MC Tod Fod Death: চার মাসে দু'বার হৃদরোগে আক্রান্ত হন ধর্মেশ পারমার, দাবি মায়ের
MC Tod Fod Death: তাঁর মৃত্যুর সঠিক কোনও কারণ জানতে পারা যায়নি। তবে এরই মধ্যে প্রয়াত শিল্পীর মা এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে গত চার মাসে দুবার হৃদরোগে আক্রান্ত হন ধর্মেশ।
মুম্বই: খবর মেলে গতকালই। শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ধর্মেশ পারমার (Dharmesh Parmar) ওরফে র্যাপার এমসি তোড় ফোড় (MC Tod Fod)। বয়স হয়েছিল মাত্র ২৪। জোয়া আখতার পরিচালিত ও রণবীর সিংহ অভিনীত অত্যন্ত জনপ্রিয় ছবি 'গালি বয়'-এর গান 'ইন্ডিয়া ৯১'-এ কণ্ঠ দিয়েছিলেন তিনি।
ধর্মেশের মৃত্যুর পর মায়ের বক্তব্য
এই র্যাপার মুম্বইয়ের বহুভাষী হিপ-হপ দল 'স্বদেশী'র সঙ্গে যুক্ত ছিলেন। যদিও তাঁর মৃত্যুর সঠিক কোনও কারণ জানতে পারা যায়নি। তবে এরই মধ্যে প্রয়াত শিল্পীর মা এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে গত চার মাসে দুবার হৃদরোগে আক্রান্ত হন ধর্মেশ। তিনি আরও বলেন যে ধর্মেশ, ওরফে এমসি তোড় ফোড়, নাসিকে তাঁর হোলির বিশেষ পারফর্ম্যান্সের জন্য খুব উত্তেজিত ছিলেন।
সাক্ষাৎকারে ধর্মেশের মা বলেছেন, 'এর আগে ধর্মেশের দুবার হার্ট অ্যাটাক হয়েছিল। সে তাঁর বন্ধুদের সঙ্গে লাদাখ ভ্রমণে গিয়েছিল। সেখানে চার মাস আগে তাঁর প্রথম হার্ট অ্যাটাক হয়। আমরা সেই ঘটনা সম্পর্কে জানতে পারি যখন কয়েক মাস আগে বাড়িতে তাঁর দ্বিতীয়বার হার্ট অ্যাটাক হয়। ধর্মেশের একটি হার্ট সার্জারিও হয়েছিল কিন্তু কখনওই বিশ্রাম নিতেন না।' ধর্মেশের মায়ের কথায় তিনি কাজের জন্য পাগল ছিলেন এবং নিজের জীবনের চেয়ে সঙ্গীত বেশি পছন্দ করতেন।
View this post on Instagram
সূত্রের খবর অনুযায়ী, রবিবার অর্থাৎ ২০ মার্চ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ধর্মেশ পারমার। কিন্তু তাঁর মৃত্যুর দিন দুই পর সেই খবর পাওয়া যায় যখন 'স্বদেশী'র পেজ থেকে শোকবার্তা পোস্ট করা হয়।
আরও পড়ুন: The Kashmir Files Collection: দ্বিতীয় মঙ্গলবারে প্রায় ১৫ শতাংশ কমল 'দ্য কাশ্মীর ফাইলস' ছবির আয়
ধর্মেশের মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেন 'গালি বয়' অভিনেতা রণবীর সিংহ ও সিদ্ধান্ত চতুর্বেদী এবং পরিচালক জোয়া আখতার।