এক্সপ্লোর
Advertisement
জন্মদিনে তাঁর নামে তারার নামকরণ বাবা-মার, সেরা উপহার, বললেন অভিনেত্রী হানসিকা মোতওয়ানি
পোস্ট শেয়ার করে তিনি লিখেছেন ’ তারা নিয়ে আমার উন্মাদনা আপনারা জানেন। আমি সেরা পরিবার-বন্ধু পেয়েছি। আমার নামে তারার নাম! এর চেয়ে ভাল উপহার আর কী হতে পারে।‘
চেন্নাই: ২৯-এ পা দিলেন দক্ষিণী অভিনেত্রী হানসিকা মোতওয়ানি। ইতিমধ্যেই করে ফেলেছেন ৫০টি সিনেমা। সামনেই মুক্তি পেতে চলেছে হানসিকা অভিনীত মহা। তবে সেসব ছাপিয়ে জন্মদিনের প্রাপ্তি নিয়ে আপাতত থ্রিলড তিনি। তার মা-বাবা- বন্ধুবান্ধবরা তাঁর নামে তারার নামকরণ করেছেন। এর চেয়ে স্পেশাল গিফট আর কী-ই বা হতে পারে! বলেছেন হানসিকা।
ইন্সটাগ্রামে স্টার-রেজিস্ট্রেশন ডট কমের স্ক্রিন শট শেয়ার করেছেন অভিনেত্রী। তাতে দেখা যাচ্ছে রেজিস্ট্রেশন নম্বর-৮৬৬৬-৭৫৮৬৩-৫৭০৭২৭৭। পৃথিবী থেকে ৭৯.৩০ আলোকবর্ষ দূরে অবস্থান করছে তারাটি। পোস্ট শেয়ার করে তিনি লিখেছেন ’ তারা নিয়ে আমার উন্মাদনা আপনারা জানেন। আমি সেরা পরিবার-বন্ধু পেয়েছি। আমার নামে তারার নাম! এর চেয়ে ভাল উপহার আর কী হতে পারে।‘
শুধু তারার নামকরণ নয়. বাড়িতেও জন্মদিন পালনের দারুণ আয়োজন করেছিলেন তাঁর মা ও ভাই। বেলুন দিয়ে সাজানো হয়েছিল গোটা বাড়ি।
তেলুগু ছবিতে ডেবিউ করেন হানসিকা। মূলত তামিল ছবিতে অভিনয় করলেও বলিউডেও ছবি করেছেন তিনি। তেলুগু, কন্নড়, মালয়ালমে দর্শক তাঁকে পেয়েছে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
Advertisement