IFFI Award 2021: আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ সম্মানে ভূষিত হবেন হেমা মালিনী, প্রসূন জোশী
IFFI Award 2021: ভারতীয় সিনেমায় হেমা মালিনী ও প্রসূন জোশীর অবদানের কথা স্মরণ করিয়ে দেন অনুরাগ ঠাকুর। তিনি জানান যে ওঁদের দু'জনের কাজ প্রজন্মের পর প্রজন্ম মানুষেরা উপভোগ করেছেন।
নয়াদিল্লি: গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (International Film Festival Of India) 'ইন্ডিয়ান ফিল্ম পার্সোনালিটি অফ দ্য ইয়ার' (Indian Film Personality Of The Year) সম্মানে ভূষিত হবেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী হেমা মালিনী (Hema Malini) ও সিবিএফসি চেয়ার পার্সন (CBFC Chairperson) প্রসূন জোশী (Prasoon Joshi)। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর, বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে জানান এই কথা।
ভারতীয় সিনেমায় হেমা মালিনী ও প্রসূন জোশীর অবদানের কথা স্মরণ করিয়ে দেন অনুরাগ ঠাকুর। তিনি জানান যে ওঁদের দু'জনের কাজ প্রজন্মের পর প্রজন্ম মানুষেরা উপভোগ করেছেন। গত বছর এই 'ইন্ডিয়ান ফিল্ম পার্সোনালিটি অফ দ্য ইয়ার' পুরস্কারটি প্রবীণ অভিনেতা-পরিচালক বিশ্বজিৎ চট্টোপাধ্যায়কে দেওয়া হয়েছিল।
এএনআই সূত্রে খবর যে অনুরাগ ঠাকুর বলেন, 'কয়েক দশক ধরে ভারতীয় সিনেমার ক্ষেত্রে হেমা মালিনী এবং প্রসূন জোশীর অবদান এবং তাঁদের কাজের ধরন প্রজন্মের পর প্রজন্ম ধরে দর্শকদের মুগ্ধ করেছে। তাঁরা হলেন ভারতীয় চলচ্চিত্র জগতের আইকন যাঁরা বিশ্বজুড়ে প্রশংসিত এবং সম্মানিত।'
Hema Malini and Prasoon Joshi will be honoured with the 'Indian Film Personality of the Year' award at the International Film Festival of India (IFFI) to be organised between Nov 20 & Nov 28 in Goa: I&B Minister Anurag Thakur pic.twitter.com/cq34DskVet
— ANI (@ANI) November 18, 2021
ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে চলেছে নুসরত ভারুচার (Nushrratt Bharuccha) আগামী ছবি 'ছোরি'-র (Chhorii)। বৃহস্পতিবার আমাজন প্রাইমের তরফে ঘোষণা করা হয়েছে এমনটাই।
বিশাল ফুরিয়া পরিচালিত 'ছোরি' ছবিটি IFFI-তে দেখানো হবে ২৫ নভেম্বর, প্রাইম ভিডিওয় ছবিমুক্তির ঠিক একদিন আগে। ছবির স্ক্রিনিংয়ের পর ছবি নির্মাতা ও কলাকুশলীদের সঙ্গে আলোচনা সভারও আয়োজন করা হবে।
এতদিন অনেক ছবিতেই অভিনয় করেছেন নুসরত ভারুচা। অভিনয় করেছেন কোনও না কোনও নায়কের বিপরীতে। কিন্তু প্রথমবার একার কাঁধে দায়িত্ব পড়েছে তাঁর। এই প্রথমবার কোনও ছবিতে মুখ্য চরিত্রে দেখা যেতে চলেছে শুধুমাত্র অভিনেত্রী নুসরত ভারুচাকে। এই ছবিতে একজন অন্তঃসত্ত্বা নারীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। আগামী ২৬ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে 'ছোরি'। মুক্তি পেয়েছে ছবির ট্রেলার (Chhorii Trailer)। তা দেখে ইতিমধ্যেই হাড় হিম হয়ে গিয়েছে দর্শকদের।