এক্সপ্লোর
Advertisement
প্রথম সপ্তাহেই ২০০ কোটির ক্লাবে পৌঁছল অজয়ের গোলমাল এগেন
মুম্বই: সব রেকর্ড ভেঙে দুরন্ত গতিতে এগোচ্ছে অজয় দেবগণের গোলমাল এগেন। শুক্রবার মুক্তি পাওয়া ছবিটি বুধবারেই ঘরোয়া বাজারে ১২৫ কোটি টাকার বেশি ব্যবসা করেছে। শুধু দেশে নয়, বিদেশেও চলছে হইহই করে। দেশবিদেশ মিলিয়ে ৭ দিনেই তার রোজগার ২০০ কোটি পেরিয়ে গিয়েছে।
মুক্তির প্রথম দিনেই ছক্কা হাঁকায় রোহিত শেট্টি পরিচালিত ছবিটি। ব্যবসা করে ৩০.১৪ কোটি টাকার। পরদিন ২৮.৩৭ কোটি ও তার পরের দিন, রবিবার ২৯.০৯ কোটি। তিনদিনেই কামিয়ে নেয় ৮৭.৬ কোটি টাকা। মনে করা হয়েছিল সোমবার, কাজের দিন একটু হলেও ঝিমিয়ে পড়বে বক্স অফিস। কিন্তু দেখা যায়, সেদিনও ১৬ কোটি টাকার বেশি ব্যবসা করেছে এই হরর-কমেডি। এরপর মঙ্গলবার ১৩.২৫ কোটি ও বুধবার ১০.০৫ কোটি। সব মিলিয়ে বুধবারেই দেশের বাজারে ১২৬.৯৪ কোটি টাকার বিশাল ব্যবসা করেছে অজয়, শ্রেয়স, পরিণীতি, তব্বুদের ছবিটি।
একইভাবে বিদেশেও মাত্র ৬ দিনে ২৭.০৯ কোটি টাকার ব্যবসা করেছে গোলমাল সিরিজের এই নতুনতম ছবি। সব মিলিয়ে প্রথম সপ্তাহেই তা পৌঁছে গিয়েছে ২০০ কোটির ক্লাবে।
মনে করা হচ্ছে, আমির খানের সিক্রেট সুপারস্টারের মুক্তি কার্যত একইসঙ্গে না হলে অজয়ের ছবির ব্যবসা আরও ভাল হত। কিন্তু আমিরের ছবিকে কার্যত দশ গোল দিয়ে বক্স অফিসে রাজত্ব করছে নয়া এই গোলমাল।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
জেলার
Advertisement