Harleen on Vicky: এখনও পরিচিত হতে হয় ভিকির প্রাক্তন প্রেমিকা হিসেবে? কেমন লাগে হার্লিনের?
Harleen Sethy News: 'উরি' ছবিটি করার আগে থেকেই ভিকি কৌশলের সঙ্গে সম্পর্ক ছিল হার্লিনের। সোশ্যাল মিডিয়ায় হামেশাই একসঙ্গে পোস্টও দেখা যেত তাঁদের
কলকাতা: তাঁদের সম্পর্ক ভেঙে গিয়েছে অনেক বছর হল। বর্তমানে প্রত্যেকেই ব্যস্ত যে যার জীবন নিয়ে। কিন্তু এখনও যদি তাঁর পরিচিতি হয় তাঁর প্রাক্তন সম্পর্ক, কেমন লাগে তাঁর? সম্প্রতি একটি সাক্ষাৎকারে, ভিকি কৌশলের (Vicky Kaushal) -এর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন হার্লিন শেট্টি (Harleen Sethi)।
'উরি' ছবিটি করার আগে থেকেই ভিকি কৌশলের সঙ্গে সম্পর্ক ছিল হার্লিনের। সোশ্যাল মিডিয়ায় হামেশাই একসঙ্গে পোস্টও দেখা যেত তাঁদের। তবে এই ছবির বেশ কিছুদিন পর থেকেই সম্পর্ক আলগা হতে শুরু করে হার্লিন ও ভিকির মধ্যে। এরপরে তাঁদের সম্পর্ক ভেঙে যায়। ভিকি সম্পর্কে জড়ান ক্যাটরিনার সঙ্গে। বর্তমানে বিবাহ করে সুখী তাঁরা। কিন্তু এখনও হার্লিনের পরিচিতি থেকে গিয়েছে ভিকির প্রাক্তন প্রেমিকা হিসেবে।
সদ্য এই বিষয় নিয়ে মুখ খুলেন হার্লিন বলেন, 'আমার ইনস্টাগ্রাম বায়োতে লেখা 'আই অ্যাম'। আমি এর বাইরে আর কিছু লিখতে চাই না। কারণ আমার অনেক পরিচয়। আমি একজন অভিনেত্রী, একজন বোন, একজন মেয়ে, একজন মডেল, একজন সাহসী মহিলা... আরও কত কী! আমি আমার কোনও কাজের মধ্যে নিজেকে বেঁধে ফেলতে চাই না। আর ঠিক-ই কারণেই হার্লিনের আপত্তি রয়েছে ভিকির পরিচয়েও। বর্তমানে তাঁদের সম্পর্ক নেই। দুজনেই ব্যস্ত নিজের নিজের জীবন নিয়ে। আর সেই কারণেই অতীতের ছায়া আর জীবনে ফেলতে দিতে চান না হার্লিন।
অন্যদিকে, সদ্য ক্যাটরিনার সঙ্গে সিনেমা করা নিয়ে মুখ খুলেছেন ভিকি। তাঁরা নাকি একসঙ্গে ছবি করার জন্য কোনও তাড়াহুড়ো করতে চান না। এমনও চান না যে কেবলমাত্র তাঁদের মাথায় রেখেই ছবি বানানো হোক। যদি এমন কোনও গল্প হয় যেখানে তাঁদের মানাবে, তবেই তাঁরা এমন ছবিতে একসঙ্গে কাজ করতে চান। এই কারণে অপেক্ষাও করতে রাজি তাঁরা।
View this post on Instagram
আরও পড়ুন: Katrina-Vicky: 'ক্যাটরিনার সঙ্গে ছবি করার জন্য তাড়াহুড়ো করছি না', সাফ জবাব ভিকির
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।