Happy Birthday Sushmita Sen: মিস ইউনিভার্স, বলি-নায়িকা, দুই কন্যার মা সুস্মিতা চিরকালই ছক ভাঙা, জন্মদিনে রইল শুভেচ্ছা
Sushmita Sen: ছবি না চললেও বা অভিনয় থেকে খানিক বিরতি নিলেও সুস্মিতা সেন চিরকালই লাইমলাইটে থেকেছেন। তাঁর নিজের ব্যক্তিত্ব, জীবনের ক্ষেত্রে তাঁর বিশেষ কিছু পছন্দ মানুষকে চিরকাল তাঁর প্রতি আকৃষ্ট করেছে।
নয়াদিল্লি: মিস ইউনিভার্স (Miss Universe), বলিউড অভিনেত্রী (Bollywood Star), দুই কন্যা সন্তানকে দত্তক (adopt) নেওয়া, একাধিক সম্পর্কে জড়িয়েও একাই নিজের রাজত্ব তৈরি করা, একের পর এক ছক ভেঙেছেন সুস্মিতা সেন (Sushmita Sen)। বঙ্গকন্যা আজ পূর্ণ করলেন ৪৭ বছর।
বার বার ভেঙেছেন ছক
মিস ইউনিভার্স হিসেবে কেরিয়ার শুরু করার পর বাকিদের মতো তৎক্ষণাতই প্রবেশ করেননি 'গ্ল্যামার' দুনিয়ায়। কিন্তু যখন তিনি পা রাখলেন অভিনয় জগতে, তখন নিজের ছাপ ছেড়ে গেলেন। মাত্র ২১ বছর বয়েস অভিনয় যাত্রা শুরু। প্রথম ছবি 'দস্তক'। অন্য ধারার চরিত্রের পর 'সির্ফ তুম' ছবির 'দিলবর' গানের সেই উজ্জ্বল পারফর্ম্যান্স। পরে ডেভিড ধবনের কমেডি ঘরানার ছবি 'বিবি নং ১'-এ অভিনয়। গ্ল্যামারাস, চোখ ধাঁধানো, ধনী ও ক্ষমতাশালী সেই নারী, যাঁর জন্য 'মধ্যবিত্ত, ঘরোয়া' মহিলাকে খুব সহজে বাতিল করবেন যে কোনও পুরুষ, এমন 'দ্বিতীয় নারী'র চরিত্রে অভিনয় করতেও তিনি পিছপা হননি।
তাঁর ব্যক্তিগত জীবনের মতো কর্মজীবনও বেশ ট্যুইস্টে ভরা। যখন নব্বইয়ের দশকের একাধিক অভিনেত্রী ২০০০-এর নবাগতাদের সঙ্গে পাল্লা দিতে হিমশিম খাচ্ছেন, তখন সুস্মিতা নিজেকে ভেঙে নতুন করে তৈরির সিদ্ধান্ত নেন। হাতে তুলে নেন অন্য ধরনের চরিত্র, সঙ্গে বজায় রাখেন পুরনো মেজাজ। 'আঁখে', 'তুমকো না ভুল পায়েঙ্গে', 'ফিলহাল' যেখানে সারোগেসি ছিল গল্পের মূল বিষয়, ইত্যাদি ছবিতে কাজ করেছেন একের পর এক। নিজের গ্ল্যামের মোড়ক ঝেড়ে ফেলে ক্রাইম থ্রিলার 'সময়' ছবিতে দুর্দান্ত অভিনয় করেন। এই ছবির মাধ্যমে দর্শকদের কাছে নতুন করে ধরা দেন তিনি। হিন্দি সিনেমার চিরাচরিত মেলোড্রামা সরিয়ে এই ছবিতে একজন পুলিশ অফিসারের চরিত্রে তাঁকে দেখা যায় যিনি এক সিরিয়াল কিলারকে ধরতে উদ্যত। সেই সঙ্গে তিনি একজন মা-ও, যে বুঝতে পারে ওই খুনির তালিকায় আসতে পারে তাঁর মেয়েও। মনে করা হয় এই ছবিটি সুস্মিতার কেরিয়ারের অন্যতম শ্রেষ্ঠ কাজ। আর তাঁর সাম্প্রতিক সফল কাজ 'আরিয়া'।
বাকি তারকাদের মতোই সুস্মিতার কেরিয়ারেও একাধিক হিট ছবির সঙ্গে রয়েছে একাধিক অসফল কাজও। তবে তিনি যাই করেছেন, নিজের ছাপ ছেড়ে গেছেন। 'ম্যায় হুঁ না' ছবিতে মিস চাঁদনীর চরিত্রে সুস্মিতা সেন ছাড়া অন্য কাউকে কল্পনা করা যায়? বুদ্ধিমত্তার সঙ্গে কমেডির পারফেক্ট ব্যালেন্স করেছিলেন এই চরিত্রে। ২০২২ সালে দাঁড়িয়ে সুস্মিতা সেনের ঝুলিতে ওয়েব সিরিজ 'আরিয়া'র দুটি অত্যন্ত সফল সিজন রয়েছে। এছাড়া তাঁর হাতে রয়েছে আরও একটি ওয়েব সিরিজ।
আরও পড়ুন: Ira Khan's Engagement: প্রেমিক নুপূর শিখরের সঙ্গে বাগদান সারলেন আমির-কন্যা ইরা খান
ছবি ভাল না চললেও বা অভিনয় থেকে খানিক বিরতি নিলেও সুস্মিতা সেন চিরকালই লাইমলাইটে থেকেছেন। তাঁর নিজের ব্যক্তিত্ব, জীবনের ক্ষেত্রে তাঁর বিশেষ কিছু পছন্দ মানুষকে চিরকাল তাঁর প্রতি আকৃষ্ট করেছে। মাত্র ২৪ বছর বয়সে তিনি তাঁর প্রথম কন্যা রেনিকে দত্তক নেন। এরপর ২০১০ সালে দত্তক নেন আলিশাকে। চিরকালই নিজের প্রেম নিয়ে খোলামেলা থেকেছেন তিনি। রহমান শলের সঙ্গে সম্পর্ক ভাঙার কথাও তিনি প্রকাশ্যেই জানিয়েছিলেন। চলতি বছরের শুরুতে ললিত মোদি ঘোষণা করেন যে তিনি সুস্মিতার সঙ্গে সম্পর্কে আছেন। তাতে অবশ্য কটাক্ষের শিকার হতে হয়েছিল অভিনেত্রীকে, যদিও বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সেই সমালোচনাও নিজের হাতেই বন্ধ করেছেন অভিনেত্রী। এতকিছুর সঙ্গে অবশ্যই তাঁকে ঘিরে হালকা একটা রহস্য তো মানুষের মনে থেকেই যায়। অনুরাগীদের অবশ্য নিজের পরবর্তী পদক্ষেপের ব্যাপারে অপেক্ষায় রাখতেই বেশি ভালবাসেন সুস্মিতা।