Hema Malini Birthday: তামিল ছবির হাত ধরে সিনেমায় পা, বলিউডে এসেই ধর্মেন্দ্রর বিপরীতে অভিনয়, হেমা মালিনীর স্বপ্নসফর
Actress Hema Malini Birthday: ১৯৬৩ সালে তামিল ছবি 'ইন্দু সাথিয়াম' ছবির হাত ধরে সিনেমার পর্দায় যাত্রা শুরু হেমার। এরপর ১৯৬৮ সালে প্রথম মুখ্যভূমিকায় অভিনয় করার সুযোগ পান অভিনেত্রী
কলকাতা: প্রথম অভিনয় জগতে পা রাখা তামিল ছবির হাত ধরে। সেখান থেকেই নজর কাড়েন তিনি। এরপর হিন্দি ছবিতে সুযোগ, স্বপ্নের নায়কের বিপরীতে অভিনয়, তারপরে বিয়ে। বলিউডের ড্রিম গার্লের সফর স্বপ্নের মতোই। আজ তাঁর জন্মদিন। ৭৪ বছরে পা দিলেন হেমা মালিনী (Hema Malini)।
১৯৬৩ সালে তামিল ছবি 'ইন্দু সাথিয়াম' ছবির হাত ধরে সিনেমার পর্দায় যাত্রা শুরু হেমার। এরপর ১৯৬৮ সালে প্রথম মুখ্যভূমিকায় অভিনয় করার সুযোগ পান হেমা। ছবির নাম ছিল 'স্বপ্নো কা সওদাগর'। এরপর একাধিক হিন্দি ছবিতে কাজ করার সুযোগ পান হেমা। সুযোগ পান মুখ্যচরিত্রেও। সেইসময় বোধহয় তাঁক কাছে সবচেয়ে বড় সুযোগ ছিল ধর্মেন্দ্র (Dharmendra)-র বিপরীতে অভিনয় করা। ছবির নাম ছিল 'তু হাসি ম্যায় জওয়াঁ'। এরপর তাঁদের সম্পর্কের শুরু হয়। ১৯৮০ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হল বলিউডের এই জুটি। এর আগেও বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ধর্মেন্দ্র। তাঁর দুই সন্তান। সানি দেওল (Sunny Deol) ও ববি দেওল (Bobby Deol)। হেমা ও ধর্মেন্দ্রর দুই মেয়ে ইশা দেওল (Isha Deol) ও অহনা দেওল (Ahana Deol)।
আরও পড়ুন: Lokkhi Chele: এখনও হাউজফুল, ৫০ পেরিয়েও 'লক্ষ্মী ছেলে'-র লক্ষ্মীলাভ অব্যহত, দাবি প্রযোজনা সংস্থার
১৯৭৭ সালে 'ড্রিম গার্ল' (Dream Girl) ছবিতে অভিনয় করেছিলেন হেমা। ছবির সাফল্যের পর থেকেই হেমার নামের সঙ্গে যেন জুড়ে যায় 'ড্রিম গার্ল' শব্দবন্ধটি। ২০০৩ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত রাজ্যসভায় যোগদান করেন হেমা মালিনী। সরকারের তরফ থেকে 'পদ্মশ্রী' পুরস্কারে সম্মানিত হন অভিনেত্রী।
বিভিন্ন সেবামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকেন হেমা। সারা জীবনের জন্য ইসকনের সদস্য তিনি।