকের সেরা খবরগুলি (Top Entertainment News Today)।
পরিণীতির পর রণবীর, যশরাজের ট্য়ালেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে সম্পর্ক ছিন্ন দুই তারকার-
পরিণীতি চোপড়ার কেরিয়ারও শুরু হয়েছিল যশরাজ ফিল্মসেরই ছবিতে। 'লেডিস ভার্সাস রিকি বহেল'-র কথা মনে পড়ে? এখানেই প্রথম সিলভারস্ক্রিনে দেখা গিয়েছিল প্রিয়াঙ্কা চোপড়ার তুতো বোনকে। ছিলেন রণবীর সিংহ এবং অনুষ্কা শর্মাও। তার পর থেকে ওয়াইআরএফের ট্যালেন্ট ম্য়ানেজমেন্ট এজেন্সির সঙ্গে রয়ে গিয়েছিলেন পরিণীতিও। কিন্তু কেন হঠাৎ এই সংস্থা ছাড়ার সিদ্ধান্ত? এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে শেষ যে ছবিতে রণবীরকে দেখা গিয়েছিল, সেটিও ছিল এই প্রযোজনা সংস্থার ব্যানারেই। 'জয়েশভাই জোয়ারদার' নামে ওই ছবিতে রণবীরের সঙ্গে দেখা গিয়েছিল বোমান ইরানি, রত্না পাঠক শাহ-সহ অনেককেই। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল ছবিটি। আপাতত ২০২৩ সালের ফেব্রুয়ারির দিকে তাকিয়ে ভক্তরা। সেই সময়েই মুক্তি পাওয়ার কথা 'রকি অউর রানি কি প্রেম কহানি'-র। কর্ণ জোহর পরিচালিত ছবিতে শাবানা আজমি, জয়া বচ্চন ও ধর্মেন্দ্রকেও দেখা যাবে।
খুশির হাওয়া কপূর-ভট্ট পরিবারে! এল রণবীর-আলিয়ার কন্যাসন্তান-
এখনও পর্যন্ত যা জানা গিয়েছে তাতে মা ও মেয়ে দুজনেই সুস্থ রয়েছেন। স্ত্রী ও সদ্যোজাত কন্যার সঙ্গে হাসপাতালেই রয়েছেন বাবা রণবীর কপূরও। সকালেই হাসপাতালে ঢুকতে দেখা গিয়েছিল দুজনকে। আলাদা গাড়িতে এসেছিলেন আলিয়া ও রণবীর। সূত্রের খবর, ৮টা ২০ নাগাদ ভর্তি করা হয় অভিনেত্রীকে। তার পর থেকে অপেক্ষার প্রহর গোনা চলছিল। অবশেষে এল সুখবর। শোনা যাচ্ছে, আজই ডেলিভারির কথা ছিল। সব কিছু আশামতোই হয়েছে বলে সূত্রের খবর। এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে এই নিয়ে কিছু জানানো না হলেও কিছু ক্ষণের মধ্যেই এই নিয়ে পরিবার সূত্রে বিবৃতি দেওয়া হতে পারে বলে খবর।
আবেগঘন পোস্টে 'মায়াবী কন্যা'র আগমনের খবর নিজেই জানালেন আলিয়া-
রবিবার মুম্বইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী আলিয়া ভট্ট। এরপরই নিজের সোশ্যাল মিডিয়ায় একটি মিষ্টি পোস্ট শেয়ার করেছেন। অফিসিয়ালি সকলকে কন্যা সন্তান আগমনের খবর জানিয়ে একটি পোস্ট করেন তিনি। একটি ছবিতে বাবা সিংহ, মা সিংহীর সঙ্গে ছোট্ট সিংহের ছবি। সঙ্গে লেখা, 'এবং আমাদের জীবনের শ্রেষ্ঠ খবরে, আমাদের সন্তান এসে গেছে... এবং কী যে মায়াবী মেয়ে সে। আমরা আনুষ্ঠানিকভাবে ভালবাসায় ও আশীর্বাদে ফুটছি - আবিষ্ট অভিভাবক।' সবশেষে লেখা, 'ভালবাসা ভালবাসা ভালবাসা আলিয়া ও রণবীর'।
আরও পড়ুন - Kangana Ranaut: ট্যুইটার ভেরিফিকেশনের সহজ পদ্ধতি বাতলে দিলেন কঙ্গনা রানাউত
আরিয়ানের মাদক মামলার ঝড়-ঝাপটা কীভাবে কাটিয়ে উঠলেন? জানালেন শাহরুখ খান-
সম্প্রতি বিভিন্ন ইস্যু নিয়ে অনুরাগীদের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন শাহরুখ খান। #AskSRK নামে চলছিল অনলাইন চ্যাট। সেখানেই এক অনুরাগী অভিনেতাকে প্রশ্ন করেন যে, 'শাহরুখ স্যর আশা করি আপনি ভালো আছেন। আমেরিকা থেকে প্রশ্ন করছি। কোন প্রেরণা থেকে আপনি সমস্ত সমস্যা কাটিয়ে ওঠেন বাদশার (Badshah) মতো? 'পাঠান' দয়া করে উত্তর দেবেন।' অনুরাগীকে উত্তর দেন শাহরুখ খান। উত্তরে বলেন, 'বিশ্বাস করতে হয় যে, ভালো সবসময়ই খারাপকে হারিয়ে দেবে।'
বড়পর্দায় আসছে 'তারানাথ তান্ত্রিক', পরিচালনায় নবাগত সুরঞ্জন দাস-
নবাগত পরিচালক সুরঞ্জন দাসের (Suranjan Das) পরিচালনায় বড়পর্দায় আসছে 'তারানাথ তান্ত্রিক'। পরিচালকের এটিই প্রথম সিনেমা। আর প্রথম ছবিতেই একগুচ্ছ নবাগত অভিনেতা ও অভিনেত্রী নিয়ে শুরু করছেন কাজ। তবে প্রযোজক অপূর্ব জোশেফ (Apurba Joseph) জানান এই ছবিতে চেনা মুখও থাকবে। কিন্তু কারা থাকবেন, সেই নাম এখনও ঠিক হয়নি। কলকাতা শহর ও তার পার্শ্ববর্তী এলাকায় হবে ছবির শ্যুটিং। পরিচালক সুরঞ্জন দাস বলেন, 'তারানাথ তান্ত্রিক, যিনি তাঁর জীবনের প্রায় সিংহভাগ গ্রামাঞ্চলে ঘুরে ঘুরে কাটিয়েছেন। তাঁর জীবনে প্রেতাত্মা ও পূর্ণাত্মার গল্প নিয়ে এই সিনেমা।'
সম্পর্ক নিয়ে জল্পনা তুঙ্গে! নীরবতা ভাঙলেন জাহ্নবী কপূর-
নানা সময়ে একসঙ্গে দেখা গিয়েছে জাহ্নবী কপূর ও অরহানকে। সম্প্রতি হ্যালোইন পার্টিতেও একসঙ্গে তাঁকে দেখা যায়। অরহানের আয়োজিত হ্যালোইন পার্টিতে অন্য মেজাজেও দেখা গিয়েছিল অভিনেত্রীকে। এছাড়াও চলতি বছর দুজনে একসঙ্গে দীপাবলিও উদযাপন করেছেন। সেই ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। একসঙ্গে তাঁরা বিভিন্ন দেশেও ভ্রমণ করেন। অরহান নিয়মিত সেই সমস্ত ছবি পোস্ট করেন তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। আর সেখানে কমেন্ট করতে দেখা যায় জাহ্নবীকে। তাই দুজনের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়াতে সময় নেয়নি। আর সেই গুঞ্জনে আরও ইন্ধন যোগাচ্ছে এই সমস্ত ছবি। এবার সম্পর্ক নিয়ে স্পষ্ট কথা বললেন অভিনেত্রী। এক সাক্ষাৎকারে জাহ্নবী কপূর বলেন, 'আমি অরিকে অনেক বছর ধরে চিনি। ও এমনই একজন, যাঁর সঙ্গে আমি শুধুই মজা, আনন্দ উপভোগ করি না, আমায় সমর্থন করার মতো ব্যক্তিও ও। আমাকে পিছন থেকে অনেক সাপোর্ট করে। ও আমার চারপাশে থাকলে পরিবেশটা আমার বাড়ির মতো লাগে। আমি ওকে অনেকটা বিশ্বাস করি। আমার মনে হয়, ওর মতো বন্ধু খুঁজে পাওয়া মুশকিল। ও অসাধারণ একজন মানুষ।'
প্রিয় 'ভাই' সলমন খানের সম্পর্কে এ কী বললেন শাহরুখ খান!
অনুরাগীদের সঙ্গে চ্যাটিং সেশনে শাহরুখ খান জানালেন, যেকোনও সমস্যার একটাই সমাধান, ভালোর উপর থেকে কখনও বিশ্বাস না হারানো। সত্যি সবসময় প্রকাশ পাবে, তাই তার উপর ভরসা রাখলেই সব সমস্যা সমাধান হবে। এমনটাই পরামর্শ দেন অভিনেতা। শোনা গিয়েছে, সলমন খানের 'টাইগার থ্রি' ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। ভাইজানের সঙ্গে সম্পর্ক কেমন জিজ্ঞাসা করায় অভিনেতা জানান যে, সবসময় অত্যন্ত দয়ালু থেকেছেন সলমন খান। অন্যদিকে, অক্ষয় কুমার প্রসঙ্গেও নিজের মত দেন তিনি। বলিউডের খিলাড়িকে 'অসাধারণ বন্ধু' বলেন তিনি। এর পাশাপাশি তাঁকে পরিশ্রমী মানুষও বলেন সলমন।
রণালিয়ার পরিবারে নতুন সদস্য, সোশ্যাল মিডিয়ায় আবেগঘন 'গর্বিত দাদু' কর্ণ জোহর-
৬ নভেম্বর, কন্যা সন্তানের জন্ম দিলেন আলিয়া ভট্ট। সোশ্যাল মিডিয়া ভাসছে শুভেচ্ছাবার্তায়। এদিন নিজের ইনস্টাগ্রামে আলিয়া-রণবীরের বিয়ের দিনের একটি সেলফি পোস্ট করেন কর্ণ জোহর। ক্যাপশন আবেগে মাখামাখি, 'আমার হৃদয় ভালবাসায় ভরে গেছে। পৃথিবীতে স্বাগত ছোট্ট মেয়ে। তোমার জন্য কত ভালবাসা অপেক্ষা করে আছে। আলিয়া ও রণবীর তোমাদের জন্য অনেক ভালবাসা। তাহলে এবার গর্বিত নানা (দাদু) হলাম।'
হাসপাতালে শয্যাশায়ী ঐন্দ্রিলাকে খোলা চিঠি সুদীপার-
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সুদীপা চট্টোপাধ্যায় লিখেছেন, 'আদরের ঐন্দ্রিলা। কোনোদিন চিঠি লিখতে হবে ভাবিনি। একটা কথা তোমাকে কখনো বলা হয়নি। তোমাকে বড্ড ভালোবাসি। কখন যে তুমি মনের এতটা জুড়ে হয়ে গেলে- জানতেই পারিনি। কিন্তু আজ একটা কথা না জানালে খুব ভুল হবে। তুমি নিজে জানো ঈশ্বর কেন বারবার তোমাকেই এত কঠিন পরীক্ষার মুখোমুখি রেখেও জিতিয়ে দিচ্ছেন? কারণ, তুমি সবার সামনে একটা দৃষ্টান্ত তৈরি করতে পারবে। হ্যাঁ। তুমিই পারবেষ সবাই পারে না। সবাই ঐন্দ্রিলা শর্মা হতে পারে না। তোমাকে পারতেই হবে। নইলে এতগুলো মন, যাঁরা সারাদিন তোমার ফিরে আসার জন্য সারাদিন প্রার্থনা করছেন। কিংবা ওই হাসপাতালের সবাই- যাঁরা তোমাকে ফিরিয়ে আনার জন্য নিরলস পরিশ্রম করছেন। তাঁদের সবার এত এফর্ট, সব ব্যর্থ হয়ে যাবে। সারা কলকাতা প্রার্থনা করছে তোমার জন্য ঐন্দ্রিলা। সব্যসাচীর মতো একজন বন্ধু তোমার জন্য অপেক্ষা করছেন। বৌদি (তোমার মা) তোমার বকুনি শুনবেন বলে অপেক্ষা করছেন। তোমার পরিবার, তোমার ফ্যানস, তোমার বন্ধুরা সবাই অপেক্ষা করছে তোমার জন্য। শ্যুটিং ফ্লোর তোমার মিষ্টি হাসি ক্যামেরাবন্দি করবে বলে অপেক্ষা করছে। এত অপেক্ষা কখনো মিথ্যে হতে পারে না। তুমি আসবে। অনেক আদর রইল আমার সোনা বোনটার জন্য। ইতি - সুদীপাদি।' (অপরিবর্তিত)
ট্যুইটার ভেরিফিকেশনের সহজ পদ্ধতি বাতলে দিলেন কঙ্গনা রানাউত-
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে এদিন কঙ্গনা রানাউত লেখেন, 'বর্তমানে সবথেকে ভালো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্যুইটার। বুদ্ধিমত্তার সঙ্গে এবং আদর্শগতভাবে এটি কাজ করে। লুকস কিংবা লাইফস্টাইল দেখে নয়। তবে, আমি এখনও এর ফেরিফিকেশন পদ্ধতিটা বুঝতে পারিনি। অথেন্টিক আইডেন্টিটি না থাকার কারণ দেখিয়ে অনেকেরই ট্যুইটার ভেরিফাই হয় না। উদাহরণ হিসেবে বলতে পারি, আমার অ্যাকাউন্ট ফেরিফাই হয়ে যাবে। কিন্তু আমার বাবা যদি তাঁর অ্যাকাউন্ট ব্লু টিক (Blue Tick) চান, তাঁর আবেদন খারিজ করে দেওয়া হবে যেন, তিনি বেআইনি জীবনযাত্রা করেন।' এরপর তিনি আরও লেখেন যে, 'প্রত্যেকের যাঁদের আধার কার্ড রয়েছে, তাঁদের অ্যাকাউন্ট ভেরিফাই করা যেতে পারে এই তথ্য দিয়েই।'
'কারাগার ২' মুক্তির তারিখ ঘোষণা করলেন চঞ্চল চৌধুরী-
প্রশ্ন ছিল অনেকদিনই। অবশেষে মিলল উত্তর। সিরিজের মুখ্য অভিনেতা চঞ্চল চৌধুরী রবিবার, নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করে লেখেন, 'কারাগার” পার্ট ২ আসছে ১৫ ডিসেম্বর। শুধু মাত্র Hoichoi তে...' (অপরিবর্তিত)