Goutam Ghose’s ‘Raahgir’: ওয়াশিংটন ডিসি সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সম্মানিত গৌতম ঘোষের 'রাহগীর'
এবার ডিসি সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে চারটি পুরস্কারে সম্মানিত হল বাংলার পরিচালক গৌতম ঘোষের 'রাহগীর'।
কলকাতা: আবারও সম্মানিত বাংলার পরিচালক। এবার ডিসি সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে একটি দুটি নয়, মোট চারটি পুরস্কারে সম্মানিত হল বাঙালি পরিচালক গৌতম ঘোষের 'রাহগীর'। এই ছবিতে মুখ্য় চরিত্রে অভিনয় করেছেন আদিল হুসেন এবং তিলোত্তম শোম।
চলচ্চিত্রের নির্মাতাদের মতে, সিনেমাটি অন্য়তম সেরা ফিচার ফিল্ম। ছবিটির জন্য় গৌতম ঘোষ সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন। পাশাপাশি তিলোত্তম শোম সেরা মহিলা অভিনেতা এবং আদিল হুসেন সেরা পুরুষ অভিনেতার পুরস্কারের সম্মানিত হয়েছেন।
ফিল্মের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে, "আমরা ঘোষণা করতে পেরে অত্য়ন্ত খুশি যে টিম 'রাহগীর' ওয়াশিংটন ডিসি সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভালে একাধিক পুরস্কার জিতেছে।"
প্রসঙ্গত, এই বছরের জুনে, 'রাহগীর' ইউকে এশিয়ান ফিল্ম ফেস্টিভাল ২০২১ -এ দুটি পুরস্কার অর্জন করেছিল। যেখানে পরিচালক গৌতম ঘোষকে সেরা পরিচালক নির্বাচিত করা হয়েছিল এবং তিলোত্তম শোম সেরা মহিলা অভিনেতার পুরস্কারে সম্মানিত হয়েছিলেন।
গৌতম ঘোষের 'রাহগীর' উঠে এসেছে গ্রামীণ ভারতের মানুষের জীবন। সমাজের নিচু তলার মানুষের সঙ্গে উপজাতিদের সহাবস্থান, তাদের স্বপ্ন এবং যুদ্ধ উঠে এসেছে এই ছবির হাত ধরে। পাশাপাশি শহর এবং গ্রামাঞ্চলের মানুষের মানসিকতার পার্থক্য়ের বাস্তবতাও এই ছবিতে দেখানো হয়েছে।
গৌতম ঘোষ তাঁর কর্মজীবন শুরু করেন ডকুমেন্টারী দিয়ে। তারপর একে একে তিনি বানিয়েছেন,
অন্তর্জলী যাত্রা,পদ্মানদীর মাঝি, পতঙ্গ, গুড়িয়া, আবার অরণ্যে, যাত্রা, কালবেলা,মনের মানুষ , শঙ্খচিলের মত কালজয়ী সিনেমা। যা প্রশংসিত হয়েছে দর্শক ও সমালোচক মহলে।
পরিচালনার পাশাপাশি কয়েকটি ছবিতে অভিনয়ও করেছেন গৌতম ঘোষ। যার মধ্য়ে অন্য়তম বাইশে শ্রাবণ,
চতুষ্কোণ, একলা আকাশ।
তিলোত্তম শোম ও আদিল হুসেনের অভিনয় নিয়ে বরাবরই প্রশংসিত হয়েছে দর্শক মহলে। আদিল হুসেন হিন্দি ছাড়াও ভারত ও বাংলাদেশের একাধিক বাংলা ছবিতে অভিনয় করেছেন। সাম্প্রতিক সময়ে তিলোত্তম শোম অভিনীত 'স্য়ার' ছবিটি সমালোচকের প্রশংসা আদায় করে নিয়েছিল।