Top Entertainment News Today: মাতৃহারা হলেন মিঠুন, বাদশাকে নিয়ে মন্তব্য় করে কটাক্ষের মুখে পাক অভিনেত্রী
Top Entertainment News Today Update:দিনভর নজর কাড়ল বিনোদন দুনিয়ার কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন।
কলকাতা: মাতৃহারা হলেন মিঠুন চক্রবর্তী। মুক্তি পেল পাঞ্জাবের প্রয়াত সঙ্গীতশিল্পী সিধু মুসেওয়ালার (Punjabi singer Sidhu Moose Wala ) নতুন গান। চলতি বছরেই মুক্তি পেয়েছে 'আদিপুরুষ' (Adipurush)।সোশ্যাল মিডিয়ায় হিন্দি ও ইংরেজি, দুই ভাষায় পোস্ট করে ক্ষমা চেয়ে নেন মনোজ মুনতাশির। দিনভর নজর কাড়ল বিনোদন দুনিয়ার কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন।
মাতৃহারা হলেন মিঠুন চক্রবর্তী। বৃহস্পতিবার ৯৫ বছর বয়সে মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মিঠুনের মা শান্তিরানি চক্রবর্তী। এক সময়ে কলকাতার জোড়াবাগানের বাড়িতে পরিবার নিয়ে থাকতেন শান্তিরানি দেবী। পরবর্তীকালে ছেলের সঙ্গে থাকতেন মুম্বইয়ে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া চক্রবর্তী পরিবারে।
অস্কার ২০২৩-এ (Oscars 2023) জোড়া জয় পেয়েছে ভারত। তবে এবারের অস্কারের দৌড়ে থেকেও জিততে পারেনি বাঙালি পরিচালক শৌনক সেনের (Shaunak Sen) তৈরি তথ্যচিত্র 'অল দ্যাট ব্রিদস' (All That Breathes)। তবে হাতে অস্কার না পেলেও এই তথ্যচিত্র (Documentary) মন জয় করেছে দেশ বিদেশের দর্শকের। এবার ছবিটি অবশেষে দেখা যাচ্ছে ভারতে।
মুক্তি পেল পাঞ্জাবের প্রয়াত সঙ্গীতশিল্পী সিধু মুসেওয়ালার (Punjabi singer Sidhu Moose Wala ) নতুন গান। র্যাপার ডিভাইনের (rapper Divine) সঙ্গে তৈরি 'চোরনি' (Chorni) গান এল প্রকাশ্যে। এই গানে রয়েছে সিধু মুসেওয়ালার গান ও ডিভাইনের র্যাপ। ৭ জুলাই ডিভাইনের ইউটিউব চ্যানেলে এই গান মুক্তি পায়।
একমাত্র সন্তানকে হারালেন বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো 'সা রে গা মা পা'র (Music Reality Show 'Sa Re Ga Ma Pa') সর্বশেষ সিজনের প্রতিযোগী অ্যালবার্ট কাবো লেপচা (Albert Kaboo Lepcha)। গায়কের কন্যা সন্তান, এভলিন (Evelyn), যার বয়স এক বছরও হয়নি, ভর্তি ছিল হাসপাতালে। পরিবার সূত্রে খবর, অসুস্থ অবস্থায় কলকাতারই এক হাসপাতালে ভর্তি ছিল একরত্তি। কিন্তু লড়াই শেষে জয় হল না তার।
চলতি বছরেই মুক্তি পেয়েছে 'আদিপুরুষ' (Adipurush)। আর মুক্তির দিন থেকেই একের পর এক সমালোচনার সম্মুখীন হয়ে চলেছে এই ছবি। প্রবল কটাক্ষের শিকার হন ছবির সংলাপ রচয়িতা মনোজ মুনতাশির (Manoj Muntashir)। এবার সোশ্যাল মিডিয়ায় 'নিঃশর্ত' ক্ষমা (uncoditional apology) চাইলেন তিনি। নিজের ট্যুইটার ও ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি স্বীকার করে নিলেন যে এই ছবি মানুষের ভাবাবেগে আঘাত হেনেছে।
আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?
আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?
জেমস ক্যামেরনের টাইটানিক (Titanic) ছবিতে লিওনার্দো ডিক্যাপ্রিও-র ( Leonardo Di Caprio) বদলে অন্য কেউ, ভাবা সম্ভব ? আজ্ঞে হ্যাঁ ভাবতে পারা সত্যিই হয়তো যায় না। তবে ঐতিহাসিক দৃষ্টান্ত করা এই রোমান্টিক ছবি থেকে লিওনার্দোকে সরিয়ে দিতে চেয়েছিলেন পরিচালক।