Jackie Shroff: টাইগার-দিশার ব্রেকআপ নিয়ে মুখ খুললেন জ্যাকি শ্রফ
Tiger-Disha Breakup: টাইগার-দিশা মুখ না খুললেও তাঁদের প্রেমের সম্পর্কে ভাঙন প্রসঙ্গে মুখ খুললেন জ্যাকি শ্রফ।
মুম্বই: বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, টাইগার শ্রফ (Tiger Shroff) এবং দিশা পাটানির (Disha Patani) ব্রেকআপ হয়েছে। বি টাউনের আনাচে কানাচে কান পাতলেই সম্পর্ক ছেদের কথা শোনা যাচ্ছে। বিভিন্ন সূত্রে খবর, চলতি বছররে শুরুতেই তাঁদের মধ্যে প্রেমের সম্পর্কে বিচ্ছেদ ঘটে। প্রায় ৬ বছরের প্রেমের সম্পর্কে ইতি টানেন তাঁরা। যদিও এখনও পর্যন্ত টাইগার শ্রফ কিংবা দিশা পাটানি এই প্রসঙ্গে মুখ খোলেননি। টাইগার-দিশা মুখ না খুললেও তাঁদের প্রেমের সম্পর্কে ভাঙন প্রসঙ্গে মুখ খুললেন জ্যাকি শ্রফ (Jackie Shroff)।
টাইগার - দিশার সম্পর্ক প্রসঙ্গে জ্যাকি শ্রফ-
সম্প্রতি এক সাক্ষাৎকারে জ্যাকি শ্রফকে টাইগার - দিশার সম্পর্কে বিচ্ছেদের খবর প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয়। অভিনেতা সরাসরি জানিয়ে দেন যে, তিনি তাঁর ছেলের প্রেমজীবনে নজর রাখেননি। বরং, দিশার সঙ্গে টাইগারের যে এখনও বন্ধুত্ব রয়েছে, তা তিনি স্পষ্ট করে দেন।
সাক্ষাৎকারে জ্যাকি শ্রফ বলেন, 'ওরা (টাইগার ও দিশা) সবসময়ই একে অপরের বন্ধু ছিল। আজও ওদের মধ্যে বন্ধুত্ব একইরকম রয়েছে। আমি ওদের একসঙ্গে নানা জায়গায় যেতে দেখেছি। তবে, আমি আমার ছেলের প্রেমজীবনে চোখ রাখিনি একেবারেই (হাসতে হাসতে বলেন)। এটাই এই প্রসঙ্গে আমার বলার। ওদের ব্যক্তিগত জীবন ওরাই জানে। তবে, আমি এটা মনে করি যে, ওরা যেমন বন্ধু ছিল, তেমনই আছে। কাজের পাশাপাশি ওরা নিজেদের মধ্যে সময়ও কাটায়।'
আরও পড়ুন - Uorfi Javed: যে উরফিকে নিয়ে উত্তাল নেট দুনিয়া, তাঁর পরিবারের সদস্যদের দেখেছেন?
জ্যাকি শ্রফ আরও বলেন, 'দেখুন, ওরা একসঙ্গে আছে নাকি নেই, সেটা একেবারেই ওদের মধ্যেকার ব্যাপার। ওরা একে অপরের সঙ্গে থাকবে কি না তা একতেবারেই ওদের নিজেদের মধ্যের বোঝাপড়া। এটা ওদের প্রেমের কাহিনি। যেমন আমার আমার আমার স্ত্রী আয়েশার একটা আলাদা প্রেমের গল্প রয়েছে। আমাদের সঙ্গে দিশার সম্পর্ক অত্যন্ত বালো। আমি আবারও বলব, ওরা একে অপরের সঙ্গে খুব ভালো থাকে। ওরা দেখা করে, কথা বলে, সময় কাটায়।' প্রসঙ্গত, টাইগার শ্রফ এবং দিশা পাটানি একসঙ্গে স্ক্রিন শেয়ার করেন 'বাগি ২' ছবিতে।