Gourab Roy Chowdhury: 'কখনও ভোর কখনও মাঝরাতে', স্টিয়ারিং হাতে গলা মেলালেন অভিনেতা গৌরব রায় চৌধুরী
শুক্রবারের সকালে নিজের ইনস্টাগ্রামে পোস্ট করলেন গাড়ি চালানোর ভিডিও। ছোট্ট ভিডিও শেষে ক্যামেরার দিকে হাত নাড়লেন অনুরাগীদের উদ্দেশে।
কলকাতা: বাইরে অঝোর ধারায় বৃষ্টি, ভিতরে গান বাজছে তালপাতার সেপাইয়ের বিখ্যাত 'আমি শুধু খুঁজেছি তোমায়'। স্টিয়ারিংয়ে হাত রেখে গানে গলা মেলাচ্ছেন বিখ্যাত টেলি অভিনেতা গৌরব রায় চৌধুরী। শুক্রবারের সকালে নিজের ইনস্টাগ্রামে পোস্ট করলেন গাড়ি চালানোর ভিডিও। ছোট্ট ভিডিও শেষে ক্যামেরার দিকে হাত নাড়লেন অনুরাগীদের উদ্দেশে। ক্যাপশনে একাধিক ইমোজি। হার্ট ইমোজির সঙ্গে বিভিন্ন গাড়ির ইমোজি। ড্রাইভিং যে ভালই উপভোগ করেন 'ত্রিনয়নী' খ্যাত অভিনেতা তা বেশ বোঝা যাচ্ছে। তবে পাশের সিটে বসে কে ক্যামেরাবন্দি করলেন মুহূর্ত তা খোলসা করেননি।
কিছুদিন আগেই টিউমরের অপারেশন হয়েছে অভিনেতার। গত দুই বছর ধরে তাঁর শরীরে বাসা বাঁধা টিউমর থেকে মুক্তি পেয়ে আপাতত স্বস্তিতে অভিনেতা। এই কঠিন শারীরিক ও মানসিক লড়াইয়ে তাঁকে যাঁরা সাহায্য করেছেন, খানিক সুস্থ হয়ে সেই ডাক্তারকে ধন্যবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় খোলা চিঠি লেখেন তিনি। 'গত ২ বছর ধরে অদ্ভুত টিউমর লুকিয়ে ছিল যেটা আস্তে আস্তে আমায় নীরবে শেষ করার প্ল্যান করছিল কিন্তু আপনি এবং আপনার টিম সবাই মিলে রুখে দাঁড়িয়ে সত্যিকারের হিরোদের মতো ঝুঁকিপূর্ণ সময় থেকে ভাল সময়ে আমায় ফিরিয়ে দিলেন।' ডাক্তার কৌশিক নন্দী যিনি তাঁকে সুস্থ করে তুলেছেন তাঁকে উদ্দেশ্য করেই লেখেন অভিনেতা। তিনি আরও লিখেছিলেন, 'জানি আমার মতো লক্ষ কোটি হাজার হাজার মানুষদের এইভাবেই জীবনদান করেন রোজ। আমি বরাবরই মার্ভেল ও ডিসি কমিকের ফ্যান কিন্তু বাস্তবে ডাক্তারদের ইউনিভার্সকেই বেশি বিশ্বাস করি আমার জন্মলগ্ন থেকে।'
খোলাচিঠিতেই গৌরব জানিয়েছিলেন কিছুদিনের বিশ্রামের পর ফের 'রিল' দুনিয়া অর্থাৎ কাজে ফিরবেন। তবে পোস্টের শেষে এসেও বারবার তিনি ডাক্তার কৌশিক নন্দী ও তাঁর গোটা টিমকে ধন্যবাদ জানাতে ভোলেননি। তিনি দর্শকদের উদ্দেশে জানান আর এক মাসের মধ্যেই নতুনভাবে দেখা হবে। ততদিন কবিতা ও পুরনো কিছু ছবি সঙ্গী করেই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকার চেষ্টা করবেন অভিনেতা। সবশেষে বার্তা দিয়েছিলেন, 'কিছু খারাপ শেষ হয়...কিছু ভাল শুরুর জন্য।'
আরও পড়ুন: জানলায় বসে গুনগুন করতে গিয়েই তৈরি হয়েছিল 'শ্রীমতী'-র নতুন গান 'শোন শোন'