Top Entertainment News Today: মুক্তি পেল রজনীকান্তের 'জেলার', স্বাস্থ্যসেবায় আলিয়া, বিনোদনের সারাদিন
Top Entertainment News : দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন।
কলকাতা: এবার খাতায়কলমে বিনোদনের রঙিন দুনিয়ায় পদার্পণ ঘটল কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের (Madan Mitra)।বিশ্বব্যাপী রমরম করে চলছে পরিচালক কর্ণ জোহরের ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি' (Rocky Aur Rani Kii Prem Kahaani)। ওটিটি প্ল্যাটফর্মে 'আবার প্রলয়'(Abar Proloy)- হাত ধরে আত্মপ্রকাশ করতে চলেছে পরিচালক রাজ চক্রবর্তী। রজনীকান্তের (Rajinikanth) 'জেলার' (Jailer) নিয়ে চড়ছিল উন্মাদনার পারদ। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন (Top Entertainment News)।
রজনীকান্তের (Rajinikanth) 'জেলার' (Jailer) নিয়ে চড়ছিল উন্মাদনার পারদ। আর সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে আজ তামিলনাড়ুর ৪০০টি স্ক্রিনসহ বিশ্বব্য়াপী ৪০০০ স্ক্রিনে মুক্তি পেল এই ছবি। বরাবরের মত এই ছবি মুক্তির আগেও হিমালয়ান ভ্রমণের উদ্দেশ্যে রওনা হয়েছেন থালইভা। আর সেখান থেকেই ভক্তদের উদ্দেশ্য়ে বলেছেন, 'ছবিটি দেখুন এবং কেমন হয়েছে আমাকে জানান'।উল্লেখ্য়, হিদেতোশি এক দম্পতি জাপানের (Japan) ওসাকা থেকে উড়ে এসেছেন কেবল এই ছবির ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবেন বলে। শুধু তাই নয়, থালাইভার জন্য উপহার স্বরূপ একটি জাপানি শাল ও পাখাও এনেছেন তাঁরা।
ওটিটি প্ল্যাটফর্মে 'আবার প্রলয়'(Abar Proloy)- হাত ধরে আত্মপ্রকাশ করতে চলেছে পরিচালক রাজ চক্রবর্তী। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhasree Ganguly) প্রযোজিত এই সিরিজে ব্যাকব্রাশ করা চুলে, এক্কেবারে অ্যাকশন হিরো শাশ্বত। ট্রেলারে স্পষ্ট হয়ে গেছিল যে, ঋত্বিকের ভূমিকা অবশ্যই নেতিবাচক। আর এবার শুভশ্রী প্রকাশ্য়ে আছে ছবি নেপথ্য় কথা। সোশ্য়াল মিডিয়ায় প্রকাশ করা এই ভিডিওয় দেখা যাচ্ছে কীভাবে এই ছবির অ্য়াকশান দৃশ্য়ের শ্য়ুটিং হয়েছিল।
বিশ্বব্যাপী রমরম করে চলছে পরিচালক কর্ণ জোহরের ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি' (Rocky Aur Rani Kii Prem Kahaani)। এই ছবি আলিয়া ভট্টকে দেখা গেছে বিভিন্ন ধরলেন স্টাইলিস শাড়িতে। যা ফ্য়াশন দুনিয়ায় রীতিমত সাড়া ফেলে দিয়েছিল। আর এবার এই ধরণের শাড়ির একটি বিশেষ কালেকশন লঞ্চ করতে চলেছেন ডিজাইনার মণীশ মালহোত্র ও আলিয়া ভট্ট।
রঙিন মানুষ হিসেবেই তাঁকে চেনেন সকলে। নিজেও এই তকমা দিব্যি উপভোগ করেন তিনি। এবার খাতায়কলমে বিনোদনের রঙিন দুনিয়ায় পদার্পণ ঘটল কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের (Madan Mitra)। শীঘ্রই মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত প্রথম ছায়াছবি 'ওহ লাভলি'। ছবিমুক্তির আগে এবিপি আনন্দে খোলাখুলি আড্ডায় দেখা গেল তাঁকে। প্রতিটি প্রশ্নের উত্তরও দিলেন স্বভাবসিদ্ধ ঢঙেই।