![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Habji Gabji Exclusive: শুভশ্রী বিশ্বাস করে ও আগে অভিনেত্রী, তারপরে গ্ল্যামারাস নায়িকা: পরমব্রত
Habji Gabji Film Exclusive: সামনেই মুক্তি পাচ্ছে নতুন ছবি 'হাবজি গাবজি'। এই ছবির ঘোষণা হয়েছিল আগেই, শ্যুটিংও শেষ হয়ে গিয়েছে দীর্ঘদিন। কিন্তু করোনা পরিস্থিতির কারণে বারে বারে পিছিয়ে গিয়েছে ছবির মুক্তি।
![Habji Gabji Exclusive: শুভশ্রী বিশ্বাস করে ও আগে অভিনেত্রী, তারপরে গ্ল্যামারাস নায়িকা: পরমব্রত Habji Gabji Exclusive: Actor Parambrata Chatterjee shares his view about actress Subhasree Ganguly Habji Gabji Exclusive: শুভশ্রী বিশ্বাস করে ও আগে অভিনেত্রী, তারপরে গ্ল্যামারাস নায়িকা: পরমব্রত](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/12/05452adac69ec49e62c053c5b3795ba2_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: প্রথমে সহ অভিনেত্রী, তারপর পরিচালক হিসেবে নায়িকার সঙ্গে কাজ.. শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhasree Ganguly) প্রশংসায় পঞ্চমুখ পরমব্রত চট্টোপাধ্যায়। আর নায়িকা? তিনি এই দুই ভূমিকাকে বিচার করেই পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালকসত্তাকেই বেশি নম্বর দিলেন তিনি।
নিজের বিবাহবার্ষিকীর দিনটাও ছুটি পাননি শুভশ্রী। গোটা দিনটাই প্রায় কেটে গিয়েছিল অফিসে, রাজ চক্রবর্তী (Raj Chakraborty) নয়, পরমব্রত চট্টোপাধ্যায়ের (Parambrata Chatterjee) পাশে বসে। সামনেই মুক্তি পাচ্ছে নতুন ছবি 'হাবজি গাবজি'। এই ছবির ঘোষণা হয়েছিল আগেই, শ্যুটিংও শেষ হয়ে গিয়েছে দীর্ঘদিন। কিন্তু করোনা পরিস্থিতির কারণে বারে বারে পিছিয়ে গিয়েছে ছবির মুক্তি। অবশেষে ৩ জুন মুক্তি পাচ্ছে 'হাবজি গাবজি' (Habji Gabji)।
আরও পড়ুন: KL Rahul Athiya Shetty Wedding: রাহুল-আথিয়ার বিয়ে প্রসঙ্গে এ কী বললেন সুনীল শেট্টি! অবাক নেট দুনিয়া
ছবিতে একসঙ্গে কাজ, তারপর পরিচালনা, শুভশ্রীর অভিনেত্রীসত্তাকে নতুন করে আবিষ্কার করলেন পরমব্রত? পরিচালক অভিনেতা হাসতে হাসতে উত্তর দিলেন, 'শুভশ্রীর সঙ্গে অভিনয় করার পর থেকেই ওকে পরিচালনা করার ইচ্ছা হয় আমার। শুভশ্রী মনে প্রাণে বিশ্বাস করে যে ও সবার আগে একজন অভিনেত্রী। তারপরে ও হিরোইন, তারপরে ওর গ্ল্যামার। অভিনয়ের জন্য বাকিগুলো হয়। বাকিগুলোর জন্য় অভিনয় নয়। সেই বিশ্বাসটা ওর কাজে আমি দেখেছি। খুব বেশি কাজ একসঙ্গে না করা সত্ত্বেও শুভশ্রীর ওপর বিশ্বাস ছিল আমার। 'বৌদি ক্যান্টিন'-এ কাজ করার পরে সেই বিশ্বাসটা আরও দৃঢ় হল।'
আর শুভশ্রী? তিনি বলছেন, 'আমার অভিনেতা হিসেবে পরমদার সঙ্গে কাজ করতে ভালো লাগে অবশ্যই। কিন্তু এখন পরিচালক হিসেবে কাজ করতে যেন আরও ভালো লাগছে। হয়তো এখন আমাদের বন্ধুত্বটা আরও দৃঢ় হয়েছে বলে। 'হাবজি গাবজি' আর 'বৌদি ক্যান্টিন' দুটোতেই পরমদা আমার বরের ভূমিকায় অভিনয় করেছে। দেখলাম আবারে আমাদের রসায়নটা আরও জমাটি হয়েছে।- ভবিষ্যতেও আমরা হয়ত সহ অভিনেতা হিসেবে কাজ করব। কিন্তু আপাতত আমি পরিচালক পরমকেই বেশি নম্বর দেব।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)