Priyanka Chopra: সেন্ট্রাল পার্কে হাঁটতে বেরিয়ে আনন্দে আত্মহারা একরত্তি মালতী, হেসে কুটিপাটি প্রিয়ঙ্কা চোপড়া
Priyanka Chopra Post: এই ভিডিওর আগে অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া মেয়ের সঙ্গে 'শপিং ডেট'-এ গিয়ে একাধিক ছবি পোস্ট করেন। কোলে একরত্তি, হাতে খেলনা নিয়েই খুদের জন্য শপিং করতে দেখা যায় অভিনেত্রীকে।
নয়াদিল্লি: বেশ কিছুদিন ধরেই অনুরাগীদের মন ভরাচ্ছেন নিক-প্রিয়ঙ্কা (Nick Jonas and Priyanka Chopra)। তাঁদের একরত্তি সন্তান মালতী মেরির (Malti Marie) একাধিক ছবি বা ভিডিও শেয়ার করছেন তাঁরা। এবার শোনা গেল পুঁচকের খিলখিলিয়ে হাসি। প্রথম খুদের আওয়াজ শুনে আত্মহারা প্রিয়ঙ্কা অনুরাগীরা।
নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে মায়ের সঙ্গে মালতী
রবিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি মিষ্টি ভিডিও পোস্ট করেন 'দেশি গার্ল' (desi girl) প্রিয়ঙ্কা চোপড়া। সেখানে দেখা যাচ্ছে প্যারাম্বুলেটরে করে একরত্তি মালতীকে নিয়ে হাঁটতে বেরিয়েছেন মা প্রিয়ঙ্কা চোপড়া। ভিডিওয় খুদে দুই পা দেখা যাচ্ছে। আর শোনা যাচ্ছে তার খিলখিলিয়ে হাসির আওয়াজ। ভিডিওর ওপরে অভিনেত্রী নিজেই লিখেছেন, 'সাউন্ড অন' (Sound On)। অর্থাৎ আওয়াজ শুনতে হবে। ক্যাপশনে লিখলেন, 'সেন্ট্রাল পার্কে আমাদের হাঁটা খুবই পছন্দের'। সেন্ট্রাল পার্কে (Central Park ) মেয়েকে নিয়ে হাঁটতে বেরিয়ে এই মিষ্টি ভিডিও ক্যামেরাবন্দি করেছেন অভিনেত্রী।
ভিডিও পোস্ট হতেই অনুরাগী থেকে শিল্পী, সকলেরই মিষ্টি কমেন্টের বন্যা। অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ লিখেছেন, 'আহ, আমার কান।' অন্যদিকে দিয়া মির্জা লাল হৃদয়ের ইমোজি পোস্ট করেছেন। এক নেটিজেন লিখেছেন, 'খুবই দামি'।
View this post on Instagram
এই ভিডিওর আগে অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া মেয়ের সঙ্গে 'শপিং ডেট'-এ গিয়ে একাধিক ছবি পোস্ট করেন। কোলে একরত্তি, হাতে খেলনা নিয়েই খুদের জন্য শপিং করতে দেখা যায় অভিনেত্রীকে। কোথাও আবার ফুড কার্টে ভর দিয়ে উঠে দাঁড়ানোর চেষ্টায় দেখা যায় তারকা কন্যাকে।
২০২২ সালের জানুয়ারি মাসে, সারোগেসির মাধ্যমে প্রিয়ঙ্কা চোপড়া ও নিক জোনাস জন্ম দেন মালতী মেরির। খুদে প্রথম জনসমক্ষে আসে এই বছরের জানুয়ারি মাসে। লস অ্যাঞ্জলসে ৩০ জানুয়ারি, মেয়েকে নিয়ে প্রিয়ঙ্কা উপস্থিত হন 'জোনাস ব্রাদার্স হলিউড ওয়াক অফ ফেম' অনুষ্ঠানে। প্রিয়ঙ্কার কোলে বসে থাকতে দেখা যায় বছর খানেকের খুদেকে।
আরও পড়ুন: Summer Skin Care Tips: গরমের দিনে বেরোতেই হচ্ছে বাড়ির বাইরে, ব্যাগে গুছিয়ে নিন এই জিনিসগুলি
কাজের ক্ষেত্রে, প্রিয়ঙ্কা চোপড়াকে সম্প্রতি দেখা গেছে রুসো ব্রাদার্সের 'সিটাডেল'-এ। গ্লোবাল স্পাই এজেন্সি 'সিটাডেল'কে নিয়ে তৈরি এটি।