Promo Viral Update: ধারাবাহিকে অভিনয় করছেন রেখা! প্রকাশ্যে আসতেই ভাইরাল প্রোমো
'গুম হ্যায় কিসিকে পেয়ার মে' সিরিয়ালের জন্য নতুন প্রোমো শ্যুট করেছেন রেখা। আর প্রোমো সোশ্যাল মিডিয়ায় শুধু ভাইরালই হয়নি, দর্শকদের মুখে মুখে ঘুরছে।
![Promo Viral Update: ধারাবাহিকে অভিনয় করছেন রেখা! প্রকাশ্যে আসতেই ভাইরাল প্রোমো Ghum Hai Kisikey Pyaar Meiin Promo Viral, know in details Promo Viral Update: ধারাবাহিকে অভিনয় করছেন রেখা! প্রকাশ্যে আসতেই ভাইরাল প্রোমো](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/30/dd70de2d39aa74d12efab810ff46dfe4_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই : কথায় বলে পুরনো চাল ভাত বাড়ে। শুধু তাই নয় বোধহয়। বর্ষীয়ান নায়িকার কখনও কখনও সৌন্দর্যেও বাকি সবাইকে হার মানায়। আরও একবার প্রমাণ করে দিলেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী রেখা। স্টার প্লাসে 'গুম হ্যায় কিসিকে পেয়ার মে' সিরিয়ালের জন্য নতুন প্রোমো শ্যুট করেছেন রেখা। আর প্রোমো সোশ্যাল মিডিয়ায় শুধু ভাইরালই হয়নি, দর্শকদের মুখে মুখে ঘুরছে। 'গুম হ্যায় কিসিকে পেয়ার মে'-তে দেখানো হচ্ছে ত্রিকোণ প্রেমের গল্প। পত্রলেখা (ঐশ্বর্য শর্মা), সাই (আয়েশা সিং) এবং বিরাট (নীল ভাট)-এর প্রেমের কাহিনীতে আসতে চলেছে নতুন টুইস্ট। আর সেই টুইস্ট নিয়েই প্রোমো শুট করেছেন রেখা।
'গুম হ্যায় কিসিকে পেয়ার মে'-র প্রোযজক রাজেশ রাম সিং নিজেও সোশ্যাল মিডিয়াতে রেখার প্রোমো শেয়ার করেছেন। পাশাপাশি তিনি লিখেছেন, 'গুম হ্যায় কিসিকে পেয়ার মে শুরু হওয়ার পর থেকেই দর্শকরা আমাদের প্রশংসা এবং ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। গত বেশ কিছুদিন ধরে দেখানো হয়েছে যে, একটা প্রেম কীভাবে দাঁনা বাঁধছে। এটা দেখতে-দেখতেই দর্শকরা চরিত্রের সঙ্গে নিজেদের সম্পর্ক খুঁজে পাচ্ছে। এবার গল্পে নতুন টুইস্ট আসার সময় হয়েছে। আমরা তাই চাইছিলাম দর্শকদের ভালোবাসা এবং মর্যাদাকে গুরুত্ব দিয়ে এই বিষয়টার উপর একটা প্রোমো তৈরি করতে। প্রোমো তৈরির আগে আমাদের গোটা টিম অনেক ভাবনা চিন্তা করেছে। খেটেছেও। কিন্তু, সবকিছুই ম্লান হয়ে গিয়েছে রেখাজি-র উপস্থিতিতে।'
শাড়ি পরা রেখাকে দেখলে তাঁর বয়স বোঝা দায়! গায়ে অনেক অলঙ্কার। সঙ্গে গাঢ় লাল লিপস্টিক। রেখার দিক থেকে সত্যিই চোখ ফেরানো যাচ্ছে না। বলে না দিলে, কেউ বিশ্বাসও করবে না যে, রেখার বয়স প্রায় ৭০ হতে চলল! প্রোমোতে রেখা কখনও হাঁটতে-হাঁটতে কথা বলছেন। কখনও বা তিনি সোফায় বসে কথা বলছেন। আর রেখার মুখ থেকে শোনার পর এমনিতেই জনপ্রিয় 'গুম হ্যায় কিসিকে পেয়ার মে' ধারাবাহিকের জনপ্রিয়তা যেন আরও কয়েক গুণ বেড়ে গিয়েছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)