(Source: ECI/ABP News/ABP Majha)
Besharam Rang: ঝড় তুলেছে 'বেশরম রং', শ্যুটিংয়ের আগে দীপিকাকে যা বলেছিলেন কোরিওগ্রাফার...
Pathaan Song Updates: গানটি কোরিওগ্রাফি করেন বৈভবী মার্চেন্ট। তাঁর কোন কথায় উদ্বুদ্ধ হয়ে এমন পারফর্ম করেন দীপিকা? 'বেশরম রং' তৈরির পিছনের গল্প প্রকাশ্যে এলো।
মুম্বই: নতুন বছর পড়তেই মুক্তি পাবে শাহরুখ খানের (Shah Rukh Khan) বহু প্রতীক্ষিত ছবি 'পাঠান' (Pathaan)। এই ছবিতে তাঁর সঙ্গে জুটি বেঁধে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে (Deepika Padukone)। ইতিমধ্যে 'পাঠান' ছবির টিজার এবং প্রথম গান 'বেশরম রং' মুক্তি পেয়েছে নেট দুনিয়ায়। বলাই বাহুল্য গানটি মুক্তি পেতেই নেট দুনিয়ায় কার্যত ঝড় তুলেছে। ইতিমধ্যেই লক্ষ লক্ষ ভিউ হয়ে গিয়েছে। গানটি কোরিওগ্রাফি করেন বৈভবী মার্চেন্ট। তাঁর কোন কথায় উদ্বুদ্ধ হয়ে এমন পারফর্ম করেন দীপিকা? 'বেশরম রং' (Besharam Rang) তৈরির পিছনের গল্প প্রকাশ্যে এলো।
কীভাবে তৈরি হয় 'বেশরম রং'?
সম্প্রতি 'বেশরম রং' তৈরির পিছনের গল্প প্রকাশ্যে আনেন কোরিওগ্রাফার বৈভবী মার্চেন্ট। তিনি বলেন, 'আশ্চর্যজনকভাবে দীপিকাকে কোরিওগ্রাফি করার কোনও সুযোগ আগে আসেনি। ফলে এটাই দীপিকার সঙ্গে আমার প্রথম কাজ। 'বেশরম রং'-এ আমরা প্রথম কাজ করি। আর তাই আমি ঠিক করে রেখেছিলাম যে, এমন কিছু করতে হবে, যা দর্শকদের মনে থেকে যাবে। আমাকে স্পেশাল কিছু করতে হবে। সেই মতোই দীপিকাকে আমায় প্রস্তাব দিতে হয়। আর অবশেষে ওর সঙ্গে কাজের সুযোগ আগে। আমি ওকে বলি যে, আমি সত্য়িই ওর সঙ্গে এমন কাজ করতে চাই, যা দর্শকদের মনে থেকে যাবে। এটা আমাদের প্রথম কাজ আর প্রথম কাজটাকে আরও স্পেশাল করতে চাই। এর থেকে ভালো গান ভবিষ্যতে আমি তোমার সঙ্গে তৈরি করতে চাই না। এটাই সেরা হবে।'
">
আরও পড়ুন - Moving In With Malaika: মুখোমুখি লড়াইয়ে মালাইকা-নোরা, কে জিতলেন? দেখুন ভিডিও
বৈভবী আরও বলছেন, 'দীপিকাকে আগে কখনও দেখতে লাগেনি, এমন লাগুক বলে চেয়েছিলাম। সমস্ত কিছুর থেকে পেরিয়ে যেতে চেয়েছিলাম। তাই যখন কস্টিউমের প্রসঙ্গ আসে, আমি শালিনা নাথানির সঙ্গে কথা বলি। দীপিকার সঙ্গে ওর সম্পর্ক খুবই ভালো। আর দেখে অবাক হয়ে গিয়েছিলাম, যেভাবে কস্টিউমগুলি হ্যান্ডল করে দীপিকা। ওর সম্পূর্ণভাবে গানটার মধ্যে ঢুকে গিয়েছিল। প্রতিটা দৃশ্যে ও অসাধারণ পারফরম্যান্স করেছে।'
">