Happy Birthday Dev: 'পাগলু' কিংবা 'চ্যালেঞ্জ', একঝলকে দেব অভিনীত ছবির জনপ্রিয় কিছু গানের তালিকা
Dev Birthday: ছবিগুলি যেমন দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে, তেমনই জনপ্রিয় ছবির গানগুলিও। একঝলকে চোখ বুলিয়ে নেওয়া যাক এমনই কিছু গানের তালিকায়।
কলকাতা: আজ জন্মদিন (Happy Birthday Dev) টলিউড অভিনেতা দেবের (Dev)। বিনোদন জগতে বেশ কিছু বছর কাটিয়ে ফেললেন তিনি। অভিনয় করে ফেলেছেন বহু ছবিতে। কও পায়েলের সঙ্গে জুটে বেঁধেছেন, কখনও কোয়েল, কখনও শুভশ্রী, কখনও আবার রুক্মিণী। চকোলেট হিরোর তকমা গা থেকে ঝেড়ে ফেলে ছক ভাঙা অনেক ছবিতে অভিনয় করেছেন তিনি। ছবিগুলি যেমন দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে, তেমনই জনপ্রিয় ছবির গানগুলিও। একঝলকে চোখ বুলিয়ে নেওয়া যাক এমনই কিছু গানের তালিকায়।
১. আই লভ ইউ- 'আই লভ ইউ' ছবির টাইটেল সং 'আই লভ ইউ মাই লভ' গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। শান এবং শ্রেয়া ঘোষালের গলায় এই গান আজও বাজতে শোনা যায়।
২. মন মানে না- 'মন মানে না' ছবির টাইটেল ট্র্যাকটিও হিট হয় ব্যাপকভাবে। জুবিন গর্গের কন্ঠে এই গানের ভিউও নজরকাড়া। পর্দায় দেব এবং কোয়েল।
৩. রিমঝিম এ ধারাতে- 'প্রেমের কাহিনী' ছবির প্রত্যেকটি গানই দারুণ হিট হয়। তবে, তার মধ্যে 'রিমঝিম এ ধারাতে' গানটি বেশি মন জিতে নেয় দর্শকদের। দেখুন হয়তো এই গান আপনার প্লে লিস্টেও রয়েছে।
আরও পড়ুন - Happy Birthday Dev: 'অগ্নিশপথ' থেকে 'প্রজাপতি', একনজরে টলিউড সুপারস্টার দেবের অভিনয় সফর
৪. মাহি ভে- প্রথমবার পর্দায় জুটি বাঁধতে দেখা গেল দেব এবং শুভশ্রীকে। ছবির নাম 'চ্যালেঞ্জ'। রাজ চক্রবর্তী পরিচালিত এই ছবির গান 'মাহি ভে' আজও শোনেন দর্শকেরা।
৫. পাগলু- দেবের ছবির গান নিয়ে কথা হবে, আর সেই তালিকায় 'পাগলু থোড়া সা করলে রোম্যান্স' থাকবে না, তা আবার হয় নাকি!
৬. ও ইয়ারা ভে- প্রথমবার একসঙ্গে দেখা গেল দেব এবং জিৎকে। সঙ্গী কোয়েল এবং বরখা। 'দুই পৃথিবী' ছবির 'ও ইয়ারা ভে' দারুণ হিট হয়।
৭. সেদিন দেখা হয়েছিল- এই ছবির প্রত্যেকটি গানই অত্যন্ত জনপ্রিয়। তবে, পর্দায় যখন দেব ও শ্রাবন্তী, তখন ছবির রোম্যান্টিক টাইটেল সং মন কেড়ে নেয় দর্শকদের।
">